P পৃষ্ঠা ৪১
- English Word portion Bengali definition [পোটশ্ন্] (noun) (১) (কোনো কিছু বহনের সময় দেয়) অংশ; ভাগ; হিস্যা: portion of a railway ticket; the through portion for Glasgow, ট্রেনের যে অংশ সরাসরি গ্লাসগো যাবে। a marriage portion, যৌতুক। (২) রেস্তোরাঁয় পরিবেশিত যেকোনো খাবারের অংশ; খণ্ড; ভাগ: a generous portion of apple-pie. (৩) (singular) ভাগ্য; অদৃষ্ট; নিয়তি: Don’t quarrel with your portion here below. □ (verb transitive) (১) portion something out (among/between) ভাগ করে/বেটে দেওয়া; অংশিত করা। (২) portion something to somebody অংশ/হিস্যা/ভাগ দেওয়া।
- English Word Portland Bengali definition [পোট্লান্ড্] (noun) Portland stone (ডর্সেটের পোর্টল্যান্ডের কাছে খনিতে লভ্য) হলুদাভ সাদা চুনাপাথর। Portland cement উক্ত পাথরের মতো রঙের সিমেন্টবিশেষ।
- English Word portly Bengali definition [পোট্লি] (adjective) (বিশেষত বয়স্ক লোক) গোলগাল; হৃষ্টপুষ্ট।
- English Word portmanteau Bengali definition [পোট্ম্যান্টোউ] (noun) (plural 'portmanteaus' বা 'portmanteaux' [পোট্ম্যান্টোউজ্]) কাপড়চোপড় বহনের জন্য চামড়ার আয়তাকার ব্যাগবিশেষ। portmanteau word একাধিক শব্দের ধ্বনি ও অর্থ সংযুক্ত করে গঠিত নতুন কৃত্রিম শব্দ (যেমন slithy= slimy ও lithe); জোড়কলম শব্দ।
- English Word portrait Bengali definition [পোট্রিট্] (noun) (১) প্রতিকৃতি, প্রতিমূর্তি। (২) জীবন্ত বর্ণনা। portraitist [পোটিস্ট্] (noun) প্রতিকৃতিশিল্পী। portraiture [পোটিচা(র্) America(n) পোটিচুআ(র্)] (noun) [Uncountable noun] প্রতিকৃতি অঙ্কন; প্রতিকৃতি।
- English Word portray Bengali definition [পোট্রেই] (verb transitive) (১) প্রতিকৃতি-আঁকা। (২) জীবন্ত বর্ণনা দান করা; চরিত্রচিত্রণ করা। (৩) (নাটকের) কোনো চরিত্রে অভিনয় করা বা রূপদান করা। portrayal [পোট্রেইআল্] (noun) [Uncountable noun] প্রতিকৃতি অঙ্কন; [Countable noun] চরিত্রচিত্রণ; বর্ণনা।
- English Word pose Bengali definition [পোউজ্] (verb transitive), (verb intransitive) (১) (প্রতিকৃতি-অঙ্কন, আলোকচিত্রগ্রহণ ইত্যাদির আগে) কাঙ্ক্ষিত ভঙ্গিতে স্থাপন করা। (২) pose (for) (প্রতিকৃতি ইত্যাদির জন্য) অবস্থান গ্রহণ করা; বসা: He agreed to pose for me. (৩) আলোচনায় পেশ/উত্থাপন করা; সৃষ্টি/জন্মদান করা: Technological innovation sometimes poses serious problems for the environment. (৪) pose as দাবি/জাহির করা: pose as an expert on modern painting. (৫) কৃত্রিম আচরণ/ভান করা; তাক/চমক লাগানোর জন্য ভঙ্গি অবলম্বন করা: He’s always posing. □ (noun) (১) (প্রতিকৃতি ইত্যাদির জন্য) ভঙ্গি: an unusual pose. (২) (তাক লাগানোর জন্য) কৃত্রিম আচরণ; ভঙ্গি; ভান; বিলাস: His love for democracy is a mere pose. poser (noun) বিব্রতকর প্রশ্ন; কূটপ্রশ্ন।
- English Word poseur Bengali definition [পোজা(র্)] (feminine) poseuse [পোজাজ্] (noun) তাক লাগানোর জন্য যে ব্যক্তি ভঙ্গি অবলম্বন করে; ভঙ্গিবিলাসী; কপটপ্রিয়।
- English Word posh Bengali definition [পশ্] (adjective) (কথ্য) চটকদার; ফিটফাট; জেল্লাদার: a posh hotel; posh clothes; posh friends.
- English Word posit Bengali definition [পজিট্] (verb transitive) = দ্রষ্টব্য postulate, তর্কের খাতিরে সত্য/সিদ্ধ বলে ধরে নেওয়া।
- English Word position Bengali definition [পাজিশ্ন্] (noun) (১) [Countable noun] অবস্থান; অবস্থিতি; স্থান; অবস্থানস্থল: a ship’s position; capture the enemy’s positions. in/out of position যথাস্থানে/যথাস্থানের বাইরে। (২) [Uncountable noun] সুবিধাজনক অবস্থান: to manoeuvre for position. (৩) [Countable noun] ভঙ্গি; অঙ্গবিন্যাস: position of the feet, পদবিন্যাস: sit/lie in a comfortable position. (৪) [Countable noun] (সমাজ, চাকরি ইত্যাদিতে) স্থান; অবস্থান: a high/low position in society; a pupil’s position in class. (৫) [Countable noun] পদ; পদবি; চাকরি; নিয়োগ: apply for the position of accountant. (৬) [Countable noun] অবস্থা; দশা: placed is an awkward position. (৭) [Countable noun] অভিমত; মনোভাব; দৃষ্টিভঙ্গি: I’ve explained my position on the problem. □ (verb transitive) যথাস্থানে রাখা/স্থাপন করা; অবস্থান নির্ণয় করা।
- English Word positive Bengali definition [পজাটিভ্] (adjective) (১) নিশ্চিত; সুনির্দিষ্ট; সুস্পষ্ট; সন্দেহাতীত: positive knowledge; positive instruction/orders. (২) (ব্যক্তি) সুনিশ্চিত; কৃতনিশ্চয়; দৃঢ়নিশ্চয়; বদ্ধনিশ্চয়; নিশ্চয়ী; নিঃসংশয়: Are you positive (that) he’s leaving on Sunday? He was positive about what he saw. (৩) বাস্তব ও গঠনমূলক; সুনিশ্চিতভাবে সহায়ক; ইতিবাচক: a positive suggestion; positive help; positive criticism. (৪) (কথ্য) সুস্পষ্ট; ডাহা; পুরোদস্তুর; অবিমিশ্র; নির্জলা; নির্ঘাত; ঘোর; a positive fool/nuisance; a positive crime. (৫) (গণিত) শূন্যের চেয়ে অধিক; ধন; ধনাত্মক: the positive sign, ধনাত্মক চিহ্ন (+)। (৬) (বিদ্যুৎ) ধনাত্মক; পরা: a positive charge, ধনাত্মক আধান। positive pole (=anode), ধনধ্রুব। (৭) (আলোকচিত্র) স্বাভাবিক আলোছায়া-প্রকাশক (নেগেটিভের মতো আলোছায়া উলটে দেওয়া হয়নি); পজিটিভ; স্বাভাবিক। (৮) (ব্যাকরণ adjective, adverb সম্বন্ধে) সরল অর্থাৎ তুলনামূলক বা অতিশয়ার্থক নয়; সামান্য। □ (noun) সামান্য মান/বিশেষণ, ধনরাশি ইত্যাদি; নেগেটিভ থেকে মুদ্রিত আলোকচিত্র; পজিটিভ। positively (adverb) সুস্পষ্টভাবে; নিশ্চিতভাবে। positiveness (noun) [uncountable noun] দৃঢ়নিশ্চয়; সুনিশ্চিয়ত্ব; দৃঢ়প্রত্যয়।
- English Word positivism Bengali definition [পজিটিভিজাম্] [Uncountable noun] জল্পনাকল্পনা বা মানসবিচারের স্থলে ইন্দ্রিয়গম্য প্রপঞ্চ ও সন্দেহাতীত তথ্যের উপর প্রতিষ্ঠিত, অগস্তঁ কোঁতে (ফরাসি দার্শনিক, ১৭৯৮-১৮৫৭)- এর দার্শনিক মতবাদ; প্রত্যক্ষবাদ; দৃষ্টবাদ। logical positive উক্ত মতবাদের আধুনিক (২০ শতক) বিকশিত রূপ, যার প্রধান উপজীব্য ভাষিক বিশ্লেষণ এবং পর্যবেক্ষণের দ্বারা পরীক্ষণাশ্রয়ী বিবৃতির সত্যাসত্য নির্ণয়; নৈয়ায়িক প্রত্যক্ষবাদ। positivist [পজিটিভিইস্ট্] (noun) প্রত্যক্ষবাদী।
- English Word posse Bengali definition [পসি] (noun) (প্রধানত America(n)) কনস্টেবল দল বা তুল্য ক্ষমতাসম্পন্ন অন্য কোনো বাহিনী; শান্তি-শৃঙ্খলা রক্ষায় সাহায্য করার জন্য শেরিফ এদের তলব করতে পারেন; শান্তিরক্ষী দল।
- English Word possess Bengali definition [পাজেস্] (verb transitive) (১) (কোনো কিছুর) অধিকারী বা মালিক হওয়া: possess nothing; lose all that one possesses. (২) বশে/নিয়ন্ত্রণে রাখা: possess one’s soul in patience, ধৈর্যধারণ করা; ধৈর্যশীল হওয়া: দ্রষ্টব্য self ভুক্তিতে self-possessed. (৩) possess oneself on (প্রাচীন প্রয়োগ) মালিক/স্বত্বাধিকারী হওয়া; অধিগত/ হস্তগত করা। be possessed of অধিকারী হওয়া; (কোনো কিছু) থাকা: She is possessed of great intellectual ability. (৪) be possessed পাগল/উন্মাদ হওয়া; ভূতাবিষ্ট/ভূতগ্রস্ত/পিশাচাবিষ্ট হওয়া: You behaved like one possessed. (৫) (মনকে) দখল/আবিষ্ট/সমাবিষ্ট/অধিকৃত করা: What possessed him to do such a thing? possesser [পাজেস্সা(র্)] (noun) মালিক; স্বত্বাধিকারী।
- English Word possession Bengali definition [পাজেশ্ন্] (noun) (১) [Uncountable noun] স্বামিত্ব; স্বত্ব; অধিকার; দখল; আয়ত্ত: come into possession of an estate; get possession of, অধিকার নেওয়া: Is she in full possession of her senses? মানসিকভাবে পূর্ণ সুস্থ কিনা। (২) (প্রায়ই plural) অধিকৃত বস্তু; বিষয়সম্পত্তি; বিত্তবৈভব; সহায়সম্পদ: lose all one’s possessions; a man of great possessions.
- English Word possessive Bengali definition [পাজেসিভ্] (adjective) (১) অধিকারসূচক; দখল সম্বন্ধীয়; দখলি; আধিকারিক; আধিপত্যপ্রবণ; দখলপ্রবণ: a possessive manner, অন্যের মনোযোগ ইত্যাদির উপর দাবি ঘোষণা করে এমন: a possessive nature, বস্তু সংগ্রহ করতে উৎসাহী কিংবা কারো ভালোবাসা বা মনোযোগ পুরোপুরি দখল করতে আগ্রহী এমন। (২) (ব্যাকরণ) সম্বন্ধবাচক: the possessive case, সম্বন্ধপদ। possessively (adverb) আধিকারিকভাবে ইত্যাদি।
- English Word posset Bengali definition [পসিট্] (noun) আগেকার দিনে সর্দিকাশির প্রতিকার হিসেবে বহুল ব্যবহৃত ঈষদুষ্ণ দুধের সঙ্গে বিয়ার ও মসলাযুক্ত পানীয়বিশেষ।
- English Word possibility Bengali definition [পসাবলাটি] (noun) (plural possibilities) (১) [Uncountable noun] সম্ভাবনা। (২) [Countable noun] যা সম্ভাব্য; সম্ভাবনা।
- English Word possible Bengali definition [পসাব্ল্] (adjective) (১) সম্ভবপর; সাধ্য; সম্ভাবিত: as much as possible, যথাশক্তি; যথাসাধ্য। (২) সন্তোষজনক; যুক্তিসঙ্গত; উপযুক্ত; যথাযোগ্য: a possible answer to a question; You are not the only possible man for the job. □ (noun) উপযুক্ত ব্যক্তি বা বস্তু: a trial game between possibles and probables, উপযুক্ত ও সম্ভাব্য খেলোয়াড়দের মধ্যে খেলা। possibly [পসাব্লি] (adverb) (১) সম্ভবপর মতো; হলে; যথাসম্ভব: Come as soon as you possible can. He can possible help you. (২) সম্ভবত; হয়তো।
- English Word possum Bengali definition [পসাম্] (noun) opossum (দ্রষ্টব্য)-এর কথ্য সংক্ষেপ। play possum কাউকে ধোঁকা দেওয়ার জন্য ঘুমন্ত বা অনবহিত থাকার ভান করা; মড়ার মতো পড়ে থাকা।
- English Word post 1 Bengali definition [পোস্ট্] (noun) [Countable noun] (১) যে স্থানে প্রহরারত সৈনিক অবস্থান করে; কর্মস্থল; কর্তব্যস্থল। (২) সৈন্যদের দ্বারা অধিকৃত স্থান, বিশেষত সীমান্তদুর্গ; ফাঁড়ি; ঘাঁটি। দ্রষ্টব্য outpost. (৩) বাণিজ্যঘাঁটি; কুঠি: English and French trading posts in Bengal in the 1৪th century. (৪) পদ; চাকরি; নিয়োগ: get a better post. □ (verb transitive) (১) (প্রহরায়) নিযুক্ত করা: post sentries at the gates. (২) ঘাঁটিতে/ফাঁড়িতে পাঠানো: post an officer to a unit. He is going to be posted to London.
- English Word post 2 Bengali definition [পোস্ট্] (noun) (সামরিক) সূর্যাস্তকালীন তূর্যধ্বনি। (বিশেষত) the first/last post অন্তিম তূর্যধ্বনি (সামরিক অন্ত্যেষ্টিক্রিয়ায়ও ধ্বনিত হয়)।
- English Word post 3 Bengali definition [পোস্ট্] (noun) (১) (ইতিহাস) পত্র ইত্যাদি পর্যায়ক্রমে গন্তব্যস্থল পর্যন্ত বহনের জন্য কিছুদূর অন্তর অন্তর নিযুক্ত অশ্বারোহী বাহক; ডাক; ডাকহরকরা। post-chaise (noun) (ইতিহাস) ভ্রমণের জন্য এক চটি থেকে অন্য চটি পর্যন্ত ভাড়া করা গাড়ি; ডাকগাড়ি। post-horse (noun) (ইতিহাস) ডাক বহনের জন্য কিংবা পর্যটকদের কাছে ভাড়া দেওয়ার জন্য চটিতে রক্ষিত ঘোড়া; ডাকঘোড়া। (২) (British/Britain) ডাক (America(n) mail): miss/catch the post. the Post (Office) ডাকবিভাগ। (৩) the post ডাকবাক্স বা ডাকঘর; take letters to the post. (৪) (যৌগশব্দ) postbag (= mailbag) ডাকের থলে। post-box ডাকবাক্স। post-card (noun) চিঠি লেখার জন্য একপিঠে ছবিওয়ালা কার্ডবিশেষ; ডাককার্ড। postcode (America(n)= zipcode) (কম্পিউটার ব্যবহার করে) চিঠিপত্র সহজেই বাছাই ও বিলি করার জন্য বর্ণ ও সংখ্যার সমষ্টি; ডাকসংকেত। post-free (adjective), (adverb) বিনা মাসুলে কিংবা ডাকমাসুল পূর্বেই পরিশোধিত হয়েছে এমন (ভাবে); (মূল্য) ডাকমাসুলসহ। postman [পোস্ট্মান্] (noun) (plural postmen) ডাকপিয়ন (America(n)= mailman)। postmark (noun) (চিঠিপত্রে) ডাকঘরের ছাপ। □ (verb transitive) ডাকঘরের ছাপ মারা। post master, postmistress (noun(s)) ডাকমুনশি। post-office (noun) ডাকঘর; ডাকখানা। postoffice (সংক্ষেপে PO) box (noun) ব্যক্তি বা কোম্পানির ঠিকানায় প্রেরিত চিঠিপত্রের জন্য ডাকঘরে রক্ষিত সংখ্যাচিহ্নিত বাক্স; ডাকঘর-বাক্স। postpaid (adjective), (adverb) পরিশোধিত মাসুল।
- English Word post 4 Bengali definition [পোস্ট্] (verb transitive), (verb intransitive) (১) (চিঠিপত্র) ডাকে দেওয়া/ফেলা; (America(n)= mail)। (২) (ইতিহাস) চটিতে চটিতে ঘোড়া বদলিয়ে পর্যায়ক্রমে ভ্রমণ করা। দ্রষ্টব্য post 3 (১). posthaste (adverb) অতিদ্রুতবেগে; বায়ুবেগে। (৩) post (up) (হিসাবরক্ষণ) (খতিয়ানে) লিপিবদ্ধ করা/তোলা: post (up) export sales; post up a ledger. keep somebody posted (লাক্ষণিক) অবহিত রাখা।
- English Word post 5 Bengali definition [পোস্ট্] (noun) খুঁটি; স্তম্ভ: gate posts, তোরণস্তম্ভ; the starting/winning-post, দৌড়ের আরম্ভ ও সমাপ্তিসূচক স্তম্ভ, bed posts, মশারির খুঁটি; lamp-posts, (রাস্তার) বাতিস্তম্ভ। □ (verb transitive) (১) post (up) বিজ্ঞাপন, প্রাচীরপত্র ইত্যাদির সাহায্যে প্রকাশ্য স্থানে প্রদর্শন করা; লাগানো: Bills were posted on the wall of the town hall. (২) post (over) (বিজ্ঞাপন, প্রাচীরপত্র ইত্যাদিতে) ঢেকে ফেলা/পরিলিপ্ত করা: post a wall (over) with placards. (৩) (প্রাচীরপত্রের সাহায্যে) বিজ্ঞাপিত করা: a ship posted as missing.
- English Word Post Exchange Bengali definition [পোস্ট্ ইক্স্চেইন্জ্] (noun) (সংক্ষেপে PX) (America(n)) সামরিক ঘাঁটির ভাণ্ডারবিশেষ, যেখানে বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গ সেবা ও শুল্কমুক্ত পণ্য কিনতে পারেন; সামরিক পণ্যশালা।
- English Word post meridiem Bengali definition [পোউস্ট্ মারিডিআম্] (adverb) (সংক্ষেপে pm) দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত সময়; অপরাহ্ণ: 5. 30 pm. দ্রষ্টব্য ante meridiem ভুক্তিতে am. দ্রষ্টব্য পরি. ৪।
- English Word post- Bengali definition [পোস্ট্- ] (prefix) পরে; -উত্তর। দ্রষ্টব্য পরি. ৩
- English Word postage Bengali definition [পোস্টিজ্] (noun) [Uncountable noun] ডাকমাসুল; ডাকখরচা। postagestamp (noun) ডাকটিকিট।