O পৃষ্ঠা ১৭
- English Word overhaul Bengali definition [ওউভাহোল্] (verb transitive) (১) (কোনোকিছুর) অবস্থা বোঝার জন্য খুঁটিয়ে পরীক্ষা করা: have the engine of a car overhauled; (কথ্য) স্বাস্থ্যপরীক্ষা করা: go to a doctor to be overhauled. (২) নাগাল ধরা; পিছন থেকে এসে নাগাল ধরা বা পিছনে ফেলে যাওয়া: Our car soon overhauled the passenger bus. (noun) [ওউভাহোল্] [countable noun] মেরামত বা পরিষ্কার করার জন্য খুঁটিয়ে পরীক্ষা।
- English Word overhead Bengali definition [ওউভাহেড্] (adverb) মাথার উপরে; আকাশে: the room overhead; the clouds overhead. (adjective) [ওউভাহেড্] (১) মাটির উপরে তোলা: overhead wires; an overhead railway, রাস্তার তল থেকে অনেকটা উপরে নির্মিত রেলপথ। (২) (ব্যবসা): overhead expenses, ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক খরচপত্র (যথা ঘরভাড়া, বিজ্ঞাপন, কর্মচারী বেতন, বিদ্যুৎ খরচ)।
- English Word overhear Bengali definition [ওউভাহিআ(র্)] (verb transitive) বক্তার অজ্ঞাতে শোনা; আড়ি পেতে শোনা; হঠাৎ শুনে ফেলা।
- English Word overjoyed Bengali definition [ওউভাজয়ড্] (adjective) যারপরনাই আনন্দিত; আনন্দে আত্মহারা।
- English Word overkill Bengali definition [ওউভাকিল্] (noun) ধ্বংস করতে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা।
- English Word overland Bengali definition (adjective) [ওউভাল্যান্ড্] (adverb) [ওউভাল্যান্ড্] স্থলপথে; স্থলপথে সম্পাদিত (সমুদ্রপথের বিপরীতে): overland route.
- English Word overlap Bengali definition [ওউভাল্যাপ্] (verb transitive), (verb intransitive) (১) একপাশে প্রসারিত হয়ে অংশত আবৃত করা: Rooftiles overlap one another. (২) (লাক্ষণিক) যুগপৎ ঘটা; অংশত একরকম হওয়া: His duties overlap mine. His visit and yours overlapped. (noun) [ওউভাল্যাপ্] [countable noun] যে অংশ অংশত আবৃত করে, [uncountable noun] যুগপৎ সংঘটন; অধিক্রমণ।
- English Word overlay Bengali definition [ওউভালেই] (verb transitive) কোনোকিছুর উপরে প্রলেপ দেওয়া: white boards overlaid with gold. (noun) [ওউভালেই] প্রলেপ।
- English Word overleaf Bengali definition [ওউভালীফ্] (adverb) (বই ইত্যাদির) উলটা পৃষ্ঠায়।
- English Word overleap Bengali definition [ওউভালীপ্] (verb transitive) (কোনোকিছুর) উপর দিয়ে লাফ দেওয়া; ডিঙানো; (লাক্ষণিক) বেশি দূর যাওয়া; বেশি করতে চাওয়া: an overleaping ambition.
- English Word overload Bengali definition [ওউভালোউড্] (verb transitive) অতিরিক্ত বোঝাই করা; (বিদ্যুৎ) অতিরিক্ত চার্জ দেওয়া।
- English Word overlook Bengali definition [ওউভালূক্] (verb transitive) (১) উপর থেকে দেখতে পাওয়া: My bedroom window overlooks the Dhanmondi lake, আমার শোয়ার ঘরের জানালা দিয়ে ধানমন্ডি লেক দেখা যায়। (২) দেখতে বা লক্ষ করতে না-পারা; উপেক্ষা করা: overlook a slip of the pen; overlook the plight of one’s neighbours. (৩) শাস্তি না-দিয়ে চলে যাওয়া; দেখেও না-দেখা: overlook a fault. (৪) তত্ত্বাবধান করা; দেখাশোনা করা।
- English Word overlord Bengali definition [ওউভালোড্] (noun) (সামন্ত যুগে) অধিরাজ, সামন্ত প্রভু; জমিদার।
- English Word overly Bengali definition [ওউভালি] (adverb) অতিরিক্ত মাত্রায়: overly cautious.
- English Word overmanned Bengali definition [ওউভাম্যান্ড্] (adjective) (কারখানা ইত্যাদি) প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক বা কর্মচারীসংবলিত। overmanning (noun) [Uncountable noun]: Overmanned is one of the major problems in the public sector of our industry.
- English Word overmaster Bengali definition [ওউভামা:স্টা(র্) America(n) ওউভাম্যাস্টা(র্] (verb transitive) দমন করা; পরাভূত করা: an overmastering passion, যে আবেগ দমন করা কঠিন।
- English Word overmuch Bengali definition [ওউভামাচ্] (adjective), (adverb) অত্যধিক; অতিমাত্রায়: overmuch homework, অতিরিক্ত বাড়ির কাজ; a leader who has been praised overmuch.
- English Word overnight Bengali definition [ওউভানাইট্] (adverb) রাতের বেলায়; রাতের জন্য; রাতারাতি: stay overnight at somebody’s house; become rich overnight, রাতারাতি ধনী হওয়া। [ওউভানাইট্] (adjective) রাত্রিকালীন: an overnight journey.
- English Word overpass Bengali definition [ওউভাপাস্ America(n) ওউভাপ্যাস্] (noun) কোনো রাজপথ বা মহাসড়কের উপর সেতুর আকারে নির্মিত পথ বা সড়ক।
- English Word overpay Bengali definition [ওউভাপেই] (verb transitive) পাওনার অধিক দেওয়া।
- English Word overplay Bengali definition [ওউভাপ্লেই] (verb transitive) overplay one’s hand (জুয়া বা তাস খেলায় নিজের শক্তিকে বড় করে দেখে) ক্ষমতাবহির্ভূত ঝুঁকি নেওয়া।
- English Word overpower Bengali definition [ওউভাপাউআ(র্)] (verb transitive) দমন বা অভিভূত করা; প্রবলতর শক্তি বা বৃহত্তর সংখ্যা দ্বারা পরাভূত করা: The thief was overpowered by the nightguard. overpowering (adjective) অত্যন্ত প্রবল; অত্যধিক শক্তিশালী: overpower grief.
- English Word overprint Bengali definition [ওউভারপ্রিন্ট্] (verb transitive) (ডাকটিকিটের মতো মুদ্রিত বস্তুর উপর) অতিরিক্ত লেখা, ছাপ বা ছবি ছাপানো; অতিমুদ্রণ করা। (noun) [ওউভারপ্রিন্ট্] এরূপ অতিমুদ্রিত বস্তু।
- English Word overrate Bengali definition [ওউভারেইট্] (verb transitive) অত্যধিক মূল্য আরোপ করা: The teacher overrated the ability of his students. I believe his last book has been overrated by the critics.
- English Word overreach Bengali definition [ওউভারীচ্] (verb transitive) (১) কৌশলে হারানো। (২) overreach oneself অত্যধিক উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে নিজের অভীষ্ট সাধনে ব্যর্থ হওয়া বা নিজের স্বার্থ ক্ষুণ্ণ করা।
- English Word override Bengali definition [ওউভারাইড্] (verb transitive) (অন্যের অভিমত, সিদ্ধান্ত, ইচ্ছা, অধিকার ইত্যাদি) পদদলিত করা বা অগ্রাহ্য করা: The husband always overrides the wishes of the wife.
- English Word overrule Bengali definition [ওউভারূল] (verb transitive) (উচ্চতর কর্তৃত্বের বলে) বাতিল বা খারিজ করা: The Supreme Court overruled the decision of the High Court.
- English Word overrun Bengali definition [ওউভারান্] (verb transitive) (১) ছড়িয়ে পড়া ও দখল বা বিধ্বস্ত করা: The country was overrun by the enemy. (২) (কোনো নির্দিষ্ট সীমা) ছাড়িয়ে যাওয়া: The meeting overran by an hour and a half.
- English Word oversea(s) Bengali definition [ওউভাসী(জ্)] (adjective) সমুদ্রের অপর পারের (দেশে, দেশ থেকে, দেশের জন্য) : oversea(s) trade, বহির্বাণিজ্য। (adverb): live oversea(s), সমুদ্রের অপর পারের দেশে, অর্থাৎ বিদেশে থাকা।
- English Word oversee Bengali definition [ওউভাসী] (verb transitive) তত্ত্বাবধান করা; দেখাশোনা করা। overseer [ওউভাসিআ(র্)] (noun) শ্রমিকসর্দার বা কর্মীসর্দার; তত্ত্বাবধায়ক।