• Bengali Word start 2 English definition [স্টা:ট্] (verb intransitive), (verb transitive) (দ্রষ্টব্য: begin ক্রিয়াপদটি শুধু নিচের ২- সংখ্যক প্রয়োগের ক্ষেত্রে যেমনভাবে দেখানো হয়েছে কেবল তেমনভাবেই start এর বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে।)
    ) (১) start (out) স্থানত্যাগ করা; যাত্রা শুরু করা: We should start by seven in the morning. (২) শুরু করা; কোনো কাজ আরম্ভ করা বা হওয়া: As I met him he started complaining. Haven’t you started writing? (৩) start (on) something সূচনা করা; প্রাথমিক পর্যায় আরম্ভ করা: Have you started the construction of your house? I have not started the book yet. (৪) start (up) (যন্ত্রণা, বিস্ময় বা ভয় থেকে উদ্ভূত) হঠাৎ নড়ে ওঠা; চমকে ওঠা; কেঁপে ওঠা বা লাফিয়ে ওঠা: I started up as I heard you screaming. (৫) আকস্মিকভাবে উছলে পড়া; বিস্ফারিত হওয়া: tears start to her eyes, হঠাৎ করে চোখে জল এলো। (৬) (কাঠ) অবস্থান থেকে নড়েচড়ে ওঠা; আলগা হয়ে যাওয়া: The legs of the table have started. The moisture has started the door panels. (৭) কোনোকিছুর সূচনায় ইন্ধন দান করা; উদ্ভূত হওয়া; কোনোকিছুকে অস্তিত্বমান করা: Sartre’s ideas started many of our thinking. The rain started her sneezing. I want to start a publishing house. The bank started us in the business, ব্যবসায় সাহায্য করা; She has started a baby, (কথ্য) তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। (৮) (adverbial particle-এর সাহায্যে) start back প্রত্যাবর্তন শুরু করা বা হওয়া: By seven in the evening you should start back. start in (on something/to do something): He has started on copying a big volume. start off যাত্রা শুরু করা: The ship start ed off in an easy sail. start out (to do something) (কথ্য) আরম্ভ করা; কোনো বাক্যের প্রাথমিক পর্যায়ের সূচনা করা: start out to write a dissertation. start up (ক) হঠাৎ উঠে পড়া; লাফিয়ে ওঠা (উপরের ৪ সংখ্যক প্রয়োগ দ্রষ্টব্য); (খ) আকস্মিকভাবে বা অপ্রত্যাশিতভাবে কোনোকিছুর আবির্ভাব বা উদ্ভব হওয়া: Many odds have started up presently. start something up (ইনজিন) চালু করা: It was difficult to start up the generator. (৯) to start with (ক) কোনোকিছু শুরু করতে: To start with, we have to refer to the social background. (খ) কোনোকিছু সূচনার প্রাথমিক বা শুরুর পর্যায়ে: To start with, we selected six model schools. (১০) starting-gate ঘোড়দৌড় প্রতিযোগিতার জন্য যে পথে বাধা তৈরি করে রাখা হয় ও প্রতিযোগিতার শুরুতে যা সরিয়ে নেওয়া হয়। starting-point (noun) যে বিন্দু বা পর্যায় থেকে কোনোকিছু শুরু করা হয়। starting-post (noun) যে বিন্দু থেকে প্রতিযোগীবৃন্দ দৌড় আরম্ভ করেন। starting-prices (noun) (plural) (ঘোড়দৌড় প্রতিযোগিতায়) কোনো দৌড় শুরু হওয়ার আগে উদ্ভূত সমস্যা বা অসুবিধা। starter (noun) (ক) ব্যক্তি বা ঘোড়া, যিনি বা যা প্রতিযোগিতায় অংশ নেন/করে। (খ) যে ব্যক্তি দৌড়প্রতিযোগিতা পরিচালনা করেন বা সংকেত দেন। under starter’s orders (কোনো প্রতিযোগিতা শুরুর আগে ঘোড়া বা প্রতিযোগীবৃন্দ সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায়) পরিচালকের আরম্ভসংকেত শোনার অপেক্ষায়। (গ) যে পদ্ধতি বা যার সাহায্যে কোনো ইনজিন চালু করা হয়। দ্রষ্টব্য self ভুক্তিতে self- starter. (ঘ) (কথ্য) কোনো ভোজনপর্বের প্রথম পদ। for starters= (অপশব্দ) to start with, দ্রষ্টব্য পূর্বোক্ত (৯)। startingly (adverb) (কাব্যে) চমকে উঠে; চমকিত হয়ে। for a start (কথ্য) সূচনায়; প্রথমত।