O পৃষ্ঠা ১৮
- English Word oversexed Bengali definition [ওউভাসেক্সট্] (adjective) অস্বাভাবিক যৌনতাড়না সম্পন্ন; কামোন্মক্ত; কামান্ধ।
- English Word overshadow Bengali definition [ওউভাশ্যাডোউ] (verb transitive) (কোনোকিছুর উপর) ছায়া ফেলা; ছায়াবৃত করা; (লাক্ষণিক) ঔজ্জ্বল্য, বিশিষ্টতা, গুরুত্ব ইত্যাদি হরণ করা; ম্লান করা।
- English Word overshoe Bengali definition [ওউভাশূ] (noun) জল-কাদা থেকে রক্ষায় জুতার উপর দিয়ে পরা রাবারের জুতা। দ্রষ্টব্য galoshes.
- English Word overshoot Bengali definition [ওউভাশূট্] (verb transitive) (লক্ষ্যবস্তুর) বাইরে বা উপর দিয়ে নিক্ষেপ করা; (লাক্ষণিক) বেশি দূরে যাওয়া বা ছাড়িয়ে যাওয়া: overshoot the runway, (বিমান) রানওয়ে ছাড়িয়ে যাওয়া।
- English Word overshot Bengali definition [ওউভাশট্] (adjective) overshot wheel উপর থেকে পড়া পানির চাপের সাহায্যে চালিত ঢাকা।
- English Word overside Bengali definition [ওউভাসাইড্] (adverb) (জাহাজ ইত্যাদির) পাশ দিয়ে বা পাশ পেরিয়ে: discharge cargo overside, জাহাজের পাশ দিয়ে মাস খালাস করা; জাহাজে নামিয়ে দেওয়া।
- English Word oversight Bengali definition [ওউভাসাইট্] (noun) (১) [Uncountable noun] (অমনোযোগ বা অসাবধানতাবশত) কোনোকিছু চোখ এড়িয়ে যাওয়া; [countable noun] এরূপ ভুলের দৃষ্টান্ত। (২) সজাগ দৃষ্টি; সতর্ক বা সতত পর্যবেক্ষণরত সেবা: under the oversight of a nurse.
- English Word oversimplify Bengali definition [ওউভাসিমপ্লিফাই] (verb transitive), (verb intransitive) (সমস্যা, প্রকৃত ঘটনা ইত্যাদিকে) অতিরিক্ত সরল করে বলা বা উপস্থাপন করা; অতিসরল করা। oversimplification [ওউভাসিমপ্লিফিকেইশন্] (noun) [Uncountable noun, Countable noun] অতিসরলীকরণ; অতিসরলীকরণের দৃষ্টান্ত।
- English Word oversleep Bengali definition [ওউভাস্লীপ্] (verb intransitive) অতিরিক্ত সময় ঘুমানো; জেগে ওঠার সঠিক সময়ের পরও ঘুমানো: I overslept and was late for work.
- English Word overspill Bengali definition [ওউভাস্পিল্] (noun) যা পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে বা উপচিয়ে পড়ে; (বিশেষত) বাড়তি লোক বা বাড়তি জনসংখ্যা: a new township for Dhaka’s overspill.
- English Word overstaffed Bengali definition [ওউভাস্টা:ফড্ America(n) ওউভাস্ট্যাফ্ড্] (adjective) (বিদ্যালয়, অফিস ইত্যাদি) প্রয়োজনের অতিরিক্ত শিক্ষক বা কর্মচারী বা কর্মী নিয়োজিত আছে এমন: some of the government departments are certainly overstaffed.
- English Word overstate Bengali definition [ওউভাস্টেইট্] (verb transitive) অতিরিক্ত বাড়িয়ে বলা; অত্যধিক জোর দিয়ে বলা; overstate one’s case, overstatement [ওউভাস্টেইট্মান্ট্] (noun) [Uncountable noun] অতিরঞ্জন; [Countable noun] অতিরঞ্জিত কথা বা বক্তব্য।
- English Word overstay Bengali definition [ওউভাস্টেই] (verb transitive) অতিরিক্ত সময় থাকা। overstay one’s welcome আদর ফুরিয়ে যাওয়ার পরও থাকা।
- English Word overstep Bengali definition [ওউভাস্টেপ্] (verb transitive) সীমা ছাড়িয়ে যাওয়া; লংঘন করা: overstep one’s authority.
- English Word overstock Bengali definition [ওউভাস্টক্] (verb transitive) অত্যধিক পরিমাণে মজুদ করা; অত্যধিক সংখ্যায় ভরে ফেলা: overstock farm with cattle, খাদ্য বা স্থান সংস্থানের অতিরিক্ত সংখ্যক গবাদিপশু; আমদানি করে ভরে ফেলা।
- English Word overstrung Bengali definition [ওউভাস্ট্রাঙ্] (adjective) (১) (ব্যক্তি বা তার স্নায়বিক অবস্থা) টানটান; সহজে উত্তেজিত হয় এমন; অতিমাত্রায় সংবেদনশীল। (২) (পিয়ানো) স্থানসংকুলানের জন্য আড়াআড়ি পাতা তারসংবলিত।
- English Word oversubscribed Bengali definition [ওউভাসাবস্ক্রাইব্ড্] (adjective) (শেয়ার ইত্যাদি) বিক্রির জন্য ছাড় দেওয়া সংখ্যার চেয়ে আবেদনপত্র বেশি পড়েছে এমন।
- English Word overt Bengali definition [ওউভাট্ America(n) ওউভার্ট্] (adjective) প্রত্যক্ষ; প্রকাশ্য: overt hostility. overtly (adverb) দ্রষ্টব্য covert.
- English Word overtake Bengali definition [ওউভাটেক্] (verb transitive) (১) নাগাল ধরা; পিছনে ফেলে যাওয়া: a private car trying to overtake a passenger bus. (২) (ঝড়, বিপদ ইত্যাদি) আচমকা উপস্থিত হওয়া বা চড়াও হওয়া; হঠাৎ (কাউকে) অভিভূত করা: be overtaken by surprise/fear; be overtaken by a storm.
- English Word overtax Bengali definition [ওউভাট্যাক্স্] (verb transitive) অতিরিক্ত কর বা ট্যাক্স বসানো; অতিরিক্ত তার চাপানো; অতিরিক্ত চাপ দেওয়া: overtax somebody’s patience.
- English Word overthrow Bengali definition [ওউভাথ্রোউ] (verb transitive) পরাস্ত করা; পরিসমাপ্তি ঘটানো; উৎখাত বা ক্ষমতাচ্যুত করা: overthrow a government. (noun) [ওউভাথ্রো] বিপর্যয়; পরাজয়; পতন।
- English Word overtime Bengali definition [ওউভাটাইম্] (noun) [uncountable noun] (adverb) বাঁধা সময়ের অতিরিক্ত; (যে সময় নির্ধারিত কাজে ব্যয়িত হয়) : working overtime; overtime pay.
- English Word overtone Bengali definition [ওউভাটোউন্] (noun) (সংগীত) প্রধান স্বর অপেক্ষা ক্ষীণভাবে শ্রুত উচ্চতর স্বর; অতিস্বর।
- English Word overtop Bengali definition [ওউভাটপ্] (verb transitive) মাথা বা চূড়া ছাড়িয়ে ওঠা; শ্রেষ্ঠতর হওয়া; অতিক্রম করা বা ছাড়িয়ে যাওয়া: Old sky scrapers are being overtoped by new ones.
- English Word overtrump Bengali definition [ওউভাট্রাম্প্] (verb transitive) (তাস খেলায়) তুরুপের উপর তুরুপ করা; বড় তাস দিয়ে তুরুপ করা।
- English Word overture Bengali definition [ওউভাটিআ(র্)] (noun) (১) (প্রায়ই plural) আলোচনার প্রস্তাব: peace overtures, শান্তি প্রস্তাব। (২) অপেরা শুরুর পূর্বে বাদ্যযন্ত্রে পরিবেশিত সাংগীতিক মুখবন্ধ বা যন্ত্রসংগীত; কনসার্টে পরিবেশিত যন্ত্রসাংগীতিক।
- English Word overturn Bengali definition [ওউভাটান্] (verb transitive), (verb intransitive) উলটে ফেলা; উলটে যাওয়া; ওলটপালট করে দেওয়া; বিপর্যস্ত করা: The boat overturned.
- English Word overview Bengali definition [ওউভাভ্যিঊ] (noun) [countable noun] খুঁটিনাটি ছাড়াই সাধারণ বর্ণনা; সংক্ষিপ্ত বর্ণনা; সার বর্ণনা: I gave him a general overview about the book.
- English Word overweening Bengali definition [ওউভাঊঈনিঙ্] (adjective) অতিমাত্রায় আত্মবিশ্বাসী বা দাম্ভিক।
- English Word overweight Bengali definition [ওউভাওএইট্] (noun) [uncountable noun] মাত্রাধিক ওজন। (adjective) [ওউভাওএইট্] মাত্রাধিক ওজনবিশিষ্ট: My luggage was overweight and I had to pay extra money at the airport. overweighted [ওউভাওএইটটিড্] (participial adjective) মাত্রাধিক ওজন বহনকারী: overweighted with too many packages.