Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word overwhelm Bengali definition [ওউভাওএল্‌ম্‌ America(n) হোএল্‌ম্‌] (verb transitive) ভারাবনত করা; নিমজ্জিত করা; ছেয়ে ফেলা; গুঁড়িয়ে দেওয়া; বিধ্বস্ত করা; আচ্ছন্ন বা অভিভূত করা: be overwhelmed by a superior force; an overwhelming defeat; be overwhelmed with joy.
  • English Word overwork Bengali definition [ওউভাওআক্‌] (verb transitive), (verb intransitive) অত্যধিক খাটা বা খাটানো: He overworked himself and fell ill. Don’t overwork your men.(noun) [ওউভাওআক্‌] [uncountable noun] অত্যধিক খাটুনি: fall ill through overwork.
  • English Word overworking class Bengali definition [ওউভাওয়াকিঙ ক্লাস্] (noun) [countable noun] ('working class' আর 'overworking' মিলে তৈরি): আধুনিক সমাজের সেই শ্রমজীবী শ্রেণি যাদের দীর্ঘ সময় কাজ করার আগ্রহ আছে অথবা দীর্ঘ সময় ধরে পরিশ্রম করা ছাড়া যাদের উপায় নেই: The number of overworking class voters are increasing.
  • English Word overwrought Bengali definition [ওউভারোট্‌] (adjective) অত্যধিক উত্তেজনার ফলে ক্লান্ত; উত্তেজিত
  • English Word oviduct Bengali definition [ওউভিডাক্‌ট্‌] (noun) (অন্য নাম 'Fallopian tube') যে নালির ভিতর দিয়ে ডিম্বাণু ডিম্বাশয় থেকে গর্ভাশয়ে ঢোকে
  • English Word oviparous Bengali definition [ওউভিপারাস্‌] (adjective) মাতৃদেহের বাইরে ডিম ফুটিয়ে বাচ্চা তোলে এমন
  • English Word ovoid Bengali definition [ওউভয়ড্‌] (adjective), (noun) ডিম্বাকার; (বস্তু)।
  • English Word ovulate Bengali definition [ওভিউলেইট্] (verb transitive) (চিকিৎসাশাস্ত্র জীববিদ্যা) ডিম্বাণু উৎপাদন করা বা ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত করাovulation (noun)
  • English Word ovum Bengali definition [ওউভাম] (noun) ডিম্বাণু
  • English Word owe Bengali definition [ওউ] (verb transitive), (verb intransitive) (১) owe somebody something; owe something to somebody; owe for something (কারো কাছে কোনোকিছুর জন্য) ঋণী থাকা: I owe him Tk. 100. He owes Tk 50 to me. (২) কারো কৃতজ্ঞতাপাশে আবদ্ধ থাকা: I owe a great deal to my teachers. (৩) কর্তব্য হিসেবে দিতে বাধ্য থাকা: owe allegiance to the state. (৪) owe something to something উৎস হিসেবে কোনোকিছুর কাছে ঋণী থাকা: She owes much of her success to the encouragement given by her parents.
  • English Word owing Bengali definition [ওউইঙ্] (adjective) দেনা; বাকি; বকেয়া: money that is still owing, বকেয়া টাকা। owing to (preposition(al)) কারণে; কারণবশত: Owing to the rain, the match was abandoned.
  • English Word owl Bengali definition [আউল্] (noun) প্যাঁচাowlet [আউলিট্] (noun) প্যাঁচার ছানা। owlish [আউলিশ্‌] (adjective) প্যাঁচাবিষয়ক বা প্যাঁচার মতো; প্যাঁচার মতো গুরুগম্ভীর। owlishly (adverb)
  • English Word own 1 Bengali definition [ওউন্‌] (adjective), (pronoun) (১) (ব্যক্তিগত অধিকার বা মালিকানা এবং কোনোকিছুর স্বকীয় বৈশিষ্ট্যের উপর জোর দেওয়ার জন্য) সম্বন্ধপদের সঙ্গে ব্যবহৃত হয়: I made it with my own hands. This is our own land. This herb has a smell all its own, অন্য কোনো লতার ঘ্রাণের সঙ্গে মেলে না; May I have it for my very own? একেবারে নিজের করে পেতে পারি? My time is my own, যেভাবে খুশি কাটাতে পারি; For reasons of his own, তার একান্ত ব্যক্তিগত কারণে। (be) (all) on one’s own (ক) একা; নিঃসঙ্গ: She was all on her own that evening, একা ছিল; He lives on his own, পরিবার নিয়ে নয়; একা থাকে। (খ) স্বাধীনভাবে; তদারকি ছাড়া: She is (working) on her own, স্বাধীনভাবে কাজ করছে। (গ) বিশিষ্ট; উৎকৃষ্ট: For match-making the girl is on her own, ঘটকালিতে মেয়েটির জুড়ি নেই। own brother/sister একই মাতাপিতাজাত ভাই/বোন, সৎভাই/বোন নয়। be one’s own man/master স্বাধীনভাবে বেঁচে থাকা বা স্বাধীনভাবে জীবিকা অর্জন করা; নিজের ভাগ্য নিজে নিয়ন্ত্রণ করা। come into one’s own নিজের প্রাপ্য (খ্যাতি, স্বীকৃতি, কৃতিত্ব প্রভৃতি) পাওয়া; স্বরূপ ধারণ করা; স্বরূপে আত্মপ্রকাশ করা: He comes into his own when dealing with a challenging situation, কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে তার প্রকৃত ক্ষমতা প্রকাশ পায়। get one’s own back প্রতিশোধ নেওয়া। hold one’s own (against somebody/something) (ক) আক্রমণের বিরুদ্ধে নিজের অবস্থান রক্ষা করা; পরাস্ত না-হওয়া। (খ) শক্তি না-হারানো। (২) (ব্যক্তিগত কর্মতৎপরতা নির্দেশ করতে অথবা নিজের জন্য নিজের হাতে তৈরি - এই অর্থে ব্যবহৃত হয়): I do all my own washing. He cooks his own meals; be one’s own lawyer, নিজেই নিজের ওকালতি করা।
  • English Word own 2 Bengali definition [ওউন্] (verb transitive), (verb intransitive) (১) অধিকারী হওয়া: He owns this house. (২) own (to) মেনে নেওয়া; (দোষ, ত্রুটি ইত্যাদি) স্বীকার করা; উপলব্ধি করা; বুঝতে পারা: He finally owned that our claim was justified. She never refused to own her faults; I own the difficulty in getting everybody here in time. own up (to something) খোলাখুলি স্বীকার করা। owner [ওউনা(র্‌)] (noun) মালিক: He is the own of this house. own-driven (adjective) (গাড়ি) মালিকের দ্বারা নিয়মিতভাবে চালিত। own-driver (noun) যে মোটরচালক নিজেই গাড়ির মালিক। own-occupied (adjective) (বাড়ি ইত্যাদি) মালিক নিজেই থাকে (অন্যকে ভাড়া দেয় না) এমন। own-occupier (noun) যে ব্যক্তি একাধারে (কোনো বাড়ির) বাসিন্দা ও মালিক। ownerless (adjective) মালিকবিহীন: a ownerless dog. own-ship [ওউন্‌শিপ্] (noun) মালিকানা: ownship of land; ownship of a house.
  • English Word ox Bengali definition [অক্‌স্‌] (noun) (১) গৃহপালিত গবাদিপশুর সাধারণ নাম; ষাঁড়(২) (বিশেষত) চাষাবাদ, গাড়িটানা ইত্যাদি কাজে ব্যবহৃত বলদox-eye (noun) (ডেইজি, বুনো ক্রিসানথিমাম ইত্যাকার) কতিপয় লতাগাছের (প্রায়ই attributive(ly) রূপে ব্যবহৃত) নাম। ox-tail (noun) গবাদিপশুর লেজ, যা পাশ্চাত্যসহ কতিপয় দেশে ঝোল বা স্যুপ তৈরিতে ব্যবহৃত হয়।
  • English Word Oxbridge Bengali definition [অক্‌স্‌ব্রিজ] (noun) (Redbrick- এর বিপরীতে) অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ (এর অধুনাকল্পিত নাম)। red দ্রষ্টব্য
  • English Word oxide Bengali definition [অক্‌সাইড্‌] (noun) [Countable noun, Uncountable noun] অক্সিজেনের যৌগ: iron oxide, oxidize, oxideise [অক্‌সিডাইজ্‌] (verb transitive), (verb intransitive) অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়া বা যুক্ত করা; মরিচাযুক্ত হওয়া বা মরিচাযুক্ত করা। oxidization, oxidisation [অক্‌সিডাইজেইশ্‌ন্ America(n) অক্‌সিডিজ্‌] (noun)
  • English Word oxyacetylene Bengali definition [অক্‌সিআসেটালীন্‌] (adjective); (noun) অক্সিজেন ও অ্যাসেটিলিনের মিশ্রণ(যুক্ত): oxyacetylene torch.
  • English Word oxygen Bengali definition [অক্‌সিজেন্‌] (noun) [Uncountable noun] (রসায়ন) বাতাসে বিদ্যমান ও প্রাণের জন্য অপরিহার্য স্বাদহীন গন্ধহীন বর্ণহীন গ্যাস; অম্লজান; অক্সিজেন (প্রতীক O 2)। দ্রষ্টব্য পরি. ৭। oxygen mask ঊর্ধ্বাকাশে ব্যবহৃত অক্সিজেন সরবরাহকারীর মুখোশ। oxygentent অতিরিক্ত অক্সিজেন সরবরাহের জন্য রোগীর মাথা ও কাঁধের উপর রাখা ছোট তাঁবু। oxygenate [অক্‌সিজেন্‌এইট্], oxygenize, oxygenise [অক্‌সিজেন্‌আইজ্‌] (verb transitive) অক্সিজেন যোগ করা বা প্রয়োগ করা। oxygenation [অক্‌সিজেন্‌এইশ্‌ন্‌] (noun) অক্সিজেনযুক্তকরণ বা অক্সিজেন প্রয়োগ।
  • English Word oyez Bengali definition [ওউএজ্‌] (অপিচ oyes [ওউএস]) (interjection) নীরবতা পালনের হুঁশিয়ারি দিয়ে (ইতিহাস) নগরঘোষক দ্বারা অথবা (আদালত কক্ষে) দ্বাররক্ষী দ্বারা পরপর তিনবার উচ্চকণ্ঠে উচ্চারিত ধ্বনি, যার অর্থ, ‘শোনা! শোনা! শোন!’।
  • English Word oyster Bengali definition [অয়স্টা(র্‌)] (noun) ঝিনুকoyster-bar (noun) রেস্তোরাঁর যে টেবিলে ঝিনুকের তৈরি খাবার পরিবেশন করা হয়। oyster bed, oyster bank (noun(s)) সমুদ্রের যে অংশে ঝিনুকের বংশবিস্তার বা চাষ করা হয়। oyster-catcher (noun) ঝিনুক-ধরা সামুদ্রিক পাখি।
  • English Word ozone Bengali definition [ওউজোউন্‌] (noun) [Uncountable noun] অক্সিজেনের তীক্ষ্ণ ও সঞ্জীবনীগন্ধযুক্ত ঘনীভূত রূপ; ওজোন (সংক্ষেপ O 3); (লাক্ষণিক) প্রাণসঞ্চারী প্রভাব; (কথ্য) মুক্ত বিশুদ্ধ বাতাসozone friendly (adjective) ওজোন স্তরের জন্য ক্ষতিকর নয়, এমন বস্তু থেকে মুক্ত। ozonehole (noun) ওজোন স্তরের এমন এলাকা যেখানে ওজোনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক কম, সেহেতু সূর্যের ক্ষতিকর রশ্মির পক্ষে সুগম। ozone layer (noun) ভূপৃষ্ঠের অনেক উপরে স্থিত ওজোনের স্তর, যা পৃথিবীকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে।
  • English Word O’ Bengali definition [আ] of-এর সংক্ষেপ, যথা O’ clock, man-o’-war.