O পৃষ্ঠা ১৪
- English Word outlive Bengali definition [আউট্লিভ্] (verb transitive) (কারো চেয়ে) বেশিদিন বেঁচে থাকা: outlive one’s husband. (২) কোনোকিছু বিস্মৃত না-হওয়া পর্যন্ত বেঁচে থাকা: outlive a disgrace.
- English Word outlook Bengali definition [আউট্লুক্] (noun) (১) দৃশ্য: a pleasant outlook over the grassy plain. (২) যা ঘটতে পারে, ভবিষ্যতের আভাস: a bright outlook for cottage industry; (আবহাওয়ার পূর্বাভাস): further outlook, wet and cold. (৩) দৃষ্টিভঙ্গি, a man with a liberal outlook on life.
- English Word outlying Bengali definition [আউট্লাইইঙ্] (adjective) কেন্দ্র থেকে দূরবর্তী; প্রান্তবর্তী; প্রত্যন্ত: outlying villages, outlying districts.
- English Word outmanoeuvre Bengali definition (America(n)= outmaneuver) [আউটমানূভা(র্)] (verb transitive) উন্নততর কৌশল দিয়ে অভিভূত বা পরাভূত করা।
- English Word outmatch Bengali definition [আউট্ম্যাচ্] (verb transitive) প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা প্রভৃতিতে ছাড়িয়ে যাওয়া; শ্রেষ্ঠতর হওয়া: She was outmatched by her rival in every feminine attribute.
- English Word outmoded Bengali definition [আউট্মোউডিড্] (adjective) চল নেই এমন; ফ্যাশনবহির্ভূত।
- English Word outmost Bengali definition [আউটমোউস্ট্] (adjective)= outermost.
- English Word outnumber Bengali definition [আউটনামবা(র্)] (verb transitive) সংখ্যায় ছাড়িয়ে যাওয়া।
- English Word outpatient Bengali definition [আউট্পেইশ্ন্ট্] (noun) যে রোগী হাসপাতালে ভর্তি না-হয়ে সেখানে চিকিৎসার জন্য আসে; হাসপাতালের বহির্বিভাগীয় রোগী।
- English Word outplay Bengali definition [আউট্প্লেই] (verb transitive) কারো চেয়ে ভালো খেলা: The team was outplayed by our boys
- English Word outpoint Bengali definition [আউট্পয়ন্ট্] (verb transitive) (মুষ্টিযুদ্ধ ইত্যাদিতে) (প্রতিপক্ষের চেয়ে) বেশি পয়েন্ট পাওয়া; পয়েন্টে পরাজিত করা: The Chinese boxer was outpointed by the Korean.
- English Word outpost Bengali definition [আউট্পোউস্ট্] (noun) (১) মূলবাহিনী থেকে দূরে অবস্থিত বা স্থাপিত পর্যবেক্ষণ-ফাঁড়ি; এই ফাঁড়িতে অবস্থানরত সৈন্যরা। (২) যেকোনো দূরবর্তী বসতি বা উপনিবেশ: an outpost of the British Empire.
- English Word outpouring Bengali definition [আউট্পোরিঙ্] (noun) [Countable noun] গড়িয়ে-পড়া; প্রবহণ; (সাধারণত plural) অনুভূতির প্রকাশ: outpouring of the heart.
- English Word output Bengali definition [আউট্পুট্] (noun) (১) (শুধু singular) উৎপাদিত পণ্যের পরিমাণ: the output of a factory; literary output, প্রকাশিত বইপুস্তক ইত্যাদি। (২) উৎপাদিত শক্তি (যেমন বিদ্যুৎশক্তি)। (৩) কম্পিউটার প্রদত্ত তথ্য। output device যে যন্ত্রের সাহায্যে কম্পিউটার থেকে তথ্য ধারণ করা হয়। দ্রষ্টব্য input
- English Word outrage Bengali definition [আউট্রেইজ্] (noun) [Uncountable noun, Countable noun] (১) চরম সন্ত্রাস বা নিষ্ঠুরতা; চরম সন্ত্রাসী বা নিষ্ঠুর কাজ: an outrage committed by the terrorists. (২) যে কাজ জনমতকে প্রচণ্ডভাবে আঘাত করে। □ (verb transitive) নির্মম আচরণ করা; নির্মমভাবে ব্যবহার করা; সন্ত্রাস বা নিষ্ঠুরতার অপরাধে অপরাধী হওয়া; বলাৎকার করা; লংঘন করা; অবমাননা করা: outrage public opinion; outrage one’s sense of decency.
- English Word outrageous Bengali definition [আউট্রেইজোস্] (adjective) জঘন্য; অত্যন্ত নিষ্ঠুর নির্লজ্জ বা নীতিবিগর্হিত; outrageous behaviour.
- English Word outrange Bengali definition [আউট্রেইন্জ্] (verb transitive) পাল্লায় ছাড়িয়ে যাওয়া: Their guns were outranged by those of their enemy.
- English Word outrank Bengali definition [আউট্র্যাঙ্ক্] (verb transitive) পদমর্যাদায় ছাড়িয়ে যাওয়া।
- English Word outré Bengali definition [ঊট্রেই America(n) ঊট্রেই] (adjective) প্রথাবহির্ভূত; শালীনতাবিরুদ্ধ: outré behaviour.
- English Word outrider Bengali definition [আউট্রাইডা(র)] (noun) গাড়ির সঙ্গে যাওয়া অশ্বারোহী বা মোটরসাইকেল-আরোহী রক্ষী বা প্রহরী।
- English Word outrigger Bengali definition [আউট্রিগা(র্)] (noun) (দাঁড় বা বৈঠার আংটা লাগানোর জন্য অথবা কানু, ইয়ট প্রভৃতি হালকা জাতের নৌকায় ভারসাম্য রক্ষায় পার্শ্বদেশে স্থাপিত দণ্ড, মাস্তুল বা অন্য কোনো কাঠামো। outrigged [আউট্রিগ্ড্] (adjective) (নৌকা) এরূপ দণ্ড মাস্তুল বা কাঠামোসংবলিত।
- English Word outright Bengali definition [আউট্রাইট্] (adjective) (১) পুরোদস্তুর; নির্জলা; খোলাখুলি; প্রত্যক্ষ: an outright rejection; in an outright manner,খোলাখুলিভাবে। (২) স্পষ্ট; ভুল হওয়ার নয় এমন; সন্দেহাতীত: an outright winner, সন্দেহাতীতভাবে বিজয়ী। □ (adverb) (১) রাখঢাক না-করে; খোলাখুলি বা সরাসরিভাবে: I told him outright what I think of his style of writing. (২) সম্পূর্ণভাবে; একবারে: buy a building plot outright, একবারে অর্থাৎ কিস্তিতে কিস্তিতে নয়।
- English Word outrival Bengali definition [আউট্রাইভ্ল্] (verb transitive) প্রতিদ্বন্দ্বিতায় ছাড়িয়ে যাওয়া।
- English Word outrun Bengali definition [আউট্রান্] (verb transitive) দৌড়ে ছাড়িয়ে যাওয়া; (সাধ্য ইত্যাদি) ছাড়িয়ে যাওয়া: His plan outran his resources, তার পরিকল্পনা তার আর্থিক সামর্থ্যকে ছাড়িয়ে গেল।
- English Word outsail Bengali definition [আউটসেইল্] (verb transitive) পালের পাল্লায় (গতিতে) ছাড়িয়ে যাওয়া।
- English Word outset Bengali definition [আউট্সেট্] (noun) শুরু; আরম্ভ। at/from the outset শুরুতে/শুরু থেকে: at the outset of a campaign.
- English Word outshine Bengali definition [আউট্শাইন্] (verb transitive) উজ্জ্বলতায় ছাড়িয়ে যাওয়া।
- English Word outside Bengali definition [আউট্সাইড্] (noun) (inside- এর বিপরীতে) (১) বাহির; বহির্ভাগ; বাইরের অংশ: the outside of a house; judge a thing from the outside, বাইরের চেহারা/বাহ্যিক দিক দেখে বিচার করা। (২) at the (very) outside খুব বেশি হলে; বড়জোর: There were twenty students at the outside, খুব বেশি হলে বিশজন ছাত্র ছিল। [আউট্সাইড্] (adjective) (অথবা noun-এর attributive(ly) ব্যবহার) (১) বাইরে বা বাইরের; বাহিরঘেঁষা: outside repairs, (কোনো ভবনের) বাইরের দিকের মেরামত কাজ; an outside broadcast, স্টুডিওর বাইরের কোনো জায়গা থেকে করা সম্প্রচার। (২) সম্ভাব্য সর্বোচ্চ: an outside price, সম্ভাব্য সর্বোচ্চ মূল্য। (৩) কোনো দল, গোষ্ঠী, সংগঠন ইত্যাদির সঙ্গে যুক্ত বা অন্তর্ভুক্ত নয় এমন: need outside help (=অতিরিক্ত শ্রমিক) for a job. He never liked meeting the outside world, নিজের পরিবার আর বন্ধুবান্ধবদের বাইরের মানুষদের সঙ্গে দেখাসাক্ষাৎ, মেলামেশা পছন্দ করত না। □(adverb) (১) বাইরে বা বাইরের দিকে: They are waiting outside. □ (preposition(al)) (১) বাইরে; বহির্ভাগে বা বহির্দেশে: outside the house. (২) বাইরে; ছাড়িয়ে; ছাড়া; ব্যতীত: go outside the evidence, তথ্যপ্রমাণের বাইরে/তথ্যপ্রমাণ ছাড়িয়ে যাওয়া: having no occupation outside one’s office work, অফিসের কাজের বাইরে/কাজ ছাড়া অন্য কোনো কাজ না-থাকা।
- English Word outsider Bengali definition [আউট্সাইডা(র্)] (noun) (১) যে ব্যক্তি কোনো দল, গোষ্ঠী, সমাজ ইত্যাদির একজন নয় বা একজন হিসেবে বিবেচিত নয়; বহিরাগত (কথ্য) সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন বদমেজাজি লোক। (২) (ঘোড়দৌড়) যে ঘোড়ার জেতার আশা প্রায় নেই বলে মনে করা হয়।
- English Word outsize Bengali definition [আউট্সাইজ্] (adjective) (বিশেষত জামাকাপড়) স্বাভাবিক মাপের চেয়ে বড়।