• Bengali Word orientate English definition [ওরিআন্‌টেইট্] (verb transitive) ১ (ভবন ইত্যাদি) পূর্বমুখ করে স্থাপন করা; বেদিসংবলিত অংশ পূর্বদিকে স্থাপন করে (গির্জা) নির্মাণ করা।
    (২) ক্যাম্পাসের কাঁটা অনুযায়ী স্থাপন করা বা তদনুযায়ী (কোনোকিছু) যথার্থ অবস্থান নির্ণয় করা; (লাক্ষণিক) স্পষ্ট বোধগম্য সম্পর্কের পরিপ্রেক্ষিতে স্থাপন করা: orientate oneself, পরিস্থিতির সঙ্গে নিজেকে পরিচিত করানো; পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদির পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান নির্ণয় করা। orientation [ওরিএনটেইশ্‌ন্‌] (noun) [Uncountable noun] পরিস্থিতি; পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদির সঙ্গে পরিচিত করানো বা পরিচিত হওয়া।