M পৃষ্ঠা ৩৩
- English Word monotonous Bengali definition [মনাটানাস] (adjective) একঘেয়ে; একটানা; বৈচিত্র্যহীন। monotonously (adverb) একঘেয়ে সুরে; একটানা; এক সুরে; বৈচিত্র্যহীনভাবে।
- English Word monotony Bengali definition [মানটানি] (noun) [uncountable noun] একঘেয়েমি; বৈচিত্র্যহীনতা; একসুর।
- English Word monotype Bengali definition [মনাটাইপ] (noun) (proprietary name) মুদ্রাক্ষর বিন্যাসের যন্ত্রবিশেষ, যা একটি একটি করে মুদ্রাক্ষর স্থাপিত, সংযোজিত ও বিন্যস্ত করে; মনোটাইপ।
- English Word monoxide Bengali definition [মনক্সাইড্] (noun) [countable noun, uncountable noun] যে অক্সিজেনযৌগের অণুতে অক্সিজেনের একটি পরমাণু থাকে; মনোক্সাইড: carbon monoxide, (CO).
- English Word Monroe Bengali definition [মনরোউ] (noun) Monroe doctrine (মার্কিন প্রেসিডেন্ট (১৮১৭-১৮২৫) জেমস মনরোর ১৮২৩ সালের বিবৃতির উপর প্রতিষ্ঠিত) উত্তর ও দক্ষিণ আমেরিকায় ইউরোপীয় রাষ্ট্রশক্তিসমূহের যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে মার্কিন বৈরনীতি, মনরোনীতি।
- English Word Monsieur Bengali definition [মাসিয়া(র্)] (noun) (সংক্ষেপ M) (plural Messieurs [মেইসিয়া(র্)] পুরুষের ফরাসি উপাধি; জনাব; শ্রী।
- English Word Monsignor Bengali definition [মনসীনিআ(র্)] (noun) রোমান ক্যাথলিক গির্জা সংগঠনের পাদরিবিশেষ; ঐ সংগঠনে কোনো-কোনো পাদরির সম্মানসূচক উপাধি; মনসিইনর।
- English Word monsoon Bengali definition [মনসূন] (noun) মৌসুমি বায়ু; বর্ষাকাল।
- English Word monster Bengali definition [মনসটা(র্)] (noun) (১) অস্বাভাবিকভাবে বিকৃতগঠন প্রাণী বা উদ্ভিদ; অস্বাভাবিক আকার-আকৃতি বা গুণসম্পন্ন ব্যক্তি বা বস্তু; (রূপকথায়) কাল্পনিক (যেমন অর্ধেক জন্তু, অর্ধেক পাখি); কিম্ভূতবস্তু/বিম্ভূতজীব: A two-headed house in a monster. (২) পাপ বা অসৎ কোনো গুণে অসাধারণ ব্যক্তি; রাক্ষস; পিশাচ; a monster of cruelty/ingratitude. (৩) (attributive(ly)) বিশাল; বিপুলায়তন; বিরাটকায়: a monster ship.
- English Word monstrance Bengali definition [মন্স্টা্ন্স্] (noun) (Roman Catholic গির্জায়) যে পাত্রে পবিত্র রুটি পূজার জন্য উন্মোচন করা হয়।
- English Word monstrous Bengali definition [মনসট্রাস] (adjective) (১) কিম্ভূতকিমাকার; বিরাটকায়; ভীমদর্শন; বিকটদর্শন। (২) নিষ্ঠুর; উৎকট; পৈশাচিক; ভয়ংকর; বিকট: monstrous crimes. (৩) (কথা) একেবারেই অর্থহীন; অবিশ্বাস্য; কেলেঙ্কারিজনক; পৈশাচিক: It’s monstrous to be cruel to children. monstrously (adverb) পৈশাচিকভাবে; উৎকট রকম ইত্যাদি। monstrosity [মনসট্রসাটি] (noun) (plural monstrosities) [uncountable noun] পৈশাচিকতা; বিকটতা; ভীমরূপ; [countable noun] কিম্ভূতজীব; কিম্ভূতবস্তু; বিকট/অতি কুৎসিত বস্তু; ভবন ইত্যাদি।
- English Word montage Bengali definition [মন্টা:জ্ America(n) মনটা:জ্] (noun) (ফরাসি) [uncountable noun] ধারাবাহিক ছবি তৈরি করার জন্য ফিল্মের নির্বাচন, কর্তন ও বিন্যাস; যৌগিক চিত্ররচনার জন্য বহু চিত্র, নকশা ইত্যাদি (অনেক সময়ে উপর্যুপরি স্থাপন করে) ব্যবহারের প্রক্রিয়া।
- English Word month Bengali definition [মানথ্] (noun) calendar month বছরের যেকোনো মাস; কোনো মাসের কোনো তারিখ থেকে পরবর্তী মাসের ঐ তারিখ পর্যন্ত সময় (৭ জুন থেকে ৭ জুলাই); পঞ্জিকামাস। lunar month চন্দ্রমাস; ২৮ দিন: He’ll be here this day month, চার সপ্তাহের মধ্যে। a month of Sundays সুদীর্ঘ সময়। monthly (adjective), (adverb) মাসিক; প্রতি মাসে; মাসে মাসে। (noun) (১) মাসিক (পত্রিকা)। (২) (plural monthlies) (কথ্য, প্রাচীন প্রয়োগ) (নারী) মাসিক।
- English Word monument Bengali definition [মনিঊমান্ট্] (noun) (১) কোনো ব্যক্তি বা ঘটনার স্মৃতিরক্ষার্থে নির্মিত হর্ম্য, স্তম্ভ, ভাস্কর্য ইত্যাদি; স্মৃতিসৌধ। the Monument ১৬৬৬ খ্রিস্টাব্দে ঘটিত লন্ডনের ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতিবহ স্তম্ভ। (২) Ancient Monuments বিশেষ ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বস্তু, যেমন প্রাগৈতিহাসিক দুর্গপ্রাকার, পরিখা, ধ্বংসাবশেষ, প্রাচীন ভবন, সেতু ইত্যাদি (যা প্রায়ই সরকারি সংস্থাদি কর্তৃক সংরক্ষিত হয়); পুরাকীর্তি। (৩) পাণ্ডিত্য বা গবেষণার স্মরণীয় কীর্তি; সাহিত্য বা বিজ্ঞানের অমর কীর্তি; কীর্তিস্তম্ভ: a monument of labour.
- English Word monumental Bengali definition [মনিউমেনট্ল্] (adjective) (১) স্মৃতিসৌধ সম্বন্ধীয় বা স্মৃতিসৌধের জন্য; স্মারক: a monumental inscription, স্মারক উৎকিরণ: monumental masons, যেসব রাজমিস্ত্রি সমাধিকফলক ইত্যাদি তৈরি করে; স্মারকশিল্পী। (২) (গ্রন্থ, পর্যেষণা) স্থায়ী মূল্যবহ; কীর্তিস্তম্ভতুল্য: a monumental production, অমর কীর্তিস্তম্ভ। (৩) (গুণ, ভবন, দায়িত্ব) বিশাল; পর্বতপ্রমাণ: monumental ignorance.
- English Word moo Bengali definition [মূ] (noun) গরুর হাম্বারব। (verb transitive) (past tense) mooed) হাম্বারবে ডাকা। moo-cow (noun) (শিশুবুলি) গরু; হাম্বা।
- English Word mooch Bengali definition [মূচ্] (verb intransitive) mooch about (কথ্য) টো টো করে বেড়ানো; ইতস্তত ঘোরাফেরা করা।
- English Word mood 1 Bengali definition [মূড্] (noun) [countable noun] মানসিক অবস্থা; মেজাজ; মনমরজি; মনের গতি; ধাত: in a merry mood, খোশমেজাজে; a man of moods, অস্থির মেজাজের/মেজাজি/খেয়ালি লোক। moody (adjective) (moodier, moodiest) (১) অস্থির মেজাজের। (২) বদমেজাজি; গরম মেজাজের; বিষণ্ণপ্রকৃতি। moodily [মূডিলি] (adverb) খেয়ালের বশে ইত্যাদি। moodiness (noun) খামখেয়াল; খেয়ালিপনা; অস্থিরচিত্ততা।
- English Word mood 2 Bengali definition [মূড্] (noun) (ব্যাকরণ) ক্রিয়াকে (verb) নিশ্চিত, সম্ভবপর, সন্দেহজনক ইত্যাদি বলে বিবেচনা করা হচ্ছে কি-না তা দেখাতে ক্রিয়াপদ যে কয়েকটি রূপ গ্রহণ করতে পারে, তার যেকোনো একটি; ক্রিয়ার ভাব; the indicative/imperative/subjunctive mood.
- English Word moon 1 Bengali definition [মূন] (noun) (১) the moon চাঁদ; চন্দ্র: a new/half/full moon, দ্রষ্টব্য new. cry for the moon অসম্ভব কিছুর জন্য হাপিত্যেশ করা। promise somebody the moon বেহিসাবি/আকাশের চাঁদ পেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া। (২) (যৌগশব্দ) moon-beam (noun) চাঁদের কিরণ; চন্দ্রকিরণ। moon buggy/rover (noun) চাঁদের পিঠে চলাচলের বাহনবিশেষ; চন্দ্রযান। moonflower (noun) = ox-eye daisy, হলুদ কেন্দ্রবিশিষ্ট সাদা ফুলবিশেষ। moon-light (noun) (ক) চাঁদের আলো; জ্যোৎস্না: (প্রায়ই attributive(ly)) a moonlight night. moonlit (adjective) চন্দ্রালোকিত: a moonlit night, জ্যোৎস্নারাত। moonshine (noun) (ক) চাঁদের আলো; জ্যোৎস্না; চন্দ্রালোক। (খ) নির্বোধ বা অলীক কথাবার্তা, ভাব ইত্যাদি; আবোলতাবোল; গালগল্প; বাজে বকুনি। (গ) (America(n)) অবৈধভাবে চোলাই করা বা চোরাচালানকৃত হুইস্কি বা অন্য উগ্র সুরা। moon store (noun) উপরত্নবিশেষ; চন্দ্রকান্ত (মণি)। moonstruck (adjective) (চাঁদের প্রভাবে বলে কথিত) ক্ষিপ্ত ও অব্যবস্থিতচিত্ত; চন্দ্রাহত। (৩) [countable noun] উপগ্রহ; (অন্য গ্রহের) চন্দ্র। (৪) [countable noun] (কাব্য) মাস। once in a blue moon (কথ্য) কদাচিৎ বা কখনো না। moonless (adjective) চন্দ্রহীন; নিশ্চন্দ্র: a dark moon less night.
- English Word moon 2 Bengali definition [মূন্] (verb intransitive), (verb transitive) (১) moon about/around অলস সময় কাটানো। (২) moon away আলস্যে বা উদ্দেশ্যবিহীনভাবে সময় কাটানো: The whole of July he simply mooned away. moony (adjective) (moonier, mooniest) আলস্যপরায়ণ; খেয়ালি।
- English Word moor 1 Bengali definition [মুআ(র্)] (noun) [countable noun, uncountable noun] বিশেষত হিদার (heather দ্রষ্টব্য) আবৃত (এবং ব্রিটেনে বুনো পশুপাখি, বিশেষত জংলি হাঁস সংরক্ষণে ব্যবহৃত) উন্মুক্ত, অনাবাদি জমি বা এলাকা; পতিত জমি। moor-fowl, moor-game (noun(s) (past participle অপরিবর্তিত) উক্ত এলাকার লাল মোরগবিশেষ। moorcock (noun) উক্ত মোরগ। moorhen (noun) (ক) উক্ত স্ত্রীজাতীয় পাখি;(খ) জলকুক্কুট। moorland [মুআ(র্)লানড্] (noun) পতিত জমি।
- English Word moor 2 Bengali definition [মূআ(র্)] (verb transitive) (নৌকা, জাহাজ ইত্যাদি) নোঙর করা। mooring mast (noun) আকাশতরি (airship দ্রষ্টব্য) বাঁধার খুঁটি। moorings [মুআরিঙজ্] (noun) (plural) (১) নৌকা বা জাহাজ নোঙর করতে যে নোঙর, দড়ি-কাছি ইত্যাদি ব্যবহার করা হয়; নোঙরদড়ি। (২) নোঙর করার স্থান।
- English Word Moor 3 Bengali definition [মুআ(র্)] (noun) উত্তর-পশ্চিম আফ্রিকার আরব ও বার্বার জাতির মিশ্রণ থেকে উদ্ভূত বিভিন্ন মুসলিম জনগোষ্ঠীর সদস্য; ৮ম শতকে স্পেনবিজয়ী আরব মুসলমান; মুর।
- English Word Moorish Bengali definition [মুআরিশ] (adjective) মূরীয়।
- English Word moose Bengali definition [মূস্] (noun) (plural 'moose' বা 'mooses' [মূসিজ্) উত্তর আমেরিকা, উত্তর ইউরোপ (এখানে elk নামে পরিচিত) ও এশিয়ার মোটা লোম ও মোটা শিংওয়ালা হরিণবিশেষ; চমর।
- English Word moot Bengali definition [মূট্] (adjective) (কেবল) a moot point/question অমীমাংসিত/বিতর্কিত প্রসঙ্গ/প্রশ্ন। (verb transitive) (আলোচনার জন্য) উত্থাপন বা প্রস্তাব করা।
- English Word mop Bengali definition [মপ্] (noun) (১) সম্মার্জনী হিসেবে ব্যবহৃত লম্বা লাঠির আগায় বাঁধা মোটা দড়ি, নেকড়া ইত্যাদি; নেকড়ার ঝাড়ু। (২) চুলের জট। □ (verb transitive) (mopped, mopping, mops) (১) (নেকড়ার ঝাড়ু দিয়ে) ঝাঁট দেওয়া: mop the floor. (২) mop up ঝেড়ে ফেলা; মোছা; মুছে ফেলা: mop one’s brow, কপালের ঘাম মোছা; mop up a mess. mop up (কথ্য ব্যবহার) শেষ করা; সাবাড়/পাচার/খতম করা: mopping-up operations, (সামরিক অভিযানে) পরাভূত শত্রুপক্ষের অবশিষ্ট সৈনিকদের নির্মূল করার তৎপরতা; ধরপাকড় অভিযান। mop the floor with somebody (বিতর্ক ইত্যাদিতে) সম্পূর্ণ হারানো; ধরাশায়ী/নাস্তানাবুদ করা।
- English Word mope Bengali definition [মোউপ] (verb intransitive) আত্মকরুণা করা; বিষণ্ণ/ নির্জীব/বিমনা/মনমরা হয়ে থাকা। mope (about) মনমরা হয়ে ঘুরে বেড়ানো: mope (about) in the house all day. (noun) the mopes বিষাদ; মনমরা ভাব; অবসাদ; অবসন্নতা: suffer from the mope; have a fit of the mopes.
- English Word moped Bengali definition [মোউপেড্] (noun) (British/Britain) নিম্নশক্তির পেট্রল ইনজিন ও প্যাডেলযুক্ত মোটরসাইকেল।