O পৃষ্ঠা ৫
- English Word off-shore Bengali definition [অফশো(র্) America(n) ওফ(র্)] (adverb) (১) সমুদ্রতীর থেকে দূরবর্তী; সমুদ্রবর্তী: off-shore breezes. (২) উপকূলবর্তী: off-shore islands. (৩) off-shore purchases (America(n)) যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বা সামরিক সাহায্যপ্রাপ্ত দেশের জন্য যুক্তরাষ্ট্র কর্তৃক ভিন্ন কোনো দেশ থেকে খরিদকৃত পণ্যসামগ্রী, যথা- ইউরোপের জন্য যুক্তরাষ্ট্র কর্তৃক খরিদকৃত অ্যালুমিনিয়াম।
- English Word off-street Bengali definition [অফ্স্ট্রীট America(n) ওফ্স্ট্রীট] (attributively adjective) প্রধান সড়কে নয়: off-street parking.
- English Word off-white Bengali definition [অফ্ওয়াইট্ America(n) ওফ্হোয়াইট্] (adjective) বিশুদ্ধ বা সম্পূর্ণ সাদা নয়; হালকা ধূসর বা হলুদের ছোপ মেশানো।
- English Word offal Bengali definition [অফ্ল্ America(n) ওফ্ল্] (noun) [uncountable noun] খাওয়ার জন্য জবাই-করা প্রাণীর মাংস অপেক্ষা কম গ্রহণযোগ্য বিবেচিত অংশসমূহ; যেমন কলিজা, মাথা, কিডনি প্রভৃতি।
- English Word offence Bengali definition (America(n)= offense) [আফেন্স্] (noun) (১) [countable noun] an offence against অপরাধ; পাপ; আইন বা নিয়মের লংঘন: an offence against the law; a serious offence. (২) [uncountable noun] মনঃকষ্ট দেওয়া; মনঃকষ্ট। give/cause offence (to somebody) (কারো মনে) কষ্ট দেওয়া। take offence (at something) (কোনোকিছুতে) মনে কষ্ট পাওয়া: She is quick to take offence, সহজে কষ্ট পায়। No offence! আমি তোমার/আপনার অনুভূতিতে আঘাত করতে চাইনি- এই কথা বলার প্রচলিত রীতি। ৩ [uncountable noun] আক্রমণ: weapons of offence, আক্রমণের অস্ত্র। (৪) [countable noun] বিরক্তি বা অসন্তোষের হেতু: That picture is an offence to good task.
- English Word offend Bengali definition [আফেন্ড্] (verb intransitive), (verb intransitive) (১) offend against অন্যায় করা; আইন, নিয়ম ইত্যাদি লংঘন করা: offend against the law. (২) (কারো) মনে কষ্ট দেওয়া; (কাউকে) অসন্তুষ্ট করা: She was offended at my words. (৩) কটু বা বিরক্তিকর হওয়া: offend the ear, শ্রুতিকটু হওয়া: offend the eye, দৃষ্টিকটু হওয়া। offender (noun) বিশেষত আইন লংঘনকারী; first offend ears, যারা প্রথম বারের মতো অপরাধ করেছে; an old offender, দাগি অপরাধী।
- English Word offense Bengali definition [আফেন্স্] দ্রষ্টব্য offence.
- English Word offensive Bengali definition [আফেন্সিভ্] (adjective) (১) কটু; অশোভন: an offensive smell, কটুগন্ধ; offensive language, অশালীন ভাষা। (২) আক্রমণাত্মক ভঙ্গি। go into/take the offensive আক্রমণে যাওয়া; আক্রমণ করা। a peace offensive (আধুনিক পরিভাষা) যুদ্ধের ঝুঁকি কমানোর উদ্দেশ্যে নিরলস প্রচেষ্টা; শান্তি-প্রচেষ্টা; শান্তি-সংগ্রাম। offensively (adverb) offensiveness (noun)
- English Word offer Bengali definition [অফা(র্) America(n) ওফা(র্)] (verb transitive), (verb intransitive) (১) প্রস্তাব করা; বিনিময়ের প্রস্তাব দেওয়া: He was offered a job in Shri Lanka. I offered to help him. They offered Tk 3,00,000 for the car. offer one’s hand (করমর্দনের জন্য) হাত বাড়িয়ে দেওয়া। offer one’s hand (in marriage) কোনো মহিলার কাছে বিয়ের প্রস্তাব দেওয়া। (২) offer something (up) (to God) (ঈশ্বরের উদ্দেশে) নিবেদন, অর্পণ বা উৎসর্গ করা: offer prayers to God; offer up a sacrifice. (৩) offer to চেষ্টা নেওয়া; (উদ্যোগ বা প্রয়াসের) চিহ্ন প্রদর্শন করা: He offered no encouragement to the poor boy. (৪) ঘটা; দেখা দেওয়া; উপস্থিত হওয়া: Take the first opportunity that offers. as occasion offers যখন সুযোগ হয়। □ (noun) [countable noun] কোনোকিছু করা বা কোনোকিছু দেওয়ার প্রস্তাব; প্রস্তাবিত বস্তু: an offer of help; an offer of Tk 300,000 for a car. be open to an offer ক্রেতার প্রস্তাবিত দাম বিবেচনা করতে ইচ্ছুক থাকা। (goods) on offer নির্দিষ্ট দামে বিক্রির জন্য (প্রস্তাবিত পণ্য)। offering [অফারিঙ্ America(n) ওফারিঙ্] (noun) (১) [uncountable noun] প্রদান: The offering of bribes, ঘুষ প্রদান। (২) [countable noun] প্রদত্ত, অর্পিত বা উৎসর্গীকৃত বস্তু: burnt offering; a peace offering, কলহ ইত্যাদির পর বন্ধুত্ব পুনঃস্থাপনের আশায় প্রদত্ত বস্তু; শান্তি-উপহার।
- English Word offertory Bengali definition [অফাট্রি America(n) অফাটোরি] (noun) গির্জায় উপাসনাকালে বা উপাসনার শেষে সমাগত উপাসনাকারীদের কাছ থেকে সংগৃহীত নৈবেদ্য।
- English Word office Bengali definition [অফিস্ America(n) ওফ্স্] (noun) [countable noun] (১) (প্রায়ই plural) দফতর; কার্যালয়; অফিস: The Registrar’s office; our Chittagong office, আমাদের চট্টগ্রাম শাখা; (America(n)) ডাক্তারখানা: office hours, 5 pm to ৪ pm. booking office, দ্রষ্টব্য book 2 (৬)। box-office, দ্রষ্টব্য box 1 (৫). office-block (প্রায়ই একাধিক কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের) দফতরসংবলিত (বৃহৎ) ভবন। (২) সরকারি বিভাগ বা বিভাগীয় দফতর; The Foreign Office, পররাষ্ট্র বিভাগ; পররাষ্ট্র দফতর। (৩) (বিশেষ সরকারি) পদ, গদি: resign office, পদত্যাগ করা; He has been in office for five years now, পাঁচ বছর ধরে গদিতে বসা আছে। office-bearer (noun) পদাধিকারী ব্যক্তি; কর্মকর্তা। (৪) দায়িত্ব: The office of Chairman. (৫) (plural) সদয় বা শোভন কাজ; সেবা; সহায়তা: Through the good offices (= সদয় সহায়তা) of a friend; perform the last offices for..., শেষকৃত্য অনুষ্ঠান করা; জানাজার নামাজ আদায় করা। Divine Office রোমান ক্যাথলিক ও এপিসকোপাল (Episcopal) চার্চ অনুসৃত কতিপয় উপাসনারীতি।
- English Word officer Bengali definition [অফিসা(র্) America(n) ওফ্সা(র্)] (noun) (১) সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, বাণিজ্যিক জাহাজ, বিমান ইত্যাদিতে অন্যদের নির্দেশ দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত কর্তাব্যক্তি বা অফিসার। (২) পদস্থ (সরকারি) কর্মকর্তা: an executive officer; officers of state, সরকারের মন্ত্রিবর্গ। (৩) পুলিশকে সম্বোধনের রীতি।
- English Word official Bengali definition [আফিশ্ল্] (adjective) (১) আনুষ্ঠানিক কর্তৃত্বপ্রসূত; অফিসিয়াল: official duties; official uniform; official statements. (২) আনুষ্ঠানিক কর্তৃত্বের বৈশিষ্ট্যপূর্ণ; আনুষ্ঠানিক কর্তৃত্বের উপযোগী: official style. □ (noun) সরকারি কর্মকর্তা; আমলা: government officials. officially [আফিসালি] (adverb) অফিসিয়াল রীতিমাফিক; অফিসিয়াল কর্তৃত্ব সহকারে। officialdom আফিডাম] সরকারি কর্মকর্তাগোষ্ঠী; আমলাবর্গ; আমলাদের কর্মপদ্ধতি; আমলাতন্ত্র। officialese [আফিসালীজ্] (noun) [uncountable noun] আমলাদের লেখায় ব্যবহৃত (অতিরিক্ত কেতাবি বা দুর্বোধ্য) ভাষা।
- English Word officiate Bengali definition [আফিশিএইট্] (verb intransitive) officiate (as) (at) কোনো অফিস বা পদের সঙ্গে সম্পৃক্ত দায়িত্ব পালন করা: officiate as secretary; officiate at a marriage ceremony, বিয়ের অনুষ্ঠানে কাজির বা পুরোহিতের কাজ করা।
- English Word officious Bengali definition [আফিসাস্] (adjective) গায়েপড়ে সাহায্য করতে বা পরামর্শ দেয় এমন; কর্তৃত্বপরায়ণ। officiously (adverb) officiousness (noun)
- English Word offing Bengali definition [অফিঙ্ America(n) ওফ্ঙ্] (noun) (লাক্ষণিক) (১) গভীর সমুদ্রের যে অংশ সমুদ্রতীর থেকে দেখা যায়। (২) (লাক্ষণিক) নিকট বা অদূর ভবিষ্যৎ: a war in the offing.
- English Word offlicence Bengali definition [অফ্লাইস্ন্স্ America(n) ওফ্লাইস্ন্স্] (noun) দোকানের বাইরে নিয়ে পান করার জন্য মদ বিক্রির অনুমতিপত্র; যে মদের দোকানে বা পানশালার যে অংশে শুধু মদ বিক্রি করা হয়, কিন্তু পরিবেশন করা হয় না।
- English Word offshoot Bengali definition [অফশূট্ America(n) ওফশূট্] [countable noun] (সাহিত্যিক বা লাক্ষণিক) শাখা বা প্রশাখা: an offshoot of a plant/a family.
- English Word offside Bengali definition [অফসাইড্ America(n) ওফ্সাইড্] (attributively adjective), (adverb) (ফুটবল ও হকিতে) (কোনো খেলোয়াড় সম্বন্ধে) বলের অবস্থানের বিচারে মাঠের নিয়মবিরুদ্ধ অবস্থানে থাকা; এরকম অবস্থান গ্রহণকারী: offside play.
- English Word offspring Bengali definition [অফস্প্রিঙ্ America(n) ওফ্স্প্রিঙ্] (noun) (plural অপরিবর্তিত) সন্তান; সন্তানসন্ততি; জীবজন্তুর বাচ্চাকাচ্চা: She is the offspring of a singer and dancer.
- English Word oft Bengali definition [অফ্ট্ America(n) ওফট্] (adverb) (কবিতায়) ঘন ঘন; প্রায়ই; বহুবার: an oft-quoted line, বহু উদ্ধৃত চরণ। oft-times (adverb) (পুরাতনী) প্রায়ই।
- English Word often Bengali definition [অফ্ন্ America(n) ওফ্ন্] frequency-এর (adverb) সাধারণত 'verb' সহ বাক্যের মধ্যভাগে ব্যবহৃত হয়, জোর দেওয়ার প্রয়োজনে (বিশেষত 'very' বা 'quite' দ্বারা বিশেষিত হলে) অথবা বৈসাদৃশ্য বোঝাতে বাক্যের শুরু বা শেষে ব্যবহৃত হতে পারে, (১) ঘনঘন; প্রায়ই: He often comes here. He has been here quite often. (২) (phrase সমূহ) how often কতবার; কত ঘনঘন: How often do the trams run? as often as যতবার... ততবার: As often as he tried to apeak his voice broke. as often as not; more often than not বেশি ঘনঘন; every so often মাঝেমাঝে। once too often যতবার যুক্তিযুক্ত; নিরাপদ ইত্যাদি তারচেয়ে একবার বেশি: He broke the rule once too often and was duly punished.
- English Word ogle Bengali definition [ওউগ্ল্] (verb intransitive), (verb transitive) ogle (at) (লোলুপদৃষ্টিতে) চেয়ে থাকা: ogle the pretty girls.
- English Word ogre Bengali definition [ওউগা(র্)] (noun) [countable noun] (কথ্যকাহিনিতে) মানুষখেকো রাক্ষস। ogress [ওউগ্রেস্] (noun) মানুষখেকো রাক্ষসী। ogreish [ওউগাইশ্] (adjective) রাক্ষসের মতো।
- English Word oh Bengali definition [ওউ] (interjection) ভয়, বিস্ময় ইত্যাদি সূচক ধ্বনি।
- English Word OH Bengali definition [ওএইচ্] (noun) [countable noun] (অনানুষ্ঠানিক) (১) other half-এর সংক্ষেপ। (২) কারো স্ত্রী, স্বামী বা পার্টনার: Dog and my OH have fallen out ... causing problems all, round.
- English Word ohm Bengali definition [ওউম্] (noun) [countable noun] বিদ্যুতের প্রতিরোধী শক্তির মাত্রা (প্রতীক Ω)।
- English Word oho Bengali definition [ওউহোউ] (interjection) বিস্ময় বা বিজয়সূচক ধ্বনি।
- English Word oil Bengali definition [অয়ল্] (noun) [countable noun, uncountable noun] (১) তেল: coconut oil; paraffin oil. (২) (phrase-সমূহ) burn the mid-night oil রাত জেগে লেখাপড়া ইত্যাদি করা। paint in oils চিত্রাঙ্কনে তেলরং ব্যবহার করা; তেলচিত্র অঙ্কন করা। pour oil on the flame(s) আগুনে ঘি ঢালা। pour oil on troubled waters ঝগড়া-বিবাদ মিটানোর মতো আচরণ করা। smell of the midnight oil রাত জাগায় পড়াশোনার ছাপ পড়া। strike oil তেলের (খনি) সন্ধান পাওয়া; (লাক্ষণিক) অত্যন্ত সফল বা সমৃদ্ধিশালী হওয়া। (৩) (যৌগশব্দ) oil-bearing (adjective) খনিজ তেল ধারণকারী (শিলাস্তর)। oil-burner (noun) তেলচালিত ইনজিন, জাহাজ ইত্যাদি। oil-cake (noun) [uncountable noun] খইল। oil-can (noun) মেশিনে তেল দেওয়ার জন্য লম্বা সরু নলের মতো মুখওয়ালা তেলের টিন। oilcloth (noun) [uncountable noun] পানিনিরোধক বস্ত্রবিশেষ; অয়েল ক্লথ। oil-colours, oils (noun) (plural) তেলরং। oil-field (noun) তেলক্ষেত্র। oil-fired (adjective) তেলকে জ্বালানি হিসেবে ব্যবহার করে এমন। oil-painting (noun) [uncountable noun] তেলচিত্র। oil-palm (noun) গ্রীষ্মমণ্ডলীয় তেলউৎপাদক পামগাছ। oil-paper (noun) স্বচ্ছ পানিনিরোধক কাগজ; অয়েল-পেপার। oil-rig (noun) (সমুদ্রবক্ষে) তেলকূপ খননের কাঠামো ও যন্ত্রপাতি। oil-silk (noun) রেইনকোট প্রভৃতি তৈরির জন্য ব্যবহৃত বাতাস ও পানিনিরোধক সিল্ক বস্ত্র। oil-skin (noun) [countable noun, uncountable noun] পানিনিরোধক বস্ত্রবিশেষ- এই বস্ত্রে তৈরি কোট ইত্যাদি; (plural) নাবিক ইত্যাদিদের পরিহিত এই বস্ত্রে তৈরি পোশাকের সেট। oil-tanker (noun) তেলবাহী জাহাজ বা গাড়ি। oil-well (noun) তেলকূপ। □ (verb transitive) (যন্ত্র প্রভৃতিতে) তেল দেওয়া: oil a lock; oil the wheels/works, (লাক্ষণিক) কৌশলের সাহায্যে নির্বিঘ্নে সম্পন্ন করা: oil (grease এক্ষেত্রে অধিক প্রযোজ্য শব্দ) somebody's palm, কাউকে ঘুষ দেওয়া। oiled (adjective) (সাধ. well-oiled) (অপশব্দ) মাতাল।
- English Word oily Bengali definition [অয়লি] (adjective) (১) তেলসংক্রান্ত; তেলের মতো; তৈলবৎ: an oily substance. (২) তেলমিশ্রিত; তৈলাক্ত: oily fingers. (৩) (কথা, আচরণ) অতিমসৃণ; মনগলানো; আদুরে; তোষামুদে।