• Bengali Word practitioner English definition [প্র্যাক্‌টিশানা(র্‌)] (noun) ১ যে ব্যক্তি কোনো শিল্প বা বৃত্তিতে নিয়োজিত; ব্যবসায়ী; (যৌগশব্দে) -সেবী; -বৃত্তিক।
    (২) (বিশেষত আইন ও চিকিৎসাশাস্ত্রে) পেশাজীবী: a practitioner of medicine, চিকিৎসাজীবী; a practitioner of law, আইনজীবী; ব্যবহারজীবী; ব্যবহারবিদ। general practitioner (সংক্ষেপ GP) যে চিকিৎসক ভেষজ উপচারের পাশাপাশি ছোটখাটো অস্ত্রোপচারেও পারদর্শী এবং যিনি রোগীর বাড়িতে গিয়ে কিংবা নিজের চেম্বার বা উপচারকক্ষে রোগী দেখেন (family doctor নামেও পরিচিত); গৃহচিকিৎসক; সাধারণ চিকিৎসক।