• Bengali Word order 1 English definition [ওডা(র্‌)] (noun) ১ [uncountable noun] বিন্যাস; ক্রম: in alphabetical order.
      in order of অনুসারে: in order of ment. (২) [uncountable noun] সুবিন্যস্ততা; কার্যকর অবস্থা। (not) in order যথাযথ অবস্থায় (নয়): Is everything in order? যেখানে যা থাকার কথা সেখানে তা আছে/সবকিছু ঠিকঠাক আছে? put/leave one’s papers, etc. in order, কাগজপত্র ইত্যাদি গুছিয়ে রাখা। in good order গোলমাল ছাড়া; সুশৃঙ্খলভাবে: The children left the classroom in good order. in good running/working order (বিশেষত মেশিন) ঠিকমতো চলছে এমন অবস্থায়: The machine is in good running order. out of order (মেশিন বা দেহযন্ত্র): The phone is out of order; My stomach is out of order. (৩) [uncountable noun] শৃঙ্খলা: The police were finally able to restore law and order. (৪) [uncountable noun] সভা-সমিতি, সংসদ অধিবেশন ইত্যাদিতে পালিত আচরণবিধি। call (somebody) to order (সংসদের স্পিকার, সভা ইত্যাদির) (চেয়ারম্যান সম্বন্ধে) (কোনো সদস্যকে) প্রচলিত রীতি ও আচরণবিধি মেনে চলতে অনুরোধ করা। be in order to do something বিধিসম্মত হওয়া: It is not order to interrupt. on a point of order কার্যপরিচালনা বিধির প্রশ্নে। Order! Order! আচরণবিধি বা কার্যপ্রণালিবিধি থেকে বিচ্যুতির দিকে দৃষ্টি আকর্ষণের জন্য বলা হয়। order of the day (দিনের) আলোচ্য কর্মসূচি। order-paper (noun) লিখিত বা মুদ্রিত (দিনের) আলোচ্য কর্মসূচি। standing orders, দ্রষ্টব্য standing (adjective) (১). (৫) [countable noun] আদেশ: We had orders to leave the camp at once. be under orders (to do something) আদেশ পাওয়া: He is under orders to stop disbursing the money. by order of কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী: by order of the Chancellor. under the orders of নির্দেশনাধীন; কর্তৃত্বাধীন। under starters’ orders. দ্রষ্টব্য start 2 (৬) [countable noun] ফরমাশ; ফরমাশি মাল: an order of a hundred bottles of soft drink. fill an order ফরমাশি মাল সরবরাহ করা। on order ফরমাশ দেওয়া হয়েছে কিন্তু সরবরাহ করা হয়নি এমন। made to order ফরমাশকারীর বিশেষ চাহিদা বা নির্দেশ অনুযায়ী তৈরি। a large/tall order (কথ্য) দুরূহ চাহিদা। order-book (noun) মাল সরবরাহের ফরমাশ লিখে রাখার খাতা। order-from (noun) ফরমাশ দেওয়ার মুদ্রিত ফরম। (৭) [countable noun] অর্থ প্রদানের জন্য বা অন্য কিছু করার কর্তৃত্ব প্রদান করে ব্যাংক অথবা পোস্ট অফিসকে দেওয়া লিখিত নির্দেশ। (banker’s order/postal order): an order on Sonali Bank; a postal order for Tk. 100/- (৮) [countable noun] উদ্দেশ্য; অভিপ্রায়। in order to do something কোনোকিছু করার উদ্দেশ্যে: in order to earn more. in order that এই উদ্দেশ্যে; যাতে করে: in order the he might finish the work in time. (৯) [countable noun] বিশেষভাবে সম্মানিত কোনো গোষ্ঠীভুক্ত ব্যক্তিবর্গ; সম্মান বা পুরস্কার স্বরূপ এরূপ কোনো গোষ্ঠীর সদস্য হিসেবে মনোনীত ব্যক্তিবর্গ: the Order of Merit; এরূপ গোষ্ঠীর সদস্যদের পরিহিত চিহ্ন; নির্দেশন; অভিজ্ঞান: wearing all one’s orders and decorations. (১০) (plural) যাজকবৃত্তি পালনের জন্য বিশপ কর্তৃক প্রদত্ত কর্তৃত্ব। be in/take (holy) orders যাজকবৃত্তি গ্রহণ করা। (১১) [countable noun] যাজকসম্প্রদায়: The Order of Priests. (১২) [countable noun] ধর্মীয় বিধান মতে জীবনযাপনকারী ব্যক্তিবর্গ: The monastic orders. (১৩) [countable noun] স্থাপত্য নমুনার বিশেষত প্রাচীন স্থাপত্যে স্তম্ভরীতির আলোচনা-পর্যালোচনার পদ্ধতি। (১৪) (জীববিদ্যা) [countable noun] প্রাণী, উদ্ভিদ ইত্যাদির শ্রেণিবিন্যাসে শ্রেণির পরবর্তী বিভাগবর্গ: The tiger and the lion belong to the same order.১৫ [uncountable noun] রকম; প্রকার: musical ability of a high order. (১৬) [uncountable noun] সামরিক বাহিনীর বিন্যাস: advance in extended order, advance in open/close order (সৈনিকদের) ফাঁক ফাঁক হয়ে/ঘনবদ্ধ হয়ে অগ্রসর হওয়া।
    • Bengali Word order 2 English definition [ওডা(র্‌)] (verb transitive) ১ আদেশ দেওয়া: The captain ordered the soldiers back to the camp; ফরমাশ দেওয়া: I’ve ordered dinner for 7. 30.
      (30). order somebody about কাউকে ফরমাশ খাটানো। (২) সাজানো; পরিচালিত করা: He ordered his life according to the teachings of Islam. ordering (noun) সুবিন্যস্তকরণ; সচলকরণ।
    • Bengali Word orderly English definition [ওডালি] (adjective) ১ সুবিন্যস্ত; সাজানো-গোছানো; ছিমছাম: an orderly room; শৃঙ্খলাপ্রবণ: a woman with an orderly mind.
      (২) সদাচারী; সুশৃঙ্খল: an orderly group of boys. (৩) (সামরিক ব্যবহার, শুধু attributive(ly)) আদেশ পালনের সঙ্গে যুক্ত: the orderly officer, দিনের জন্য কর্তব্যরত অফিসার: the orderlyroom, সেনাছাউনিতে কলমের কাজের জন্য নির্দিষ্ট ঘর। □(noun) (সামরিক) সেনা অফিসারের বার্তাবাহক। medical orderly সামরিক হাসপাতালের পরিচালক। orderliness (noun)
    • Bengali Word border English definition [বোডা(র্‌)] (noun) ১ কিনার; ধার; পাড়; প্রান্ত।
      (২) সীমা; সীমান্ত; দুটি দেশ বা রাষ্ট্রের মধ্যবর্তী সীমারেখা: a border town/check-post. border incidents প্রতিবেশী দুইটি দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ছোটখাটো যুদ্ধ। the Border (বিশেষত) ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যবর্তী সীমানা বা অঞ্চল। borderland [বোডা(র্‌)ল্যান্‌ড্‌] (noun) (ক) সীমান্তভূমি; সীমান্তের নিকটবর্তী অঞ্চল; (খ) (singular, the সহ) দুইটি অবস্থার মধ্যবর্তী কোনো অবস্থা: the border between life and death. borderline (noun) (সাধারণত singular) সীমানানির্দেশক রেখা। borderline case (noun) অনিশ্চিত; দ্ব্যর্থক বা সন্দেহজনক ব্যাপার। □ (verb transitive), (verb intransitive) (১) পাড় বসানো: She bordered her dress with silk; ঘেরা; My garden is bordered by a fence. (২) border on/upon নিকটবর্তী বা সন্নিহিত হওয়া: His land borders up (on) mine. (৩) border on/upon সদৃশ বা অনুরূপ হওয়া: His remark borders upon rudeness. borderer (noun) সীমান্তে বা সীমান্তের নিকটবর্তী স্থানে যে বাস করে, বিশেষত ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যবর্তী অঞ্চলে।
    • Bengali Word recorder English definition [রিকোডা(র্)] (noun) ১ (British/Britain) নির্দিষ্ট ফৌজদারি ও দেওয়ানি এক্তিয়ারযুক্ত বিচারকবিশেষ।
      (২) ধ্বনি, চিত্র ইত্যাদি ধারণ করার যন্ত্র; ধারকযন্ত্র। tape-recorder (noun) যে যন্ত্র চৌম্বক ফিতার ধ্বনি ধরে রাখে; টেপ-রেকর্ডার। video tape-recorder চৌম্বক ফিতায় ছবি ও ধ্বনি ধরে রাখার যন্ত্র। (৩) বাঁশিজাতীয় কাঠের বাদ্যযন্ত্রবিশেয।