Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word oriole Bengali definition [ওরিওউল্] (noun) (golden) oriole কালো ও হলুদ পালকবিশিষ্ট পাখি
  • English Word orion Bengali definition [আরাইআন্‌, ওরাইআন্‌] (noun) (জ্যোতির্বিদ্যা) কালপুরুষ নামে নক্ষত্রপুঞ্জ
  • English Word ormolu Bengali definition [ওমালূ] (noun) [Uncountable noun, Countable noun] গিলটি-করা ব্রোঞ্জ বা তামা, দস্তা ও টিনের সোনালি মিশ্র, এই ব্রোঞ্জ বা মিশ্র দ্বারা তৈরি বা অলংকৃত বস্তু: an ormolu clock.
  • English Word ornament Bengali definition [ওনামান্‌ট্‌] (noun) [Uncountable noun] অলংকরণ: a wedding stage rich in ornament. (২) [Countable noun] অলংকার; গহনা: a chest full of ornaments. (৩) [Countable noun] শোভা; মর্যাদা; মূল্য ইত্যাদি বর্ধন করে এমন ব্যক্তি বা বস্তু বা গুণ বা কাজ: She is an ornament to her profession. □ (verb transitive) [ওনামেন্‌ট্‌] (কারো/কোনোকিছুর) অলংকার হওয়া; অলংকৃত করা; শোভাবর্ধন করা: ornament a dress with lace. ornamental [ওনামেন্‌ট্‌ল্‌] (adjective) শোভাময়; শোভাবর্ধক; শোভাস্বরূপ। ornamentation [ওনামেন্‌টেইশ্‌ন্‌] (noun) [Uncountable noun] অলংকরণ; অলংকার: a temple with superb ornamentation.
  • English Word ornate Bengali definition [ওনেইট্] (adjective) অলংকারসমৃদ্ধ; (সাহিত্যরীতি) অতি অলংকৃত; রীতি বা ভাষায় ব্যবহারে সহজ নয় এমন। ornately (adverb) ornateness (noun)
  • English Word ornithology Bengali definition [ওনিথলাজি] (noun) [uncountable noun] পক্ষিবিজ্ঞানornithologist [ওনিথলাজিস্‌ট্‌] (noun) পক্ষিবিজ্ঞানী। ornithological [ওনিথালজিক্‌ল্‌] (adjective)
  • English Word orotund Bengali definition [ওরোটান্‌ড্‌] (adjective) (আনুষ্ঠানিক) (১) গুরুভার; রাশভারী; মর্যাদাপূর্ণ; মর্যাদাবান(২) আড়ম্বরপূর্ণ; সাড়ম্বর; দাম্ভিক; আত্মম্ভর
  • English Word orphan Bengali definition [ওফন্‌] (noun) এতিম; (শিশু): an orphan child. □ (verb transitive) এতিম করা: orphaned by war. orphanage [ওফনিজ্‌] (noun) এতিমখানা।
  • English Word Orpheus Bengali definition [ওফিঊস্‌ America(n) ওফীআস্] (noun) প্রাচীন গ্রিসের কিংবদন্তিখ্যাত হোমারপূর্ব কবি ও বংশীবাদকorphic [ওফিক্] (adjective) অরফিউসসংক্রান্ত; অরফিউসতুল্য।
  • English Word orrisroot Bengali definition [অরিস্‌রূট্‌ America(n) ওর্‌স্‌রূট্‌] (noun) আইরিস নামে ফুলের গাছের সুগন্ধি শিকড়- গন্ধদ্রব্য ও প্রসাধনসামগ্রী তৈরিতে এটা ব্যবহৃত হয়
  • English Word orthodontics Bengali definition [ওথাডন্‌টিক্‌স্‌] (noun) (plural) (চিকিৎসাশাস্ত্র) এলোমেলোভাবে ওঠা দাঁত ও চোয়ালের অস্বাভাবিকতার চিকিৎসাorthodontic (adjective) এই চিকিৎসাবিষয়ক। orthodontist (noun) এই চিকিৎসায় বিশেষজ্ঞ ব্যক্তি।
  • English Word orthodox Bengali definition [ওথাডক্‌স্‌] (adjective) সাধারণ্যে গৃহীত বা অনুমোদিত (ধ্যান-ধারণা, বিশ্বাস ইত্যাদিতে বিশ্বাসী); গোঁড়া: orthodox beliefs. the Orthodox Church ইস্তাম্বুলের সর্বোচ্চ ধর্মযাজককে প্রধান বিশপ হিসেবে স্বীকৃতিদানকারী চর্চা বা the Eastern Church; সোভিয়েত ইউনিয়ন; রুমানিয়া; গ্রিস ইত্যাদির স্বায়ত্তশাসিত চার্চসমূহের গোষ্ঠী। orthodoxy [ওথডক্‌সি] (noun) [Uncountable noun] প্রচলিত মতে বিশ্বাস; গোঁড়ামি; [Countable noun] গোঁড়া বিশ্বাস বা চরিত্র বা প্রথা।
  • English Word orthography Bengali definition [ওথগ্রাফি] (noun) [Uncountable noun] বানান (পদ্ধতি); শুদ্ধ বা প্রচলিত বানানorthographic [ওথাগ্র্যাফিক্] (adjective)
  • English Word orthopaedic Bengali definition (অপিচ pedic) [ওথাপীডিক্] (adjective) অস্থিবিকৃতি ও অস্থিরোগের চিকিৎসাবিষয়ক: orthopaedic surgery. orthopaedics (অপিচ orthopedics) (noun) (singular verb-সহযোগে) অস্থিবিকৃতি ও অস্থিরোগসংশ্লিষ্ট শল্যচিকিৎসা।
  • English Word Oscar Bengali definition [অস্‌কা(র্‌)] (noun) যুক্তরাষ্ট্র প্রবর্তিত চলচ্চিত্রে সর্বোচ্চ সম্মানজ্ঞাপক বার্ষিক পুরস্কার: win an Oscar.
  • English Word oscillate Bengali definition [অসিলেইট্] (verb intransitive), (verb transitive) (১) ঘড়ির দোলক বা পেন্ডুলামের মতো আন্দোলিত হওয়া; (লাক্ষণিক) দ্বিধাগ্রস্ত হওয়া; দোটানায় পড়া(২) দোলানো; আন্দোলিত করা(৩) (বিদ্যুৎপ্রবাহ) উচ্চ ফ্রিকোয়েন্সিতে বা দ্রুতগতিতে দিক পরিবর্তন করা; (রেডিওরিসিভার) বিদ্যুৎ-চুম্বকীয় তরঙ্গ বিস্তার বা প্রেরণ করা; উক্ত বিদ্যুৎচুম্বকীয় তরঙ্গ দ্বারা বাধাগ্রস্ত হওয়াoscillating current ক্রমাগত বিপরীতমুখী হওয়া বা দোলায়মান বিদ্যুৎপ্রবাহ। oscillation [অসিলেইশ্‌ন্‌] (noun) [Uncountable noun] আন্দোলিত হওয়া বা আন্দোলিতকরণ; [Countable noun] ঘড়ির দোলক বা অন্য কোনো বস্তু বা বৈদ্যুতিক চার্জের একবারের দোলন। oscillator [অসিলেইটা(র্‌)] (noun) (বিশেষত) দোলায়মান বিদ্যুৎপ্রবাহ সৃষ্টিকারী কল।
  • English Word oscillograph Bengali definition [আসিলাগ্রা:ফ্‌ America(n) আসিলাগ্র্যাফ্‌] (noun) (বিদ্যুৎ) যে যন্ত্র দ্বারা বিদ্যুৎপ্রবাহের আন্দোলন ধারণ বা রেকর্ড করা হয়; দোলনলিখ
  • English Word oscilloscope Bengali definition [আসিলাস্কোউপ্‌] (noun) (বিদ্যুৎ) যে যন্ত্রের সাহায্যে ঢিভিসদৃশ পরদায় বিদ্যুৎপ্রবাহের তারতম্য তরঙ্গিত রেখার আকারে দেখানো হয়
  • English Word osier Bengali definition [ওউজিআ(র্‌) America(n) ওউজা(র্‌)] (noun) [Countable noun] উইলোজাতীয় গাছ, যার ডাল দিয়ে ঝুরি ইত্যাদি তৈরি হয়
  • English Word osmium Bengali definition [অজমিআম্‌] (noun) [Ucountable noun] এযাবৎ জানা মৌলিক পদার্থসমূহের মধ্যে সর্বাপেক্ষা ঘন ধাতব পদার্থ; (প্রতীক Os). কতিপয় রাসায়নিক বিক্রিয়ায় যা catalyst বা অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়।
  • English Word osmosis Bengali definition [অজমোউসিস্‌] (noun) [Uncountable noun] (১) (বিজ্ঞান) সছিদ্র পরদার ভিতর দিয়ে তরল পদার্থে ক্ষরণ; আস্রবণ(২) (লাক্ষণিক) যুক্তিতর্কের সাহায্যে নয়; আপনগতিতে ধীরে ধীরে গ্রহণযোগ্য হওয়ার প্রক্রিয়া: He let his ideas work by osmosis. osmotic [অজ্‌মটিক্] (adjective)
  • English Word osprey Bengali definition [অস্‌প্রি] (noun) মৎস্যশিকারি বৃহদাকার বাজপাখি
  • English Word osseous Bengali definition [অসিআস্‌] (adjective) অস্থিগঠিত; অস্থিসার
  • English Word ossify Bengali definition [অসিফাই] (verb transitive), (verb intransitive) (আনুষ্ঠানিক) হাড়ের মতো শক্ত করা বা শক্ত হওয়া; হাড়ে পরিণত হওয়া; (লাক্ষণিক) অনড়; প্রগতিবিমুখ, পরিবর্তনে অক্ষম হওয়া বা করা। ossification [অসিফিকেইশ্‌ন্‌] (noun) [Uncountable noun] উপরের সব অর্থে; কোনো (জীবন্ত) কাঠামোর প্রস্তরতুল্য বা প্রস্তরীভূত অংশ।
  • English Word ostensible Bengali definition [অস্টেন্‌সাব্‌ল্‌] (adjective) (যুক্তি ইত্যাদি) প্রকৃত কারণ গোপন করার চেষ্টায় উপস্থাপন করা হয়েছে এমন; লোকদেখানো; বাহ্যত প্রতীয়মান; আপাতostensibly [অস্টেন্‌সআব্‌লি] (adverb)
  • English Word ostentation Bengali definition [অস্‌টেন্‌টেইশ্‌ন্‌] (noun) [Uncountable noun] প্রশংসালাভ বা ঈর্ষা জাগ্রত করার জন্য (বিত্ত, বিদ্যা, দক্ষতা ইত্যাদির) প্রদর্শন: The ostentation of the newly rich.
  • English Word ostentatious Bengali definition [অস্‌টেন্‌টেইশাস্‌] (adjective) লোক-দেখাতে পছন্দ করে এমন; জাঁকালো: in an ostentatious manner. ostentatiously (adverb)
  • English Word osteo-arthritis Bengali definition [অস্‌টিওউআ:থাইটিস্] (noun) [Uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) গেঁটে বাতosteo-arthritic (adjective)
  • English Word osteopathy Bengali definition [অস্‌টিঅপাথি] (noun) [Uncountable noun] অস্থি ও মাংসপেশির নিপুণ সঞ্চালন দ্বারা কতিপয় রোগের চিকিৎসাosteopath [অস্‌টিআপ্যাথ] (noun) এরূপ চিকিৎসাপদ্ধতি প্রয়োগকারী চিকিৎসক।
  • English Word ostler Bengali definition [অস্‌লা(র্‌)] (noun) (প্রাচীন প্রয়োগ) সরাইখানার অশ্বরক্ষক