• Bengali Word input English definition [ইন্‌পুট্‌] (noun) [uncountable noun] input (to) যা ঢোকানো বা সরবরাহ করা হয় যেমন প্রক্রিয়াজাত করার জন্য কম্পিউটারে প্রবিষ্ট উপাত্তে কিংবা যন্ত্র চালানোর জন্যে শক্তির জোগান।
    দ্রষ্টব্য output(৩) (নির্যাত) input device (noun) একটি স্মৃতিকোষ (memory store) থেকে কম্পিউটারে উপাত্ত স্থানান্তরিত করার যন্ত্র; সম্ভরণকৌশল।