O পৃষ্ঠা ১৩
- English Word outcome Bengali definition [আউট্কাম্] (noun) [countable noun] পরিণতি; ফলাফল।
- English Word outcrop Bengali definition [আউট্ক্রপ্] (noun) [countable noun] মৃত্তিকার উপরিভাগে দৃশ্যমান শিলাস্তরের অংশ।
- English Word outcry Bengali definition [আউটক্রাই] (noun) (১) [Countable noun] ভয়ার্ত চিৎকার। (২) [Uncountable noun] (কোনোকিছুর বিরুদ্ধে) প্রকাশ্য প্রতিবাদ।
- English Word outdated Bengali definition [আউট্ডেটিড্] (adjective) সেকেলে।
- English Word outdistance Bengali definition [আউট্ডিস্টান্স্] (verb transitive) দ্রুততর রেখে চলে পিছনে ফেলে যাওয়া।
- English Word outdo Bengali definition [আউট্ডূ] (verb transitive) ( 3rd person singular present tense outdose [আউট্ডাজ্] past tense outdid [আউট্ডিড্] (past participle outdone [আউট্ডান্]) আরো বেশি বা আরো ভালো করা: a contest in which each tries to outdo the others in strength.
- English Word outdoor Bengali definition [আউটডো(র্)] (attributively adjective) ঘরের বাইরে অনুষ্ঠিত বা ব্যবহৃত; বহিরাঙ্গন: outdoor clothes; outdoor sports.
- English Word outdoors Bengali definition [আউট্ডোজ্] (adverb) উন্মুক্ত স্থানে; বাইরে: It’s cold outdoors.
- English Word outer Bengali definition [আউটা(র্)] (adjective) বাইরের বা বাইরের জন্য: outdoors covering; outer space. outermost [আউটা(র্)মোউস্ট্] (adverb) অভ্যন্তর বা কেন্দ্র থেকে সর্বাপেক্ষা দূরের।
- English Word outernet Bengali definition [আউটা(র)নেট] (noun) [Countable noun] প্রথাগত সংবাদমাধ্যম (পত্রিকা, সাময়িকী, রেডিও, টেলিভিশন): The new deployment of outernet will begin soon.
- English Word outface Bengali definition [আউটফেইস্] (verb transitive) সাহসের সঙ্গে সম্মুখীন হওয়া; চোখ ফিরিয়ে না-নেওয়া পর্যন্ত কারো দিকে তাকিয়ে থাকা; (কাউকে) লজ্জা দেওয়া বা অপ্রতিভ করা।
- English Word outfall Bengali definition [আউট্ফোল্] (noun) (সরোবর, নদী) যেখানে পানি পড়ে; নির্গমনের পথ; নির্গমদ্বার; নদীর মোহনা।
- English Word outfield Bengali definition [আউট্ফীল্ড্] (noun) (সাধারণত the outfield) (ক্রিকেট ও যেসকল খেলার) মাঠে ব্যাটসম্যানের অবস্থান থেকে সবচেয়ে দূরবর্তী অংশ; মাঠের প্রান্তিক অংশ; এই অংশের খেলোয়াড়গণ বা ফিলডারগণ।
- English Word outfight Bengali definition [আউট্ফাইট্] (verb transitive) (কারো তুলনায়) অধিক ভালো লড়াই করা: He outfight his opponent.
- English Word outfit Bengali definition [আউটফিট্] (noun) কোনো বিশেষ উদ্দেশ্যে প্রয়োজনীয় যাবতীয় পোশাক বা উপকরণ: a fishing outfit; a wedding outfit; a girl’s outfit for school. (verb transitive) (outfitted, outfitting, outfits) (প্রধানত past participle-তে: outfitted) সাজানো; সজ্জিত করা। outfitter (noun) পোশাকবিক্রেতা; পোশাকের দোকানদার।
- English Word outflank Bengali definition [আউট্ফ্ল্যাঙ্ক্] (verb transitive) (শত্রুবাহিনীর) পার্শ্বভাগ অতিক্রম করে যাওয়া বা (তার) পার্শ্বভাগ পরিবেষ্টন করে প্রসারিত হওয়া: an outflanking movement.
- English Word outflow Bengali definition [আউটফ্লোউ] (noun) [countable noun]: an outflow of water.
- English Word outfox Bengali definition [আউট্ফক্স্] (verb transitive) (কাউকে) ধূর্ততায় পরাভূত করা।
- English Word outgoing Bengali definition [আউট্গোউইঙ্] (adjective) (attributive(ly)) বহির্গামী; বিদায়ী: The outgoing manager of the firm; an outgoing ship. outgoings (noun) (plural) ব্যয়।
- English Word outgrow Bengali definition [আউট্গ্রোউ] (verb transitive) অতিরিক্ত শারীরিক বৃদ্ধিতে (পোশাক ইত্যাদির) মাপ ছাড়িয়ে যাওয়া; লম্বায় বা বৃদ্ধিতে (কাউকে) ছাড়িয়ে যাওয়া; বয়স বাড়ার ফলে (বদ অভ্যাস, ছেলেমি, সাবেক ধ্যানধারণা ইত্যাদি) পিছনে ফেলে যাওয়া।
- English Word outgrowth Bengali definition [আউট্গ্রোউথ্] (noun) [countable noun] (১) স্বাভাবিক বিকাশ পরিণতি বা ফল। (২) যা কোনোকিছু থেকে উৎপন্ন বা উদ্গত হয়; উপবৃদ্ধি; প্রশাখা: an outgrowth on a tree.
- English Word outherod Bengali definition [আউট্ হেরাড্] (verb transitive) (যিশুখ্রিস্টের জন্মকালে Herod নামে অত্যন্ত নিষ্ঠুর, অত্যাচারী এক রাজা প্যালেস্টাইনের শাসক ছিলেন; এর থেকে) অত্যাচারে, নিষ্ঠুরতায় (কাউকে) ছাড়িয়ে যাওয়া।
- English Word outhouse Bengali definition [আউট্হাউস্] (noun) প্রধান ভবনসংলগ্ন ছোট ঘর; বাইরের ঘর; উপগৃহ।
- English Word outing Bengali definition [আউটিঙ্] (noun) [countable noun] ঘরের বাইরে কাটানো; ছুটি; প্রমোদভ্রমণ: an outing to the seaside.
- English Word outlandish Bengali definition [আউট্ ল্যান্ডিশ্] (adjective) অদ্ভুত; ভিনদেশি: outlandish dress. outlandishly (adverb) outlandishness (noun)
- English Word outlast Bengali definition [আউটলা:স্ট্ America(n) [আউটল্যাস্ট্] (verb transitive) (কারো বা কোনোকিছুর তুলনায়) বেশিদিন বেঁচে থাকা বা টিকে থাকা।
- English Word outlaw Bengali definition [আউট্লো] (noun) (ইতিহাস) আইনের আশ্রয় থেকে বহিষ্কৃত ব্যক্তি; অপরাধী। (কাউকে) আইনের আশ্রয় থেকে বহিষ্কার করা; সমাজ থেকে বহিষ্কার করা। outlawry [আউট্লোরি] (noun) [Uncountable noun] আইন বা সমাজ থেকে বহিষ্কৃত হওয়া; আইন বা সমাজ থেকে বহিষ্কার।
- English Word outlay Bengali definition [আউট্লেই] (noun) [Uncountable noun] outlay (on) ব্যয়; খরচ; অর্থব্যয়; [Countable noun] ব্যয়িত অর্থ: a large outlay on/for rural health research.
- English Word outlet Bengali definition [আউট্লেট্] (noun) outlet (for) (১) পানি, বাষ্প ইত্যাদির নির্গমপথ, নির্গমদ্বার: an outlet for water. (২) (লাক্ষণিক) (অনুভূতি, শক্তি ইত্যাদির) বহিঃপ্রকাশের পন্থা বা সুযোগ: Young people need an outlet for their energles. (৩) (বাণিজ্য) যে দোকানে কোনো নির্দিষ্ট কোম্পানির উৎপাদিত সামগ্রী বিক্রয় করা হয় (কোনো নির্দিষ্ট কোম্পানির) বিক্রয়কেন্দ্র: Dhaka Dyeing has several outlets in the city.
- English Word outline Bengali definition [আউট্লাইন্] (noun) [Countable noun] (১) আকার বা সীমানা চিহ্নিতকারী রেখা (সমূহ) (attributive(ly)): an outline map of Bangladesh. (২) সংক্ষিপ্তসার; রূপরেখা: an outline for a lecture. An Outline of the History of Bengal, (পুস্তকের শিরোনাম) বাংলার ইতিহাসের রূপরেখা। □(verb transitive) নকশাচিত্রে অঙ্কন করা; সংক্ষিপ্তসার বা রূপরেখা প্রদান করা: outline of Bangladesh’s war of independence.