• Bengali Word chance 1 English definition [চান্‌স্‌ America(n) চ্যান্‌স্‌] ১ [uncountable noun] দৃষ্টিগ্রাহ্য বা বোধগম্য কারণ ছাড়া যা ঘটে; দৈব ঘটনা; ভাগ্য; কপাল।
    by chance দৈবক্রমে; দৈবাৎ। game of chance ভাগ্যের খেলা। take one’s chance ঝুঁকি নেওয়া। (২) [countable noun, uncountable noun] সম্ভাবনা: I have no chance of winning. on the (off) chance that/of doing something এই সম্ভাবনা মনে রেখে; এই আশায়: Though we’re ill-prepared, we’ll play on the chance that we may win the game. (৩) [countable noun] সুযোগ: the chance of a lifetime. stand a good/fair chance (of..) (কোনো কিছুর) যথেষ্ট সম্ভাবনা বা আশা থাকা। the main chance অর্থ উপার্জনের সুযোগ। (৪) (attributive(ly)) দৈবাৎ ঘটিত (১): a chance meeting.