Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word outskirts Bengali definition [আউট্‌স্কাট্‌স্‌] (noun) (plural) (বিশেষত শহরের) প্রান্তদেশ: on the outskirts of Pabna.
  • English Word outsmart Bengali definition [আউট্‌স্মা:ট্‌] (verb transitive) (কথ্য) বুদ্ধিতে, চতুরালিতে ছাড়িয়ে যাওয়া
  • English Word outspoken Bengali definition [আউট্‌স্পোউকান্‌] (adjective) স্পষ্টবাদী; খোলাখুলি: be outspoken in one’s speech. outspokenly (adverb) outspokenness (noun)
  • English Word outspread Bengali definition [আউট্‌স্প্রেড্] (adjective) প্রসারিত: with outspread arms.
  • English Word outstanding Bengali definition [আউটস্ট্যান্‌ডিঙ্] (adjective) (১) বিশিষ্ট: The outstanding features of a culture; an outstanding scholar in medieval history. (২) (সমস্যা, কাজ, দেনা ইত্যাদি) এখনো করা হয়নি বা হাত দেওয়া হয়নি এমন; বাকি: outstanding debts; work still outstanding. (৩) [আউট্‌স্ট্যান্‌ডিঙ্] (noun) প্রলম্বিত বা বেরিয়ে থাকা: a man with large outstanding ears. outstandingly (adverb) বিশিষ্টভাবে বা বিশিষ্ট মাত্রায়: outstanding efficient.
  • English Word outstation Bengali definition [আউট্‌স্টেইশ্‌ন্‌] (noun) দূরবর্তী অবস্থান
  • English Word outstay Bengali definition [আউট্‌স্ট্রেই] (verb transitive) (কারো চেয়ে) বেশি সময় থাকা: The quest from Chittagong outstayed the other quests. outstay one’s welcome অতিরিক্ত সময় থাকা; আদর ফুরিয়ে যাওয়ার পরেও থাকা।
  • English Word outstretched Bengali definition [আউট্‌স্ট্রেচ্‌ট্‌] (adjective) প্রসারিত: with outstretched arms.
  • English Word outstrip Bengali definition [আউট্‌স্ট্রিপ্] (verb transitive) (কারো চেয়ে) বেশি ভালো করা; দৌড়ে (কাউকে) পিছনে ফেলে যাওয়া: At the end the hare was outstripped by the tortoise.
  • English Word outvote Bengali definition [আউট্‌ভোউট্] (verb transitive) (কারো চেয়ে) বেশি ভোট পাওয়া
  • English Word outward Bengali definition [আউট্ওআড্] (adjective) (১) বাহ্যিক: outward appearance. (২) বহির্গামী; বহির্মুখী: outward voyage. □ (adverb) (অপিচ outwards) [আউট্ওআডজ্‌] বাইরের দিকে; ঘর অথবা কেন্দ্র থেকে দূরে: be bent outwards; a ship which is outward bound, বন্দর ছেড়ে-যাওয়া জাহাজ। outwardly (adverb) বাহ্যত; আপাতদৃষ্টিতে: Despite the loss he appeared outward calm.
  • English Word outwear Bengali definition [আউট্‌ওএআ(র্)] (verb transitive) (১) বেশিদিন টেকসই হওয়া: My shoes are going to outwear your shoes. (২) ক্ষয় বা জীর্ণ করা; নিঃশেষ করা। (attributive(ly)) হলে এই বিশেষ অর্থে ব্যবহার past participle তে হবে): outworn quotations, অতিব্যবহৃত উদ্ধৃতি।
  • English Word outweigh Bengali definition [আউট্‌ওএই] (verb transitive) ওজনে, দামে বা গুরুত্বে অধিকতর হওয়া: His weakness for alcohol outweighs his efficiency.
  • English Word outwit Bengali definition [আউট্‌উইট্] (verb transitive) চালাকিতে পরাস্ত করা; চালাকির মাধ্যমে হারানো
  • English Word outwork Bengali definition [আউট্ওআক্] (noun) দুর্গের বহির্ভাগে নির্মিত রক্ষণব্যূহের অংশবিশেষ: The outworks of a castle.
  • English Word outworn Bengali definition [আউট্‌ওওন্‌] outwore [আউট্‌ওও(র্‌)],= outwear-এর past tense past participle
  • English Word ova Bengali definition [ওউভা] (noun) ovum-এর plural
  • English Word oval Bengali definition [ওউভ্‌ল্‌] (noun), (adjective) ডিম্বাকার (ক্ষেত্র বা নকশা); উপবৃত্তাকার
  • English Word ovary Bengali definition [ওউভারি] (noun) স্ত্রীজাতীয় প্রাণিদেহের ডিম্বকোষ বা ডিম্বাশয়; উদ্ভিদের বীজকোষ
  • English Word ovation Bengali definition [ওউভেইশ্‌ন্‌] (noun) [countable noun] উচ্ছ্বসিত সংবর্ধনা: give somebody a standing ovation.
  • English Word oven Bengali definition [আভ্‌ন্‌] (noun) (১) রুটি প্রভৃতি সেকার চুল্লি; তন্দুর(২) রসায়নে ব্যবহৃত ক্ষুদ্রাকার ভাটি বা চুল্লিovenware [আভ্‌ন্‌ওএআ(র্‌)] (noun)[uncountable noun] ভাটিতে ব্যবহারের জন্য তাপনিরোধক পাত্র: ovenware pottery.
  • English Word over 1 Bengali definition [ওউভা(র্‌)] (adverb) (১) (খাড়া অবস্থান থেকে বা এক পার্শ্ব থেকে অন্য অথবা ভিন্ন পার্শ্বে বিচলন নির্দেশ করে): The old man fell over on the stone step. She knocked the glass over. I gave him a push and over he went, পড়ে গেল: She turned over in bed; turn somebody over on his face; turn over a page, পাতা উলটানো। (২) (ঊর্ধ্বে ও বহির্মুখে গতিনির্দেশ করে): the milk boild over. My father was boiling over with rage. (৩) শুরু থেকে শেষ পর্যন্ত; আগাগোড়া: He said he would look the papers over, আগাগোড়া পড়ে দেখবে। think something over, ভাল করে ভেবে দেখা। (৪) (পুনরাবৃত্তি নির্দেশ করে): count something over, আবার গুনে দেখা। (all) over again দ্বিতীয়বারের মতো (শুরু থেকে): We had to do it all over again. over and over again বারবার: I warned her over and over again not to trust that young man. (৫) (রাস্তা, মাঠ, দূরত্ব ইত্যাদি) পেরিয়ে বা অতিক্রম করে: take something over to a certain place, কোনোকিছু কোথাও নিয়ে যাওয়া: ask somebody over, কাউকে বেরিয়ে যেতে বলা; We rowed the boat over to the other side of the river. come over, বেড়াতে এসো। over against (আক্ষরিক অর্থ বা লাক্ষণিক) (ক) বিপরীত দিকে: The new five-star hotel rose over against the shacks of the refugees.(খ) বিপরীতে: The luxury of the rich over against the suffering of the poor. (৬) অবশিষ্ট: Six into twenty goes three times and two over. If there’s any rice (left) over, give it to the beggar. (৭) তদতিরিক্ত; তদূর্ধ্ব; Children of ten and over, দশ ও তদূর্ধ্ব বয়সের ছেলেমেয়েরা(৮) যা যথোচিত; স্বাভাবিক; সমীচীন; তার অতিরিক্ত: grieve over much, অতিরিক্ত দুঃখ করা; be over polite, অতিরিক্ত ভদ্রতা করা। (৯) (দলবদল, হাতবদল ইত্যাদি নির্দেশ করে): go over to the enemy, শত্রুপক্ষে যোগ দেওয়া; The father made his business over to the son, ছেলের হাতে দিলOver (to you)! (রেডিও; টেলিগ্রাফি ইত্যাদিতে) এবার তোমার/আপনার বলার পালা। (১০) সর্বত্র; সর্বাংশে বা সর্বাঙ্গে: I was aching all over, আমার সর্বাঙ্গে ব্যথা করছিল; He is famous all the world over, তিনি সারাবিশ্বে খ্যাত; That’s Mizan all over একেই বলে মিজান, অর্থাৎ এই কাজে/কথায় তার সব বৈশিষ্ট্য ফুটে উঠেছে। □ (adjective) সমাপ্ত; শেষ; সর্বস্বান্ত; নিঃশেষিত: It’s all over With him, তার সবকিছু শেষ হয়ে গেছে, তার আর (জীবনের) আশা নেই ইত্যাদি; The meeting was over before five. Our sufferings will soon be over.
  • English Word over 2 Bengali definition [ওউভা(র্‌)] (preposition(al)) (১) (কোনোকিছুর) উপরিভাগে ন্যস্ত থেকে এবং আংশিক বা সম্পূর্ণভাবে আবৃত করে; (এ অর্থে শব্দটি above দ্বারা প্রতিস্থাপনযোগ্য নয়); She spread a cloth over the table. (২) উচ্চতর তলে; উপরে (এ অর্থে above দ্বারা প্রতিস্থাপনযোগ্য): hold an umbrella over/above one’s head. (৩) (উচ্চতর কর্তৃত্ব বা পদমর্যাদা নির্দেশ করে): Mr. Ahsan was over me in the office. Rashid had little command over his passions. (৪) প্রতিটি অংশে; He is very popular all over Dhaka. A strong cold wind is blowing over the northern part of the country. (৫) এক পার্শ্ব থেকে অন্য পার্শ্বে; অন্য পার্শ্বে; speak over one’s shoulder, (পিছনের দিকে) মুখ ঘুরিয়ে বা ঘাড় ঘুরিয়ে কথা বলা; look over a garden, বাগান পেরিয়ে, বাগানের অন্যদিকে দেখা; I heard a muffled cry from over the crumbling wall (জীর্ণ দেওয়ালের অন্যদিক থেকে): He has bought that house over the way (রাস্তার উলটা দিকের বাড়িটা)। (৬) (সময়) পার করে; পেরিয়ে: He asked me to stay over Friday, (শুক্রবার পেরিয়ে শনিবার পর্যন্ত)। (৭) পেরিয়ে অন্য পাশে: Climb over a wall, দেওয়াল পেরিয়ে অন্য পাশে যাওয়া। (৮) (under-এর বিপরীতে) বেশি: He stayed with us (for) over a week, এক সপ্তাহের বেশি; She is over thirty, তিরিশ বছরের বেশি। over and above এছাড়া; তাছাড়া; উপরন্তু; অধিকন্তু: two yearly bonuses over and above the salary. (৯) কোনোকিছুর সূত্রে; কোনোকিছুতে ব্যাপৃত থাকাকালে; কোনোকিছু নিয়ে: I went to sleep over my books, পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম; How long will you be over it? এটা করতে কতদিন লাগবে? We talked about the future of our children over (a cup of) tea; (চা খেতে খেতে/চা পানকালে); They quarreled over the ownership of the house, বাড়ির মালিকানা নিয়ে।
  • English Word over 3 Bengali definition [ওউভা(র্‌)] (noun) (ক্রিকেট) প্রতি দফায় একজন বোলার যে কয়বার বল ছুড়তে পারে (সাধারণত ৬ বার)।
  • English Word over- Bengali definition [ওউভা(র্‌)] (prefix) অতিরিক্ত; অতি: over-polite, অতিভদ্র; over-tired, অতিরিক্ত ক্লান্ত, over-heated, অতিরিক্ত গরম, (অনুরূপভাবে, আলোচ্য prefix সহযোগে গঠিত সব যৌগশব্দের বেলায় over-এর স্থলে অতি বা অতিরিক্ত বসিয়ে পূর্ণ অর্থ পাওয়া যাবে। যথা: (adjective(s)) over-abundant অতিপ্রাচুর্যময়। over-active অতিমাত্রায় তৎপর বা অতিমাত্রায় সক্রিয়। over-ambitious অতিমাত্রায় উচ্চাকাঙ্ক্ষী। over-anxious অতিমাত্রায় উদ্বিগ্ন। over-bold অতিসাহসী। over-busy অতিব্যস্ত। over-careful অতিসতর্ক। over-cautious অতিসতর্ক; অতিসাবধানী। over-confident অতিআস্থাবান। over-credulous অতিমাত্রায় বিশ্বাসপ্রবণ। over-critical অতিরিক্ত খুঁতখুঁতে; অতিমাত্রায় ছিদ্রান্বেষী। over-curious অতিমাত্রায় কৌতূহলী। over-delicate অতিনম্র; অতিসূক্ষ্ম; অতিমাত্রায় স্পর্শকাতর। over-eager অতিব্যগ্র। over-emotional অতিমাত্রায় আবেগপ্রবণ। over-enthusiastic অতিউৎসাহী। over-excited অতিমাত্রায় উত্তেজিত। over-familiar অতিঘনিষ্ঠ। over-fond অতিআসক্ত; অতিমাত্রায় অনুরাগী। over-full অত্যধিক পূর্ণ; অতিরিক্ত বোঝাই। over-generous অতিউদার। over-greedy অতিলোভী। over-jealous অতিহিংসুটে; অত্যধিক ঈর্ষাপরায়ণ। over-modest অতিনম্র; অতিবিনয়ী; অতিলাজুক। over-nervous অতিঘাবড়ানো; অতিমাত্রায় বিচলিত। over-proud অতিঅহংকারী। over-ripe অতিরিক্ত পাকা; অতিপক্ব। over-sensitive অতিরিক্ত স্পর্শকাতর; অত্যধিক সংবেদনশীল। over-serious অত্যধিক গুরুচেতা; অতিরিক্ত সিরিয়াস। over-suspicious অতিমাত্রায় সন্দেহপ্রবণ; অতিসন্দিগ্ধ। over-zealous অতিউৎসাহী; অতিআগ্রহী। □ (noun(s)) over-anxiety অতিরিক্ত উদ্বেগ। over-confidence অতিরিক্ত আস্থা। over-credulity অত্যধিক বিশ্বাসপ্রবণতা। over-exertion মাত্রাতিরিক্ত শ্রম বা খাটুনি। over-exposure শীতে, গ্রীষ্মে, রোদ-বৃষ্টি-ঝড়ে অতিরিক্ত মাত্রায় উন্মুক্ত বা অবারিত রাখা; (ফটোগ্রাফি) মাত্রাধিক আলোকসম্পাত। over-indulgence অত্যধিক প্রশ্রয়। over-payment পাওনার অধিক প্রদান। over-population মাত্রাধিক জনসংখ্যা; জনসংখ্যার আধিক্য। over-production প্রয়োজনের অতিরিক্ত উৎপাদন; অত্যুৎপাদন। over-strain অত্যধিক খাটুনি। over-tolerance অতিসহিষ্ণুতা। □ (verb(s)) over-burden অতিরিক্ত ভার চাপানো; অতিরিক্ত বোঝাই করা। over-cook অতিরিক্ত জ্বাল দেওয়া বা সিদ্ধ করা বা ভাজা। over-eat অতিভোজন করা। over-emphasize অত্যধিক জোর দেওয়া; অত্যধিক গুরুত্ব আরোপ করা। over-estimate হিসাবে বেশি করে ধরা। over-exert অতিরিক্ত খাটানো; অতিরিক্ত শ্রম দেওয়া। over-expose অতিরিক্ত অবারিত রাখা; অতিরিক্ত আলোকসস্পাত করা। over-heat অতিমাত্রায় গরম করা। over-indulge অতিরিক্ত প্রশ্রয় দেওয়া। over-praise অত্যধিক প্রশংসা করা। over-produce মাত্রাধিক উৎপাদন করা। over-simplify অতিসরল করা। over-strain অতিরিক্ত খাটা; অতিরিক্ত শ্রম দেওয়া। over-value মাত্রাধিক মূল্য দেওয়া; প্রকৃত মূল্য অপেক্ষা অধিক নির্ধারণ করা বা আরোপ করা।
  • English Word overact Bengali definition [ওউভা্‌র্‌অ্যাক্‌ট্‌] (verb intransitive), (verb transitive) অতিরঞ্জিত অভিনয় করা; অতিঅভিনয় করা: overact one’s part.
  • English Word overall 1 Bengali definition [ওউভার্‌ওল্‌] (adjective) সার্বিক: overall measurement.
  • English Word overall 2 Bengali definition [ওউভার্‌ওল্] (noun) (১) (British/Britain) পরিহিত জামাকাপড় ঢেকে রাখে এমন ঢিলা পোশাক (খেলাধুলার সময় ছোট ছেলেমেয়েরা যেমন পরে থাকে)। (২) (plural) পরিহিত অন্যান্য পোশাকে যাতে ময়লা না-লাগে তার জন্য ভারী শক্ত কাপড় দিয়ে তৈরি ঢিলা ফুলপ্যান্ট বা ট্রাউজারবিশেষ যার সামনের অংশ কোমর ছাড়িয়ে বুক বরাবর উঠানো এবং সরু ফিতা বা স্ট্র্যাপ দিয়ে কাঁধ পেঁচিয়ে লাগানো থাকে
  • English Word overarch Bengali definition [ওউভার্‌আ:চ্‌] (verb intransitive), (verb transitive) (কোনোকিছুর উপর) ধনুকাকৃতি খিলানের মতো থাকা বা ধনুকাকৃতি খিলান সৃষ্টি করা: Tall trees overarched the road.
  • English Word overarm Bengali definition [ওউভার্‌আ:ম্‌] (adjective), (adverb) (ক্রিকেট প্রভৃতি খেলায়) কাঁধের উপর দিয়ে হাত ঘোরানো; কাঁধের উপর দিয়ে হাত ঘুরিয়ে: bowling overarm