• Bengali Word overbid English definition [ওউভাবিড্‌] (verb transitive), (verb intransitive) ১ (নিলামে) (অন্যের চেয়ে) উচ্চতর ডাক দেওয়া বা উচ্চতর মূল্য হাঁকা।
    (২) কোনোকিছুর প্রকৃতমূল্য অপেক্ষা অধিকতর দর হাঁকা। (৩) (ব্রিজ খেলায়) জুটি অথবা নিজের হাতের তাসের মানের তুলনায় উচ্চতর ডাক দেওয়া।  (noun) [ওউভাবিড্] (নিলামে বা তাস খেলায়) অন্যের চেয়ে বা মান অথবা মূল্যের তুলনায় উচ্চতর ডাক।