Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word optative Bengali definition [অপ্‌টাটিভ] (adjective), (noun) ইচ্ছাসূচক ক্রিয়ারূপ; এই ক্রিয়ারূপ সম্বন্ধীয়: optative mood (গ্রিক ভাষায়, ইংরেজিতে নয়)।
  • English Word optic Bengali definition [অপ্‌টিক্‌] (adjective) চক্ষু বা দৃষ্টিশক্তি সম্বন্ধীয়: the optic nerve, মস্তিষ্ক থেকে চোখে সংযোগকারী স্নায়ু। optics (noun) (singular verb-সহযোগে) আলোক ও আলোকের সূত্র সম্বন্ধীয় বিজ্ঞান; আলোকবিজ্ঞান।
  • English Word optical Bengali definition [অপ্‌টিক্‌ল্‌] (adjective) (১) দৃষ্টিসংক্রান্তan optical illusion দৃষ্টিবিভ্রম: A mirage is an optical illusion. (২) দেখার জন্য; দৃষ্টিসহায়ক: optical instruments. optically [অপ্‌টিক্লি] (adverb)
  • English Word optician Bengali definition [অপ্‌টিশ্‌ন্‌] (noun) দৃষ্টিসম্পর্কিত যন্ত্রপাতি; বিশেষত চশমা ও লেন্স নির্মাতা বা সরবরাহকারী
  • English Word optimism Bengali definition [অপ্‌টিমিজাম্‌] (noun) [uncountable noun] (pessimism- এর বিপরীতে) সবকিছুর শেষে অশুভকে পরাজিত করে শুভ জয়ী হবে- এই বিশ্বাস, শুভবাদ, আশাবাদ, ভালো দিক দেখার প্রবণতা; সাফল্যে আস্থাoptimist [অপ্‌টিমিস্‌ট্] (noun) শুভবাদী বা আশাবাদী ব্যক্তি। optimistic [অপ্‌টিমিস্‌টিক্] (adjective) আশাবাদী; আস্থাশীল: an optimism view. optimistically [অপ্‌টিমিজাক্লি] (adverb)
  • English Word optimum Bengali definition [অপটিমাম্‌] (noun) (attributive(ly)) সবচেয়ে অনুকূল: optimum temperature.
  • English Word option Bengali definition [অপ্‌শ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] পছন্দ করা বা বেছে নেওয়ার অধিকার বা ক্ষমতাhave on/little, etc option কোনো পছন্দ না-থাকা/সামান্যই পছন্দ থাকা: He had no option (এ ছাড়া অন্য) কোনো উপায় তার ছিল না। local option (কোনো শহর বা জেলায়) ভোটাভুটির সাহায্যে কোনোকিছু চলতে দেওয়া/না-দেওয়ার (স্থানীয়) নাগরিক অধিকার; স্থানীয় অধিকার। (২) [countable noun] বাছাই-করা বা বাছাইযোগ্য বস্তু: None of the options seems satisfactory. leave one’s options open নিজেকে দায় বা প্রতিশ্রুতিবদ্ধ না-করা। (৩) [countable noun](বাণিজ্য) নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট মূল্যে কোনোকিছু বেচা বা কেনার অধিকার: have an option on an old houses. optional [অপ্‌শান্‌ল্‌] (adjective) ইচ্ছানুযায়ী বেছে নেওয়া যায় বা বাদ দেওয়া যায় এমন; ঐচ্ছিক: optional subjects. optionally [অপ্‌শানালি] (adverb)
  • English Word opulence Bengali definition [অপিউলান্‌স্‌] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) বিত্ত, প্রাচুর্যopulent [অপিউলাআন্‌ট্‌] (adjective) ধনী; বিত্তবান; অতি বাড়ন্ত; প্রবলভাবে বৃদ্ধিশীল: opulence vegetation. opulently (adverb)
  • English Word opus Bengali definition [ওউপাস্‌] (noun) স্বতন্ত্র সাংগীতিক রচনাmagnum opus কোনো সাহিত্যিকের প্রধান রচনাকর্ম।
  • English Word or Bengali definition [ও(র্‌)] (conjunction) (১) (বিকল্প উপস্থাপন করে) অথবা; কিংবা; বা: Is it red or pink? either... or, দ্রষ্টব্য either. whether... or: I don’t care whether it pays or not. or else নয়তো; অন্যথায়: Hurry up or else you’ll miss the train. (২) (কোনো বিকল্পগুচ্ছের প্রথমটি ছাড়া অন্য সবকটিকে উপস্থাপন করে): I’d like it to be blue, (or) green or white. (৩) (ব্যাখ্যাসূচক বা সমার্থক শব্দ উপস্থাপন করে): a Bangladeshi taka or one hundred paisa. An ekka or two-wheeled vehicle pulled by a horse. (৪) or so (প্রায়ই about-এর সমার্থক) পরিমাণ বিষয়ে অস্পষ্টতা বা অনিশ্চয়তা বুঝিয়ে: There were fifty or so. somebody/something/somewhere or so (কথ্য) (কে/কী/কোথায় তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে) কেউ না কেউ/কিছু না কিছু/কোথাও না কোথাও: I was told by somebody or so. কেউ একজন/কেউ না কেউ বলেছে। or somebody/something/somewhere অথবা অন্য কেউ/অন্য কিছু/অন্য কোথাও : I put it on the table or somewhere, টেবিলে না কোথায় (= খুব সম্ভব টেবিলে) যেন রেখেছি।
  • English Word oracle Bengali definition [অরাক্‌ল্‌ America(n) ওর্‌ক্‌ল্‌] (noun) (১) দৈববাণী; দৈববাণী প্রকাশের মাধ্যম (পুরোহিত, যাজক, যাজিকা) বা স্থান(২) দিব্যজ্ঞানসম্পন্ন বা ভবিষ্যৎদ্রষ্টা ব্যক্তিoracular [আর‍্যাকিউলা(র্‌)] (adjective) দৈববাণীবিষয়ক বা দৈববাণীতুল্য; রহস্যময়: oracle utterances, রহস্যময় উক্তি।
  • English Word oral Bengali definition [ওরাল্] (adjective) বাচনিক; মৌখিক: an oral examination. (২) (ব্যবচ্ছেদবিদ্যা) মুখবিষয়ক, মুখের দ্বারা; মুখের জন্য: oral contraceptives. □ (noun) মৌখিক পরীক্ষা। orally [ওরালি্] (adverb) মুখে-বলা কথার সাহায্যে; মৌখিকভাবে; মুখ দিয়ে; not to be taken orally. (ওষুধের বেলায়) মুখে খাবার জন্য নয়।
  • English Word oral sex Bengali definition [ওরাল্‌ সেক্‌স্‌] (noun) জিহ্বা, ঠোঁট ও মুখের স্পর্শে কারো যৌনাঙ্গে রতিসুখ সঞ্চার; ওরাল সেক্স: Oral sex is often regarded as taboo.
  • English Word orang-outang Bengali definition [ওর‍্যাঙ্‌ ঊট্যাঙ্‌ America(n) আরাঙ্‌ আট্যাঙ্‌] (অপিচ orang-utan, orang-outan [ঊট্যান্‌]) (noun) বোর্নিও ও সুমাত্রা দ্বীপের দীর্ঘবাহুসম্পন্ন মনুষ্যাকৃতি বৃহৎ বানর
  • English Word orange Bengali definition [অরিন্‌জ্‌ America(n) ওর্‌ন্‌জ্‌] (noun), (adjective) [countable noun] কমলালেবু; কমলালেবুর গাছ; কমলা রং; কমলাorangeade [অরিনজএইড্ America(n) ওর্‌নজএইড্] (noun) [uncountable noun] কমলালেবুর রস দিয়ে তৈরি পানীয়।
  • English Word orangeman Bengali definition [অরিন্‌জ্‌ম্যান্‌ America(n) ওর্‌ন্‌জ্‌ম্যান্‌] (noun) উত্তর আয়ারল্যান্ডের আলস্টারে ক্রিয়াশীল একটি প্রটেস্টান্ট রাজনৈতিক গোষ্ঠীর সদস্য
  • English Word orate Bengali definition [ওরেইট্‌] (verb intransitive) (জনসমক্ষে) বক্তৃতা করা
  • English Word oration Bengali definition [ওরেইশ্‌ন্] (noun) [countable noun] আনুষ্ঠানিক বক্তৃতা; ভাষণ: a funeral oration.
  • English Word orator Bengali definition [অরাটা(র্‌) America(n) ওর্‌টা(র্‌] (noun) বক্তা; বিশেষত সুবক্তাoratorical [অরাটরিক্‌ল্‌ America(n) ওরাটোর্‌ক্‌ল্‌] (adjective) ভাষণদান ও ভাষণবিষয়ক: oratorical phrases.
  • English Word oratorio Bengali definition [অরাটোরিওউ America(n) ওর্‌টোরিওউ] (noun) [countable noun] একক ও সমবেত কণ্ঠ এবং অর্কেস্ট্রার জন্য রচিত ধর্মীয় বিষয়ভিত্তিক সংগীত; [Uncountable noun] এরূপ সংগীতসমগ্র।
  • English Word oratory Bengali definition [অরাট্রি America(n) ওরাটোরি] (noun) [countable noun] ক্ষুদ্র ব্যক্তিগত উপাসনালয়
  • English Word oratory Bengali definition [অরাট্রি America(n) ওরাটোরি] (noun) [Uncountable noun] বাগ্মিতা; বাগাড়ম্বর
  • English Word orb Bengali definition [ওব্‌] (noun) গোলক; বিশেষত সূর্য, চন্দ্র বা অন্য কোনো গ্রহ বা উপগ্রহ; ক্রুশসংবলিত অলংকৃত গোলক- রাজমুকুট, রাজদণ্ডের মতো যা একটি রাজনিদর্শন
  • English Word orbit Bengali definition [ওবিট্] (noun) গ্রহণক্ষত্রের পরিক্রমণপথ; কক্ষপথ: The orbit of the earth round the sun. □ (verb transitive), (verb intransitive) কক্ষপথে স্থাপন করা; কক্ষপথে ভ্রমণ করা: Our planet takes 3 6 5 days to orbit round the sun. orbital [ওবিট্‌ল্‌] (adjective) কক্ষপথসংক্রান্ত; কাক্ষিক: orbital distance. orbit velocity কক্ষপথে স্থাপনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম বেগমাত্রা।
  • English Word orchard Bengali definition [ওচাড্] (noun) [countable noun] বেষ্টিত ফলবাগান: mango orchards.
  • English Word orchestra Bengali definition [ওকিস্‌ট্রা] (noun) (১) ঐকতান-বাদকদল; অর্কেস্ট্রা: a dance orchestra. (২) orchestra (pit) রঙ্গমঞ্চে বাদকবৃন্দের জন্য রক্ষিত স্থানorchestra stalls থিয়েটারকক্ষে সম্মুখসারির আসন। (৩) প্রাচীন গ্রিসে রঙ্গমঞ্চের সামনে উপবৃত্তাকার স্থান, যেখানে সমবেত নৃত্যগীত পরিবেশিত হতোorchestral [ওকেস্‌ট্রাল্] (adjective) অর্কেস্ট্রাবিষয়ক; অর্কেস্ট্রার জন্য; অর্কেস্ট্রার দ্বারা: orchestra instruments.
  • English Word orchestrate Bengali definition [ওকিস্‌ট্রেইট্] (verb transitive) অর্কেস্ট্রার জন্য রচনা করা; বিন্যস্ত করা; সুর সংযোজন করাorchestration [ওকিস্‌ট্রেইশ্‌ন্‌] (noun)
  • English Word orchid Bengali definition [ওকিড্‌] (অপিচ orchis [ওকিস্‌]) (noun) [countable noun] আলুর গুচ্ছের মতো শিকড় এবং বিচিত্র উজ্জ্বল রং ও আকারের ফুলবিশিষ্ট এক ধরনের লতাগাছ; অর্কিড
  • English Word ordain Bengali definition [ওডেইন্] (verb transitive) (১) পুরোহিত বা ধর্মাধিকারীর পেশা বরণ করা: to be ordained priest. (২) ordain that (ঈশ্বর, আইন, কর্তৃত্ব) স্থির করা; আদেশ দান করা; ভাগ্য স্থির করে দেওয়া: She believed that her marraige was ordained by god.
  • English Word ordeal Bengali definition [ওডীল্] (noun) চরিত্র বা সহিষ্ণুতার কঠিন পরীক্ষা; অগ্নিপরীক্ষা