M পৃষ্ঠা ৩৫
- English Word morris dance Bengali definition [মরিস্ডা:নস্ America(n) মোরিসড্যানস্] (noun) ইংল্যান্ডে পুরুষদের প্রাচীন লোকনৃত্যবিশেষ; মরিস নাচ।
- English Word morrow Bengali definition [মরোউ America(n) মোরোউ] (noun) (১) (সাহিত্যিক) পরদিন; আগামীকাল; পরদিবস; (পুরাতনী) প্রভাত; প্রাতঃকাল: Good morrow!
- English Word Morse Bengali definition [মোস্] (noun) Morse (code) বিন্দু ও ড্যাশ, কিংবা দীর্ঘ ও হ্রস্বধ্বনি বা আলোকস্ফুরণের সাহায্যে বর্ণমালার বর্ণ ও সংখ্যা উজ্জ্বলিত করে বাতি, বেতার ইত্যাদির সাহায্যে সংকেত প্রেরণের পদ্ধতিবিশেষ; মোর্স (সংহিতা): a message in Morse;the Morse alphabet.
- English Word morsel Bengali definition [মোস্ল্] (noun) [countable noun] (বিশেষত খাদ্যের) ক্ষুদ্র টুকরা; গ্রাস; দানা।
- English Word mortal Bengali definition [মোট্ল্] (adjective) (১) নশ্বর; মরণশীল। (২) মারাত্মক; প্রাণঘাতী; সংহারক: a mortal blow. mortal sins যেসব পাপ মানুষের আত্মিক মৃত্যু ঘটায়; মহাপাতক; আত্মনাশক পাপ। (৩) আমরণ: mortal hatred. mortal combat আমরণ/আমৃত্যু লড়াই। mortal enemies যাদের শত্রুতা মৃত্যু পর্যন্ত চলবে; আমরণ শত্রু। (৪) মৃত্যুর সহচর: in mortal agony, মৃত্যুযন্ত্রণায়। (৫) (কথ্য) সাংঘাতিক; মারাত্মক; নিদারুণ: in mortal fear; in mortal hurry.(noun) মরমানব। mortally [মোটালি] (adverb) (১) মারাত্মকভাবে: mortally wounded. (২) গভীরভাবে; যৎপরোনাস্তি: mortally offended.
- English Word mortality Bengali definition [মোট্যালাটি] (noun) [uncountable noun] (১) নশ্বরতা; মরণশীলতা; মরত্ব। (২) মৃত্যুসংখ্যা (যেমন কোনো রোগ বা বিপর্যয়ের দরুন) : an epidemic with a heavy mortality. (৩) মৃত্যুহার। mortality tables (বিমা) বিভিন্ন বয়সের মানুষের প্রত্যাশিত আয়ুর ছকবদ্ধ উপস্থাপনা; মৃত্যুসারণি।
- English Word mortar 1 Bengali definition [মোটা(র্)] (noun) [uncountable noun] বাড়ির দেওয়াল ইত্যাদি গাঁথার জন্য চুন, বালি ও পানির মিশ্র; মশলা গোলা। mortar-board (noun) (ক) নিচের দিকে খাটো হাতলযুক্ত ছোট ফলকবিশিষ, যা রাজমিস্ত্রিরা ইট গাঁথার সময়ে চুনসুরকির আধার হিসেবে ব্যবহার করে। (খ) কলেজ ইত্যাদির সদস্যদের শিক্ষায়তনিক পোশাকের অংশ হিসেবে চৌকো টুপিবিশেষ। □ (verb transitive) চুনসুরকি দিয়ে গাঁথা।
- English Word mortar 2 Bengali definition [মোটা(র্)] (noun) (১) হামানদিস্তা; উদূখল। (২) (সামরিক) উচ্চ কোণে গোলা নিক্ষেপ করার জন্য কামানবিশেষ।
- English Word mortgage Bengali definition [মোগিজ] (verb transitive) mortgage (to) (for) বন্ধক বা রেহান দেওয়া: mortgage a house. □ (noun) বন্ধক; রেহান; রেহাননামা: raise a mortgage from a bank. be mortgaged up to the hilt (সম্পত্তির উপর) সর্বোচ্চ পরিমাণ বন্ধক পাওয়া। mortgagee [মোগিজী] (noun) বন্ধকগ্রহীতা; রেহানদার। mortgagor [মোগিজো(র্) America(n) মোরগিজার] (noun) বন্ধকদাতা। mortgaged (adjective) আধীকৃত।
- English Word mortice Bengali definition [মোটিস্] (noun) দ্রষ্টব্য mortise.
- English Word mortician Bengali definition [মোটিশ্ন্] (noun) (America(n)) অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদক। দ্রষ্টব্য undertaker.
- English Word mortify Bengali definition [মোটিফাই] (verb intransitive), (verb transitive) (past tense, past participle mortified) (১) লজ্জা বা অপমানে মর্মাহত বা অভিভূত করা; মর্মান্তিক আঘাত করা। (২) mortify the flesh দৈহিক কামনাবাসনাসমূহ দমিত করা; কৃচ্ছ্রসাধনা করা। (৩) (জখম প্রভৃতির চারদিকের মাংস) পচন ধরা। mortification [মোটিফিকেইশ্ন্] (noun) [uncountable noun] মনস্তাপ; চরম লজ্জা; মর্মাঘাত; কৃচ্ছ্রসাধন; পচন।
- English Word mortise, mortice Bengali definition [মোটিস্] (noun) কাঠের টুকরায় কাটা (সাধারণত আয়তাকার) গর্ত, যার মধ্যে অন্য কাঠের প্রান্তভাগ (tenon বা আল) ঢুকিয়ে জোড়া লাগানো হয়; কাষ্ঠগ্রহণি; নাভি; ঘাট। mortiselock (দরজা ইত্যাদির) কাঠের অভ্যন্তরে স্থাপিত মজবুত তালা; নাভিতালা। (verb transitive) নাভি বা ঘাট কেটে জোড়া দেওয়া: mortise two beams together.
- English Word mortmain Bengali definition [মোট্মেইন] (noun) কোনো সংগঠনের অধিকারভুক্ত হস্তান্তরের অযোগ্য সম্পত্তি ইত্যাদি; অদেয়ভোগ; ওয়াক্ফ। in mortmain (লাক্ষণিক) হস্তান্তরের অযোগ্য; বিনিময়ের অযোগ্য; অবিচ্ছেদ্য।
- English Word mortuary Bengali definition [মোচারি America(n) মোচুএরি] (noun) (plural mortuaries) (হাসপাতাল ইত্যাদির অংশ হিসেবে) যে কক্ষ বা ভবনে শবদেহ সমাধিস্থ করার পূর্ব পর্যন্ত সংরক্ষণ করা হয়; শবাগার; মুরদাঘর; শবকক্ষ; (attributive(ly)) মৃত্যু বা অন্ত্যেষ্টিক্রিয়া সম্বন্ধীয়; অন্তিম: mortuary rites.
- English Word mosaic Bengali definition [মোউজেইক] (noun), (adjective) শিল্প বা শিল্পকর্মবিশেষ, যাতে নানা বর্ণের পাথরের টুকরা ইত্যাদি জোড়া লাগিয়ে নকশা, ছবি ইত্যাদি তৈরি করা হয়।
- English Word Mosaic 2 Bengali definition [মোউজেইক্] (adjective) মুসার; মুসা সম্বন্ধীয়; মুসাই (the) Mosaic law বাইবেলের প্রথম পাঁচ গ্রন্থ; মুসার বিধানাবলি; তৌরাত।
- English Word moselle Bengali definition [মোউজেল্] (noun) (জার্মানির) মোজেল নদীর অববাহিকার উৎপন্ন অমিষ্ট সাদা মদ।
- English Word mosey Bengali definition [মোউজি] (verb intransitive) mosey (along) ধীরেসুস্থে উদ্দেশ্যহীনভাবে পথ চলা।
- English Word Moslem Bengali definition [মজলাম্] (noun), (adjective) = Muslim.
- English Word mosque Bengali definition [মস্ক্] (noun) মসজিদ।
- English Word mosquito Bengali definition [মাসকীটোউ] (noun) (plural mosquitoes [মাসকীটোউজ]) মশা; মশক। mosquito-net (noun) মশারি। mosquito-craft (noun) (collective plural) সহজে নিয়ন্ত্রণযোগ্য; উচ্চগতিসম্পন্ন সশস্ত্র জাহাজবিশেষ।
- English Word moss Bengali definition [মস America(n) মোস্] (noun) [uncountable noun] ছোট ছোট সবুজ বা হলুদ উদ্ভিদবিশেষ, যা ভেজা গাছ, পাথর ইত্যাদির গায়ে ঘন হয়ে জন্মে; শেওলা; শৈবাল; moss covered rocks/walls. A rolling stone gathers no moss (প্রবাদ) যে ব্যক্তি ঘন ঘন পেশা পরিবর্তন করে কিংবা কখনো এক জায়গায় স্থির হয়ে বসে না- সে কখনো জীবনে সাফল্য লাভ করে না; গড়ানে পাথরে শ্যাওলা ধরে না। moss-grown (noun) শৈবালাকীর্ণ; শেওলাঢাকা। mossy (adjective) (mossier, mossiest) শৈবালময়; শেওলাঢাকা; শেওলার মতো: mossy green শেওলা-সবুজ।
- English Word most 1 Bengali definition [মোউস্ট্] (১) (least ও fewest-এর সঙ্গে বৈপরীত্যক্রমে; দ্রষ্টব্য many, more, much 1) (adjective), (noun) (স্বতন্ত্র superlative) সবচেয়ে বেশি/বড়; সর্বোচ্চ; সর্বাধিক; বৃহত্তম। I’ll do the most, যথাসাধ্য করব। at (the) most; at the very most বড়জোর; খুব বেশি হলে। make the most of পূর্ণ সদ্ব্যবহার করা। for the most part সাধারণত; সচরাচর; মোটের উপর; বেশিরভাগ/অধিকাংশ ক্ষেত্রে। (২) এই অর্থে আগে definite article থাকে না) অধিকাংশ; বেশিরভাগ: Most women like ornaments. □ (suffix) (preps বা অবস্থানসূচক adjective(s)) top most, সর্বোচ্চ; সবচেয়ে উপরের; in(ner) most, সবচেয়ে অভ্যন্তর/ভিতরের।
- English Word most 2 Bengali definition [মোউস্ট্] (adverb) (১) (বহুর মধ্যে তুলনায় একটির উৎকর্ষ বা অপকর্ষ জানাতে দুইয়ের অধিক অক্ষরযুক্ত প্রায় সকল adjective(s) ও adverb(s)-এর পূর্বে বসে) সবচেয়ে; অধিকতম; -তম: the most beautiful/harmful etc; most interestingly/dearly. (২) ক্রিয়ার গুণ নির্দেশ করে, তবে ক্রিয়া এবং ক্রিয়ার কর্মের মাঝখানে বসানো যায় না) সবচেয়ে: What pained him most was that... (৩) (গুরুত্বসূচক, adjective- কে বিশেষিত করে; আগে indefinite article বসতে পারে) অত্যন্ত; অতিশয়: It was a most interesting piece of news. (৪) (adverb-কে বিশেষিত করে) পুরাপুরি; সম্পূর্ণভাবে: most certainly, অবশ্য অবশ্য। (৫) (উপ. ও America(n) কথ্য) প্রায়: most everybody is interested. mostly (adverb) প্রধানত; প্রায় সবই; সাধারণত; সচরাচর; বেশির ভাগ: The meal was mostly bread and cheese. They are mostly at home in the afternoon.
- English Word mote Bengali definition [মোউট্] (noun) (ধুলা) কণিকা; ধূলিকণা। the mote in somebody’s eye পরের দোষ (যা নিজের দোষের তুলনায় অকিঞ্চিৎকর)।
- English Word motel Bengali definition [মোউটেল্] (noun) (কক্ষ বা কুঠরি, গাড়ি রাখার স্থান, সার্ভিস স্টেশনসহ) মোটরচালকদের হোটেল; মোটেল।
- English Word moth Bengali definition [মথ্ America(n) মোথ্] (noun) বিভিন্ন ধরনের পতঙ্গ, যারা আলোর প্রতি আকৃষ্ট হয়ে প্রধানত রাত্রিকালে উড়ে বেড়ায়; দেয়ালি পোকা। moth-ball (noun) জামাকাপড় পোকা থেকে বাঁচানোর জন্য (কর্পূর ইত্যাদির) গুলি; ন্যাপথালিন। দ্রষ্টব্য naptha ভুক্তিতে naphthalene. in moth-balls (লাক্ষণিক) মজুত/ফেলে রাখা অবস্থায়। clothes-moth (noun) যে ধরনের পতঙ্গ কাপড়, পশম ইত্যাদির মধ্যে বংশবিস্তার করে, এদের শূক কাপড় খেয়ে ফুটো করে দেয়; কাপুড়ে পোকা। moth-eaten (adjective) পোকায় খাওয়া; (লাক্ষণিক) সেকেলে; বস্তাপচা। moth-proof (adjective) (বস্ত্র) পোকায় যাতে না কাটে, সেজন্য রাসায়নিক দ্রব্যাদি যোগে প্রক্রিয়াজাত; কীটরোধী। □ (verb transitive) কীটরোধী করা: moth-proof carpets.
- English Word mother Bengali definition [মাদা(র্)] (noun) (১) মা; মাতা; জননী; জনয়িত্রী; আবাসিক বিদ্যালয়, শিশুসদন ইত্যাদিতে শিশুদের দায়িত্বে নিয়োজিত মহিলা (প্রায়ই housemother)। (২) যে গুণ বা অবস্থা থেকে কোনোকিছু উদ্ভূত হয়; প্রসূতি; জনয়িত্রী। Necessity is the mother of invention (প্রবাদ) প্রয়োজন উদ্ভাবনের প্রসূতি। (৩) মেয়েদের ধর্ম প্রতিষ্ঠানের প্রধান; আশ্রমপালিকা। Mother Superior মহিলা মঠাধ্যক্ষা। (৪) (বিভিন্ন প্রয়োগ) the mother country (ক) স্বদেশ; মাতৃভূমি। (খ) ঔপনিবেশিকদের স্বদেশ; ঔপনিবেশিকশক্তি। motherland (noun) মাতৃভূমি; জন্মভূমি; স্বদেশ। mother-in-law [মাদার্ ইন্ লো] (noun) (plural mothers-in-law) শাশুড়ি। mother-of-pearl (noun) [uncountable noun] কোনো কোনো খোলা বিশেষত শুক্তির ভিতরের শক্ত মসৃণ চকচকে রংধনুসদৃশ বস্তু, যা দিয়ে বোতাম, অলংকার তৈরি হয়; শুক্তি। mothership (noun) যে জাহাজ থেকে অন্য জাহাজে (যেমন ডুবোজাহাজে) রসদ সরবরাহ করা হয়। mothertongue (noun) মাতৃভাষা। motherwit (noun) কাণ্ডজ্ঞান; সহজাত বুদ্ধি। motherhood [মাদার্হুড্] (noun) [uncountable noun] মাতৃত্ব। motherless (adjective) মাতৃহীন। motherlike (adjective) মাতৃবৎ; মাতৃতুল্য। motherly (adverb) মাতৃসুলভ। motherliness (noun) মাতৃসুলভ স্নেহমমতা। □ (verb transitive) মাতৃস্নেহে লালনপালন করা।
- English Word motif Bengali definition [মোউটীফ্] (noun) [countable noun] সংগীতের মূল সুর যা শিল্পী বা সুরস্রষ্টার হাতে পূর্ণতা পায় এবং প্রায়ই পুনরাবর্তিত হয়; শিল্পকর্মের প্রধান বৈশিষ্ট্য; মূল/স্থায়ী ভাব বা সুর।