• Bengali Word peak 1 English definition [পীক্] (noun) ১ (প্রধানত পাহাড় বা পর্বতের) সরু চূড়া; শিখর।
    Peak District ইংল্যান্ডের ডার্বিশায়ার অঞ্চল (বহুসংখ্যক পাহাড়চূড়ার জন্য ওই অঞ্চলকে বিশেষভাবে চিহ্নিত করা হয়)। (২) টুপির সুচালো সম্মুখভাগ (যেসব টুপির অগ্রভাগ এমনভাবে তৈরি করা হয় যাতে চোখকে আলো থেকে আড়াল করা যায়)। (৩) জাহাজের অগ্রভাগের সরু অংশ। (৪) সংখ্যার দিক থেকে সর্বাধিক। peak hour দিনের যে সময় সর্বাধিক ব্যক্তি যানবাহনে যাতায়াত করেন; যে সময় সর্বাধিক সংখ্যক ব্যক্তি বেতার শোনেন বা টিভি দেখেন: peak hour of traffic; peak period of production; peak hours of consumption of electricity; peak period of his career, পেশাগত সাফল্যের দিক থেকে সবচেয়ে সার্থক সময়। off-peak periods যখন বিদ্যুৎ/যানবাহনের উপর কম চাপ থাকে। off-flights (অপেক্ষাকৃত কম ব্যস্ত সময়ে)। peaked (adjective) যার শিখর বা চূড়া বা সূক্ষ্ম অগ্রভাগ আছে: peaked cap.