Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word motile Bengali definition [মোউটাইল্‌] (adjective) (প্রাণী, উদ্ভিদ) চলতে সক্ষম; চলনশীল; চলনক্ষম; চলৎ
  • English Word motion Bengali definition [মোউশ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] গতি; চলন; গতিশীলতা; চলৎশক্তিput/set something in motion চালু/সক্রিয় করা; সঞ্চালিত করা। motion picture (noun) চলচ্চিত্র। তুলনীয় (কথ্য) moving pictures; the movies. time-and motion, দ্রষ্টব্য time 1 (৬). (২) [countable noun] অঙ্গভঙ্গি; অঙ্গবিক্ষেপ; অঙ্গসঞ্চালন; ইশারাgo through the motions (কথ্য) আন্তরিকতাহীনভাবে বা দায়সারাভাবে কিছু করা। (৩) [countable noun] প্রস্তাব: The motion was put to vote. (৪) [countable noun]= movement(৬). □ (verb transitive), (verb intransitive) (১) ইশারা/ইঙ্গিত করা; ইশারায় নির্দেশ দেওয়া: motion somebody in/away/to a seat. (২) motion to somebody (to do something) অঙ্গভঙ্গি দ্বারা নির্দেশ দেওয়া ইশারা/ইঙ্গিত দেওয়া: She motioned to the child to leave the room. motionless (adjective) গতিহীন; নিশ্চল; নিথর; নিস্পন্দ; স্থির।
  • English Word motivate Bengali definition [মোউটিভেইট্] (verb transitive) উদ্বুদ্ধ/প্রণোদিত/প্রবর্তিত করাmotivation [মোউটিভেইশ্‌ন্‌] (noun) প্রেষণা; প্রণোদনা; প্রবর্তন।
  • English Word motive Bengali definition [মোউটিভ্‌] (adjective) (কেবল attributive(ly০) গতিদায়ক; চালক: motive power/force, চালিকাশক্তি (বাষ্প, তড়িৎ)। □ (noun) [countable noun] (১) যা মানুষকে কার্যে প্রবৃত্ত করে; প্রবৃত্তি; প্রেরণা; প্রেষণা; অভিপ্রায়; মতলব: actuated by low and selfish motives. (২)= motif. motiveless (adjective) উদ্দেশ্যহীন; অভিপ্রায়বিহীন।
  • English Word motley Bengali definition [মট্‌লি] (adjective) (১) নানান বর্ণের; বিচিত্রবর্ণ; চিত্রবিচিত্র: a motley coat, ভাঁড় বা সংয়ের বিচিত্রবর্ণ পোশাক। (২) বিভিন্ন ধরনের বা বিচিত্র চরিত্রের; বিচিত্রচরিত্র: a motley crowd, বহুবিধ পেশা, সামাজিক শ্রেণি ইত্যাদির মানুষ । (noun) [uncountable noun] ভাঁড়ের চিত্রবিচিত্র জোব্বা। wear the motley ভাঁড়ের অভিনয় করা; ভাঁড়/সং সাজা।
  • English Word motor Bengali definition [মোউটা(র্)] (noun) (১) যে যন্ত্রশক্তি (বিশেষত তড়িত্শক্তি) সঞ্চারিত বা ব্যবহার করে গতি উৎপাদন করে (তবে বাষ্পীয় ইনজিন সম্বন্ধে ব্যবহৃত হয় না); চালকযন্ত্র; মোটর(২) (attributive(ly) ও যৌগশব্দে) অন্তর্দাহ ইনজিনে, ডিজেল ইনজিন ইত্যাদি যুক্ত কিংবা ঐ সব ইনজিনে উৎপন্ন যন্ত্রশক্তির দ্বারা চালিত; মোটর: motor-vehicles, মোটরযান। motor-assisted (adjective) অধিক গতিসঞ্চারের জন্য মোটরযুক্ত (যেমন প্যাডেলযুক্ত সাইকেলে)। motorcade (noun) (America(n) মোটর-শোভাযাত্রা । motorcar (অপিচ car) (noun) মোটরগাড়ি। motorcycle (কথ্য motor-bike) মোটর সাইকেল। দ্রষ্টব্য pillion. motorman [মোটরম্যান] (noun) (plural motormen) বিদ্যুচ্চালিত যেকোনো যানবাহনের চালক। motorway (noun) দ্রুতগামী মোটরযানের অনবরত চলাচলের উপযোগী করে বিশেষভাবে পরিকল্পিত ও নির্মিত দ্বিমুখী প্রশস্ত সড়ক- যা অন্য সড়কের উপর বা নিচ দিয়ে চলে যায়; মোটরসরণি। (৩)= motorcar (car অধিক প্রচলিত রূপ): the motor trade. (৪) (শরীরের কোনো অঙ্গের) সঞ্চালক পেশীmotor nerve যে স্নায়ু এক বা একাধিক পেশিতে গতিসঞ্চার করে। □ (verb intransitive) মোটরযোগে ভ্রমণ করা। motorist [মোউটা(র্)রিসট্] (noun) মোটরগাড়ির চালক (এবং সাধারণত মালিক); গাড়িওয়ালা। motorize, motorise [মোউটারাইজ্‌] (verb transitive) (সেনাদল ইত্যাদিকে) মোটরযানে সজ্জিত করা।
  • English Word mottle Bengali definition [মট্‌ল্] (verb transitive) (সাধারণত past participle) সুষম কোনো নকশা ছাড়া বিভিন্ন রঙের দাগ বা ছাপ দিয়ে চিহ্নিত করা।  ad mottled চিত্রবিচিত্র: the mottled skin of a snake.
  • English Word motto Bengali definition [মটোউ] (noun) (plural mottoes বা mottos [মটোউজ]) (১) আচরণের নির্দেশনা হিসেবে ক্ষুদ্রবাক্য বা বাক্যাংশ; মূলমন্ত্র; আদর্শবাণী(২) কোনো বস্তুর (অভিজাত পরিবার, নগর, বিশ্ববিদ্যালয়ের প্রতীকস্বরূপ সচিত্র নকশায়) উপর লিখিত বা উৎকীর্ণ যথোচিত মনোভাব সূচক ক্ষুদ্রবাক্য বা বাক্যাংশ; গ্রন্থ বা পরিচ্ছেদের আদিতে সংযোজিত উদ্ধৃতি; আদর্শবাক্য
  • English Word mould 1 Bengali definition (America(n)= mold) [মোউল্‌ড্‌] (noun) [countable noun] ছাঁচ; ছাঁচে তৈরি জেলি, পুডিং ইত্যাদিbe cast in one/the same/a different, etc mould (লাক্ষণিক) এক/একই/ভিন্ন ছাঁচে গঠিত হওয়া।  (verb transitive) mould something (in/from/out of something) ছাঁচ তোলা: mould a head out of/in clay; (লাক্ষণিক) গড়ে তোলা; প্রভাবিত করা; mould a person’s character.
  • English Word mould 2 Bengali definition (America(n)= mold) [মোউল্‌ড্‌] (noun) স্যাঁতসেঁতে উষ্ণ আবহাওয়ায় ফেলে রাখলে চামড়া, পনির ইত্যাদির উপর যে ছত্রাক জন্মে; ছাতা। ছাতলা দ্রষ্টব্য iron 1 (৩) ভুক্তিতে iron mould.  (verb transitive) ছাতা পড়া বা ধরা। mouldy (adjective) (mouldier, mouldiest) (১) ছাতা-ধরা; ছাতা-পড়া: mouldy bread/cheese. (২) বাসি; ছাতার গন্ধযুক্ত(৩) অচল; বাসি; (ব্যক্তি) নীচ ও বিঘ্নসৃষ্টিকারী; অপদার্থ
  • English Word mould 3 Bengali definition (America(n)= mold) [মোউল্‌ড্] (noun) [uncountable noun] বিশেষত গাছের পচনজাত ঝুরঝুরে মাটি: leaf mould, পাতাপচা ঝুরঝুরে মাটি।
  • English Word moulder Bengali definition (America(n)= molder) [মোউলডা(র্‌)] (verb intransitive) স্বাভাবিক ক্ষয় প্রক্রিয়ায় ধুলায় পরিণত হওয়া: The mouldering ruins.
  • English Word moulding Bengali definition (America(n)= molding) [মোউল্‌ডিঙ্] (noun) (১) [uncountable noun] ছাঁচে ঢালাই; গড়ন; নির্মাণ(২) দেওয়াল জানালার চতুর্দিকে কিংবা অট্টালিকার কানাচ বা স্তম্ভের উপর শোভাকর আস্তরণরেখা, খোদাই করা কাঠের কাজ ইত্যাদি; ভিত্তিশীর্ষক
  • English Word moult Bengali definition (America(n)= molt) [মোউল্‌ট্‌] (verb transitive), (verb intransitive) (পাখি) নতুন পালক গজানোর আগে (পালক) খসা; (কুকুর ও বিড়াল সম্বন্ধে বিরল প্রয়োগ) লোম ঝরে যাওয়া।  (noun) (পালক, লোম) খসা বা ঝরার প্রক্রিয়া বা সময়।
  • English Word mound Bengali definition [মাউন্‌ড্] (noun) [countable noun] ঢিবি; টিলা; স্তূপ: a burial- mound.
  • English Word mount 1 Bengali definition [মাউন্‌ট্] (noun) (সংজ্ঞাবাচক বিশেষ্য ছাড়া, কেবল সাহিত্যিক) পর্বত; পাহাড়; শৈল: Christ’s sermon on the mount; (সংজ্ঞাবাচক বিশেষ্যের আগে সংক্ষেপ Mt): Mt Fuji.
  • English Word mount 2 Bengali definition [মাউন্‌ট্] (verb transitive), (verb intransitive) (১) আরোহণ করা; চড়া; কাউকে ঘোড়া জোগানো; ঘোড়ায় চড়ানোmount the throne সিংহাসনে আরোহণ/অধিরোহণ করা। (২) mount (up) পরিমাণে বৃদ্ধি পাওয়া; চড়া: mounting costs of education. (৩) (রক্ত) গালে চড়া বা ছড়িয়ে যাওয়া: A sudden blush mounted to her cheeks, কপোল আরক্ত হয়ে উঠল। (৪) স্থাপন করা; আরোপণ করা; চড়ানো: mount a gun, mount pictures, ছবি বাঁধাই করা; mount jewels in gold, বসানো; খচিত করা; mount specimens, (যেমন অনুবীক্ষণের জন্য স্লাইডে) নমুনা সংযোজন করা; mount insects, (প্রদর্শন বা জাদুঘরে সংরক্ষণে) কীটপতঙ্গ লটকানো। (৫) (সামরিক): mount an offensive/attack, আক্রমণ পরিচালনা করাmount guard (at/over) প্রহরায় নিযুক্ত হওয়া। (৬) (নাটক) মঞ্চস্থ করা(৭) (বড় জন্তু) সঙ্গমের উদ্দেশ্যে পিঠে চড়া। □ (noun) [countable noun] যার উপর কোনো ব্যক্তি বা বস্তু আরোপিত/আরূঢ় হয়েছে বা হতে পারে (যেমন ছবি বা আলোকচিত্রের জন্য কার্ড, নমুনার জন্য কাচের স্লাইড, আরোহণের জন্য ঘোড়া, কামানের জন্য চাকাওয়ালা গাড়ি, রত্নখচিত করার জন্য সোনা-রূপা ইত্যাদি); বাহন।
  • English Word mountain Bengali definition [মাউন্‌টিন্‌ America(n) মাউন্‌ট্‌ন্‌] (noun) (১) পর্বত; শৈল; গিরি; পাহাড়mountain ash= rowan tree. mountain chain পর্বতমালা; শৈলমালা। mountain dew (কথ্য) স্কচ হুইস্কি। mountain sickness উঁচু পর্বতশৃঙ্গে বায়ুর লঘুতাজনিত পীড়া; পর্বতপীড়া। (২) (লাক্ষণিক প্রয়াগ) বিশাল কোনো বস্তু: a mountain of debts/difficulties, ঋণের পাহাড়/পর্বতপ্রমাণ বাধাবিঘ্ন। mountaineer [মাউনটিনিআ(র্‌) America(n) মাউনটনইআর্] (noun) পাহাড়ি লোক; দক্ষ পর্বতারোহী। mountaineering (noun) (ক্রীড়া হিসেবে) পর্বতারোহণ। mountainous [মাউনটিনাস America(n) মাউনটানাস] (adjective) পার্বত্য; পর্বতময়: mountainous country; বিশাল; পর্বতপ্রমাণ: mountainous waves.
  • English Word mountebank Bengali definition [মাউন্‌টিব্যাঙক্‌] (noun) যে চটকদার কথায় মানুষকে ঠকানোর চেষ্টা করে; ধাপ্পাবাজ; ধোকাবাজ; খল
  • English Word Mountie Bengali definition [মাউন্‌টি] (noun) (কথ্য) কানাডার রাজকীয় অশ্বারোহী পুলিশবাহিনীর (Royal Canadian Mounted Police) সদস্য
  • English Word mourn Bengali definition [মোন্‌] (verb intransitive), (verb transitive) mourn (for/over) শোক করা; শোকসন্তপ্ত হওয়াmourner (noun) যে ব্যক্তি শোক করে, বিশেষত যে ব্যক্তি মৃতের আত্মীয় বা বন্ধু হিসেবে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়; শোককারী; শোকার্ত ব্যক্তি; শবানুযাত্রী। mournful [মোন্‌ফ্‌ল্‌] (adjective) শোকার্ত; শোকাকুল; শোকোচ্ছ্বাসিত; শোকসন্তপ্ত; শোকাতুর। mournfully [মোন্‌ফালি্] (adverb) শোকার্তভাবে ইত্যাদি।
  • English Word mourning Bengali definition [মোনিঙ্] (noun) [uncountable noun] শোক; শোকপালন(২) go into/be in mourning শোকচিহ্ন হিসেবে কালো কাপড় পরিধান করাmourning-ring (পূর্বকালে) মৃতব্যক্তির স্মৃতিচিত্র হিসেবে ধারণকৃত আংটি; শোকাঙ্গুরীয়।
  • English Word mouse Bengali definition [মাউস্‌] (noun) (১) (plural mice [মাইস]) ইঁদুর; মূষিক (house mouse,/ field mouse, harvest mouse); (লাক্ষণিক) লাজুক ভীরু লোকmouse-trap (noun) ইঁদুর ধরা ফাঁদ বা কল: mouse trap cheese, (হাস্যরসাত্মক) বিশ্রী স্বাদের পনির। (২) কম্পিউটার পরদায় কারসর স্থানান্তরের জন্য হস্তচালিত ছোট যন্ত্রবিশেষ: Use the mouse to drag the icon to a new position. □ (verb intransitive) ইঁদুর ধরা/শিকার করা। mouser [মাউজা(র্‌)] (noun) শিকারি বিড়াল। mousy [মাউসি] (adjective) (mousier, mousiest) (বিশেষত চুল) ম্যাড়ম্যাড়ে বাদামি; (ব্যক্তি) ভীরু; লাজুক।
  • English Word mousse Bengali definition [মূস] (noun) [countable noun, uncountable noun] ফেটানো এবং ঠাণ্ডা অবস্থায় পরিবেশিত মাছ, মাংস, স্বাদগন্ধযুক্ত ননি ইত্যাদি: chocolate mousse, ফেনানো চকোলেট।
  • English Word moustache Bengali definition (America(n)= mustache) [মাসটা:শ America(n) মাসট্যাশ] (noun) গৌফ; গুম্ফ; মোচ
  • English Word mouth 1 Bengali definition [মাউথ] (noun) (plural - mouths [মাউদস্‌]) (noun) (১) মুখ; মুখগহ্বর; মুখবিবরby word or mouth (খবর ইত্যাদি) বাচনিক; মুখে মুখে। down in the mouth বিমর্ষ; হতোদ্যম; নিস্তেজ। out of the mouths of babes and sucklings (প্রবাদ) অবোধ শিশুর মুখ দিয়েও জ্ঞানগর্ভ বাণী উচ্চারিত হতে পারে। laugh on the wrong side of one’s mouth বিলাপ করা; হতাশ হওয়া। look a gift-horse in the mouth কোন বস্তু অকৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করা, বিশেষত খুঁটিয়ে খুঁটিয়ে বস্তুটির দোষ বের করা। put words into somebody’s mouth (ক) কাউকে কিছু বলতে বলা; অন্যকে দিয়ে বলানো। (খ) কেউ কিছু বলেছে বলে ইঙ্গিত বা দাবি করা; অন্যের মুখে চাপানো। take the words out of somebody’s mouth অন্যের মুখের কথা কেড়ে নেওয়া; কী বলবে তা আঁচ করা। mouth ful [মাউথফ্‌ল্‌] (noun) এক গ্রাস। mouthorgan (noun) ধাতব পাতযুক্ত ছোট হারমোনিয়াম, যা ফুঁ দিয়ে বাজাতে হয়; হার্মোনিকা। mouthpiece (noun) (ক) তামাকের পাইপ, বাদ্যযন্ত্র প্রভৃতির যে অংশ মুখে থাকে; মুখ। (খ) অন্যের মতামত প্রকাশক ব্যক্তি সংবাদপত্র ইত্যাদি; মুখপাত্র। mouthwatering (adjective) দ্রষ্টব্য water 2 (৩). (২) (থলে বোতাম, গুহা, সুড়ঙ্গ, নদী ইত্যাদির মুখ
  • English Word mouth 2 Bengali definition [মাউদ] (verb transitive), (verb intransitive) (১) নিঃশব্দে কেবল চোয়াল নেড়ে কথা বলা(২) সাড়ম্বরে/সদম্ভে উচ্চারণ করা(৩) (খাদ্য) মুখে নেওয়া; মুখ লাগানো
  • English Word movable Bengali definition [মূভাব্‌ল্‌] (adjective) (১) নড়ানো-চড়ানো যায় এমন; চালনীয়; (সম্পত্তি) অস্থাবর। দ্রষ্টব্য portable. (২) তারিখ পাল্টায় এমন: a movable feast.  (noun) (plural) অস্থাবর বা গৃহোপকরণ।
  • English Word move 1 Bengali definition [মূভ] (noun) [countable noun] (১) স্থান বা অবস্থানের পরিবর্তন; (দাবা ইত্যাদি খেলায়) চাল; দান(২) কোনো উদ্দেশ্যসিদ্ধির জন্য যা করা উচিত বা করা হয়; পদক্ষেপ; উদযোগ: We are watching his next move. (৩) on the move সঞ্চরমাণ: the gypsies are on the move.make a move (ক) অন্যত্র গমন করা; ওঠা। (খ) কর্মতৎপর হওয়া; উদযোগী হওয়া। get a move on (অপশব্দ) তাড়াতাড়ি/তাড়াহুড়া করা।
  • English Word move 2 Bengali definition [মূভভ] (verb transitive), (verb intransitive) (১) নড়া বা নড়ানো; সরা বা সরানো; আন্দোলিত হওয়া বা করা; (দাবা ইত্যাদি খেলায়) চাল দেওয়াmove heaven and earth যথাসাধ্য করা; (কিছু করার জন্য) স্বর্গমর্ত্য তোলপাড় করা। (২) move (house) বাড়ি বদল করা; নিজের আসবাবপত্র অন্য বাড়িতে নিয়ে যাওয়াmove in নতুন বাড়িতে ওঠা। move out বাড়ি ছেড়ে দেওয়া। (৩) move on অন্য স্থান বা অবস্থানে সরে যাওয়া (যেমন পুলিশের হুকুমে); আগ বাড়ানোmove somebody on আদেশবলে কাউকে সরিয়ে দেওয়া; অগ্রসর করানো; আগবাড়ানো। move along/down/up অন্যদের জায়গা করে দেওয়ার জন্য সামনে/নিচে/উপরে এগিয়ে যাওয়া। (৪) বিচলিত/ অভিভূত/বিহ্বল করা: a moving sight, মর্মস্পর্শী/মর্মন্তুদ দৃশ্য। (৫) (কিছু করতে) উদ্বুদ্ধ/উৎসাহিত করা(৬) (আলোচনা ও মীমাংসায়) প্রস্তাব করা। দ্রষ্টব্য motion(৩). (৭) move for আনুষ্ঠানিক আবেদন করা(৮) এগিয়ে চলা; অগ্রসর হওয়া(৯) উদ্যোগ/পদক্ষেপ নেওয়া; ব্যবস্থা গ্রহণ করা: I asked him to move in the matter. (১০) জীবনযাপন করা; সময় কাটানো; চলাফেরা করা: move in the highest society. (১১) (কোষ্ঠ) পরিষ্কার/খালি করা; (কোষ্ঠ) পরিষ্কার/খালি হওয়া