Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word ostracize, ostracise Bengali definition [অস্‌ট্রাসাওজ্‌] (verb transitive) সমাজবিচ্ছিন্ন করা; একঘরে করা: Nonconformists are often ostracized. ostracism [অস্‌ট্রাসিজাম্] (noun) [Uncountable noun] সমাজবিচ্ছিন্নকরণ বা সমাজবিচ্ছিন্ন হওয়া।
  • English Word ostrich Bengali definition [অস্‌ট্রিস্‌] (noun) উটপাখি: have the digestion of an ostrich, প্রায় সব কিছু হজম করার ক্ষমতা রাখা।
  • English Word other Bengali definition [আদা(র্‌)] (adjective), (pronoun) ইতিমধ্যে উল্লেখিত হয়নি বা বোঝানো হয়নি এমন (ব্যক্তি বা বস্তু); অন্য; অপর(১) the other (singular) দুইয়ের মধ্যে দ্বিতীয়টি বা দ্বিতীয় জন: The two are of the same quality. let me take this me, you take the other. One of them is yours, the other is mine. on the other hand (মাঝে মাঝে on the one hand-এর পরে ব্যবহৃত হয়, কিন্তু সর্বদা নয়) অন্যদিকে: He is efficient, but on the other hand quite moody. (২) the others (plural) অন্যগুলো; অন্যেরা: Five of them are yours, the others are mine. Who are the others? (৩) (indefinite article-সহ, এক শব্দ হিসেবে লিখিত ও মুদ্রিত হয়) another [আনাদা(র্‌)] আর এক; অন্য এক: May I have an other cup of tea? I don’t like this one, can you show me an other? (৪) (কোনো দলের একজন সদস্যের সঙ্গে আর একজনের তুলনা করা হলে সাধারণত other ব্যবহার করা হয়): He is far better as a linksman than any other member of the team. (৫) (phrase-সমূহ) each other, দ্রষ্টব্য each (৪), every other (ক) এক অন্তর অন্তর, একান্তর: He likes Chinese food, but every other member of his family dislikes it.(খ) এক অন্তর-অন্তর, একান্তর: coming every other day. one an other, দ্রষ্টব্য one 3 (৩) one after the other; one after an other একেএকে; পরপর। ...or other নিশ্চয়তা বা স্পষ্টতার অভাব বোঝাতে ব্যবহৃত হয়: someday or other, কোনো একদিন; somehow or other, কোনো-না কোনোভাবে; someone or other, কোনো একজন। other things being equal অন্য সব কিছু এক রকম হলে/থাকলে: Other things being equal, Selina would marry Kabir, not Kamal], but Kabir is poor and Kamal is rich. the other day কিছুদিন/কয়েকদিন আগে। (৬) ভিন্ন: The problem has to be solved by quite other means. other worldly [আদাওআল্‌ড্‌লি] (adjective), (adverb) অন্যভাবে; ভিন্নভাবে: I can’t pay it other than annually.
  • English Word otherwise Bengali definition [আদাওআইজ] (adverb) (১) অন্যভাবে; ভিন্নভাবে: He evidently thinks otherwise. (২) অন্যদিক থেকে; ভিন্ন অবস্থায়: It’s a bit cold, but otherwise the days are quite pleasant. □ (conjunction) নয়তো; অথবা: You must not hurry the work, otherwise it may be spoiled.
  • English Word otiose Bengali definition [ওউশিওউস্‌] (adjective) (আনুষ্ঠানিক) অনাবশ্যক; অকেজো
  • English Word otter Bengali definition [অটা(র্‌)] (noun) [Countable noun] উদ্বিড়াল; ভোঁদর; [Uncountable noun] ভোঁদরের লোম।
  • English Word ottoman Bengali definition [আটামান্‌] (noun) হাতল বা হেলানবিহীন লম্বা গদি-আঁটা আসন
  • English Word oubliette Bengali definition [ঊব্‌লিএট্] (noun) একমাত্র মেঝেতে কাটা চোরা-দরজাপথেই প্রবেশ করা যায় এমন (ভূগর্ভস্থ) গুপ্ত কারাগার
  • English Word ouch Bengali definition [আউচ্] (interjection) আকস্মিক ব্যথা প্রকাশধ্বনি
  • English Word ought Bengali definition [ওট্] (anomalous finite) ought to উচিত হওয়া; ঠিক হওয়া(১) (কর্তব্য বা বাধ্যবাধকতা নির্দেশ করে): You ought to go now. Such things ought to be checked. (২) (বা বিধেয়, আকাঙ্ক্ষিত বা যথার্থ তা নির্দেশ করে) : There ought to be more teachers for the school. You ought to read that poem by Jibananando Dash. She ought to have been a dancer. (৩) (সম্ভাব্যতা নির্দেশ করে): He ought to be there by now. That ought to be enough rice for the two of them, ঐ ভাতে দুজনের হওয়ার কথা।
  • English Word ounce Bengali definition [আউন্‌স্] (noun) (সংক্ষেপ OZ) ওজনের একক; ব্রিটিশ পদ্ধতিতে সোনা-রুপার ওজনে ১ পাউন্ডের বারো ভাগের একভাগ; বাজার-ওজনে ১ পাউন্ডের ষোলভাগের একভাগ
  • English Word our Bengali definition [(আ(র্‌), আউআ(র্‌)] (adjective) আমাদের: our parents. Our Father ঈশ্বর। Our Lady কুমারী মেরি। Our Lord যিশুখ্রিষ্ট।
  • English Word ours Bengali definition [আজ্‌ আউআজ্‌] (pronoun), (predicatively adjective) (যদি বা যেগুলো) আমাদের: This house is ours. This cat of ours never steals any food.
  • English Word ourselves Bengali definition [আসেল্‌ভ্‌জ্‌, আউআসেল্‌ভ্‌জ্‌] (pronoun) (১) (reflex) আমাদের নিজেদেরকে: We gave ourselves plenty of time preparing for the trip. (২) (emphat) আমরা নিজেরাই, আমাদের নিজেদেরই: We ourselves have often said those funny things. we had better see the place for ourselves. (all) by ourselves (ক) (অন্য কারো) সাহায্য ছাড়া: We did it (all) by ourselves.(খ) একা; নিঃসঙ্গ: Nobody called, we were all by ourselves, আমরা একা ছিলাম।
  • English Word oust Bengali definition [আউস্‌ট্] (verb transitive) oust somebody (from) (কাউকে তার চাকরি, অবস্থান, কর্তৃত্ব ইত্যাদি থেকে) বিতাড়িত করা বা উচ্ছেদ করা: oust a rival from office.
  • English Word out Bengali definition [আউট্] (adverbial particle) (১) দূরে; বাইরে: go out; take somebody out; Out with it! বল; বলে ফেল। (২) (be-সহযোগে বিভিন্ন অর্থে): Mr. Ali is out, আলী সাহেব বাসায় নেই; The DG is out, ডিজি সাহেব অফিসে নেই: The students are out again, ছাত্রেরা আবার (ক্লাসরুম থেকে) বেরিয়ে এসেছে, অর্থাৎ ধর্মঘট করেছে; The book I am looking for is out, লাইব্রেরিতে নেই, অর্থাৎ অন্য কেউ ধার করেছে; The tide is out, জোয়ার নেমে গেছে; The ship was three days out from Chittagong, জাহাজ তিনদিন আগে চট্টগ্রাম ছেড়ে চলে গেছে; The Nationalist Party is out, ক্ষমতায় নেই; Loose trousers are out ফ্যশান নেই, বাজারে চলে না; be out and about (আঘাত বা অসুস্থতায় শয্যাশায়ী ব্যক্তি) উঠে চলতে ফিরতে, বাইরে যেতে সক্ষম হওয়া। (৩) (গৃহ থেকে অনুপস্থিতি নির্দেশ করতে বিভিন্ন phrase-এ ব্যবহার): She doesn’t go out much, সে (ঘরের) বাইরে খুব একটা বেরোয় না; Let’s have an evening out, চল আজ সন্ধ্যেটা বাইরে কাটিয়ে আসি(৪) (দূরত্বের ধারণার উপর জোর দেওয়ার প্রয়োজনে, adverb(s) ও adverb phrase- সহযোগে ব্যবহৃত হয়): He is out in Iran. The boats are out at sea. What are you doing out there? (৫) (বন্ধ বা বন্দিদশা থেকে মুক্তি, উন্মোচন; উম্মীলন, উদঘাটন, প্রকাশ ইত্যাদি নির্দেশ করতে ব্যবহৃত হয়): The secret is out, রহস্য/গোপন কথা ফাঁস হয়ে পড়েছে; The mango blossom is out, আমের মুকুল ধরেছে; The moon is out, মেঘে ঢাকা নয়; মেঘমুক্ত চাঁদ; His new book on evironment is out, প্রকাশিত হয়েছে; There’s a warrant out against him, তার নামে ওয়ারেন্ট/গ্রেফতারি পরোয়ানা বেরিয়েছে/জারি হয়েছে(৬) (সমাপ্ত, নিঃশেষিত, নির্বাপিত ইত্যাদি অবস্থা বোঝাতে): The fire is out, আগুন নিভে গেছে; The lease is out, লিজের মেয়াদ শেষ হয়ে গেছে(৭) (শেষ পর্যন্ত, শেষের দিকে, সম্পূর্ণ বোঝাতে) (নানা verb(s)-সহযোগে): hear somebody out, (কারো কথ্য) শেষ পর্যন্ত শোনা; supplies running out, সরবরাহ শেষের দিকে/শেষ হয়ে যাচ্ছে; fight it out, লড়াই করে বিরোধের মীমাংসা করা; I’m tired out, আমি একেবারে/সম্পূর্ণ ক্লান্ত; I’ll be there before the week is out, সপ্তাহ পূর্ণ/শেষ হওয়ার আগেই সেখানে যাবোcry one’s eyes out কেঁদে হালকা হওয়া। have it out with somebody, দ্রষ্টব্য out and out সম্পূর্ণ, পুরোপুরি, পুরোদস্তুর: that man is a crook out and out. out and away বহু গুণে: She was out and away the prettiest girl in the room. (৮) (ভুল নির্দেশ করে): He was out in his reckoning, তার গোনায় ভুল হয়েছিল। I hope I’m not far out, আশা করি আমার বড় একটা ভুল হয়নি। (৯) (স্পষ্টতা বা উচ্চকণ্ঠ নির্দেশ করে): Call out, জোরে ডাকা; say something out loud, কোনোকিছু জোরে/উঁচু গলায় বলা; speak out, স্পষ্ট করে, ইতস্তত না করে বলা; bring out the historical significance of a novel. ঐতিহাসিক তাৎপর্য বুঝিয়ে বলা; tell somebody something straight out /right out. কোনোকিছু গোপন না-করে, অস্পষ্টতা না রেখে বলা। (১০) (phrase-সমূহে) be out for (কোনোকিছুর) সন্ধানে বের হওয়া বা রত হওয়া; (কোনোকিছু) পাবার জন্য আগ্রহী হওয়া: Wasn’t she out for compliments? He’s out for your blood, সে তোমার রক্তের জন্য নেমেছে, অর্থাৎ তোমাকে আক্রমণের জন্য কৃতসংকল্প। out to + infinitive চেষ্টা করেছে বা আশা করছে: The company is out to capture the local market. all out সর্বশক্তি নিয়োগ করা: I can tyype 30 words a minute when I am going all out. all-out: make an all-out effort. (১১) (ক্রিকেট) (ব্যাটস্‌ম্যান) আউট হয়ে যাওয়া: He was out for 50, সে ৫০ রান করে আউট হয়ে যায়(১২) out of (preposition(al)) (ক) (স্থান) বাইরে: I was out of town last week, শহরের বাইরে ছিলাম; This custom is not found out of the eastern parts of Bangladesh. বাংলাদেশের পূর্বাঞ্চলের বাইরে এ প্রথা দেখা যায় না। (খ) (গতি) থেকে: He walked out of the room. She jumped out of bed. (গ) (অভিপ্রায় বা কারণ নির্দেশ করে): It was done out of spite. He helped me out of kindness. (ঘ) মধ্যে থেকে: one out of ten, দশজনের মধ্যে একজন, দশটির মধ্যে একটি। (ঙ) কোনোকিছু ব্যবহার করে, কোনোকিছুর দ্বারা; থেকে: The walls were made out of clay. Good seldom comes out of evil.(চ) ছাড়া; হীন; হারা: out of breath, দমহারা; out of work, কাজশূন্য; বেকার; out of patience. ধৈর্যহারা। (ছ) (অবস্থা নির্দেশ করে): out of fashion, অপ্রচলিত; out of control, নিয়ন্ত্রণহীন; out of order, অকেজো; out of danger, বিপদমুক্ত। (জ) (উৎস বা উৎপত্তি নির্দেশ করে): a character out of a novel; copy verses out of the Bible; eat out of the same dish. (ঝ) (ফল বা পরিণতি নির্দেশ করে); We tried to reason her out of her fears. The crook cheated me reason her out of her fears. The crook cheated me out of my money. be done (কথ্য= প্রতারিত হওয়া) out of something; frighten somebody out of his wits, ভয়ে হতবুদ্ধি করা বা হতবুদ্ধি হওয়া। (ঞ) (কোনো স্থান থেকে) নির্দিষ্ট দূরত্বে: The gun-boat caught fire 5 miles out of Chittagong. out of it (ক) দল থেকে বাদ (পড়া); এ কারণে মন খারাপ (করা): I felt out of it as I watched the others pick out their partners and join the dance. (খ) (কোনোকিছুর সঙ্গে) জড়িত না-থাকা; ভাবিত না-হওয়া: It’s a dubious project and I’m glad to be out of it. (১৩) (noun হিসেবে) the inns and (the) outs (ক) যারা ক্ষমতায় আছে আর যারা ক্ষমতার বাইরে আছে; সরকার ও বিরোধী দল। (খ) খুঁটিনাটি। □ (verb transitive) (অপশব্দ বা কথ্য) বলপ্রয়োগে বের করে দেওয়া বা নির্গত করা।
  • English Word out-of-date Bengali definition [আউটআভ্‌ডেইট্] (adjective) আধুনিক নয়; ফ্যাশনেবল নয়; সেকেলে: out-of-date styles.
  • English Word out-of-door Bengali definition [আউটঅভডো(র্‌)] (attributively adjective)= outdoor.
  • English Word out-of-doors Bengali definition [আউট অভ্‌ ডোজ্‌] (adverb)= outdoors.
  • English Word out-of-the-way Bengali definition [আউট আভ্‌ দা ওএই] (adjective) (১) সুদূর; নির্জন; স্বতন্ত্র: an out-of-the-way cottage. (২) সবাই জানে না এমন: sources of knowledge that are quite out-of-the-way.
  • English Word outback Bengali definition [আউট্‌ব্যাক্‌] (adjective), (noun) প্রত্যন্ত ও জনবিরল; (স্থান)।
  • English Word outbalance Bengali definition [আউট্‌ব্যালান্‌স্‌] (verb transitive) ভারাবনত করা; ওজনে ছাড়িয়ে যাওয়া
  • English Word outbid Bengali definition [আউট্‌বিড্‌] (verb transitive) নিলামে উচ্চতর ডাক দেওয়া; নিলামের ডাকে (অন্যকে) ছাড়িয়ে যাওয়া।
  • English Word outboard Bengali definition [আউট্‌বোড্] (attributively adjective) জাহাজ বা নৌকার প্রান্তদেশে স্থাপিতoutboard motor (noun) নৌকার পশ্চাৎ বা বহির্ভাগে বসানো এবং পৃথক করা যায় এমন ইনজিন।
  • English Word outbreak Bengali definition [আউট্‌ব্রেইক্‌] (noun) [countable noun] প্রকাশ; প্রাদুর্ভাব; an outbreak of cholera.
  • English Word outbuilding Bengali definition [আউট্‌বিল্‌ডিঙ্] (noun) (মূলভবন থেকে আলাদা) চালা; কাছারিঘর; আস্তাবল ইত্যাদি জাতীয় ঘর; উপগৃহ: a large house with useful outbuildings.
  • English Word outburst Bengali definition [আউট্‌বাস্‌ট্‌] (noun) [countable noun] (বাষ্প, শক্তি, ক্রোধ, উল্লাস ইত্যাদির) বিস্ফোরণ বা বহিঃপ্রকাশ
  • English Word outcast Bengali definition [আউট্‌কা:স্‌ট্ America(n) আউট্‌ক্যাস্‌ট্] (noun), (adjective) গৃহ বা সমাজ তাড়িত (ব্যক্তি বা প্রাণী); গৃহহীন ও নির্বান্ধব (ব্যক্তি)।
  • English Word outcaste Bengali definition [আউট্‌কা:স্‌ট্ America(n) আউট্‌ক্যাস্‌ট্] (noun), (adjective) (যেমন ভারতে) জাতিচ্যুত (ব্যক্তি)।
  • English Word outclass Bengali definition [আউটক্লা:স America(n) আউটক্ল্যাস্] (verb transitive) শ্রেষ্ঠতর হওয়া; উৎকর্ষে ছাড়িয়ে যাওয়া