Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word overawe Bengali definition [ওউভার্‌ও] (verb intransitive) ভয়ে অভিভূত করা; ভয়ে বা শ্রদ্ধায় অভিভূত হওয়া: overawed into submission.
  • English Word overbalance Bengali definition [ওউভাব্যালান্‌স্‌ (verb transitive), (verb intransitive) ভারসাম্য হারানো; ভারসাম্য নষ্ট করা; পড়ে যাওয়া: The acrobat overbalanced and fell from the tight rope.
  • English Word overbear Bengali definition [ওউভাবেআ(র্‌)] (verb transitive) (যুক্তিতর্ক বা কর্তৃত্বের জোরে অথবা বলপ্রয়োগে) অভিভূত বা পরাভূত করা: His objections were overborne in the argument. overbearing (adjective) কর্তৃত্বপূর্ণ; অন্যদেরকে নিজের ইচ্ছার বশকারী; অন্যের উপর প্রভুত্ব বিস্তারকারী; স্বেচ্ছাচারী: an overbearing manner. overbearingly (adverb)
  • English Word overbid Bengali definition [ওউভাবিড্‌] (verb transitive), (verb intransitive) (১) (নিলামে) (অন্যের চেয়ে) উচ্চতর ডাক দেওয়া বা উচ্চতর মূল্য হাঁকা(২) কোনোকিছুর প্রকৃতমূল্য অপেক্ষা অধিকতর দর হাঁকা(৩) (ব্রিজ খেলায়) জুটি অথবা নিজের হাতের তাসের মানের তুলনায় উচ্চতর ডাক দেওয়া।  (noun) [ওউভাবিড্] (নিলামে বা তাস খেলায়) অন্যের চেয়ে বা মান অথবা মূল্যের তুলনায় উচ্চতর ডাক।
  • English Word overblown Bengali definition [ওউভাব্লোউন্‌] (adjective) (ফুল) অতিমাত্রায় প্রস্ফুটিত; গতরূপ; গতযৌবন
  • English Word overboard Bengali definition [ওউভাবোড্‌] (adverb) জাহাজ বা নৌকার কিনার থেকে/কিনার পেরিয়ে পানিতে: fall overboard; throw somebody overboard, (লাক্ষণিক) কাউকে পরিত্যাগ করা, সমর্থন বা সহায়তাদান বন্ধ করা ইত্যাদি।
  • English Word overbore Bengali definition [ওউভাবো(র্‌)] overborne [ওউভাবোন্‌] দ্রষ্টব্য overbear.
  • English Word overburden Bengali definition [ওউভাবাড্‌ন্‌] (verb transitive) মাত্রাতিরিক্ত ভার চাপানো; অতিরিক্ত বোঝাই করা: overburdened with grief.
  • English Word overcall Bengali definition [ওউভাকোল্] (verb transitive), (verb intransitive) = overbid (৩).
  • English Word overcapitalize, overcapitalise Bengali definition [ওউভাক্যাপিটালাইজ্‌] (verb transitive) (কোনো ব্যবসাপ্রতিষ্ঠান বা কোম্পানির) মূলধন অতিরিক্ত বাড়িয়ে নির্ধারণ বা নিরূপণ করাovercapitalization, overcapitalisation [ওউভাক্যাপিটালাইজেইশ্‌ন্‌ America(n) ওউভাক্যাপিটালিজ্‌ইশ্‌ন্‌] (noun)
  • English Word overcast Bengali definition [ওউভাকা:স্‌ট্‌ America(n) ওউভাক্যাস্‌ট্] (adjective) (আকাশ) মেঘাচ্ছন্ন; (লাক্ষণিক) বিষণ্ণ; মলিন; বেদনার্ত।
  • English Word overcharge Bengali definition [ওউভাচা:জ্‌] (verb transitive), (verb intransitive) অতিরিক্ত দাম চাওয়া: Some grocers will always overcharge. (২) অতিরিক্ত ভরা; অতিরিক্ত ভার চাপানো বা অতিরিক্ত চার্জ দেওয়া: overcharge a gun; overcharge an electric circuit. □ (noun) [ওউভাচা:জ্‌] [countable noun] মাত্রাতিরিক্ত গোলাবারুদ; বিদ্যুতের মাত্রাতিরিক্ত আধান বা চার্জ; অতিরিক্ত দাম।
  • English Word overcoat Bengali definition [ওউভাকোউট্‌] (noun) ঠাণ্ডা আবহাওয়ায় ঘরের বাইরে পরিধেয় লম্বা কোট; ওভারকোট
  • English Word overcome Bengali definition [ওউভাকাম্] (verb transitive) (১) পরাভূত করা; দমন করা: overcome an enemy; overcome temptation. (২) দুর্বল করা: be overcome by fatigue.
  • English Word overcompensate Bengali definition [ওউভাকম্‌পেন্‌সেইট্‌] (verb intransitive) overcompensate (for) (ভুলত্রুটি ইত্যাদি) সংশোধন করতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলা: He overcompensated for the loss she suffered for his sake. overcompensation (noun)
  • English Word overcrop Bengali definition [ওউভাক্রপ্‌] (verb intransitive) অতিরিক্ত ফসল ফলানো (যার ফলে জমির উর্বরতা ক্ষয় হয়)।
  • English Word overcrowd Bengali definition [ওউভাক্রাউড্‌] (verb transitive) অতিমাত্রায় ভিড় করা: an overcrowded bus; people from rural areas overcrowding the cities.
  • English Word overdo Bengali definition [ওউভাডূ] (verb transitive) (১) বাড়াবাড়ি করা; অতিরঞ্জন করা; অতিরঞ্জিত অভিনয় করা: He overdid his part in the play. overdo it (ক) অতিরিক্ত পরিশ্রম ইত্যাদি করা: The doctor advised him to do a little jogging in the morning, but he overdid it and made himself ill.(থ) অতিরঞ্জন করা; নিজের উদ্দেশ্যসাধনে বা অভীষ্ট বস্তু অর্জনে বাড়াবাড়ি করা: He values folk culture, but sometimes he seems to overdo it. (২) অতিরিক্ত জ্বাল দেওয়া বা সিদ্ধ করা বা ভাজা: overdone mutton.
  • English Word overdose Bengali definition [ওউভাডোউস্‌] (noun) (সাধারণত ওষুধ) অত্যধিক বা অপরিমিত মাত্রা: take an overdose.  [ওউভাডোস্‌] (verb transitive) overdose somebody (with something) কারো উপর (কিছু) অতিমাত্রায় প্রয়োগ করা।
  • English Word overdraft Bengali definition [ওউভাড্রা:ফট্‌ America(n) ড্র্যাফট্] (noun) ব্যাংক থেকে গচ্ছিত টাকার অতিরিক্ত যে পরিমাণ অর্থ গ্রহণ করা হয়; ওভারড্রাফট
  • English Word overdraw Bengali definition [ওউভাড্রো] (verb transitive), (verb intransitive) (১) ব্যাংক থেকে গচ্ছিত টাকার অতিরিক্ত গ্রহণ করা; ওভারড্রাফট নেওয়া: overdraw on one’s account. (২) অতিরঞ্জন করা: Characters in a romance are almost always overdrawn, জীবনধর্মী নয়।
  • English Word overdress Bengali definition [ওউভাড্রেস্‌] (verb transitive), (verb intransitive) অতিরিক্ত জমকালো সাজে সাজা; অত্যধিক বেশভূষা করা
  • English Word overdrive Bengali definition [ওউভাড্রাইভ্‌] (noun) গতি না কমিয়েও শক্তিক্ষয় কমিয়ে আনতে মোটরগাড়ির গিয়ার বক্সে বসানো যন্ত্রবিশেষ
  • English Word overdue Bengali definition [ওউভাডিউ America(n) ওউভাডূ] (adjective) (আগমন, পাওনা পরিশোধ ইত্যাদির জন্য) নির্ধারিত সময়োত্তীর্ণ: The train is overdue, আসতে দেরি করছে; These bills are all overdue, পরিশোধ করা হয়নি।
  • English Word overflow Bengali definition [ওউভাফ্লোউ] (verb transitive), (verb intransitive) (১) উপর দিয়ে প্রবাহিত হওয়া; কিনার বা সীমানা ছাপিয়ে প্রবাহিত হওয়া; প্লাবিত করা; স্বাভাবিক চৌহদ্দি পেরিয়ে ছড়িয়ে পড়া: The river overflowed its banks. The overhead tank is overflowing. The crowds overflow the barriers; an overflowing meeting, প্রধান সভাকক্ষে যাদের স্থানসংকুলান হয় না তাদের জন্য যে সভা আয়োজিত হয়। (২) overflow with উপচে পড়া; ছাপিয়ে ওঠা: a heart overflowing with compassion.(noun) তরল পদার্থের (কোনোকিছুর উপর দিয়ে) প্রবাহিত হওয়া; প্লাবন; প্রাপ্তিযোগ্য স্থান; চৌহদ্দি ইত্যাদি ছাড়িয়ে যা ছড়িয়ে পড়ে: overflow of population.
  • English Word overfly Bengali definition [ওউভাফ্লাই] (verb transitive) (শহর, দেশ ইত্যাদির) উপর দিয়ে উড়ে যাওয়া: The plane overflew Dhaka.
  • English Word overgrown Bengali definition [ওউভাগ্রোউন্] (adjective) (১) অত্যাধিক বেড়ে ওঠা: an overgrown boy. (২) বেড়ে ওঠা কোনোকিছুর দ্বারা আবৃত: a garden overgrown with weeds.
  • English Word overgrowth Bengali definition [ওউভাগ্রোইথ্‌] (noun) (১) [Uncountable noun, Countable noun] যা বেড়ে উঠেছে: an overgrowth of weeds. (২) [Uncountable noun] অতিবৃদ্ধি: Overgrowth very often causes weakness.
  • English Word overhand Bengali definition [ওউভাহ্যান্‌ড্‌] (adjective) (ক্রিকেটজাতীয় খেলায়) কাঁধের উপর দিয়ে হাত ঘোরানো; (সাঁতার) হাত ও বাহু পানির উপরে তুলে: the overhand stroke.
  • English Word overhang Bengali definition [ওউভাহ্যাঙ্] (verb transitive), (verb intransitive) (১) (কোনোকিছুর উপর) ঝুলে থাকা; তাকে বা আচ্ছাদনের মতো (কোনোকিছুর উপর) উঠে আসা: A balcony overhang the narrow passage. (২) বিপদ-আপদের লক্ষণ প্রদর্শন করা; আসন্ন বা ঘনায়মান হওয়া: overhanging dangers.  (noun) যে অংশ (কোনোকিছুর উপর) ঝুলে থাকে: The overhang of a roof.