O পৃষ্ঠা ১০
- English Word order 1 Bengali definition [ওডা(র্)] (noun) (১) [uncountable noun] বিন্যাস; ক্রম: in alphabetical order. in order of অনুসারে: in order of ment. (২) [uncountable noun] সুবিন্যস্ততা; কার্যকর অবস্থা। (not) in order যথাযথ অবস্থায় (নয়): Is everything in order? যেখানে যা থাকার কথা সেখানে তা আছে/সবকিছু ঠিকঠাক আছে? put/leave one’s papers, etc. in order, কাগজপত্র ইত্যাদি গুছিয়ে রাখা। in good order গোলমাল ছাড়া; সুশৃঙ্খলভাবে: The children left the classroom in good order. in good running/working order (বিশেষত মেশিন) ঠিকমতো চলছে এমন অবস্থায়: The machine is in good running order. out of order (মেশিন বা দেহযন্ত্র): The phone is out of order; My stomach is out of order. (৩) [uncountable noun] শৃঙ্খলা: The police were finally able to restore law and order. (৪) [uncountable noun] সভা-সমিতি, সংসদ অধিবেশন ইত্যাদিতে পালিত আচরণবিধি। call (somebody) to order (সংসদের স্পিকার, সভা ইত্যাদির) (চেয়ারম্যান সম্বন্ধে) (কোনো সদস্যকে) প্রচলিত রীতি ও আচরণবিধি মেনে চলতে অনুরোধ করা। be in order to do something বিধিসম্মত হওয়া: It is not order to interrupt. on a point of order কার্যপরিচালনা বিধির প্রশ্নে। Order! Order! আচরণবিধি বা কার্যপ্রণালিবিধি থেকে বিচ্যুতির দিকে দৃষ্টি আকর্ষণের জন্য বলা হয়। order of the day (দিনের) আলোচ্য কর্মসূচি। order-paper (noun) লিখিত বা মুদ্রিত (দিনের) আলোচ্য কর্মসূচি। standing orders, দ্রষ্টব্য standing (adjective) (১). (৫) [countable noun] আদেশ: We had orders to leave the camp at once. be under orders (to do something) আদেশ পাওয়া: He is under orders to stop disbursing the money. by order of কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী: by order of the Chancellor. under the orders of নির্দেশনাধীন; কর্তৃত্বাধীন। under starters’ orders. দ্রষ্টব্য start 2 (৬) [countable noun] ফরমাশ; ফরমাশি মাল: an order of a hundred bottles of soft drink. fill an order ফরমাশি মাল সরবরাহ করা। on order ফরমাশ দেওয়া হয়েছে কিন্তু সরবরাহ করা হয়নি এমন। made to order ফরমাশকারীর বিশেষ চাহিদা বা নির্দেশ অনুযায়ী তৈরি। a large/tall order (কথ্য) দুরূহ চাহিদা। order-book (noun) মাল সরবরাহের ফরমাশ লিখে রাখার খাতা। order-from (noun) ফরমাশ দেওয়ার মুদ্রিত ফরম। (৭) [countable noun] অর্থ প্রদানের জন্য বা অন্য কিছু করার কর্তৃত্ব প্রদান করে ব্যাংক অথবা পোস্ট অফিসকে দেওয়া লিখিত নির্দেশ। (banker’s order/postal order): an order on Sonali Bank; a postal order for Tk. 100/- (৮) [countable noun] উদ্দেশ্য; অভিপ্রায়। in order to do something কোনোকিছু করার উদ্দেশ্যে: in order to earn more. in order that এই উদ্দেশ্যে; যাতে করে: in order the he might finish the work in time. (৯) [countable noun] বিশেষভাবে সম্মানিত কোনো গোষ্ঠীভুক্ত ব্যক্তিবর্গ; সম্মান বা পুরস্কার স্বরূপ এরূপ কোনো গোষ্ঠীর সদস্য হিসেবে মনোনীত ব্যক্তিবর্গ: the Order of Merit; এরূপ গোষ্ঠীর সদস্যদের পরিহিত চিহ্ন; নির্দেশন; অভিজ্ঞান: wearing all one’s orders and decorations. (১০) (plural) যাজকবৃত্তি পালনের জন্য বিশপ কর্তৃক প্রদত্ত কর্তৃত্ব। be in/take (holy) orders যাজকবৃত্তি গ্রহণ করা। (১১) [countable noun] যাজকসম্প্রদায়: The Order of Priests. (১২) [countable noun] ধর্মীয় বিধান মতে জীবনযাপনকারী ব্যক্তিবর্গ: The monastic orders. (১৩) [countable noun] স্থাপত্য নমুনার বিশেষত প্রাচীন স্থাপত্যে স্তম্ভরীতির আলোচনা-পর্যালোচনার পদ্ধতি। (১৪) (জীববিদ্যা) [countable noun] প্রাণী, উদ্ভিদ ইত্যাদির শ্রেণিবিন্যাসে শ্রেণির পরবর্তী বিভাগবর্গ: The tiger and the lion belong to the same order.১৫ [uncountable noun] রকম; প্রকার: musical ability of a high order. (১৬) [uncountable noun] সামরিক বাহিনীর বিন্যাস: advance in extended order, advance in open/close order (সৈনিকদের) ফাঁক ফাঁক হয়ে/ঘনবদ্ধ হয়ে অগ্রসর হওয়া।
- English Word order 2 Bengali definition [ওডা(র্)] (verb transitive) (১) আদেশ দেওয়া: The captain ordered the soldiers back to the camp; ফরমাশ দেওয়া: I’ve ordered dinner for 7. 30. order somebody about কাউকে ফরমাশ খাটানো। (২) সাজানো; পরিচালিত করা: He ordered his life according to the teachings of Islam. ordering (noun) সুবিন্যস্তকরণ; সচলকরণ।
- English Word orderly Bengali definition [ওডালি] (adjective) (১) সুবিন্যস্ত; সাজানো-গোছানো; ছিমছাম: an orderly room; শৃঙ্খলাপ্রবণ: a woman with an orderly mind. (২) সদাচারী; সুশৃঙ্খল: an orderly group of boys. (৩) (সামরিক ব্যবহার, শুধু attributive(ly)) আদেশ পালনের সঙ্গে যুক্ত: the orderly officer, দিনের জন্য কর্তব্যরত অফিসার: the orderlyroom, সেনাছাউনিতে কলমের কাজের জন্য নির্দিষ্ট ঘর। □(noun) (সামরিক) সেনা অফিসারের বার্তাবাহক। medical orderly সামরিক হাসপাতালের পরিচালক। orderliness (noun)
- English Word ordinal Bengali definition [ওডিন্ল্ America(n) ওডান্ল্] (noun), (adjective) [countable noun] বিন্যাস বা অবস্থানসূচক (সংখ্যা); পূরণবাচক। ordinal numbers যথা first, second, third, দ্রষ্টব্য cardinal.
- English Word ordinance Bengali definition [ওডিনান্স্] (noun) [countable noun] বিশেষ ক্ষমতাবলে প্রণীত আদেশ, নিয়ম, বিধি ও হুকুম; অধ্যাদেশ: The Presidential ordinances.
- English Word ordinand Bengali definition [ওডিন্যান্ড্ America(n) ওরডান্যান্ড্] (noun) যাজকবৃত্তি গ্রহণের প্রার্থী।
- English Word ordinary Bengali definition [ওডিনরি America(n) ওরডানেরি] (adjective) স্বাভাবিক; সাধারণ; গড়পড়তা: an ordinary meal; of an ordinary height; in ordinary dress. in an ordinary way স্বাভাবিক অবস্থায়। in the ordinary way স্বাভাবিক পথে। in ordinary স্থায়ী নিয়োগ দ্বারা: physician in ordinary to the President. out of the ordinary অসাধারণ। ordinary seaman (সংক্ষেপ OS) যে নাবিক সক্ষম নাবিকের (সংক্ষেপ AB) পদমর্যাদা লাভ করেনি; সাধারণ নাবিক। ordinarily [ওডিনারিলি America(n) ওড্নেরালি] (adverb) স্বাভাবিকভাবে; সাধারণভাবে: behave ordinary, a sight not ordinary seen in the countryside.
- English Word ordination Bengali definition [ওডিনেইশ্ন্ America(n) ওডনেইশ্ন্] (noun) [Uncountable noun] যাজকবৃত্তিতে বরণের অনুষ্ঠান; [countable noun] এরূপ অনুষ্ঠানের দৃষ্টান্ত।
- English Word ordnance Bengali definition [ওড্নান্স্] (noun) [uncountable noun] ভারী কামানের বহর; গোলন্দাজবাহিনী; কামান, বন্দুক প্রভৃতির রসদ। Royal Army Ordnance Corps (America(n)= Ordnance corps) ব্রিটিশ রাজকীয় বাহিনীর যে শাখা সামরিক সরবরাহ নিশ্চিত করে। the Ordnance Survey, গ্রেট ব্রিটেনের নিখুঁত ও পুঙ্খানুপুঙ্খ মানচিত্র (প্রণয়ন)।
- English Word ordure Bengali definition [ওডিউআ(র্) America(n) ওডিউজার্] (noun) [Uncountable noun] বিষ্ঠা; মল; আবর্জনা।
- English Word ore Bengali definition [ও(র্)] (noun) [Countable noun, Uncountable noun] আকরিক: iron ore.
- English Word organ Bengali definition [ওগান্] (noun) (১) প্রাণী বা উদ্ভিদ দেহের যেকোনো অঙ্গ; দেহযন্ত্র: The organs of speech. জিহ্বা; দন্ত; ওষ্ঠ ইত্যাদি। (২) কর্মসম্পাদনের উপায় বা মাধ্যম; সংগঠন: organs of government. (৩) জনমত প্রচারের মাধ্যম: organs of public opinion, খবরের কাগজ, রেডিও, টিভি ইত্যাদি। (৪) বাদ্য-যন্ত্রবিশেষ; অরগ্যান। reed/American organ হারমোনিয়াম। organ-blower (noun) যে ব্যক্তি অরগ্যান বোলো (bellow) করে। organ-grinder (noun) যে ব্যক্তি ব্যারেল-অরগ্যান (দ্রষ্টব্য barrel) বাজায়। organ-loft (noun) (গির্জা, থিয়েটার প্রভৃতির) যে স্থানে অরগ্যান রাখা হয়। organist [ওগান্ইস্ট্] (noun) অরগ্যানবাদক।
- English Word organdie Bengali definition (America(n) অপিচ 'organdy') [ওগ্যান্ডি] (noun) অত্যন্ত মিহি-মসলিন বস্ত্রবিশেষ; অর্গান্ডি।
- English Word organic Bengali definition [ওগ্যানিক্] (adjective) (১) দেহযন্ত্রসংক্রান্ত: organic diseases, যেসব ব্যাধি দেহযন্ত্রের শুধু ক্রিয়া নয়, তাদের গঠনকেও আক্রমণ করে। (২) (বিপরীত inorganic) দেহযন্ত্র আছে এমন: organic life. organic chemistry জৈবরসায়ন। (৩) পরস্পর সম্পর্কযুক্ত অংশ নিয়ে গঠিত, কোনো সিসটেম বা প্রণালিরূপে বিন্যস্ত: an organic whole. organically [ওগ্যানিক্লি] (adverb)
- English Word organism Bengali definition [ওগানিজাম্] (noun) [Countable noun] পরস্পর সম্পর্কযুক্ত ও সমম্বিতভাবে ক্রিয়াশীল অংশ নিয়ে গঠিত প্রাণিসত্তা; এককভাবে যেকোনো প্রাণী বা উদ্ভিদ; পরস্পর নির্ভরশীল অংশ নিয়ে গঠিত যেকোনো প্রণালি: The social organism.
- English Word organization, organisation Bengali definition [ওগানাইজেইশ্ন্ America(n) ওগানানিজইশ্ন্] (noun) (১) [uncountable noun] সংগঠিতকরণ; প্রণালিবদ্ধকরণ; প্রস্তুতিগ্রহণ; সংগঠিত অবস্থা: The organization of a meeting; a team without organization. (২) [countable noun] (ব্যক্তি সমন্বয়ে গঠিত) সংগঠন; সংগঠিত প্রণালি বা সিসটেম: Our body has a very complex organization.
- English Word organize, organise Bengali definition [ওগানাইজ] (verb transitive) (১) সংগঠিত করা; কোনো রীতি বা প্রণালিতে সাজানো বা বিন্যস্ত করা; প্রস্তুতি গ্রহণ করা: organize a new political party; organize an expedition; organize one’s work. (২) (শ্রমিক) ট্রেড ইউনিয়ন গঠন করা বা যোগ দেওয়া। organized (adjective) (১) সুবিন্যস্ত; শৃঙ্খলাবদ্ধ। (২) অঙ্গ বা দেহযন্ত্রসংবলিত; জৈবসত্তারূপে সংগঠিত: organized form of life. (৩) ট্রেড ইউনিয়নভুক্ত (শ্রমিক)। organizer (noun) সংগঠক।
- English Word orgasm Bengali definition [ওরগ্যাজাম্] (noun) [Countable noun] যৌন উত্তেজনার সর্বোচ্চ পর্যায়; রাগমোচন।
- English Word orge Bengali definition [ওজি] (noun) (feminine orgess) (১) (মিথ) রূপকথার সেই দৈত্য যে মানুষ খায়: The book portrays their father as an orge who mistreated them. (২) ভয়ানক ব্যক্তি বা বস্তু: The orge is in the world of troll. □ (adjective) orgeish দৈত্যাকার; ভয়ানক; বিপজ্জনক: I’m not entirely orge. orgeishly, ogrishly (adverb(s))
- English Word orgiastic Bengali definition [ওজিঅ্যাস্টিক্] (adjective) প্রমত্ত; উন্মত্ত।
- English Word orgy Bengali definition [ওজি] (noun) [Countable noun] (১) বন্য আনন্দোৎসব; (plural) লাগামহীন পানভোজনোৎসব। (২) (কথ্য) অতিরিক্ত পরিমাণ; মাত্রাতিরিক্ত: as orgy of spending.
- English Word oriel Bengali definition [ওরিআল্] (noun) (১) উপরতলার কোনো ঘরের জানালাবিশিষ্ট অভিক্ষিপ্ত অংশ। (২) oriel (window) উক্ত জানালা।
- English Word orient 1 Bengali definition [ওরিআন্ট্] (noun) the Orient (সাহিত্যিক) প্রাচ্য অর্থাৎ এশিয়া।
- English Word orient 2 Bengali definition [ওরিআন্ট্] (verb transitive)= orientate.
- English Word oriental Bengali definition [ওরিএন্ট্ল্] (adjective) প্রাচ্য সম্বন্ধীয়: oriental art. □ (noun) প্রাচ্যের, বিশেষত চীন ও জাপানের অধিবাসী। orientalist [ওরিএন্ট্ল্ইস্ট্] (noun) প্রাচ্যের ভাষা, শিল্প ইত্যাদির গবেষক; প্রাচ্যবিশারদ।
- English Word orientate Bengali definition [ওরিআন্টেইট্] (verb transitive) (১) (ভবন ইত্যাদি) পূর্বমুখ করে স্থাপন করা; বেদিসংবলিত অংশ পূর্বদিকে স্থাপন করে (গির্জা) নির্মাণ করা। (২) ক্যাম্পাসের কাঁটা অনুযায়ী স্থাপন করা বা তদনুযায়ী (কোনোকিছু) যথার্থ অবস্থান নির্ণয় করা; (লাক্ষণিক) স্পষ্ট বোধগম্য সম্পর্কের পরিপ্রেক্ষিতে স্থাপন করা: orientate oneself, পরিস্থিতির সঙ্গে নিজেকে পরিচিত করানো; পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদির পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান নির্ণয় করা। orientation [ওরিএনটেইশ্ন্] (noun) [Uncountable noun] পরিস্থিতি; পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদির সঙ্গে পরিচিত করানো বা পরিচিত হওয়া।
- English Word orifice Bengali definition [অরিফিস্ America(n) ওর্ফিস্] (noun) বহির্মুখ; (গুহা ইত্যাদির) মুখ।
- English Word origin Bengali definition [অরিজন্ America(n) ওরাজিন্] (noun) [Countable noun, Uncountable noun] সূচনা বিন্দু; সূত্রপাত; উৎস; উৎপত্তি: the origin of a quarrel; the origin(s) of civilization; a man of humble origin, দরিদ্র বা নিচু ঘরে জন্মগ্রহণকারী ব্যক্তি; words of Sanskrit origin.
- English Word original Bengali definition [আরিজান্ল্] (adjective) (১) প্রথম বা সর্বপ্রথম; আদি; The original inhabitants of the sub-continent; the original plan. original sin, দ্রষ্টব্য sin. (২) নবগঠিত; মৌলিক; নকল বা অনুকৃত নয় এমন: an original design. (৩) নতুন চিন্তা, নতুন ধ্যানধারণার জন্ম দিতে সক্ষম; উদ্ভাবনক্ষম: an original thinker; an original mind. □ (noun) (১) [Countable noun] মূল কপি বা মূল বস্তু: This is a copy, the original is in the Zainul Gallery of the National Museum. (২) the original যে ভাষায় কোনোকিছু প্রথম রচিত হয়; মূল ভাষা: read the Mahabharata in the original, প্রাচীন সংস্কৃতে মহাভারত পড়া। (৩) [Countable noun] সৃজনশীল বা উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন ব্যক্তি। originally [আরিজানালি] (adverb) (১) নতুনভাবে; মৌলিকভাবে: write originally; think originally. (২) শুরুতে বা শুরু থেকে: The school was originally quite small. originality [আরিজান্যালাটি] (noun) অভিনবত্ব; মৌলিকতা: His sketches lack original.
- English Word originate Bengali definition [আরিজিনেইট্] (verb intransitive), (verb transitive) (১) originate from/in something; originate from/with somebody কোনোকিছু থেকে শুরু হওয়া; কারো থেকে শুরু হওয়া: The quarrel originated in rivalry between two families. (২) (কোনোকিছুর) স্রষ্টা বা উদ্ভাবক হওয়া: originate a new style of acting. originator [আরিজিনেইটা(র্)] (noun) স্রষ্টা; জনক; উদ্ভাবক।