P পৃষ্ঠা ৩৯
- English Word pool 2 Bengali definition [পূল্] (noun) (১) (জুয়া খেলা) কয়েকজন খেলোয়াড়ের বাজির মোট অর্থ; বাজির থোক। the (football) pools ফুটবল খেলার ফলাফলের উপর সংঘবদ্ধ জুয়া; ফুটবলের জুয়া। (২) প্রতিযোগিতা এড়ানো ও মূল্যের ব্যাপারে একমত হতে ব্যবসা প্রতিষ্ঠান সমূহের নিজেদের মধ্যে ব্যবসা ও মুনাফা ভাগাভাগি করে নেওয়ার ব্যবস্থা; যৌথবন্দোবস্ত। (৩) অনেকের দ্বারা সরবরাহকৃত বা ভুঞ্জিত তহবিল, রসদ বা সেবা; থোক: a typing pool. প্রত্যেকে আলাদাভাবে মুদ্রাক্ষরিক না-রেখে অনেকে মিলে একাধিক মুদ্রাক্ষরিকের সেবা যৌথভাবে ভোগ করার ব্যবস্থা; মুদ্রাক্ষর সমবায়। (৪) [uncountable noun] (America(n)) ছয় পকেটযুক্ত বিলিয়ার্ড টেবিলে কয়েকজন খেলোয়াড়ের জন্য উপযোগী খেলাবিশেষ (British/Britain= snooker): to shoot pool, স্নুকার খেলা। poolroom (noun) স্নুকার খেলার ঘর। □ (verb transitive) ভাগাভাগি করে ভোগ করা; (অর্থ, সম্পদ) সকলে মিলে ব্যবহারের জন্য একত্র করা; থোক করা: Let’s pool our savings to buy a press.
- English Word poop Bengali definition [পূপ্] (noun) জাহাজের পশ্চাদ্ভাগ।
- English Word poor Bengali definition [পুআ(র্)] (adjective) (poorer, poorest) (১) দরিদ্র; গরিব; নির্ধন; বিত্তহীন; নিঃস্ব; দুর্গত। the poors (noun) (plural) দরিদ্র সাধারণ। poor box (noun) (প্রাচীন প্রয়োগ) (গির্জার) দরিদ্রদের জন্য দানসংগ্রহের বাক্স। poor-house (noun) (প্রাচীন প্রয়োগ) (সরকারি) দরিদ্রশালা; দরিদ্রাশ্রম। poorlaw (প্রাচীন প্রয়োগ) দরিদ্রদের ত্রাণ ও তত্ত্বাবধানের জন্য আইনসমূহ; দরিদ্র-আইন। poor-rate (noun) (প্রাচীন প্রয়োগ) দরিদ্রদের ত্রাণের জন্য স্থানীয় করবিশেষ; দরিদ্রত্রাণকর। poorwhite (যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ আফ্রিকায়) সামাজিকভাবে পশ্চাৎপদ শ্বেতাঙ্গ; অবরশ্বেতাঙ্গ। (২) সাহায্য বা সহানুভূতির পাত্র; হতভাগ্য; বেচারা: poor little child. (৩) (প্রায়ই, হাস্যরসাত্মক বা বক্রোক্তি) অধম; বিনম্র; অকিঞ্চিৎকর; নগণ্য: in my poor opinion. (৪) অপর্যাপ্ত; অপ্রতুল; দীন: a poor supply of daily necessities; a country poor in natural resources. (৫) নিকৃষ্ট মানের; অনুত্তম; হীন: poor soil, রুক্ষ/অনুর্বর মাটি; poor food, কুপথ্য; poor health অস্বাস্থ্য; দুর্বল স্বাস্থ্য। poor-spirited (adjective) ভীরু; দীনচেতন; নিস্তেজ।
- English Word poorly Bengali definition [পুআলি] (predicatively adjective) (কথ্য) অসুস্থ: I am rather poorly this evening. □ (adverb) (১) দীনহীনভাবে; অপ্রতুলভাবে; অসফলভাবে; পারিপাট্যহীনভাবে: poorly lighted streets; poorly dressed. (২) poorly off অসচ্ছলভাবে; অর্থকষ্টে: I’ve been poorly off since my business collapsed.
- English Word poorness Bengali definition [পুআনিস্] (noun) [Uncountable noun] কোনো কাঙ্ক্ষিত গুণ বা উপাদানের অভাব (লক্ষণীয় যে 'poverty' সাধারণত ‘দারিদ্র্য’ বোঝায়); দীনতা; দৈন্য; হীনতা; অপকৃষ্টতা: the poorness of the soil মাটির রুক্ষতা/অনুর্বরতা।
- English Word pop 1 Bengali definition [পপ্] (১) ফট শব্দ; পট শব্দ; ফুত্কার: the pop of a cork. (২) [Uncountable noun] (অপশব্দ) বোতলভরা গ্যাসযুক্ত পানীয়: ginger pop; a bottle of pop. (৩) (অপশব্দ) in pop বন্ধক দেওয়া। □ (adverb) ফট করে: Did you hear the cork go pop?
- English Word pop 2 Bengali definition [পপ্] (noun) poppa-এর America(n) সংক্ষেপ।
- English Word pop 3 Bengali definition [পপ্] (adjective) (popular- এর কথ্যসংক্ষেপ) জনপ্রিয়; লোকপ্রিয়; লোকগ্রাহ্য: pop music; pop singers; pop groups, যাদের রেকর্ড বহুসংখ্যায় বিক্রি হয় এবং যারা বেতার, টিভি ও নৃত্যশালায় সর্বাধিক জনপ্রিয়। pop art কমিক চিত্রপরম্পরা; বাণিজ্যিক প্রযুক্তি ইত্যাদি ব্যবহার করে প্রাত্যহিক জীবনের চালচিত্র অঙ্কন; গণচিত্রশিল্প। pop concert গণসংগীতের অনুষ্ঠান। pop festival জনপ্রিয় গায়ক ও বাদকদের গানবাজনা শোনার জন্য সাধারণত ঘরের বাইরে মানুষের সমাবেশ; গণসংগীতোৎসব। □ (noun) [Uncountable noun] (কথ্য) গণসংগীত; গণচিত্রকলা ইত্যাদি; [Countable noun] জনপ্রিয় গান: top of the pops, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে সব রেকর্ড ইত্যাদি (বিক্রয়সংখ্যার বিচারে) সর্বাধিক জনপ্রিয়।
- English Word pop 4 Bengali definition [পপ্] (verb transitive), (verb intransitive) (popped, popping, pops) (১) ফট (শব্দ) করা বা করানো: The cork popped. pop the question (অপশব্দ) বিয়ের প্রস্তাব দেওয়া। pop-eyed (adjective) ফোলা চোখ; বিস্ফারিত দৃষ্টি। pop-gun (noun) শিশুদের খেলনা বন্দুক, যাতে গুলির বদলে একটি ছিপি থাকে। (২) (adverbial particle ও preps-সহ প্রয়োগ) pop across to নিচে pop over দ্রষ্টব্য . pop in/pop out (of) চকিতেযাওয়া/আসা/ঢোকানো (অতিদ্রুত বা অপ্রত্যাশিত গতি বা তৎপরতা প্রকাশ করে); চট করে/হুট করে যাওয়া/আসা ইত্যাদি: I shall pop in and see you sometime. When she heard the news her eyes almost popped out in surprise (ঠিকরে বেরিয়ে এসেছিল)। pop something into something চট করে রেখে দেওয়া: I popped the cigarette-case into the drawer, as I heard my brother’s voice. pop off (ক) চলে যাওয়া। (খ) (অপশব্দ) পটল তোলা। pop over/across to চট করে ঘুরে আসা: I just popped over/across to the baker’s. (৩) (অপশব্দ) গুলিছোড়া; বন্দুকদাগা: Don’t pop away at the doves. (৪) (অপশব্দ) বন্ধক রাখা/দেওয়া: to pop one’s watch. (৫) (America(n)) (ভুট্টা) ভাজা। popcorn (noun) ভুট্টার খই।
- English Word Pope Bengali definition [পোপ্] (noun) (প্রায়ই the Pope) রোমান ক্যাথলিক গির্জা-সংগঠনের প্রধানরূপে রোমের বিশপ; পোপ; মহাধর্মাধিপতি। Popery [পোপারি] (noun) [Uncountable noun] (বৈরী প্রয়োগ) রোমান ক্যাথলিক সম্প্রদায়; পোপতন্ত্র। popish [পোপিশ্] (adjective) (বৈরী প্রয়োগ) পোপতান্ত্রিক। Popely (adverb) পোপতন্ত্রানুযায়ী।
- English Word popinjay Bengali definition [পপিন্জেই] (noun) খোশপোশাকি; ফুলবাবু; লবেদার লোক।
- English Word poplar Bengali definition [পপ্লা(র্)] (noun) [Countable noun] ঝাউজাতীয় দীর্ঘ, ঋজু, দ্রুতবর্ধিষ্ণু বৃক্ষবিশেষ।
- English Word poplin Bengali definition [পপ্লিন্] (noun) [Uncountable noun] (প্রাচীন প্রয়োগ) রেশম ও পশমের শিরাযুক্ত বস্ত্রবিশেষ; (সাধারণত) শার্ট ইত্যাদির জন্য মজবুত; উজ্জ্বল কার্পাসবস্ত্রবিশেষ; পপলিন।
- English Word poppa Bengali definition [পপা] (noun) (America(n)= papa.
- English Word poppet Bengali definition [পপিট্] (noun) (British/Britain) (সাধারণত শিশুদের জন্য) আদরসূচক শব্দ; সোনামণি; লক্ষ্মীসোনা; my dear little poppet.
- English Word poppy Bengali definition [পপি] (noun) (plural poppies) কয়েক ধরনের বুনো ও আবাদি উদ্ভিদ, যাতে বড় বড়, বিশেষত লাল ফুল ফোটে। এতে দুধের মতো একরকম রস থাকে; পোস্ত; আফিম গাছ; opium poppy, যে পোস্ত থেকে আফিম উৎপন্ন হয়; আফিম চারা। poppy-head (noun) ঢেঁড়ি; পোস্তফল। poppy-seed (noun) পোস্তদানা।
- English Word poppy-cock Bengali definition [পপিকক্] (noun) [Uncountable noun] (অপশব্দ) আগড়ম-বাগড়ম।
- English Word populace Bengali definition [পপিউলাস্] (noun) (আনুষ্ঠানিক) সাধারণ মানুষ; লোকসাধারণ।
- English Word popular Bengali definition [পপিউলা(র্)] (adjective) (১) জনসাধারণ সম্বন্ধীয় বা জনসাধারণের জন্য; লৌকিক; লোকপ্রিয়; লোকগ্রাহ্য: popular government, লোকসম্মত সরকার (অধিকাংশ প্রাপ্তবয়স্ক নাগরিকের দ্বারা নির্বাচিত)। popular front (রাষ্ট্রনীতিতে) প্রতিক্রিয়াশীলতা ও ফ্যাসিজম বিরোধী দলসমূহের জোট; সার্বলৌকিক ঐক্যজোট। (২) লোক সাধারণের রুচি, প্রয়োজন, শিক্ষার মান ইত্যাদির উপযোগী; লোকরঞ্জক; লোকগ্রাহ্য; সর্বলোকগ্রাহ্য: popular science; meals at popular prices, সুলভমূল্যে খাবার। (৩) জনপ্রিয়; লোকপ্রিয়: a popular hero; popular film stars. দ্রষ্টব্য pop 2 popularly (adverb) লোকগ্রাহ্যরূপে ইত্যাদি।
- English Word popularity Bengali definition [পপিউলারাটি] (noun) [Uncountable noun] জনপ্রিয়তা; লোকপ্রিয়তা; লোকগ্রাহ্যতা; লোকপ্রীতি: win popularity.
- English Word popularize, popularise Bengali definition [পপিউলারাইজ্] (verb transitive) জনপ্রিয়/লোকপ্রিয়/লোকপ্রচলিত করা। popularization, popularisation [পপিউলারাইজেইশ্ন্ America(n) পপিউলারিজেইশ্ন্] (noun) জনপ্রিয়করণ; লোকসিদ্ধকরণ।
- English Word populate Bengali definition [পপিউলেইট্] (verb transitive) জনপূর্ণ করা; অধ্যুষিত করা: thinly populated. বিরলবসতি; densely populated, ঘনবসতিপূর্ণ।
- English Word population Bengali definition [পপিউলেইশ্ন্] (noun) কোনো স্থান বা দেশে বসবাসরত জনসমষ্টি; এরকম জনসমষ্টির বিশেষ অংশ; জনসংখ্যা; লোকসংখ্যা: a fall/rise in the population; population explosion, জনবিস্ফোরণ।
- English Word populism Bengali definition [পপিউলিজাম্] (noun) [Uncountable noun] লোকসাধারণের আবেগ-অনুভূতি বা ভয়ের উপর প্রতিষ্ঠিত সরকার বা রাজনীতি; লোকানুবর্তিতা। populist (adjective) লোকানুবর্তী; লোকরঞ্জনবাদী।
- English Word populous Bengali definition [পপিউলাস্] (adjective) জনবহুল; জনাকীর্ণ; ঘনবসতিপূর্ণ।
- English Word porcelain Bengali definition [পোসালিন্] (noun) [Uncountable noun] চীনামাটি; চীনামাটির বাসনকোসন।
- English Word porch Bengali definition [পোচ্] (noun) (১) ভবনসংলগ্ন ছাদযুক্ত প্রবেশপথ; দেহলি; রোয়াক। (২) (America(n) অপিচ) বারান্দা।
- English Word porcine Bengali definition [পোসাইন্] (adjective) শূকর সম্বন্ধীয় বা শূকরসদৃশ।
- English Word porcupine Bengali definition [পোকিউপাইন্] (noun) শজারু; শল্যক।
- English Word pore 1 Bengali definition [পো(র্)] (noun) অতি ক্ষুদ্র রন্ধ্র যার ভিতর দিয়ে তরলপদার্থ চলাচল করতে পারে; সূক্ষ্মরন্ধ্র; লোমকূপ।