• Bengali Word penny English definition [পেনি] (noun) (plural pence [পেন্‌স্] plural pennies [পেনিজ্‌]) ১ (১৯৭১ সাল পর্যন্ত) এক শিলিংয়ের এক-দ্বাদশাংশ (সংক্ষেপ d)।
    (২) (১৯৭১ সালে দশমিক মুদ্রামানের প্রচলনের সময় থেকে) ব্রিটিশ মুদ্রামানের এক পয়সা (একশ পয়সায় এক পাউন্ড- এই মানে) (সংক্ষেপ p)। (৩) (America(n)) (কথ্য) সেন্ট। (৪) প্রবচন (সবগুলোই ১৯৭১ সালের পূর্ব থেকে প্রচলিত)। (cost) a pretty penny বড় অঙ্কের অর্থ। in for a penny, in for a pound যেকোনো মূল্যে সূচিত কাজ সম্পন্ন করতেই হবে। penny wise pound foolish ছোটখাটো বিষয়ে অত্যন্ত যত্নশীল, কিন্তু বড় বিষয়ে অমনোযোগী; তুলনীয় পিছন দিয়ে হাতি যাক, কিন্তু সামনে দিয়ে সুচও গলতে পারে না এমন। not a penny worse সামান্যও ক্ষতি হয়নি। turn an honest penny সৎভাবে সামান্য কিছু টাকা কামানো। pennies from heaven অপ্রত্যাশিত অর্থলাভ। (৫) (যৌগশব্দে) penny dreadful (কথ্য) সস্তা রোমাঞ্চকর জনপ্রিয় সাহিত্য। penny pincher (কথ্য) কৃপণ। penny pinching (adjective) নীচ; কৃপণতা। pennyweight (noun) আউন্সের ১/২৪ ভাগ। penny whistle সাধারণ সস্তা বাঁশি। pennyworth (অপিচ penn'orth) পেনি দিয়ে যতটুকু কেনা/পাওয়া যায়। a good/bad penny worth ভালো/মন্দ দরকষাকষি। (৬) (পয়সা দ্বারা পরিচালিত মেশিনে পেনির ব্যবহার সূত্রে)। spend a penny (কথ্য) প্রস্রাব করা। the penny dropped প্রার্থিত লাভ হয়েছে; কোনো মন্তব্যের সারকথা বোঝা হয়েছে।