Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word ocular Bengali definition [অকিউলা(র্)] (adjective) চক্ষুবিষয়ক; চক্ষুর জন্য; চক্ষুর দ্বারা; চাক্ষুষ: ocular proof, চাক্ষুষ প্রমাণ।
  • English Word oculist Bengali definition [অকিউলিস্‌ট্] (noun) চক্ষুরোগ বিশেষজ্ঞ
  • English Word odd Bengali definition [অড্‌] (adjective) (১) (সংখ্যা) বিজোড়; দুই দিয়ে সম্পূর্ণভাবে ভাগ করা যায় না এমন: ১, ৩, ৫ ও ৭(২) কোনো হারিয়ে যাওয়া জোড়ার একটি সম্বন্ধে: an odd shoe. (৩) দল, ঝাঁক, গুচ্ছ ইত্যাদির সঙ্গে আপাতত নেই এমন এক বা একাধিক ব্যক্তি বা বস্তু সম্বন্ধে: Three odd volumes of the complete Rabindranath; an odd player. (কোনো খেলায়) (নির্ধারিত সংখ্যক খেলোয়াড়ের) অতিরিক্ত খেলোয়াড়। oddman out (ক) জোড়ায় জোড়ায় সাজানোর পর অবশিষ্ট বিজোড় ব্যক্তি বা বস্তু। (খ) (কথ্য) যে ব্যক্তি আপন সমাজ, আপন সম্প্রদায় থেকে আলাদা থাকে বা তাতে মিশতে পারে না। (৪) সামান্য বাড়তি: forty odd years, চল্লিশ থেকে পঞ্চাশের ভিতর। (৫) বাধা বা নিয়মিত নয় এমন: He supports himself by doing odd jobs, এটা-সেটা করে জীবিকা অর্জন করে। The odd + n= an odd + n: The room was empty except for the odd chair. (৬) অদ্ভুত; অস্বাভাবিক: an odd fellow/incident. oddly (adverb) অদ্ভুতভাবে: odd enough, অদ্ভুত/মজার/বিস্ময়ের কথা/ব্যাপার এই যে…।
  • English Word oddity Bengali definition [অডিটি] (noun) (১) [uncountable noun] অদ্ভুত প্রকৃতি বা বৈশিষ্ট্য; অস্বাভাবিকতা: oddity of dress. (২) [countable noun] অদ্ভুত ব্যক্তি, বস্তু বা কাজ: something of an oddity.
  • English Word oddment Bengali definition [অডমান্‌ট্‌] (noun) [countable noun] (১) অবশিষ্টাংশ; অদ্ভুত বা উটকো জিনিস(২) (plural) টুকরা-টাকরা; টুকিটাকি অংশ
  • English Word odds Bengali definition [অড্‌জ্‌] (noun) (plural) (১) কোনোকিছু ঘটার পক্ষে বা বিপক্ষে বর্তমান সম্ভাবনা: The odds were against them, তাদের সফল হওয়ার সম্ভাবনা ছিল না; The odds are in his favour, তার সফল হওয়ার সম্ভাবনা আছে; We fought against overwhelming odds, প্রবল প্রতিকূলতার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়েছে; It makes no odds, এতে কিছু এসে যায় না, কোনো ক্ষতিবৃদ্ধি নেই। What’s the odds? (কথ্য) কী আসে যায়? give/receive odds সমতাবিধায়ক সুবিধা দেওয়া/নেওয়া। (২) অসম বস্তুসমূহ; বৈষম্যসমূহ: make odds even. (৩) (বাজিতে) বাজি ধরা টাকা ও বাজি জিতলে প্রদেয় টাকার ব্যবধানের পরিমাণ(৪) be at odds (with somebody) (over/on something) (কারো সঙ্গে কিছু নিয়ে) মিল না-পড়া; বিবাদে যাওয়া(৫) odds and ends টুকিটাকি জিনিসপত্র
  • English Word ode Bengali definition [ওউড্‌] (noun) কবিতাবিশেষ (গাথাকবিতা); সাধারণত অনিয়মিত ছন্দে রচিত ও মহৎ অনুভূতি প্রকাশক এই কবিতা প্রায়ই কোনো বিশেষ ঘটনা বা বস্তুর মহিমাকীর্তন করে
  • English Word odious Bengali definition [ওউডিআস্‌] (adjective) ঘৃণ্য; কদর্যodiously (adverb)
  • English Word odium Bengali definition [ওউডিআম্‌] (noun) [uncountable noun] পরিব্যাপ্ত ঘৃণা বা বিদ্বেষ
  • English Word odoriferous Bengali definition [ওউডারিফারাস্‌] (adjective) (আনুষ্ঠানিক) সুগন্ধময়
  • English Word odorous Bengali definition [ওউডারাস্‌] (adjective) (প্রধানত কাব্যিক) সুরভিত
  • English Word odour Bengali definition (America(n)= odor) [ওউডা(র্‌)] (noun) (১) [countable noun] গন্ধ(২) [uncountable noun] খ্যাতি; সমর্থন; অনুগ্রহbe in good/bad odour (with somebody) কারো সমর্থন বা অনুগ্রহ লাভ করা না-করা। odourless (adjective)
  • English Word odyssey Bengali definition [অডিসি] (noun) দীর্ঘ দুঃসাহসিক যাত্রা বা দুঃসাহসিক অভিযানমালা
  • English Word oecumenical Bengali definition [ঈকিউমেনিক্‌ল্‌] (adjective)= ecumenical.
  • English Word Oedipus complex Bengali definition [ঈডিপস্‌ কমপ্লেক্‌স্‌ America(n) এডিপস্‌ কমপ্লেক্‌স্‌] (noun) (মনোবিজ্ঞান) মাতার প্রতি শিশুপুত্রের দৈহিক আসক্তি, পিতার প্রতি শিশুপুত্রের ঈর্ষাবোধ এই আসক্তির অন্যতম বৈশিষ্ট্য
  • English Word oesophagus Bengali definition [ঈসফাগাস্‌] (noun)= esophagus.
  • English Word oeuvre Bengali definition [ওইভা(র্‌)] (noun) (plural oeuvres) শিল্প, সংগীত বা সাহিতকর্ম; কোনো লেখক বা শিল্পীর শিল্পকর্ম: Both I’m badly need of the complete oeuvre of Mozart.
  • English Word of Bengali definition [সাধারণ রূপ: আ, প্রবল রূপ: অভ] (preposition(al)) (১) (স্থানের বা কালের ব্যবধানসূচক;): Three miles west of Dhaka. within a month of her death; (America(n)) ten minutes of (= before) three (British/Britain= ten minutes to three), তিনটে বাজার দশ মিনিট আগে, তিনটে বাজার দশ মিনিট বাকি। (২) (উৎস, জন্ম, রচয়িতা নির্দেশ করে) a man of aristocratic descent, অভিজাত বংশোদ্ভূত মানুষ: the novels of Sharat Chandra. (৩) (কারণ নির্দেশ করে) die of cholera; do something of one's own accord, স্বেচ্ছায় (= নিজের ইচ্ছার কারণে) করা; proud of something, afraid of somebody; smell of something; because of; this couldn't have happened of itself, একা-একা অর্থাৎ অন্য কোনো কারণ ছাড়া এটা ঘটতে পারত না(৪) (উপশম, মুক্তি, বঞ্চনা, নিষ্কৃতি নির্দেশ করে): cure somebody of a disease; rid the campus of armed miscreants; be/get rid of a nuisance; rob somebody of his money; relieve somebody of a, burden; clear oneself of an accusation; shelves bare of books; free of charge, বিনে পয়সায়; independent of foreign aid; short of supply. (৫) (পদার্থ নির্দেশ করে): made of China; steps of stone. (৬) (adjective phrase ও descriptive genitive গঠন করে): vegetables of our own growing; a boy of twelve years old; a man of genius; the city of Dhaka. (৭) (noun 1 of noun 2 -এই ছকে: এখানে noun 2 noun 1-এর সমার্থক): He is living in a palace of a house, রাজকীয় বাড়িতে বাস করছে: a mountain of a wave, পর্বতপ্রমাণ ঢেউ। (৮) (objective genitive): a maker of toys, খেলনা প্রস্তুতকারী; The love of music, সংগীতপ্রেম; loss of sight, দৃষ্টিহীনতা; the fear of death, মৃত্যুভয়(৯) (subjective genitive): The love of a mother, সন্তানের জন্য মায়ের ভালবাসা(১০) (যোগসূত্র বা সম্পর্ক নির্দেশক): The cause of the fire; the subject of discussion; the last day of May; the owner of the house; the leg of the chair; Bachelor of Science; think well of somebody; suspected of a crime; dreaming of wealth; sure, of success; hard of hearing, কালা; What of (=about) the money? টাকাটার কী হবে, টাকার ব্যাপারটা কী? (১১) (বিভক্তি, অন্তর্ভুক্তি, পরিমাণ নির্দেশক) (ক) a piece of paper; a yard of cotton; one of us; a lot of money. (খ) (superlative-এর পরে): the best of friends; the worst of enemies. (গ) (= out of) It shocks me that she, of all girls (= out of all girls) should have done such a scandalous thing. (ঘ) (intensive) The song of songs, গানের মতো গান/এমন গান আর হয় না; The Holy of Holies, পবিত্রের পবিত্র/পবিত্রতম। (১২) (noun + of + possessive- এই ছকে): (ক) অনেকের/অনেকগুলোর ভিতর থেকে একজন/একটি: a friend of mine, আমার অনেক বন্ধুর একজন; a play of Shakespeare's, শেক্সপিয়রের অনেক নাটকের একটি। (খ) (সম্বন্ধসূচক শব্দের সঙ্গে সংযুক্ত হতে পারে না এমন নির্দেশক বা তজ্জাতীয় শব্দ যখন বিশেষ্যকে বিশেষিত করে তখন ব্যবহার্য): This big car of yours, that swaggering husband of hers. (১৩) (adjective + of + noun/pronoun এই ছকে): It's nice of you to call. (১৪) (সময়নির্দেশক): What do you do of a Friday, শুক্রবারে কী কর? In days of old, অতীতে; of late, সম্প্রতি(১৫) দ্বারা: beloved of all (= loved by all).
  • English Word off 1 Bengali definition [অফ্‌ America(n) ওফ্‌] (adjective) (১) (near-এর বিপরীতে) (ঘোড়া, গাড়ি) ডানদিকে: The off front wheel, সামনের ডানদিকের চাকা। (২) (ক্ষীণভাবে) সম্ভবon the off chance, দ্রষ্টব্য chance 1 (২)। (৩) নিষ্ক্রিয়; নিষ্প্রভ; মন্দাক্রান্ত: the off season, মন্দা মৌসুম।
  • English Word off 2 Bengali definition [অফ্‌ America(n) ওফ্‌] (adverbial particle) (১) স্থান বা কালের ব্যবধান, নির্গমন, অপসারণ ইত্যাদি, নির্দেশক; দূরে: The nearest railway station is about four miles off. The examination is not far off. He’s had his beard off, দাড়ি কেটে ফেলেছে; I must be off now, আমাকে এখন যেতে হবে: Off with him! একে বের করে দাও; সরিয়ে নিয়ে যাও! (২) (on- এর বিপরীতে) আয়োজিত, পরিকল্পিত কোনোকিছু পণ্ড হওয়া নির্দেশ করে: Their engagement (আংটি ইত্যাদি পরিচয় বিয়ের পাকা ব্যবস্থা) is off/broken off, ভেঙে গেছে। (৩) (on-এর বিপরীতে) সংযোগ বিচ্ছিন্ন; আপাতত পাওয়া যাবে না এমন; The electricity is off. The chicken biriani is off, (হোটেল বা রেস্টুরেন্টে) আপাতত আর নেই। (৪) কাজে অনুপস্থিতি বা ছুটি নির্দেশ করে: take a day off, একদিনের জন্য ছুটি নেওয়া: take time off, কাজ ফেলে থাকা। (৫) (খাদ্য) বাসি: This curry has gone off completely. (৬) (নাটকে) মঞ্চের অদূরে: pistol shots are heard off the stage. (মঞ্চনির্দেশে) মঞ্চের অদূরে পিস্তলের শব্দ শোনা যায়। (৭) (phrase-সমূহ) on and off; off and on মাঝে মাঝে; অনিয়মিতভাবেbadly/comfortably/well off phrase-বদ্ধ adverb ত্রয় দ্রষ্টব্য better/worse off, দ্রষ্টব্য better 2 (১), worse (adverb) (১). right/straight off এক্ষুনি; তক্ষুনি; সঙ্গে সঙ্গে।
  • English Word off 3 Bengali definition [অফ্‌ America(n) ওফ্‌] (preposition(al)) (১) হতে; থেকে: fall off a tree; take something off the price, দাম থেকে কিছু বাদ দেওয়া; দাম কমানো। (২) (রাস্তা) শাখা হয়ে বেরিয়ে আসা: a narrow lane off Tipu Sultan Road. (৩) সামান্য দূরে; অদূরে: A building off the main road. (৪) (কথ্য) অনীহা বোধ করা; গ্রহণ না-করা বা চরিতার্থ না-করা: be off one’s food, খাদ্যে রুচি না-থাকা: be off drugs, মাদকদ্রব্য আর সেবন না-করা।
  • English Word off 4 Bengali definition [অফ্‌ America(n) ওফ্‌] (prefix) (নিচে দ্রষ্টব্য) যৌগশব্দে ব্যবহৃত
  • English Word off-beat Bengali definition [অফ্‌বীট্ America(n) ওফ্‌বীট্] (adjective) (কথ্য) অসাধারণ; প্রথাসিদ্ধ নয় এমন: an off-beat movie.
  • English Word off-day Bengali definition [অফ্ ডেই 'America(n) ওফ্‌ ডেই] (noun) যে দিন ভাগ্য প্রসন্ন থাকে না, কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না; মন্দকপাল, নিষ্ফলা দিন: I’m afraid that was one of my off-days, মনে হয় দিনটা আমার ভালো ছিল না।
  • English Word off-hand Bengali definition [অফ্‌হ্যান্‌ড্ America(n) অফ্‌হ্যান্‌ড্] (adjective) (১) পূর্বচিন্তা বা পূর্বপ্রস্তুতি ছাড়া; তাৎক্ষণিক; off-hand measures. (২) (আচরণ) ভাবলেশহীন; অমনোযোগী; কাটখোট্টা রকম সংক্ষিপ্ত: in an off-hand manner. □ (noun) না ভেবে: I can’t say off-hand, না ভেবে বলতে পারি না। off-handed(ly) (adjective), (adverb)= off-hand.
  • English Word off-load Bengali definition [অফলোউড্] (verb transitive) (১) (মাল) খালাস করা: The cargo was off-loaded at Chittagong. (২) (কথ্য) (অপ্রীতিকর ব্যক্তি বা বস্তুর হাত থেকে) রেহাই পাওয়া: He off-loaded the scheme at the first opportunity.
  • English Word off-peak Bengali definition [অফপীক্ America(n) ওফ্‌পীক্] (attributively adjective) দ্রষ্টব্য peak 1 (৪)।
  • English Word off-print Bengali definition [অফপ্রিন্‌ট্‌ America(n) ওফ্‌প্রিন্‌ট্‌] (noun) [countable noun] কোনো বৃহত্তর প্রকাশনা (যথা সাময়িক পত্রিকা) থেকে নেওয়া রচনার স্বতন্ত্র পুনর্মুদ্রিত কপি
  • English Word off-putting Bengali definition [অফপুটিঙ্ America(n) ওফ্পুটিঙ্] (adjective) (কথ্য) অস্থির; অস্থিত বা অপ্রস্তুতকর
  • English Word off-set Bengali definition [অফসেট্‌ America(n) ওফ্‌] (verb transitive) সমতাবিধান করা; পুষিয়ে নেওয়া: off-set one's small income by living as plainly as possible. □ (noun) (১) off-set (process) এক প্রকার মুদ্রণপ্রণালি; (ছাপায়) অফসেট পদ্ধতি(২)= offshoot.