Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word movement Bengali definition [মূভ্‌মান্‌ট্‌] (noun) (১) গতি; গতিময়তা; বিচলন; গতিচাঞ্চল্য; কর্মচাঞ্চল্য; গতিশীলতা: without movement, নিশ্চল। (২) [countable noun] অবস্থান পরিবর্তন, বিশেষত সামরিক তৎপরতা; সৈন্যচালনা: a series of rapid movements. (৩) যন্ত্র বা যন্ত্রকৌশলের সচল অংশ: the movement of a clock or watch. (৪) [countable noun] (রাজনৈতিক ইত্যাদি) আন্দোলনthe Labour Movement সংঘবদ্ধ শ্রমিকগণ; শ্রমিক আন্দোলন। (৫) যেসব সাঙ্গীতিক রচনার (যেমন সিম্ফনি, সনাটা) নিজস্ব বৈশিষ্ট্যসূচক গঠনকৌশল আছে, তাদের প্রধান ভাগসমূহের যেকোনো একটি; গতিতরঙ্গ: the third movement of the Fifth Symphony. (৬) [countable noun] কোষ্ঠশুদ্ধি(৭) [uncountable noun] (স্টকবাজার ইত্যাদিতে) কোনো পণ্যের জন্য কর্মচাঞ্চল্য: not much in oil shares.
  • English Word mover Bengali definition [মূভা(র্‌)] (noun) (বিশেষত) প্রস্তাবের উত্থাপক; প্রস্তাবকthe prime mover, কোনোকিছু প্রবর্তনের প্রধান উদ্যোক্তা; প্রধান প্রবর্তক; চালকশক্তি।
  • English Word movie Bengali definition [মূভি] (noun) (কথ্য) (১) চলচ্চিত্র(২) the movies প্রেক্ষাগৃহ; চলচ্চিত্রশিল্প: We rarely go to the movies.
  • English Word mow 1 Bengali definition [মোউ] (verb transitive), (verb intransitive) (past tense mowed, past participle mown [মোউন] বা mowed) (১) (ঘাস ইত্যাদি কাস্তে বা যন্ত্র দিয়ে) কাটা(২) mow down ঘাসের মতো কাটা; কচুকাটা করা; প্রচুর সংখ্যায় হতাহত বা ধরাশায়ী করা: mown down by marching-gun fire. mower [মোউআ(র্‌)] (noun) ঘাসুড়ে; ঘাসকাটা কল।
  • English Word mow 2 Bengali definition [মোউ] (noun) [countable noun] খড়, বিচালি ইত্যাদির গাদা বা পালা
  • English Word Mr Bengali definition [মিস্‌টা(র্‌)] (noun) পুরুষের নামের আগে যুক্ত খেতাব; জনাব; শ্রী ইত্যাদি
  • English Word Mrs Bengali definition [মিসিজ্‌] বিবাহিত স্ত্রীলোকের পারিবারিক নামের আগে যুক্ত খেতাব; বেগম; শ্রীমতী ইত্যাদি
  • English Word Ms Bengali definition [মিজ্‌] বিবাহিতা বা অবিবাহিতা স্ত্রীলোকের নামের আগে যুক্ত খেতাব
  • English Word much 1 Bengali definition [মাচ্] (more, most 1. দ্রষ্টব্য little) (adjective), (noun) (অগণনীয় singular noun(s)-এর সঙ্গে ব্যবহৃত হয়। তুলনীয় many যা plural noun(s)-এর সঙ্গে ব্যবহৃত হয়। নিছক হাঁ-সূচক বাক্য প্রায়ই plenty (of), a lot (of), a large quantity (of), a good/great deal (of) ব্যবহার করা বিধেয়)। Much অনেক সময়ে বাক্যের কর্তা (বা কর্তার অংশ) হিসেবে এবং how, too, so বা as- এর সঙ্গে হাঁ-সূচক বাক্যে ব্যবহৃত হয়) বেশি; খুব বেশি; অনেক; অনেকটা; বড়/তেমন একটা; খুব একটা: We did not have much time for reading. Much of what he heard was mere gossip. come to much, দ্রষ্টব্য come (৩). how much (ক) কতটা; কী পরিমাণ; কতখানি: How much money do you need?(খ) কত দাম; কত: How much a metre is that cloth? be up to much তেমন মূল্যবান কিছু হওয়া: his latest production in not up to much. not much of a তেমন (ভালো) কিছু... নয়: I’m not much of a musician. He’s not much of a theatre-goer, থিয়েটারে বড় একটা যান না। this/that much এতটুকু; এইটুকু; এতটা: I can do this much for you. be too much for সাধ্যের অতীত হওয়া; প্রতিযোগী হিসেবে ঢের বেশি শক্তিমান হওয়া: The boxing champion will be too much for you.make much of (ক) বোঝা: He didn’t make much of the argument.(খ) গুরুত্ব দেওয়া; বড় করে দেখা; অতিরঞ্জিত করা: Please, don’t make too much of his imprudent remark. think much of ভালো/উচ্চ ধারণা পোষণ করা: He does not think much of that painter. as much (as) ততটা; সেই পরিমাণ: I thought as much, আমিও তাই ভেবেছি; That is as much as to say that he is a swindler, তাকে জোচ্চোর বলার শামিল। (with) not/without so much as এমনকি… না: He snatched the letter from me with not so much as a ‘By your leave’, আমার অনুমতির অপেক্ষামাত্র না-করে। অপিচ দ্রষ্টব্য So 1 (৬) ভুক্তিতে so much (many), not so much as, so much so that, so much for.
  • English Word much 2 Bengali definition [মাচ্] (adverb) (১) (definite article-এর পূর্বে বসে তারতম্য নির্দেশ করে) (চেয়ে) বেশ; অনেকটা; অধিকতর: I feel much better today. This shirt is much the best, বহুগুণে শ্রেষ্ঠ। much more/less আরো বেশি/কম: It is hard to understand the subject, much more to comment on it, মন্তব্য করা তো দূরের কথা। (২) (passive participles) এবং afraid প্রভৃতি predicatively adjective(s)-কে বিশেষিত করে। তুলনীয় very, যা passive ও present participles -কে বিশেষিত করে) অত্যন্ত; খুব; তেমন কিছু; বড় একটা: Does it matter much? I don’t like ice-cream much. (৪) (বাক্যাংশে)much as যদিও; যতই: Much as I liked him,..., much the same অনেকটা/প্রায় একই রকম: The condition of his health is much the same. much to অনেক... উৎপাদন করে: Much to my surprise/regret etc, অত্যন্ত বিস্ময়/দুঃখ ইত্যাদির সঙ্গে.…। how much কতটা; কতখানি: how much does he want to prossess this house? দ্রষ্টব্য much 1 too much অত্যধিক; অতিমাত্রায় উঁচু করে: thing too much of oneself, অতি উচ্চ ধারণা পোষণ করা। not so much X as Y ততটা… না, যতটা: Coffee does not so much stimulate appetite as depress it. muchness (কেবল এই কথ্য বাক্যাংশে) much of a muchness একই; প্রায় একরকম।
  • English Word mucilage Bengali definition [মিঊসিলিজ্‌] (noun) [uncountable noun] (উদ্ভিদ; সামুদ্রিক শৈবাল ইত্যাদি থেকে প্রাপ্ত) বিভিন্ন ধরনের আঠা; গঁদ
  • English Word muck Bengali definition [মাক্] (noun) [uncountable noun] (১) পশুমল; গোবর; সারmuck-heap (noun) গোবরগাদা। muck-racker (noun) (সাধারণত লাক্ষণিক) যে ব্যক্তি সর্বদা কেলেঙ্কারি, দুর্নীতি ইত্যাদি খুঁজে বেড়ায়। সুতরাং muck-raking (noun) দোষানুসন্ধিৎসু। (২) নোংরা; জঞ্জাল; মল; (কথ্য) যেকোনো নোংরা বা ন্যক্কারজনক বস্তুmake a muck of something (কথ্য) নোংরা করা; পণ্ড/ভণ্ডুল/তছনছ করা। □ (verb transitive), (verb intransitive) (১) muck something (up) পণ্ড/নয়ছয় করাmuck about (British/Britain অপশব্দ) অকাজ করা; অকাজে সময় নষ্ট করা; অকাজ করে বেড়ানো। (৩) muck out (আস্তাবল ইত্যাদি) সাফ করাmucky (adjective) (muckier, muckiest) নাংরা; পঙ্কিল; মলাবিষ্ট।
  • English Word muckle Bengali definition [মাকল্‌](noun) দ্রষ্টব্য mickle.
  • English Word mucous Bengali definition [মিঊকাস্‌] (adjective) শ্লেষ্মাবৎ; শ্লৈষ্মিক (mucus দ্রষ্টব্য) the mucous membrane নাক, মুখ ও খাদ্যনালির ভিতরের আর্দ্র ত্বকের আবরণ; শ্লৈষ্মিক ঝিল্লি।
  • English Word mucus Bengali definition [মিঊকাস্‌] (noun) [uncountable noun] শ্লৈষ্মিক ঝিল্লি থেকে নিঃসৃত আঠালো পিচ্ছিল পদার্থ; অনুরূপ পিচ্ছিল পদার্থ; শ্লেষ্মা
  • English Word mud Bengali definition [মাড্] (noun) [uncountable noun] নরম ভেজা মাটি; কাদা; কর্দমthrow/fling/sling mud at somebody কুৎসা করা; সুনামহানির চেষ্টা করা; কাদা ছোড়া। সুতরাং, mud-slinger (noun) অপবাদক; অকীর্তিকথক; পরিবাদক। somebody’s name is mud তার নাম কলঙ্কিত/কালিমালিপ্ত হয়েছে। mud-bath (noun) (বাতপ্রভৃতি রোগের চিকিৎসা হিসেবে) নৈসর্গিক প্রস্রবণ থেকে উৎসারিত কাদায় স্নান; কর্দমস্নান। mudflat (noun) কর্দমাক্ত ভূমি, যা জোয়ারে সাগরের জলে ডুবে যায়; ভাটায় ভেসে ওঠে; কাদাচর। mudguard (noun) (সাইকেল ইত্যাদির) চাকার উপর কাদা ঠেকাতে উপবৃত্তাকার ঢাকনা। □ (verb transitive) (mudded, mudding, muds) কর্দমাক্ত করা; কাদায় ল্যাপটানো। muddy (adjective) (muddier, muddiest) (১) কর্দমাক্ত; কাদাভরা; কর্দমপূর্ণ: muddy roads/shoes. (২) কাদার রঙের; কাদাটে; ঘোলা; ঘোলাটে: a muddy stream; a muddy skin; (লাক্ষণিক) muddy ideas, ঘোলাটে/অস্বচ্ছ চিন্তা। □(verb transitive) (past tense, past participle muddied) কর্দমাক্ত বা ঘোলা করা।
  • English Word muddle Bengali definition [মাড্‌ল্‌] (verb transitive), (verb intransitive) (১) muddle (up) বিশৃঙ্খল করা; তালগোল পাকানো; তছনছ করা; গোল পাকানো; গুলানো; জট পাকানো; গুলিয়ে দেওয়া: muddle a plan completely. muddle something/somebody up with something/somebody (কথ্য) এক ব্যক্তি বা বস্তুর সঙ্গে অন্য ব্যক্তি বা বস্তুকে গুলিয়ে ফেলা; তফাত করতে না-পারা। (২) muddle along/on কোনো সুস্পষ্ট উদ্দেশ্য বা পরিকল্পনা ছাড়া বোকার মতো বা অসহায়ভাবে অগ্রসর হওয়াmuddle through অদক্ষতা, নিজের সৃষ্ট প্রতিবন্ধকতা ইত্যাদি সত্ত্বেও কোনো আরদ্ধ কর্ম সমাপ্ত করা। □ (noun) (সাধারণত a muddle) তালগোল; বিশৃঙ্খলা: A nice muddle you have made. muddle-headed (adjective) অস্বচ্ছবুদ্ধি; জড়ধী; নির্বোধ।
  • English Word muesli Bengali definition [মিঊজ্‌লি] (noun) [uncountable noun] অপক্ব খাদ্যশস্য, বাদাম, শুকনা ফল ইত্যাদি মিশিয়ে তৈরি প্রাতরাশবিশেষ
  • English Word muff 1 Bengali definition [মাফ্‌] (noun) হাত গরম রাখতে সাধারণত পশুর সলোম চামড়া দিয়ে তৈরি ভিতরে তুলার আস্তরণ দেওয়া দুমুখ-খোলা আবরণবিশেষ; পায়ের জন্য অনুরূপ আবরণ
  • English Word muff 2 Bengali definition [মাফ্‌] (verb transitive) পণ্ড/মাটি করা; ধরতে না-পারা: muff a ball; muff an easy catch.
  • English Word muffin Bengali definition [মাফিন্‌] (noun) ছোট, হালকা, পাতলা ও গোলাকার কেকবিশেষ, যা সাধারণত মাখন দিয়ে গরম গরম খাওয়া হয়
  • English Word muffle Bengali definition [মাফল্‌] (verb transitive) (১) muffle up উষ্ণতা বা সুরক্ষার জন্য আচ্ছাদিত করা; জড়ানো; ঢাকা: muffle oneself up well; muffle one’s throat. (২) কাপড় ইত্যাদিতে জড়িয়ে (ঘণ্টা, ঢাক ইত্যাদির) শব্দকে চাপা- দেওয়া: muffle the oars of a boat; muffled voices, চাপা গলা।
  • English Word muffler Bengali definition [মাফলা(র্‌)] (noun) (১) উষ্ণতার জন্য গলায় জড়ানোর কাপড়; রুমাল ইত্যাদি; গলবস্ত্র
  • English Word mufti Bengali definition [মাফটি] (noun) (সাধারণত in mufti) উর্দি পরার অধিকার আছে এমন কোনো ব্যক্তির (যেমন কোনো কর্মকর্তা বা সামরিক অফিসার) পরিধেয় সাদাসিধা, আটপৌরে পোশাক; মুফতি; মুসলমান ধর্মশাস্ত্রের ব্যাখ্যাতা
  • English Word mug 1 Bengali definition [মাগ্‌] (noun) (১) মগ; (অপশব্দ) মুখ; মুখমণ্ডল; (২) পেয়ালাবিশেষ; মগ; মগের অভ্যন্তরস্থ কিছু: a mug of milk.
  • English Word mug 2 Bengali definition [মাগ্‌] (noun) (অপশব্দ) বোকারাম; যে ব্যক্তি সহজে প্রতারিত হয়; ভ্যাবা; হাবলাa mug’s game এমন কিছু যাতে লাভের কোনো সম্ভাবনা নেই।
  • English Word mug 3 Bengali definition [মাগ্‌] (verb transitive) (mugged, mugging, mugs) mug something up (কথ্য) (পরীক্ষা করা হবে এমন কোনো বিষয়ে) পরিচিত বা দক্ষ হয়ে ওঠা
  • English Word mug 4 Bengali definition [মাগ্‌] (verb transitive) (mugged, mugging, mugs) (কথ্য) (অন্ধকার গলি, লিফট, নির্জন বারান্দায়) কারো উপর ঝাঁপিয়ে সর্বস্ব লুণ্ঠন বা ছিনতাই করাmugger (noun) ছিনতাইকারী; লুণ্ঠক। mugging (noun) [uncountable noun, countable noun] ছিনতাই; লুণ্ঠন।
  • English Word muggins Bengali definition [মাগিনজ] (noun) (কথ্য) বোকা; হাবা
  • English Word muggy Bengali definition [মাগি] (adjective) (muggier, muggiest) (আবহাওয়া, দিন ইত্যাদি) স্যাঁতসেঁতে ও উষ্ণ; ভাপসাmugginess (noun) গুমোট; গুমসানি।