Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word Mughal Bengali definition [মূঘল] (অপিচ Moghul, Mogul [মোঘল]) (noun) মুসলমান সম্প্রদায়বিশেষ, যে সম্প্রদায়ের সদস্যগণ ষোড়শ শতক থেকে ঊনবিংশ শতক পর্যন্ত ভারতবর্ষ শাসন করে; মোগল: the Mughal emperors, মোগল সম্রাট।
  • English Word mugwump Bengali definition [মাগওয়াম্‌প্‌] (noun) (America(n)) হামবড়া/আত্মাভিমানী/দাম্ভিক লোক; আত্মগর্বী
  • English Word Muhammad Bengali definition [মাহ্যামিড্‌] (noun) (ইসলামের নবি) মুহম্মদ (সা.)। Muhammadan [ডান্‌] (noun), (adjective) মুসলিমMuhammadanism [মাহ্যামিডানিজাম্‌] (noun) ইসলাম।
  • English Word mulatto Bengali definition [মিঊল্যাটোউ America(n) মাল্যা] (noun) (plural mulattos, mulattoes [মিঊল্যাটোউজ] যার মা-বাবার একজন কৃষ্ণাঙ্গ, অপরজন শ্বেতাঙ্গ; বর্ণসংকর
  • English Word mulberry Bengali definition [মালব্রি America(n) মালবেরি] (noun) (plural mulberries) [countable noun] তুঁত; তুঁত গাছ; তুঁত ফল
  • English Word mulch Bengali definition [মালচ্] (noun) [countable noun] আর্দ্রতা রক্ষা, আগাছা অপনোদন ইত্যাদি উদ্দেশ্যে গাছ ও ঝোপের শিকড়ের উপর ছড়ানো গলিত উদ্ভিজ্জপদার্থের আচ্ছাদন
  • English Word mulct Bengali definition [মালক্‌ট্‌] (verb transitive) mulct (in/of) (বিরল) জরিমানা করে শাস্তি/ধনদণ্ড দেওয়া; (কিছু) নিয়ে/কেটে নেওয়া: mulct a man Tk 10; mulct a man in Tk 10; be mulcted one’s money.
  • English Word mule 1 Bengali definition [মিঊল] (noun) (১) গাধা ও ঘোটকীর মিলনজাত শাবক; খচ্চরas obstinate/stubborn as a mule খচ্চরের মতো; ভয়ানক একগুঁয়ে বা গোঁয়ার। (২) (কথ্য) গোঁয়ার, গোঁয়ারগোবিন্দ(৩) এক ধরনের চরকাmuleteer [মিঊলাটিআ(র্)] (noun) খচ্চর চালক। mulish [মিঊলিশ] (adjective) একগুঁয়ে; গোঁয়ার; জেদি। mulishly (adverb) খচ্চরের মতো; একগুঁয়েভাবে। mulishness (noun) একগুঁয়েমি; গোঁয়ারতুমি।
  • English Word mule 2 Bengali definition [মিঊল] (noun) চটি (জুতা)।
  • English Word mull 1 Bengali definition [মাল্‌] (verb transitive) চিনি, মসলা ইত্যাদি মিশিয়ে (মদ, বিয়ারের) গরম পানীয় তৈরি করা: mulled claret.
  • English Word mull 2 Bengali definition [মাল্] (noun) (স্কটল্যান্ডীয়) (স্থাননামে) সমুদ্রোপরি অভিক্ষিপ্ত সৈকতাংশ: the mull of Kintyre.
  • English Word mull 3 Bengali definition [মাল্](verb intransitive) mull something over; mull over ভেবেচিন্তে করে দেখা; মনে মনে নাড়াচাড়া করা
  • English Word mullah Bengali definition [মালা](noun) মুসলিম ধর্মবেত্তা; মোল্লা
  • English Word mullein Bengali definition [মালিন্‌](noun) ধূসর লোমশ পাতা ও ছোট ছোট হলুদ ফুলবিশিষ্ট কয়েক ধরনের উদ্ভিদ
  • English Word mullet Bengali definition [মালিট্‌](noun) খাদ্যরূপে ব্যবহৃত কয়েক ধরনের সামুদ্রিক মাছ, বিশেষত red mullet & grey mullet.
  • English Word mulligatawny Bengali definition [মালিগাটোনি](noun) mulligatawny (soup) (অনেক সময় ভাতমিশ্রিত) গুঁড়ামসলাযুক্ত ঘন স্যুপবিশেষ; মাল্লিগাটনি
  • English Word mullion Bengali definition [মালিআন](noun) জানালার অংশসমূহের মধ্যে শিলানির্মিত খাড়া বিভাজক; বিভাজনশিলাmullioned [মালিআনড্‌] (adjective) খাড়া বিভাজকবিশিষ্ট।
  • English Word multi Bengali definition [মাল্‌টি] (prefix) বহু (...); (…) বিশিষ্ট, যেমন multicoloured, বহুবর্ণ; a multimillionaire, কোটিপতি; a multistage rocket, বহুস্তরবিশিষ্ট রকেট; a multiracial country, বহুজাতিক দেশ।
  • English Word multifarious Bengali definition [মাল্‌টিফেআরিআস](adjective) নানাবিধ; বহুবিধ: multifarious duties; বহুবিচিত্র। multifariously (adverb) বহুবিচিত্রভাবে।
  • English Word multiform Bengali definition [মালটিফোম](adjective) বহুরূপ; বহুআকারবিশিষ্ট
  • English Word multilateral Bengali definition [মালটিল্যাটারাল](adjective) বহুমুখী; হুপাক্ষিক: multilateral disarmament; multilateral trade.
  • English Word multilineal Bengali definition [মালটিলিনিআল] multilinear [মালটিলিনিআ(র্‌)] (adjective(s) বহুরেখ
  • English Word multilingual Bengali definition [মালটিলিঙগোয়াল্](adjective) (১) বহুভাষা ব্যবহার করে এমন; বহুভাষিক: a multilateral country. (২) বহুভাষায় লিখিত বা মুদ্রিত; বহুভাষিক: multilateral instruction sheets.
  • English Word multinational Bengali definition [মালটিন্যাশনাল] (adjective) বহুজাতিক। (noun)বহুজাতিক কোম্পানি।
  • English Word multiped Bengali definition [মালটিপেড্‌](adjective) বহুপদ প্রাণী
  • English Word multiple Bengali definition [মালটিপল্‌](adjective) বহু অংশ বা উপাদানবিশিষ্ট; বহুধা; বহুবিধ: a man of multiple interests; a multiple shop/store, বহুশাখাবিশিষ্ট (দ্রষ্টব্য অধিকপ্রচলিত শব্দ chain store); a multiple-unit train, স্বতন্ত্রভাবে চলনক্ষম অনেকগুলো কোচের সমন্বয়ে গঠিত। multiple-choice (adjective) (পরীক্ষার প্রশ্ন) কয়েকটি সম্ভাব্য উত্তরসংবলিত, যার থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে; বহু বিকল্পযুক্ত। □ (noun) যে রাশিকে অন্য একটি রাশি দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না; গুণিতক: 2 4 is a multiple of 6. least/lowest common multiple (সংক্ষেপ LCM) লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু)। দ্রষ্টব্য factor (১)।
  • English Word multiplex Bengali definition [মালটিপ্লেকস] (adjective) বহু অংশ বা রূপবিশিষ্ট; বহু উপাদানবিশিষ্ট; বহুবিধ; বহুতর; যৌগিক
  • English Word multiplication Bengali definition [মালটিপলিকেইশন] (noun) (১) [uncountable noun] গুণ; গুণন; পূরণmultiplication table গুণের নামতা। (২) [countable noun] পূরণের দৃষ্টান্ত; গুণ: an easy multiplication.
  • English Word multiplicity Bengali definition [মালটিপ্লিসাটি] (noun) [uncountable noun] সংখ্যাধিক্য; প্রাচুর্য; আধিক্য: a multiplicity of duties, বহুসংখ্যক/অসংখ্য দায়িত্ব।
  • English Word multiply Bengali definition [মালটিপ্লাই] (verb transitive), (verb intransitive) (past tense, past participle multiplied) (১) multiply something by something গুণ/পূরণ করা(২) বহুসংখ্যায় উৎপন্ন করা; সংখ্যাবৃদ্ধি করা: multiply instances. (৩) বংশবৃদ্ধি করা