M পৃষ্ঠা ৩৪
- English Word moquette Bengali definition [মাকেট্ America(n) মোউকেট্] (noun) [uncountable noun] গালিচা ও নরম গৃহসজ্জার উপকরণ হিসেবে ব্যবহৃত কৃত্রিম সুতিবস্ত্র।
- English Word moraine Bengali definition [মরেইন America(n) মোরেইন] (noun) হিমবাহের দ্বারা পরিবাহিত ও সঞ্চিত মাটি, কাঁকর, পাথর ইত্যাদির স্তূপ।
- English Word moral 1 Bengali definition [মরাল America(n) মোরাল্] (adjective) (১) নৈতিক; নীতিঘটিত; moral standards; the moral sense, নীতিবোধ; moral philosophy, নীতিশাস্ত্র। (২) নীতিনিষ্ঠ; নীতিপরায়ণ; নীতিবান; নীতিমান: live a moral life; a moral man. (৩) ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য করতে সমর্থ; নীতিসচেতন; নৈতিক: Man is a moral being. (৪) হিতোপদেশমূলক: a moral book/story/talk. (৫) (physical ও practical- এর সঙ্গে বৈপরীত্যক্রমে) নৈতিক: a moral victory, যে লড়াইয়ের পরিণতিতে দুর্বলপক্ষ তাদের দাবির ন্যায্যতা প্রতিপন্ন করতে পেরেছে বলে সান্ত্বনা লাভ করে। a moral certainty যে বিষয়ের সম্ভাবনীয়তা এত বেশি যে সন্দেহের অবকাশ নিতান্ত ক্ষীণ। moral courage/cowardice অন্যায় করার চেয়ে অবজ্ঞা বা পরহাসের মুখোমুখি হওয়ার শক্তি/দুর্বলতা; নৈতিক সাহস/ভীরুতা। give somebody moral support ন্যায় ও ধর্ম তার সপক্ষে রয়েছে বলে কাউকে সহায়তা করা; নৈতিক সমর্থন দেওয়া। morally [মরালি] (adverb) নৈতিকভাবে।
- English Word morale Bengali definition [মারা:ল America(n) মার্যাল্] (noun) [uncountable noun] মনোবল: The partymen lost their morale after the electoral defeat.
- English Word moralist Bengali definition [মরালিসট America(n) মোরালিসট] (noun) যে ব্যক্তি নীতিকথার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন; যিনি নীতি শিক্ষা দেন বা নিজে পালন করেন; নীতিজ্ঞ; নীতিশাস্ত্রজ্ঞ; নীতিবিদ; নীতিবিশারদ।
- English Word moralistic Bengali definition [মরালিসটিক America(n) মোরালিসটিক] (adjective) ন্যায়নীতিঘটিত; নীতিকুশল; নীতিবাদী।
- English Word morality Bengali definition [মার্যালাটি] (noun) (plural moralities) (১) [uncountable noun] সদাচরণ; সদাচরণের মান, মূলসূত্র ইত্যাদি; নৈতিকতা। (২) [countable noun] সদাচরণের বিশেষ কোনো বিধিবিধান; নীতিধর্ম: Muslim morality. (৩) [countable noun] morality (play)- ১৬ শ শতকের জনপ্রিয় নাট্যরূপ, যাতে সদাচরণ শিক্ষা দেওয়ার জন্য সৎ ও অসৎ গুণাবলির উপর মনুষ্যধর্ম আরোপ করে চরিত্র সৃষ্টি করা হতো; নীতিনাট্য।
- English Word moralize, moralise Bengali definition [মরালাইজ America(n) মোরালাইজ] (verb transitive), (verb intransitive) (১) moralize (about/on/upon) নৈতিক প্রসঙ্গ নিয়ে আলোচনা করা; কর্তব্যাকর্তব্য, ন্যায়-অন্যায় ইত্যাদি বিষয়ে লেখা বা কথা বলা; নীতিকথা শোনানো; হিতোপদেশ দেওয়া; নীতিবাক্য আওড়ানো। (২) নৈতিক ব্যাখ্যা দেওয়া।
- English Word morass Bengali definition [মার্যাস্] (noun) [countable noun] নিচু নরম ভেজাজমি; জলাভূমি; (লাক্ষণিক) ঝামেলা ইত্যাদিতে জড়ানো অবস্থা; সংকুলতা।
- English Word moratorium Bengali definition [মরাটোরিআম America(n) মোরাটোরিআম] (noun) (plural 'moratoriums' বা 'moratoria' [মরাটোরিআ]) [countable noun] ঋণশোধ বিলম্বিত করতে আইনসম্মত অর্জিত অধিকার; উভয়পক্ষসম্মত মুলতবি বা বিলম্বকরণ।
- English Word morbid Bengali definition [মোবিড্] (adjective) রুগ্ণ; পীড়িত; ব্যাধিগ্রস্ত: a morbid growth, রোগজ বৃদ্ধি (যেমন ক্যানসার বা অর্বুদ); morbid anatomy (শরীরের রুগ্ণ অঙ্গ-প্রত্যঙ্গের পর্যেষণা) আময়িক ব্যবচ্ছেদবিদ্যা। (২) (মন, ধ্যানধারণা ইত্যাদি) অসুস্থ; রুগ্ণ: a morbid imagination (বীভৎস বা নোংরা বিষয়ের প্রতি আসক্ত), morbidly (adverb) রুগ্ণভাবে; অসুস্থভাবে। morbidity [মোবিডাটি], morbidness (noun(s) রুগ্ণতা; অসুস্থতা।
- English Word mordant Bengali definition [মোডান্ট্] (adjective) তীক্ষ্ণ; শাণিত; বিদ্রূপাত্মক: mordant criticism; a mordant wit.
- English Word more Bengali definition [মো(র্)] (adjective) (১) (স্বতন্ত্র comparative) আরো; অধিকতর: Do you need more paper? (দ্রষ্টব্য many , দ্রষ্টব্য most 1 , দ্রষ্টব্য much 1 ) □(noun) অধিকতর পরিমাণ, সংখ্যা ইত্যাদি; অতিরিক্ত পরিমাণ; আর; আরো; অধিক; বেশি: Please give me one more; more than enough. □ (adverb) (দুটি adjective(s) ও adverb(s) - এর মধ্যে তুলনা করতে দুইয়ের অধিক অক্ষরযুক্ত অধিকাংশ শব্দ এবং দুই অক্ষরযুক্ত কিছু কিছু শব্দের পূর্বে বসে) তর; অধিকতর; বেশি: more beautiful/sincere (than...): usefully/carefully (than ...) and what is more (প্রসঙ্গ অনুযায়ী) আরো গুরুত্বপূর্ণ, গুরুতর ইত্যাদি। (২) বেশি করে; আরো; আরো বেশি: He should work more. (৩) আবার; আরেক বার: I tell you once more, that ... (৪) more and more উত্তরোত্তর; ক্রমাগত; ক্রমেক্রমে: It’s getting more and more interesting. more or less কমবেশি ন্যূনাধিক; অল্পাধিক; প্রায়। (৫) (adjective- এর তুল্যমূল্য কোনো noun সহ): (The) more’s the pity, এটা আরো বেশি দুঃখজনক। অপিচ দ্রষ্টব্য the (adverb) no more = neither; - ও না: (ক) ‘I don’t feel like going,’(খ) ‘No more do I’ no. more ...than; ‘She is no more willing to help me than you are’, তোমার মতো সেও আমাকে সাহায্য করতে অনিচ্ছুক।
- English Word moreen Bengali definition [মরীন] (noun) পশম বা তুলামিশ্রিত পশমে তৈরি শিরা বস্ত্র, যা সাধারণত পরদার কাপড় হিসেবে ব্যবহৃত হয়।
- English Word morello Bengali definition [মরেলোউ] (noun) (plural morellos [মরেলোউজ্]) morello (cherry) তিক্ত জাতের চেরিফল (যা মোরব্বা তৈরিতে ব্যবহৃত হয়)।
- English Word moreover Bengali definition [মোরোউভা(র্)] (adverb) অধিকন্তু; তদুপরি; তার উপর; তাছাড়া।
- English Word mores Bengali definition [মোরেইজ্] (noun) (plural) (আনুষ্ঠানিক) (অপরিহার্য বিবেচিত) সামাজিক রীতিনীতি; লোকাচার।
- English Word Moresque Bengali definition [মোরেস্ক্] (adjective) (শৈলী, নকশা, অলংকরণ, স্থাপত্য) মুরজাতির নীতি অনুযায়ী; মুরীয়।
- English Word morganatic Bengali definition [মোগান্যাটিক্] (adjective) morganatic marriage উচ্চ সামাজিক মর্যাদাসম্পন্ন পুরুষ (যেমন রাজপুত্র) ও নিম্নতর সামাজিক মর্যাদাসম্পন্ন নারীর মধ্যে বিয়ে, এতে স্ত্রীর সামাজিক মর্যাদা পূর্ববৎ থাকে, সন্তানরাও তাদের পিতার খেতাব প্রভৃতির উত্তরাধিকারী হয় না; অনুলোম বিবাহ।
- English Word morgue Bengali definition [মোগ্] (noun) (১) যে ভবনে অজ্ঞাতপচিয় মানুষের লাশ পরিবারের সদস্যরা শনাক্ত ও দাবি না করা পর্যন্ত রাখা হয়; শবালয়। দ্রষ্টব্য mortuary. (২) (দৈনিক বা সাময়িক পত্রিকা অফিসে) জীবিত বিখ্যাত ব্যক্তিদের মৃত্যুসংবাদ (যা তাদের মৃত্যুর পরে প্রকাশিত হবে)- সংবলিত নথি; শবাগার।
- English Word moribund Bengali definition [মরিবান্ড্ America(n) মোরিবান্ড্] (adjective) মুমূর্ষু; মরণাপন্ন; মৃতপ্রায়; মরণোন্মুখ; আসন্নমৃত্যু: moribund industry; a moribund committee was finally replaced by a new one.
- English Word Mormon Bengali definition [মোমান] (noun), (adjective) '১৮৩০' সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত ‘The Church of Jesus Christ of Latter-day Saints’ নামক ধর্মীয় সংগঠন সম্বন্ধীয়; ঐ সংগঠনের সদস্য; মর্মন। Mormonism [মোমানিজাম্] (noun) মর্মনবাদ।
- English Word morn Bengali definition [মোন্] (noun) (কাব্য)= morning.
- English Word morning Bengali definition [মোনিঙ্] (noun) (১) [countable noun, uncountable noun] প্রভাত; সকাল; প্রাতঃকাল; ভোর। (২) (attributive(ly)) প্রাতঃকালীন; প্রভাতী: a morning walk. morning coat সামনের অংশ ডানে ও বাঁয়ে ঢালু করে ছাঁটা দীর্ঘ কালো কোটবিশেষ। morningdress প্রভাতে পরিধেয় বিশেষ পোশাক। Morning Prayer (ইংল্যান্ডীয় গির্জায়) প্রভাতী প্রার্থনাসভা। the morning star শুকতারা বা উষালগ্নে দৃষ্ট অন্য কোনো উজ্জ্বল নক্ষত্র; প্রভাত তারা। the morning watch (সাগরে) সকাল ৪টা থেকে ৮টা পর্যন্ত কর্তব্যকাল; ভোরের পালা। morning-glory (noun) লতাবিশেষ, যাতে চোখ ধাঁধানো নানা রঙের ফুল ফোটে এবং দুপুরের মধ্যে ম্লান হয়ে যায়। morning-room (noun) সকালবেলার বসার ঘর। morning sickness (noun) গর্ভাবস্থার প্রথম কয়েক মাস সকাল বেলায় বমি-বমি ভাব।
- English Word morocco Bengali definition [মারকোউ] (noun) [uncountable noun] ছাগলের ছাল থেকে তৈরি নরম পাকা চামড়াবিশেষ; মরক্কো চামড়া।
- English Word moron Bengali definition [মোরন] (noun) অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তি; (যার ধীশক্তি imbecile বা idiot- এর মতো ততটা নয়); হীনধী; (কথ্য) হাবা; মূঢ়। moronic [মারানিক] (adjective) হীনধী; জড়ধী।
- English Word morose Bengali definition [মারোউস] (adjective) গোমড়া; খিটখিটে; কটুস্বভাব; অসামাজিক morosely (adverb) গোমড়ামুখে। moroseness (noun) গোমড়া মুখ; খিটখিটনি; কার্কশ্য; স্বভাবকটুতা।
- English Word morpheme Bengali definition [মোফীম্] (noun) (ভাষা) শব্দের ক্ষুদ্রতম অর্থপূর্ণ অংশ; রূপমূল।
- English Word morphia Bengali definition [মোফিআ], morphine [মোফীন্] (noun(s) [uncountable noun] সাধারণত সাদা গুঁড়ারূপে আফিম থেকে তৈরি বেদনানাশক ওষুধবিশেষ; মর্ফিয়া; মর্ফিন।
- English Word morphology Bengali definition [মোফলাজি] (noun) [uncountable noun] (১) জীববিদ্যার যে শাখা প্রাণী ও উদ্ভিদের আকৃতি ও গঠন নিয়ে কাজ করে; অঙ্গসংস্থান; অঙ্গসংস্থানবিদ্যা। (২) (ভাষাবিজ্ঞান) ভাষার রূপমূলসমূহ কীভাবে সংযুক্ত হয়ে শব্দ গঠন করে, এতদ্বিষয়ক বিদ্যা; রূপতত্ত্ব। দ্রষ্টব্য syntax.