Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word mold, molder, molding, moldy Bengali definition দ্রষ্টব্য mould ইত্যাদি
  • English Word mole 1 Bengali definition [মোউল] (noun) তিল; তিলক
  • English Word mole 2 Bengali definition [মোউল্] (noun) কুঁতকুঁতে চোখযুক্ত; ছোট; গাঢ়-ধূসর (ছাঁচাজাতীয়) লোশম প্রাণিবিশেষ- যারা মাটিতে গর্ত খুঁড়ে বাস করে; ছুছুন্দরী। blind as a mole ক্ষীণদৃষ্টি। mole-skin পোশাক ও টুপি তৈরির উপাদান হিসেবে উক্ত প্রাণীর সলোম চামড়া। mole-hill (noun) গর্ত খুঁড়ে খুঁড়ে উক্ত প্রাণী যে মাটি উৎক্ষিপ্ত করে; তার স্তূপ। make a mountain out of a mole-hill তিলকে তাল করা।
  • English Word mole 3 Bengali definition [মোউল্] (noun) তরঙ্গাভিঘাত প্রহত করার জন্য কিংবা লোকচলাচলের জন্য উপকূল থেকে সমুদ্রের ভিতের নির্মিত পাথরের দেওয়াল
  • English Word mole 4 Bengali definition [মোউল] (noun) (বিশেষত সরকারি) কোনো সংগঠনে কর্মরত ব্যক্তি- যে অন্য কোনো প্রতিষ্ঠান বা দেশে সঙ্গোপনে গুপ্ত সংবাদ সরবরাহ করে
  • English Word mole 5 Bengali definition [মোউল্‌] (noun) (বিজ্ঞান) আন্তর্জাতিক একক পদ্ধতিতে (SI system) পদার্থের মৌল একক; মোল
  • English Word molecule Bengali definition [মলিকিঊল] (noun) অণুmolecular [মালেকিউলা(র্‌)] (adjective) আণবিক।
  • English Word molest Bengali definition [মালেস্‌ট্] (verb transitive) (ইচ্ছাকৃত) উত্ত্যক্ত বা বিরক্ত করা; নিগৃহীত করাmolestation [মোউলেসটেইস্‌ন্‌] (noun) [uncountable noun] নিগ্রহ।
  • English Word moll Bengali definition [মল্] (noun) (অপশব্দ) গুণ্ডা, ভবঘুরে প্রভৃতির সহচরী
  • English Word mollify Bengali definition [মলিফাই] (verb transitive) (past tense, past participle mollified) শান্ত/প্রশমিত করা; নরম/কোমল করা: mollify somebody’s anger. mollification [মলিফিকেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] প্রশমন; নিবৃত্তিকরণ; নরমকরণ।
  • English Word mollusc Bengali definition (America(n) অপিচ 'mollus') [মলাস্‌ক্‌] (noun) নরম শরীর-(এবং অনেক সময় শক্ত খোলস) বিশিষ্ট প্রাণীর শ্রেণিবিশেষের একটি (যেমন ঝিনুক, শামুক প্রভৃতি); কম্বোজmolluscan [মালাস্‌কান্] (adjective) কম্বোজীয়।
  • English Word mollycoddle Bengali definition [মলিকড্‌ল্‌] (verb transitive) (প্রায়ই reflexive) (কাউকে, নিজেকে) প্রশ্রয় বা আশকারা দেওয়া
  • English Word Molotov Bengali definition [মলটফ্‌] Molotov cocktail (noun) ট্যাংকবিধ্বংসী হাতবোমাবিশেষ
  • English Word molt Bengali definition [মোউলট] দ্রষ্টব্য moult.
  • English Word molten Bengali definition [মোউলটান্‌] melt- এর past participle ১ (ধাতু) গণিত: molten steep. (২) গলিত ধাতু ছাঁচে ঢেলে তৈরি; ছাঁচে-ঢালা: a molten image.
  • English Word molto Bengali definition [মলটোউ America(n) মোউলটোউ] (adverb) (সংগীতের নির্দেশ) অত্যন্ত: molto espressive, অত্যন্ত অভিব্যক্তিময়।
  • English Word molybdenum Bengali definition [মালিবডানাম] (noun) [uncountable noun] (রসায়ন) রজতশুভ্র, ভঙ্গুর ধাতব মৌলবিশেষ (প্রতীক Mb), যা উচ্চগতিসম্পন্ন যন্ত্রনির্মাণে সংকরধাতু তৈরিতে ব্যবহৃত হয়; মলিবডেনাম
  • English Word mom jeans Bengali definition [মোউম্ জিন্‌স্‌] (noun) (অনানুষ্ঠানিক) (বিকল্প বানান 'mum jeans') নাভিমূলের উপর পর্যন্ত ঢাকা থাকা ঢিলেঢালা জিনসের প্যান্ট, যা মোটেও ফ্যাশনসুলভ বিবেচিত হয় না: Obama’s infamous mom jeans won’t be seen again.
  • English Word moment Bengali definition [মোউমান্‌ট্‌] (noun) (১) [countable noun] মুহূর্ত; পলক; ক্ষণ; নিমেষnot for a moment কখনো না। man of the moment এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ব্যক্তি। (২) the moment (conjunction রূপে ব্যবহৃত) যে মুহূর্তে; যেইমাত্র; তক্ষণি: He came to see me the moment he heard the news; শোনামাত্র। (৩) [uncountable noun] of (great, small, little, no etc) moment (অত্যন্ত, সামান্য ইত্যাদি) গুরুত্বপূর্ণ/গুরুত্বহীন: a matter of moment; men of moment.
  • English Word momentary Bengali definition [মোউমানট্রি America(n) মোউমানটেরি] (adjective) (১) ক্ষণস্থায়ী; ক্ষণিক; ক্ষণিকের(২) প্রতিমুহূর্তে; ক্ষণেক্ষণে; প্রাতিক্ষণিকmomentarily [মোউমানট্রালি America(n) মোউমানটেরালি] (adverb) ক্ষণিকের জন্য; ক্ষণমাত্র; প্রতিক্ষণে; প্রতিমুহূর্তে।
  • English Word momentous Bengali definition [মামেনটাস্‌] (adjective) অতি গুরুত্ববহ; গুরুতরmomentously (adverb) গুরুত্বপূর্ণভাবে; গুরুতরভাবে। momentousness (noun) গুরুত্ব।
  • English Word momentum Bengali definition [মামেন্‌টাম্‌] (noun) [uncountable noun] (১) (বিজ্ঞান) গতিশীল বস্তুর গতির পরিমাণ (বস্তুর ভর ও বেগের গুণফল); ভরবেগ(২) (লাক্ষণিক ঘটনা সম্বন্ধে) গতির মধ্য দিয়ে লব্ধ গতিশক্তি; গতিবেগ: lose/ gain momentum.
  • English Word monad Bengali definition [মনোড্] (noun) (১) (ইতিহাস) এক সংখ্যা; একক(২) বিশেষত লাইবনিৎসের দর্শনে সত্তার চূড়ান্ত একক (যেমন একটি আত্মা, একটি পরমাণু, একজন ব্যক্তি, ঈশ্বর)। (৩) (জীববিদ্যা) বংশলতিকায় প্রথম নাম হিসেবে গৃহীত আদি স্বতন্ত্র জীবmonadic (adjective) মোনোড সম্বন্ধীয়। monadism (noun) (বিশেষত লাইবনিৎসের দর্শন সম্বন্ধে প্রযুক্ত) বস্তুর বা সাধারণভাবে পদার্থের এককনির্ভর প্রকৃতি।
  • English Word monarch Bengali definition [মনাক] (noun) সর্বোচ্চ শাসক (রাজা, রানি, সম্রাট বা সম্রাজ্ঞী) অধিরাজ; সার্বভৌমmonarchic [মানা:কিক] (adjective) রাজকীয়; রাজতান্ত্রিক। monarchism [মনাকিজাম্‌] (noun) [uncountable noun] রাজতন্ত্র। monarchist [মনাকিস্‌ট্‌] (noun) রাজতান্ত্রিক। monarchy [মনাকি] (noun) [uncountable noun, countable noun] (noun) রাজতন্ত্র; রাজ্য। দ্রষ্টব্য limit.
  • English Word monastery Bengali definition [মনাসট্রি America(n) মনাসটেরি] (noun) (plural monasterries) যে স্থানে সন্ন্যাসীরা ধর্মীয় ব্রত গ্রহণ করে সম্প্রদায়গত জীবনযাপন করে; আশ্রম; মঠ; আখড়া
  • English Word monastic Bengali definition [মানাসটিক্‌] (adjective) সন্ন্যাসী বা আশ্রম সম্বন্ধীয়: monastic vows, সন্ন্যাসব্রত (দারিদ্র, বৃহ্মচর্য ও বাধ্যতা); monastic architecture, আশ্রম স্থাপত্য। monasticism [মান্যাস্‌টিসিজাম্] (noun) [uncountable noun] সন্ন্যাসজীবন; সন্ন্যাসবাদ।
  • English Word monaural Bengali definition [মন্‌ওরাল্] (adjective) এক কান সম্বন্ধীয়; (বাণিজ্যক্ষেত্রে সংক্ষেপ, mono; শব্দ ধারণ ও শব্দ পুনরুৎপাদনের যন্ত্রপাতি) স্টেরিওফোনিক নয় এমন; এককণী।
  • English Word Monday Bengali definition [মানডি] (noun) সোমবার
  • English Word monde Bengali definition [মোন্‌ড্‌] (noun) (ফরাসি) কেতাদুরস্ত সমাজ; নিজ সমাজ
  • English Word monetary Bengali definition [মানিট্রি America(n) মানিটেরি] (adjective) অর্থ বা মুদ্রা সম্বন্ধীয়; আর্থিক; মুদ্রা: a monetary policy, মুদ্রানীতি; monetary reform, মুদ্রাসংস্কার (যেমন দশমিক মুদ্রার প্রচলন); monetary unit, মুদ্রার একক। monetarism [মানিটারিজাম্‌] (noun) [uncountable noun] একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রধান পদ্ধতি হিসেবে মুদ্রানিয়ন্ত্রণ নীতি; মুদ্রানিয়ন্ত্রণবাদ। monetarist [মানিটারিস্‌ট্‌] (noun) মুদ্রানিয়ন্ত্রণবাদী।