O পৃষ্ঠা ৩
- English Word obstructive Bengali definition [আব্স্ট্রাক্টিভ] (adjective) বাধাদায়ক; প্রতিবন্ধকতা; সৃষ্টিকারক। obstructively (adverb)
- English Word obtain Bengali definition [আব্টেইন্] (verb transitive), (verb intransitive) (১) পাওয়া; নিজের জন্য অর্জন বা সংগ্রহ করা; কেনা: He is trying hard to obtain what he wants. Where did you obtain this beautiful vase? (২) (নিয়ম, প্রথা) প্রতিষ্ঠিত বা প্রচলিত হওয়া বা থাকা: This custom no longer obtains in our part of the country. obtainable [আব্টেইন্আব্ল্] (adjective) পাওয়া যেতে পারে এমন; প্রাপ্তিসাধ্য।
- English Word obtrude Bengali definition [আব্ট্রুড্] (verb transitive), (verb intransitive) obtrude (upon) অযাচিতভাবে (নিজেকে, নিজের মতামতকে অন্যের উপর) চাপিয়ে দেওয়া; অনধিকারচর্চা করা। obtrusive [আব্ট্রুসিভ্] (adjective) অনধিকারচর্চাপ্রবণ। obtrudely (adverb)
- English Word obtuse Bengali definition [আব্টিউস্ America(n) আব্টূস্] (adjective) ভোঁতা। (২) (কোণ) এক সমকোণের (৯০°) চেয়ে বড় কিন্তু দুই সমকোণের (১৮০°) চেয়ে ছোট; স্থূলকোণ। (৩) বোকা। obtusely (adverb) obtuseness (noun)
- English Word obverse Bengali definition [অব্ভাস্] (noun) মুদ্রা বা পদকের যে পিঠে রাজার মুখ বা প্রধান নকশা খোদিত থাকে; দ্রষ্টব্য reverse; প্রদর্শনের জন্য চিত্রিত বা খোদিত যেকোনোকিছুর মুখ; প্রতিরূপ বা প্রতিপক্ষ; (attributive(ly)) The obverse side.
- English Word obviate Bengali definition [অব্ভিএইট্] (verb transitive) ভারমুক্ত হওয়া; দূর করা; আগেই বুঝতে পেরে তদনুযায়ী কাজ করা: obviate difficulties.
- English Word obvious Bengali definition [অব্ভিআস্] (adjective) স্পষ্টত প্রতীয়মান; পরিষ্কার; সোজা। obviously (adverb) obviousness (noun)
- English Word occasion Bengali definition [আকেইজ্ন্] (noun) (১) [countable noun] কোনো নির্দিষ্ট ঘটনার সময়; (কোনোকিছুর) উপযুক্ত সময়: on this/that occasion, এই/সেই (ঘটনার) সময়; on one occasion, একবার; একদা; This s not an occasion (উপযুক্ত সময়) for laughter, হাসার সময় এটা নয়। on occasion মাঝেমধ্যে; কখনোসখনো; যখন প্রয়োজন হয় তখন। rise to the occasion সময়োপযোগী কাজ করার ক্ষমতা যে আছে এটা প্রমাণ করা। take this/that occasion to say something কোনোকিছু বলার সুযোগ গ্রহণ করা। (২) [uncountable noun] যুক্তি; কারণ; হেতু; প্রয়োজন: He’s had no occasion to ask for more money. (৩) [countable noun] প্রত্যক্ষ, আপেক্ষিক বা আনুষঙ্গিক কারণ বা হেতু: Sara’s party was quite an occasion. □ (verb transitive) কারণ হওয়া: His wife’s sudden illness occasioned him much anxiety.
- English Word occasional Bengali definition [আকেইজান্ল্] (adjective) (১) নিয়মিত নয়; মাঝেমধ্যে ঘটে, আসে, দেখা যায় এমন; আকস্মিক: occasional visits. the occasional + noun = an occasional + noun: He pays me the occasional visit (= an occasional visit), হঠাৎ হঠাৎ দেখা করে। (২) কোনো বিশেষ উদ্দেশে বা উপলক্ষে ব্যবহৃত বা অভিপ্রেত: occasional verses, কোনো বিশেষ উপলক্ষে রচিত পদ্য। occasionally [আকেইজানালি] (adverb) মাঝেমধ্যে: She comes here occasionally.
- English Word Occident Bengali definition [অক্সিডান্ট্] (noun) the Occident (সাহিত্যিক) পশ্চিম গোলার্ধের অর্থাৎ ইউরোপ ও আমেরিকার দেশসমূহ; পাশ্চাত্য পৃথিবী। Occidental [অক্সিডেন্ট্ল্] (adjective) পাশ্চাত্য।
- English Word occlude Bengali definition [অক্লুড্] (verb transitive) (ছিদ্র) বন্ধ করে দেওয়া; শুষে নেওয়া: It is quite dangerous when blood clots occlude the flow of oxygen in the human body. occluded (adjective) অবরুদ্ধ; (রসায়ন) অন্তর্বৃত। occlusion (noun) অবরোধ; (রসায়ন) অন্তর্বৃতি। occlusive (adjective) অবরোধক; (রসায়ন) অন্তর্ধারক।
- English Word occult Bengali definition [অকাল্ট্ America(n) আকাল্ট্] (adjective) (১) গুপ্ত; গূঢ়; কেবল বিশেষ জ্ঞানপ্রাপ্তদের অধিকার আছে এমন। (২) অতিপ্রাকৃত; ঐন্দ্রজালিক: occult sciences (যথা জ্যোতির্বিদ্যা)। the occult যা কিছু গুপ্ত বা অতিপ্রাকৃত।
- English Word occupant Bengali definition [অকিউপান্ট্] (noun) বাসিন্দা; দখলকারী; ভোগদখলকারী। occupancy [অকিউপান্সি] (noun) দখল; ভোগদখল; দখল বা ভোগদখলের সময়সীমা।
- English Word occupation Bengali definition [অকিউপেইশ্ন্] (noun) (১) বাস; দখল; দখলিস্বত্ব; দখলদারিতা: the occupation of the farm house by farm workers, the German occupation of France in the Second World War. (২) বাসের, দখলের বা ভোগদখলের সময়সীমা। (৩) ব্যবসা, বাণিজ্য ইত্যাদি, বৃত্তি, পেশা, অবসরকালীন কাজ: useful occupations for long summer evening. occupational [অকিউপেইশান্ল্] (adjective) পেশাগত। occupational hazards পেশাগত ঝুঁকি। occupational therapy সৃজনশীল বা উৎপাদনশীল কাজে বা পেশায় অংশগ্রহণের মাধ্যমে অসুস্থতার চিকিৎসা।
- English Word occupier Bengali definition [অকিউপাইআ(র্)] (noun) দখলদার; সাময়িক বা অধস্তন বাসিন্দা।
- English Word occupy 1 Bengali definition [অকিউপাই] (verb transitive) (১) বাস করা; দখলে রাখা। (২) (যুদ্ধে শত্রুপক্ষের শহর, গ্রাম, দেশ ইত্যাদি) দখল করা ও দখলে রাখা: occupy an enemy town. (৩) (স্থান, কাল, মনোযোগ, মন) পূর্ণ বা পরিব্যাপ্ত করা: His long speech occupied more than an hour. The idea of a new project occupied his mind. (৪) অধিষ্ঠান করা; পূর্ণ করা: He occupies an important position in the office.
- English Word occupy 2 Bengali definition [অকিউপাই] (verb transitive) '২০১০ সাল থেকে নরম্যান ভাষা থেকে আসা অকুপাই শব্দটি পুঁজিবাদের বিরুদ্ধে সরাসরি এবং অপরিহার্য চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। শব্দটি দিয়ে এখন কোনো ময়দান, চত্বর, রাজপথ, পার্ক বা কোনো ভবন দখলে নেওয়া বোঝায় (গণদাবিকে সামনে রেখে অথবা কোনো আইন, নীতিমালার প্রতি অনাস্থা জানাতে): An estimated 10 lacs people occupied Shahbag demanding the proper trail of the war criminals.
- English Word occur Bengali definition [আকা(র্)] (verb intransitive) (১) ঘটা: the accident occurred early in the morning. (২) occur to মনে হওয়া; মনে পড়া: The idea never occurred to me. It never occurred to me to try for a government scholarship, সরকারি বৃত্তির কথা কখনো মনে হয়নি। (৩) থাকা; দৃষ্ট হওয়া: The same humour occurs in every speech he makes.
- English Word occurrence Bengali definition [আকারান্স্] (noun) (১) [countable noun] ঘটনা: an everyday occurrence. (২) [uncountable noun] ঘটনার ক্রিয়া বা ঘটনার ব্যাপার; সংঘটন: of rare occurrence, বিরল ঘটনার ব্যাপার।
- English Word ocean Bengali definition [ওউশ্ন্] (noun) (১) মহাসমুদ্র। (২) মহাসমুদ্রের প্রধান ভাগগুলোর যেকোনোটি: the Atlantic/Pacific/Indian Ocean. the ocean lanes সমুদ্রগামী জাহাজ ব্যবহৃত নিয়মিত সমুদ্রপথ। (৩) (কথা) বিপুল সংখ্যা বা বিপুল পরিমাণ: oceans of money. oceanic [ওউশিঅ্যানিক্] (adjective) মহাসাগরীয়; মহাসামুদ্রিক; মহাসাগরবৎ। oceanographer (noun) মহাসমুদ্রবিদ। oceanography [ওউশানা:গ্রাফি] (noun) মহাসমুদ্রবিদ্যা। oceanology [ওউশানা:লাজি] (noun) সমুদ্রসম্পদ ও সমুদ্রপ্রযুক্তিবিষয়ক বিজ্ঞান। oceanologist [ওউশ্ন্লাজাস্ট্] (noun) সমুদ্রসম্পদ ও সমুদ্রপ্রযুক্তিবিষয়ক বিশেষজ্ঞ।
- English Word ochre Bengali definition [America(n) অপিচ 'ocher') [ওউকা(র্)] (noun) [uncountable noun] ফিকে হলুদ থেকে বাদামি পর্যন্ত যেসব রং হতে পারে তা তৈরির কাজে ব্যবহৃত মাটিবিশেষ; গিরিমাটি।
- English Word octagon Bengali definition [অক্টাগান্ America(n) অক্টাগন্] (noun) অষ্টভুজ ও অষ্টকোণ সমতল ক্ষেত্র। octagonal [অকট্যাগান্ল্] (adjective) অষ্টভুজ।
- English Word octane Bengali definition [অক্টেইন্] (noun) প্যারাফিনজাত হাইড্রোকার্বন; অকটেন।
- English Word octave Bengali definition [অক্টিভ] (noun) (১) (সংগীত) যে স্বরের অবস্থান কোনো প্রদত্ত স্বরের ছয় পূর্ণ স্বর উপরে বা ছয় পূর্ণ স্বর নিচে; (দুটি অকটেভের মধ্যবর্তী) পাঁচটি পূর্ণ স্বর ও দুটি অর্ধ-স্বরের ব্যবধান। (২) (কবিতায়) চতুর্দশপদী কবিতা ও সনেটের প্রথম আট চরণ; আট চরণবিশিষ্ট কবিতার স্তবক।
- English Word octavo Bengali definition [অকটেইভো] (noun) আট পাতায় বা ষোলো পৃষ্ঠায় ভাঁজ-করা বই; ষোলো-পেজি বই; এরকম বইয়ের আকার।
- English Word octet, octette Bengali definition [অক্টেট্] (noun) (১) আটজনে মিলে গাওয়ার বা বাজানোর জন্য রচিত সংগীত। (২)= octave (২).
- English Word October Bengali definition [অক্টোউবা(র্)] (noun) ইংরেজি বছরের দশম মাস।
- English Word octogenarian Bengali definition [অক্টাজিনেআরিআন্] (noun), (adjective) '৮০ থেকে ৮৯ বছর বয়সবিশিষ্ট ব্যক্তি; অশীতিপর (ব্যক্তি)।
- English Word octopus Bengali definition [অক্টাপাস্] (noun) স্পঞ্জের মতো নরম দেহ ও আট হাতবিশিষ্ট সামুদ্রিক প্রাণী; অকটোপাস।
- English Word octroi Bengali definition [অক্ট্রোআ America(n) অকট্রোআ] (noun) [uncountable noun] নগরশুল্ক, নগরের যে স্থানে, যাদের দ্বারা, এই শুল্ক সংগৃহীত হয়।