P পৃষ্ঠা ৪২
- English Word postal Bengali definition [পোস্ট্ল্] (adjective) ডাক সম্বন্ধীয়; ডাক-: postalrates, ডাকমাসুলের হার; postalworkers, ডাককর্মচারীরা: a postal vote, ডাকযোগে প্রেরিত ভোট; postal union, আন্তর্জাতিক ডাকযোগাযোগ ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পৃথিবীর অধিকাংশ সরকারের মধ্যে সম্পাদিত চুক্তি; আন্তর্জাতিক ডাকযোগাযোগ সংঘ। postal order, দ্রষ্টব্য order 1(৯).
- English Word postdate Bengali definition [পোস্ট্ডেইট্] (verb transitive) (১) (চেক, চিঠি ইত্যাদিতে) লেখার তারিখের পরবর্তী কোনো তারিখ দেওয়া; পশ্চাৎ তারিখযুক্ত করা। (২) (কোনো ঘটনাকে) প্রকৃত তারিখের পরবর্তী কোনো তারিখ দেওয়া।
- English Word poste restante Bengali definition [পোস্ট্রেস্টা:ন্ট্ America(n) পোস্ট্রেস্ট্যান্ট্] (noun) [Uncountable noun] (ফরাসি) ডাকঘরের বিভাগ- এই বিভাগের প্রযত্নে চিঠিপত্র পাঠালে তা না-চাওয়া পর্যন্ত সংরক্ষিত থাকে; প্রযত্ন ডাক।
- English Word poster Bengali definition [পোস্টা(র্)] (noun) (১) প্রাচীরপত্র; বৃহৎ মুদ্রিত চিত্র। (২) (bill poster) poster যে ব্যক্তি প্রাচীরগাত্রে বিজ্ঞাপন, প্রচারপত্র ইত্যাদি যুক্ত করে বা লটকায়।
- English Word posterior Bengali definition [পস্টিআরিআ(র্)] (adjective) (১) posterior (to) পশ্চাৎকালীন; পশ্চাৎকালিক; উত্তরকালিক; পশ্চাদ্বর্তী; পরবর্তী। দ্রষ্টব্য prior 1. (২) পিছনে অবস্থিত; পশ্চাৎ। □ (noun) (হাস্যরসাত্মক) নিতম্ব; পশ্চাদ্দেশ: kick his posterior. posterity (noun) পশ্চাৎকালীনতা; উত্তরকালীনতা; পশ্চাদ্বর্তিতা; পরবর্তিতা।
- English Word posterity Bengali definition [পস্টেরাটি] (noun) [Uncountable noun] (১) বংশধরগণ; অপত্য; সন্তানসন্ততি। (২) ভবিষ্যৎ প্রজন্মপরম্পরা; উত্তরপুরুষ।
- English Word postern Bengali definition [পস্টান্] (noun) পার্শ্বদ্বার; খিড়কি (বিশেষত পূর্বকালে) দুর্গ বা কেল্লার গুপ্ত প্রবেশপথ; প্রচ্ছন্ন দ্বার: (attributive(ly)) postern door/gate.
- English Word postgraduate Bengali definition [পোস্ট্গ্র্যাজুআট্] (adjective) স্নাতকোত্তর। □ (noun) স্নাতকোত্তর শিক্ষার্থী।
- English Word posthumous Bengali definition [পস্টিউমাস্] (adjective) (১) (সন্তান) পিতার মৃত্যুর পর জাত বা জন্ম নেওয়া। (২) মরণোত্তর: the posthumous award of a Victoria Cross; a posthumous novel; posthumous fame. posthumously (adverb) মরণোত্তরকালে: The prize was awarded posthumously.
- English Word postilion Bengali definition (অপিচ postillion) [পস্টিলিআন্] (noun) যে ব্যক্তি শকটবাহী দুই বা ততোধিক ঘোড়ার একটিতে আরোহণ করে গাড়ি চালায়; অশ্বচালক; সারথি।
- English Word postmaster Bengali definition [পোস্ট্মা:স্টা(র্) America(n) পোস্ট্ম্যাসটা(র্)] (noun) Postmaster General ডাকবিভাগের সর্বোচ্চ কর্তা ব্যক্তি/মন্ত্রী; (British/Britain)। দ্রষ্টব্য post 3 (২).
- English Word postmortem Bengali definition [পোস্ট্মোটাম্] (noun), (adjective) (১) মৃত্যুর পরে শবদেহ পরীক্ষা এবং এই পরীক্ষাসংক্রান্ত; ময়নাতদন্ত। (২) (কথ্য) অতীত কোনো ঘটনার পর্যালোচনা।
- English Word postpone Bengali definition [পাস্পোন্] (verb transitive) স্থগিত/মুলতবি রাখা/করা: postpone a meeting. postponement (noun) [Uncountable noun, Countable noun] মুলতবিকরণ; স্থগিতকরণ: after numerous postponements.
- English Word postprandial Bengali definition [পোস্ট্প্র্যান্ডিআল্] (adjective) (সাধারণত হাস্যরসাত্মক) ভোজনোত্তর: enjoy a postprandial nap; postprandial oratory.
- English Word postscript Bengali definition [পোস্ট্ক্রিপ্ট্] (noun) (১) (সংক্ষেপে PS) চিঠিতে স্বাক্ষরের পরে যুক্ত বাক্যাবলি; পুনশ্চ: She scribbled a quick postscript about her visit to David. (২) অতিরিক্ত বা সর্বশেষ তথ্য।
- English Word postulant Bengali definition [পস্টিউ্যলান্ট্ America(n) পস্চুলান্ট্] (noun) (বিশেষত কোনো ধর্মসংঘে ভর্তি হওয়ার জন্য) প্রার্থী। দ্রষ্টব্য novice.
- English Word postulate Bengali definition [পসটিউলেইট্ America(n) পসচুলেইট্] (verb transitive) (যুক্তির খাতিরে) সত্য বা সিদ্ধ বলে গ্রহণ করা; স্বীকৃতপক্ষরূপে গ্রহণ করা; অনুমানমূলকরূপে প্রস্তাব করা; স্বীকৃত সত্যরূপে গ্রহণ/উপস্থাপন করা। □ (noun) স্বীকৃতপক্ষ; অনুমানমূল; স্বীকৃতসত্য; স্বতঃসিদ্ধ: the postscripts of Euclidean geometry.
- English Word posture Bengali definition [পস্চা(র্)] (noun) (১) [Countable noun] অঙ্গস্থিতি; অঙ্গসংস্থিতি: Would you please take a reclining posture? Good posture helps you to keep well. (২) [Uncountable noun] অবস্থা; দশা: in the present posture of public affairs. (৩) মনোভাব; মনোভঙ্গি: I don’t understand the Governments posture over helping the poor. □ (verb transitive), (verb intransitive) (১) বিশেষ ভঙ্গিতে বিন্যস্ত বা স্থাপন করা/বসানো: posture a model. (২) ঢং করা; ঠাটঠমক করা; দেমাগভরে অঙ্গভঙ্গি করা: Look how she’s posturing before the mirror. posturing (noun) [Uncountable noun, Countable noun] ঠাটঠমক; গর্বিত অঙ্গভঙ্গি; ঢং।
- English Word posy Bengali definition [পোজি] (noun) (plural posies) পুষ্পস্তবক; ফুলের তোড়া।
- English Word pot 1 Bengali definition [পট্] (noun) (১) পাত্র; ভাণ্ড; আধার; ভাজন: a jam-pot; a teapot; a coffee-pot; a flower-pot; a chamber-pot. যৌগশব্দগুলোর পূর্বপদ দ্রষ্টব্য। (২) (বিশিষ্ট বাক্যাংশ ও প্রবচন) go to pot (অপশব্দ) জাহান্নামে/চুলোয় যাওয়া। keep the pot boiling (শিশুদের খেলা ইত্যাদি) পুরোদমে চালিয়ে যাওয়া। take pot luck হাতের কাছে যা পাওয়া যায় গ্রহণ করা; উপস্থিত মতো যা জোটে খেয়ে নেওয়া। the pot calling the kettle black চালুনি বলে সুচ তোর পেছনে কেন ছেঁদা। (৩) (কথ্য) টাকার পাহাড়: make a pot / pots of money. (৪) a big pot (কথ্য) কর্তাব্যক্তি; কেষ্টুবিষ্টু; হোমরাচোমরা। (৫) (কথ্য) ক্রীড়াপ্রতিযোগিতার পুরস্কার, বিশেষত রুপার কাপ: the pots he won as a young athlete. (৬) (অপশব্দ) গাঁজা। (৭) (যৌগশব্দ) pot-belly (noun) ভুঁড়ি; লম্বোদর; ভুঁড়িওয়ালা। pot-bellied (adjective) (ব্যক্তি) লম্বোদর; (চুল্লি) জ্বালানি (যেমন কাঠ) পোড়ানোর জন্য গোলাকার আধারযুক্ত; পেটমোটা। pot-boiler (noun) নিছক অর্থোপার্জনের জন্য রচিত বই, ছবি ইত্যাদি। pot-bound (adjective) (চারা) শিকড়ে গোটা টব ভরে গেছে এমন। pot-boy, pot-man [পট্মান্] (plural pot-men) (noun(s) (ইতিহাস) পানশালায় খদ্দেরদের পানপাত্রে বিয়ার ইত্যাদি ঢেলে দেওয়ার দায়িত্বে নিয়োজিত কর্মচারী; সুরাপরিবেশক; সাকি। pothat (noun) (অপশব্দ)= bowler hat শক্ত; গোলাকার; সাধারণত কালো রঙের শিরস্ত্রাণবিশেষ। pot-head (noun) (কথ্য) গাঁজাখোর। pot-herb (noun) শাকপাতা। pot-hole (noun) (ক) (বৃষ্টি ও যান চলাচলের ফলে সৃষ্ট রাস্তার) খানাখন্দ; গর্ত। (খ) জলপ্রবাহে পাথর (যেমন চুনাপাথর) ক্ষয়প্রাপ্ত হওয়ার দরুন সৃষ্ট গভীর সমবর্তুল গর্ত; মন্থকূপ। pot-holer (noun) যে ব্যক্তি গুহার ভিতর মন্থকূপ সন্ধান করে; এ ধরনের মন্থকূপসন্ধানী। pot-hook (noun) (ক) উনুনের উপর ঘট ইত্যাদি ঝুলিয়ে রাখার জন্য S আকৃতির অঙ্কুশবিশেষ, যা ইচ্ছেমতো উঁচুনিচু করা যায়; ঘটাঙ্কুশ। (খ) বর্ণ লেখা শেখার সময়ে শিশুরা যে বাঁকা বা ঢেউখেলানো রেখাপাত করে; আঁকিবুঁকি। pot-house (noun) (প্রাচীন প্রয়োগ) শুঁড়িখানা: pot-house manners, ইতর আচরণ; চোয়াড়পনা। pot-hunter (noun) (ক) যে শিকারি কেবল খাদ্য ও অর্থের কথা ভেবে সামনে যা পায় তা-ই শিকার করে। (খ) যে ব্যক্তি কেবল পুরস্কারের লোভে প্রতিযোগিতায় যোগ দেয়। উপরে ৫ দ্রষ্টব্য । pot-roast (noun) হাঁড়িতে অতি সামান্য পানি দিয়ে ধীরে ধীরে রান্না করা গোমাংস ইত্যাদি; হাঁড়িকাবাব। pot-shot (noun) পশু বা পাখি খুব নিকটবর্তী হলে সতর্কভাবে লক্ষ্য স্থির করতে হয় না এমন তাক; সহজ/এলোপাতাড়ি তাক। pot-trained (adjective) শয়নকক্ষে রক্ষিত মূত্রকূণ্ডের ব্যবহার জানে এমন শিশু।
- English Word pot 2 Bengali definition [পট্] (verb transitive), (verb intransitive) (potted, potting, pots) (১) (মাংস, মাছের পিণ্ড ইত্যাদি সংরক্ষণ করতে) পাত্রমধ্যে রাখা: potted shrimps/ham. (২) pot (up) টবে রোপণ করা। (৩) অবলীলাক্রমে ঘায়েল করা: pot a rabbit. pot at গুলি করা। (৪) (বিলিয়ার্ড) বল মেরে পকেটে ফেলা। (৫) (কথ্য) (শিশুকে) পটে বসানো।
- English Word potable Bengali definition [পোটাব্ল্] (adjective) পেয়; পানীয়; পানযোগ্য।
- English Word potash Bengali definition [পট্যাশ্] (noun) [Uncountable noun] পটাসিয়ামের বিভিন্ন লবণের সাধারণ নাম; সার, সাবান এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়; ক্ষার; যবক্ষার।
- English Word potation Bengali definition [পোটেইশ্ন্] (noun) (সাহিত্যিক) পানীয়; পান।
- English Word potato Bengali definition [পটেইটোউ] (noun) (plural potatoes [পটেইটোউজ্) আলু। sweet potato মিষ্টিআলু। potatobeetle (noun) (আলুর পাতানাশকারী) কাটারি পোকা।
- English Word poteen Bengali definition [পটীন্] (noun) [Uncountable noun] নিষিদ্ধ চোলাইযন্ত্রে প্রস্তুত আইরিশ হুইস্কি; পটিন।
- English Word potent Bengali definition [পোটিন্ট্] (adjective) (ব্যক্তি বা যন্ত্র সম্বন্ধে নয়) জোরালো; অকাট্য; শক্তিশালী; বলাঢ্য: potent reasons /arguments/ charms/drugs/ remedies; (পুরুষ) বীর্যবান। potently (adverb) জোরালোভাবে ইত্যাদি। potency [পোটেন্সি] (noun) জোর; বল; অকাট্যতা; প্রভাবত্ব; পুরুষত্ব।
- English Word potentate Bengali definition [পোট্ন্টেইট্] (noun) ক্ষমতাবান ব্যক্তি; নৃপতি; শাসক।
- English Word potential Bengali definition [পাটেন্শ্ল্] (adjective) (১) সম্ভাব্য; সম্ভাবনাত্মক; সম্ভাবনীয়; অনুভূত: potential wealth/resources; potential energy (যা মোক্ষণের অপেক্ষায় আছে)। (২) potential mood (ব্যাকরণ) সম্ভাবনাসূচক ভাব। □ (noun) (১) [Countable noun, uncountable noun] সম্ভাবনা; অনুদ্ভূত বৃত্তি শক্তি: He has a lot of potential. (২) (ব্যাকরণ) সম্ভাবনাসূচক ভাব। (৩) (বিদ্যুৎ) ভোল্ট দ্বারা প্রকাশিত বৈদ্যুতিক শক্তি; বিভব: a current of high potential. potentially [পাটেন্শালি] (adverb) সম্ভাবনীয়রূপে; সম্ভাব্যরূপে: a potentially rich country, যে দেশের প্রাকৃতিক সম্পদ আছে, কিন্তু তার বিকাশ সাধিত হয়নি। potentiality [পটেন্শিঅ্যালাটি] (noun) (plural potentialities) সম্ভাবনা; সুপ্তশক্তি: a situation/a country with great potentialities.
- English Word pother Bengali definition [পদা(র্)] (noun) শ্বাসরোধী ধোঁয়া, ধুলা বা মেঘ; তুমুল চ্যাঁচামেচি; হট্টগোল।