• Bengali Word post 3 English definition [পোস্‌ট্] (noun) ১ (ইতিহাস) পত্র ইত্যাদি পর্যায়ক্রমে গন্তব্যস্থল পর্যন্ত বহনের জন্য কিছুদূর অন্তর অন্তর নিযুক্ত অশ্বারোহী বাহক; ডাক; ডাকহরকরা।
    post-chaise (noun) (ইতিহাস) ভ্রমণের জন্য এক চটি থেকে অন্য চটি পর্যন্ত ভাড়া করা গাড়ি; ডাকগাড়ি। post-horse (noun) (ইতিহাস) ডাক বহনের জন্য কিংবা পর্যটকদের কাছে ভাড়া দেওয়ার জন্য চটিতে রক্ষিত ঘোড়া; ডাকঘোড়া। (২) (British/Britain) ডাক (America(n) mail): miss/catch the post. the Post (Office) ডাকবিভাগ। (৩) the post ডাকবাক্স বা ডাকঘর; take letters to the post. (৪) (যৌগশব্দ) postbag (= mailbag) ডাকের থলে। post-box ডাকবাক্স। post-card (noun) চিঠি লেখার জন্য একপিঠে ছবিওয়ালা কার্ডবিশেষ; ডাককার্ড। postcode (America(n)= zipcode) (কম্পিউটার ব্যবহার করে) চিঠিপত্র সহজেই বাছাই ও বিলি করার জন্য বর্ণ ও সংখ্যার সমষ্টি; ডাকসংকেত। post-free (adjective), (adverb) বিনা মাসুলে কিংবা ডাকমাসুল পূর্বেই পরিশোধিত হয়েছে এমন (ভাবে); (মূল্য) ডাকমাসুলসহ। postman [পোস্‌ট্‌মান্‌] (noun) (plural postmen) ডাকপিয়ন (America(n)= mailman)। postmark (noun) (চিঠিপত্রে) ডাকঘরের ছাপ। □ (verb transitive) ডাকঘরের ছাপ মারা। post master, postmistress (noun(s)) ডাকমুনশি। post-office (noun) ডাকঘর; ডাকখানা। postoffice (সংক্ষেপে PO) box (noun) ব্যক্তি বা কোম্পানির ঠিকানায় প্রেরিত চিঠিপত্রের জন্য ডাকঘরে রক্ষিত সংখ্যাচিহ্নিত বাক্স; ডাকঘর-বাক্স। postpaid (adjective), (adverb) পরিশোধিত মাসুল।