Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word ointment Bengali definition [অয়ন্‌ট্‌মান্‌ট্‌] (noun) [Countable noun, Uncountable noun] মলম
  • English Word okapi Bengali definition [ওউকা:পি] (noun) মধ্য আফ্রিকার জঙ্গলবিহারী দুর্লভ রোমন্থক প্রাণী
  • English Word okay Bengali definition [ওউকেই] (সংক্ষেপ OK) (adjective), (adverb) (কথ্য) সব ঠিক; সঠিক; অনুমোদিত। □ (verb transitive) রাজি হওয়া; অনুমোদন করা। □ (noun) সম্মতি; অনুমোদন: He got my OK.
  • English Word old Bengali definition [ওউল্‌ড্‌] (adjective) (১) (কোনো সময়পর্ব ও 'how-সহযোগে) বয়স সম্পর্কিত: She is twenty years old. How old is he? ২ (young- এর বিপরীতে) বয়স্ক; বৃদ্ধ; বুড়ো: Old people need our attention. the old বৃদ্ধেরা। young and old ছেলেবুড়ো সবাই। old age বার্ধক্য। old age pension (সংক্ষেপ OAP) (বা retirement pension) বার্ধক্যভাতা (বা অবসরভাতা) (noun) বার্ধক্যভাতা গ্রহীতা। the old man (কথ্য) (ক) কারো স্বামী বা পিতা। (খ) (নাবিকদের মধ্যে) জাহাজের ক্যাপটেন। the old woman (কথ্য) কারো স্ত্রী। old-womanish (adjective) সদাতটস্থ ও ভীরু। an old maid, দ্রষ্টব্য maid. old-maidish (adjective) নিখুঁত স্বভাবের; অত্যন্ত ছিমছাম; খুঁতখুঁতে। (৩) (new, modern, up-to-date-এর বিপরীতে) সেকেলে; পুরনো: old customs; an old house. one of the old school রক্ষণশীল; সেকেলে। the Old World এশিয়া, ইউরোপ ও আফ্রিকা। old-fashioned (adjective) (ক) অপ্রচলিত: old-fashioned clothes. (খ) প্রাচীনপন্থি: an old-fashioned lady. (গ) (দৃষ্টি) তিরস্কারপূর্ণ: She gave me an old-fashioned look. □ (noun) (America(n) হুইসকিসহযোগে তৈরি এক ধরনের ককটেল বা মিশ্র সুরা। oldhat (কথ্য) অপ্রচলিত। old-time (adjective) পুরনো দিনের: old-times songs. old-world (adjective) প্রাচীনকালীন; অনাধুনিক: an old-world building ৪ অনেকদিনের চেনা: an old friend of mine. Old Glory স্বদেশের পতাকা সম্বন্ধে মার্কিনিদের ব্যবহৃত নাম। (৫) আগেকার; প্রাক্তনold boy/girl আলোচ্য স্কুলের প্রাক্তন ছাত্র/ছাত্রী। the old country মাতৃভূমি (বিশেষত দেশ ছেড়ে অন্যত্র বসবাস শুরুর পর)। the/one’s old school ছেলেবেলার স্কুল। the/one’s old school tie (ক) প্রাক্তন ছাত্রদের ব্যবহৃত গলবন্ধনী বা টাই। (খ) একই স্কুলের বা একই ধরনের স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যকার একাত্মতাবোধ। (৬) অভিজ্ঞ: a man who is old in politics. the old guard দীর্ঘদিনের বিশ্বস্ত সমর্থকবৃন্দ। old offender দাগি আসামি। an old hand (at something) (কোনোকিছুতে) দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি। old-timer (noun) কোনো জায়গায় দীর্ঘদিন বসবাসকারী ব্যক্তি; পুরনো বাসিন্দা; (ক্লাব. পেশা ইত্যাদির) দীর্ঘদিনের সদস্য; পুরনো সদস্য। (৭) (কথ্য) অন্তরঙ্গতা বোঝানোর জন্য বা পরিহাসছলে আসল (ও ডাক-) নামের সঙ্গে সম্বোধনকালে ব্যবহৃত: ‘Good old Kamal!; ‘Listen, old man’ the old one; the old gentlemen; old Harry/Nick/Scratch শয়তান। (৮) (অপশব্দ) জোর দেওয়ার প্রয়োজনে: He’s having a high old (=খুব ভালো) time. Any old thing (যেকোনোকিছু, যাহোক একটা কিছু) will do. □ (noun) অতীত: in days of old, অতীতকালে; the men of old, অতীতকালের মানুষ। oldish [ওউল্‌ড্‌ইশ্‌] (adjective) বুড়োটে।
  • English Word oldander Bengali definition [ওউলিঅ্যান্‌ডা(র্)] (noun) [Countable noun] করবীজাতীয় চিরসবুজ ফুলগাছ
  • English Word olden Bengali definition [ওউল্‌ডান্‌] (adjective) (পুরাতনী, সাহিত্যিক) পুরনো আমলের; আগেকার যুগের: in olden times.
  • English Word oldster Bengali definition [ওউল্‌ড্‌স্টা(র্‌)] (noun) (কথ্য) (youngster-এর বিপরীতে) বুড়ো লোক; বিগতযৌবন ব্যক্তি: We oldsters, আমরা বুড়ারা।
  • English Word oleaginous Bengali definition [ওউলিঅ্যাজিনাস্‌] (adjective) তেলের গুণসম্পন্ন; তেল হয় এমন; চর্বিযুক্ত; তেলতেলে; তৈলাক্ত
  • English Word olfactory Bengali definition [অলফ্যাক্‌টারি] (adjective) ঘ্রাণসংক্রান্ত: The olfactory nerves.
  • English Word oligarchy Bengali definition [অলিগা:কি] (noun) [Countable noun, Uncountable noun] সর্বময় ক্ষমতার অধিকারী ক্ষুদ্র এক গোষ্ঠীর শাসন; গোষ্ঠীশাসন; গোষ্ঠীশাসিত দেশ; এরূপ গোষ্ঠীoligarch [অলিগা:ক্] (noun) এরূপ গোষ্ঠীভুক্ত ব্যক্তি।
  • English Word olive Bengali definition [অলিভ] (noun) (১) olive (-tree) জলপাই গাছ; জলপাইolive-oil জলপাই থেকে উৎপন্ন তেল। (২) শান্তির প্রতীক হিসেবে জলপাই পাতা; জলপাই শাখা; জলপাই পাতার মালাhold out the olive-branch শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনার ইচ্ছা বা আগ্রহ দেখানো। □ (adjective) জলপাই রঙের (হলদে-সবুজে বা হলদে-বাদামি)।
  • English Word Olympiad Bengali definition [আলিমপিঅ্যাড্] (noun) অলিম্পিক ক্রীড়ানুষ্ঠানের মধ্যবর্তী চার বছর সময়
  • English Word Olympian Bengali definition [আলিম্‌পিআন্‌] (adjective) (আচার-আচরণ ইত্যাদি) মহিমান্বিত; দেবতুল্য
  • English Word Olympic Bengali definition [আলিম্‌পিক্] (adjective) the Olympic Games (ক) প্রাচীনকালে গ্রিসের অলিমপিয়াডে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা। (খ) চার বছর অন্তর একেক দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিক ক্রীড়াপ্রতিযোগিতা।
  • English Word ombudsman Bengali definition [অম্‌বুড্‌জ্‌ম্যান্‌] (noun) the Ombudsman (British/Britain- এ সরকারিভাবে 'Parliamentary Commissioner' বলা হয়) সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের অভিযোগের তদন্ত এবং তার বিচারের ক্ষমতাপ্রাপ্ত অভিজ্ঞ ব্যক্তি
  • English Word omega Bengali definition [ওউমিগা America(n) ওউমেগা] (noun) গ্রিক বর্ণমালার শেষ অক্ষর; সর্বশেষ পরিণতি; উপসংহারAlpha and Omega আদি অন্ত; শুরু ও শেষ।
  • English Word omelette, omelet Bengali definition [অম্‌লিট] (noun) [Countable noun] ডিম ভাজা; মামলেট
  • English Word omen Bengali definition [ওউমেন্‌] (noun) [countable noun, uncountable noun] শুভ বা অশুভ সংকেত: an omen of good fortune. □ (verb transitive) শুভ বা অশুভ কিছুর পূর্বলক্ষণ হওয়া।
  • English Word OMG Bengali definition [ওএমজি] excla (অনানুষ্ঠানিক অপিচ' omg) Oh My God, Oh my Goodness, Oh my Gosh, আর 'Oh my Golly-এর সংক্ষেপ। বিস্ময়, উত্তেজনা অথবা অবিশ্বাস বোঝাতে ব্যবহৃত হয় (হালে সাধারণত ইমেইল বা এসএমএস ও ব্লগে ব্যবহৃত হয়) : OMG! If my parents find out they will go mad!
  • English Word ominous Bengali definition [অমিনাস্‌] (adjective) দুর্লক্ষণযুক্ত; অলক্ষুণে; অশুভ: an ominous silence; ominous of bad things to come.
  • English Word omission Bengali definition [আমিশ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] বাদ দেওয়া; বর্জন: sins of ominous, কর্তব্য সম্পন্ন না-করা। (২) [countable noun] যা বাদ দেওয়া হয়েছে
  • English Word omit Bengali definition [আমিট্] (verb transitive) (১) omit to do/doing something সম্পাদন করতে না-পারা(২) অন্তর্ভুক্ত করতে না-পারা; বাদ দেওয়া: Some of the footnotes have been omitted in the present edition of the book.
  • English Word omnibus Bengali definition [অম্‌নিবাস্] (noun) (১) মোটরবাসের পুরনো নাম(২) (attributive(ly)) বিচিত্র বিষয় বা বিচিত্র উদ্দেশ্যসংবলিত; an omnibus volume, যে বড় বইতে (ক্ষেত্রবিশেষে একই লেখকের) বেশ কিছু বই পুনর্মুদ্রিত হয়েছে
  • English Word omnipotence Bengali definition [অম্‌নিপাটান্‌স্‌] (noun) [Countable noun] অসীম শক্তি: The omnipotence of God. omnipotent [অম্‌নিপাটআন্‌ট্] (adjective) সর্বশক্তিমান: the Omnipotence, ঈশ্বর।
  • English Word omniscience Bengali definition [অমনিসিআন্‌স্‌] (noun) [Countable noun] (আনুষ্ঠানিক) অসীম জ্ঞান; সর্বজ্ঞাতাomniscient [অমনিসিআন্‌ট্] (adjective) সর্বজ্ঞ।
  • English Word omnishambles Bengali definition [অমনিশ্যামবল্‌জ] (noun) [Countable noun সাধারণত 'singular'] শব্দটি দিয়ে বিশৃঙ্খল বা বিভ্রান্তিকর বা লেজেগোবরে অবস্থা বোঝানো হয়। বিবিসি টেলিভিশনে প্রচারিত ব্যঙ্গাত্মক রাজনৈতিক অনুষ্ঠান ‘দ্য থিক অব ইট’- এ ২০০৯ সালে প্রথম শব্দটি ব্যবহার করা হয়। এরপর রাজনৈতিক তর্কবিতর্কে শব্দটির ব্যবহার নিয়মিত হয়ে দাঁড়ায়: Our incompetent government politicians create omnishambles. □ (adjective) omnishamblic বিশৃঙ্খলাময়; হযবরল অবস্থা।
  • English Word omnivorous Bengali definition [অম্‌নিভারাস্] (adjective) (আনুষ্ঠানিক) সর্বভূক; (লাক্ষণিক) সব ধরনের বই পড়ে এমন; সর্বপাঠী: an omnivorous reader.
  • English Word on 1 Bengali definition [অন্] (adverbial particle) (১) (চলমানতা, অগ্রসরমাণতার ভাব প্রকাশক): Come on! এসো এগিয়ে এসো; The fighting is still going on, এখনো চলেছে; শেষ হয়নি; On with the show, ছবি/প্রদর্শনী চলুক; শুরু হোক; She’s getting on in years, বয়স বাড়ছে; বুড়িয়ে যাচ্ছেand so on ইত্যাদি। later on পরে; পরবর্তী সময়ে। on and on না থেমে; ক্রমাগত: They walked on and on. (২) [on 2 (১)- এর অর্থের অনুরূপ] On with your shirt, শার্ট পরো: The boy had nothing on, ছেলেটির পরনে কিছুই ছিল না। on to, onto (preposition(al)) উপরিস্থত কোনোখানে: The book fell on to the floor. He stepped onto the landing. (৩) (off 3(৩)- এর বিপরীতে) (ক) ক্রিয়াশীল, চলতি, বহমান, চলমান ইত্যাদি অবস্থা নির্দেশক: The lights are still on, আলো এখনো জ্বলছে: He has left the bathroom tap on, সে বাথরুমের ট্যাপ খুলে রেখেছে: The show is on, শো শুরু হয়েছে। (খ) প্রয়োজনে মিলবে এমন বোঝাতে: Is the water on yet? প্রধান পাইপলাইন থেকে সরবরাহ দেওয়া হয়েছে কি, পানি আসছে কি? (৪) (be ও have সংযোগে বিভিন্ন অর্থে) What’s on? কী হচ্ছে? What’s on at the cinema hall this week? এ সপ্তাহে সিনেমা হলটিতে কী ছবি দেখানো হচ্ছে? Is there anything on to-morrow? আগামীকাল কি কিছু করার আছে? be on about something (কথ্য) কোনোকিছু নিয়ে রাগে গজগজ করাbe on at somebody (কথ্য) (কোনোকিছু নিয়ে) কাউকে ক্রমাগত জ্বালাতন করা। be on to somebody/something (ক) কারো সঙ্গে যোগাযোগ স্থাপন করা: I was on to our new DG and he told me that.…(খ) (কোনোকিছুর) পরিকল্পনা; পদক্ষেপ, গুরুত্ব ইত্যাদি সম্বন্ধে সজাগ হওয়া বা জানতে পারা; অনুসরণ করা, (কারো/কোনোকিছুর) পিছু নেওয়া: be on to a scandal. be on to a good thing ভাগ্যবান বা সফল হওয়া। (৫) দিকে; অভিমুখে: end on, পশ্চাদ্ভাগ সামনের দিকে (দিয়ে, এগিয়ে, রেখে ইত্যাদি)।
  • English Word on 2 Bengali definition [অন্‌] (preposition(al) (১) ভর করে, বাঁধা, সংলগ্ন, সংযুক্ত, অংশবিশেষ গঠন করে বা আবৃত করে ইত্যাদি অর্থবোধক: a mat on the floor, a glass on the table; a picture on the wall; words (written) on the blackboard; a roof on the stand; write on paper; floating on the water, hang something on a nail; have a ring on one’s finger; be/go on board a ship; Do you have any money on you? পকেটে টাকা আছে? (২) (সময় নির্দেশ করে): on Friday; on the evening of June the third; on a bright summer day or on a bright day in summer; on that day; on this occasion. কোনো ঘটনার সময়ে: on the death of his father, তার বাবার মৃত্যুর সময়ে/যখন তার বাবা মারা যায়; on her arrival home, তার বাড়ি আসার সময়/যখন সে বাড়ি আসে; payable on demand, চাওয়ামাত্র (= যখন চাওয়া হবে) দেয়। (৩) কোনো বিষয়ে; কোনোকিছু সম্পর্কে: speak on the current political situation; lecture on Rabindranath; be keen/set on something, কোনো বিষয়ে অত্যন্ত আগ্রহী/দৃঢ়প্রতিজ্ঞ হওয়া। (৪) (সভ্যপদ নির্দেশ করে): He was on the committee, সে কমিটির একজন সভ্য ছিল; I was once on ‘The Daily Sangbad’, এক সময়ে দৈনিক সংবাদ- এ কাজ করতেন (এর কর্মরত সাংবাদিকদের একজন ছিলাম)। (৫) (দিক্‌নির্দেশ করে) দিকে; অভিমুখে: Protesters from all over the country marched on the capital; smile on somebody; hit somebody on the head. (৬) (কোনোকিছুর কারণ বা ভিত্তি প্রকাশ করে) : on this/that account, এই/সেই কারণে; on no account, কোনো কারণেই নয়; a film based on a famous Bengali novel, একটি বিখ্যাত বাংলা উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত ছায়াছবি: act on one’s lawyer’s advice; arrested on a charge of forgery; on an average, গড়ে; গড়পড়তায়। (৭) (কোনোকিছু ধার্য করা বা চাপিয়ে দেওয়া নির্দেশ করে): put a tax on textile goods; charge interest on money; put a strain on one’s income. (৮) (নৈকট্য নির্দেশ করে) কাছাকাছি; পাশে: a small town on the frontier; a hotel on the Nababpur Road. (৯) (পরে noun, বা adjective থাকলে কাজ, ক্রিয়া, ধরন, অবস্থা নির্দেশ করবে): on business, ব্যবসায় নিরত অবস্থায়; ব্যবসা উপলক্ষে: on tour, ভ্রমণরত; on the way, পথিমধ্যে থাকা অবস্থায়; পথে; be on the look-out for somebody/something, কারো/কোনোকিছুর জন্য নজর রাখা: on fire, জ্বলন্ত অবস্থা: on sale, বিক্রির জন্য: on loan, ধারে। (১০) একের পর/একের পিঠে আর এক এই অর্থে: suffer insult on insult, অপমানের পর অপমান সহ্য করা।
  • English Word on-going Bengali definition [অন্‌গোউইঙ্] (adjective) দ্রষ্টব্য go on [go 1(২৯)].