• Bengali Word horse English definition [হোস্‌] (noun) ১ ঘোড়া; অশ্ব; ঘোটক; তুরঙ্গ; তুরঙ্গম।
    দ্রষ্টব্য colt 1, filly, foal, mare, stallion. a dark horse যে ব্যক্তির গুণাগুণের পরিচয় এখনো পর্যন্ত মেলেনি। a horse of another colour সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ। back the wrong horse প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত পক্ষকে সমর্থন করা; হারা ঘোড়ার পক্ষ নেওয়া। be/get on one’s high horse যোগ্য/উপযুক্ত সম্মান দাবি করা। eat like a horse প্রচুর/ঘোড়ার মতো গেলা। work like a horse কঠোর পরিশ্রম করা; গাধার মতো খাটা। flog a dead horse, flog দ্রষ্টব্য। hold one’s horses ইতস্তত করা; সংযম দেখানো; লাগান টানা। look a gift horse in the mouth কোনোকিছু অকৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করা, বিশেষত প্রাপ্ত বস্তুর দোষত্রুটি বের করার জন্য খুঁটিয়ে পরীক্ষা করা (ঘোড়ার দাঁত দেখে বয়স বোঝা যায় বলে); তুলনীয় ভিক্ষার চাল কাঁড়া আর আঁকাড়া। put the cart before the horse, দ্রষ্টব্য cart. (straight) from the horse’s mouth (উপদেশ, উদ্দেশ, বিশেষত ঘোড়দৌড়ে কোনো ঘোড়ার জেতার সম্ভাবনা বেশি, এ বিষয়ক গোপন তথ্য) প্রত্যক্ষ সূত্র থেকে; টাটকা; (একেবারে) ঘোড়ার মুখ থেকে। (২) (সমষ্টিগত singular) অশ্বারোহী বাহিনী; আশ্বিক: horse and foot, আশ্বিক ও পদাতিক বাহিনী; light horse, হালকা অস্ত্রসজ্জিত অশ্বারোহী সেনাদল, লঘু আশ্বিক; horse artillery, অশ্বারূঢ় গোলন্দাজ বাহিনী: the Horse Guards, দ্রষ্টব্য guard 1 (৬). (৩) কোনোকিছুর অবলম্বন স্বরূপ- অনেক সময় পায়াযুক্ত কাঠামো: a clothes-horse. কাপড় শুকানোর চৌপায়া; a vaulting-horse.লাফিয়ে পার হওয়ার জন্য ব্যায়ামশালায় রক্ষিত স্থূল কাষ্ঠ খণ্ডবিশেষ; উল্লঙ্ঘন-কুঁদো। (৪) (যৌগশব্দ) horse-back (noun) অশ্বপৃষ্ঠ (কেবল)। on horse back অশ্বপৃষ্ঠে; অশ্বারোহণে। horsebox রেলপথে কিংবা মোটরগাড়ির পিছনে জুড়ে অশ্বপরিবহনের জন্য বদ্ধ বাহনবিশেষ; অশ্ববাহ। horse-chestnut (noun) স্তবকিত সাদা বা গোলাপি পুষ্পবিশিষ্ট; বিস্তীর্ণশাখ বৃহৎ বৃক্ষবিশেষ; ঐ বৃক্ষের উজ্জ্বল লালচে-তামাটে বাদাম। horse-flesh (noun) [uncountable noun] (ক) (খাদ্যরূপে) ঘোড়ার মাংস। (খ) (সমষ্টিগতভাবে) অশ্ব বা অশ্বজাতি: He is no judge of horse flesh. horsefly (noun) (plural horseflies) ডাঁশ (মশা); ঘোড়ামাছি। horsehair (noun) [uncountable noun] ঘোড়ার কেশর বা লেজের লোম; অশ্বলোম। horselaugh (noun) কর্কশ অট্টহাসি; অশ্বহাস। horseman [হোস্‌মান্‌] (noun) (plural men) অশ্বারোহী; ঘোড়সওয়ার; অশ্বকোবিদ। horsemanship [হোস্‌মান্‌শিপ্] (noun) [uncountable noun] অশ্বচালনানৈপুণ্য। horsemeat =horse flesh. horse-play (noun) [uncountable noun] স্থূল; হৈচৈপূর্ণ কৌতুক বা খেলা; অশ্বক্রীড়া। horsepond (noun) ঘোড়ার জলপান ও স্নানের জন্য পুকুর। horsepower (noun) [uncountable noun] অশ্বশক্তি (এক অশ্বশক্তি = প্রতি সেকেন্ডে ৫৫০ ফুট-পাউন্ড)। horserace (noun) ঘোড়দৌড়; অশ্বধাবন। horseradish [uncountable noun] মূলাজাতীয় এক ধরনের ঝাঁজালো স্বাদের কন্দ। horse-sense (noun) কাণ্ডজ্ঞান; হ্রস্বদীর্ঘজ্ঞান। horseshoe [হোস্‌শূ] (noun) (ঘোড়ার পায়ের) নাল; উক্ত নালের আকৃতিবিশিষ্ট কোনোকিছু: a horseshoe table, অশ্বখুরাকৃতি টেবিল। horsewhip (noun), (verb transitive) (horsewhipped, horsewhipping, horsewhips) ঘোড়ার চাবুক; কশা; কশাঘাত করা। horsewoman (noun) অশ্বারোহিণী।