M পৃষ্ঠা ৩২
- English Word money Bengali definition [মানি] (noun) (১) [uncountable noun] টাকা; অর্থ; টাকাকড়ি; টাকাপয়সা। be coining/minting money দ্রুত ধনী হওয়া; দুই হাতে টাকা কামানো। be in the money (অপশব্দ) ধনী হওয়া। get one’s money worth ব্যয়িত অর্থের পূর্ণ মূল্য পাওয়া; অর্থব্যয় সার্থক হওয়া। make money টাকা কামানো/বানানো। marry money ধনাঢ্য বক্তিকে বিয়ে করা। (pay) money down নগদ (পরিশোধ করা)। put money into something টাকা খাটানো; অর্থ বিনিয়োগ করা। money of account, দ্রষ্টব্য account 1 (২) ready money কাঁচা/নগদ টাকা। (২) (যৌগশব্দ) money-box (noun) চাঁদাসংগ্রহ বা অর্থসঞ্চয়ের জন্য ছিদ্রযুক্ত বাক্সবিশেষ; ব্যাংক। money changer (noun) যে ব্যক্তি একদেশের মুদ্রার সঙ্গে অন্য দেশের মুদ্রা বিনিময়ের ব্যবসা করেন; মুদ্রাবিনিময়কারী। moneygrubber (noun) টাকা বানানোই যার জীবনের একমাত্র বা প্রধান লক্ষ্য; অর্থপিশাচ; অর্থগৃধু ব্যক্তি; ধনোন্মাদ। moneylender (noun) কুসীদজীবী; মহাজন। the money market (noun) ব্যাংক-ব্যবসায়ী; অর্থব্যবস্থাপক প্রভৃতির সমষ্টি যাদের কর্মকাণ্ড কৃতঋণ পুঁজির উপর সুদের হার নির্ধারণ করে; অর্থের বাজার। money order (noun) মানিঅর্ডার। money-spinner (noun) (কথ্য) যে বই, নাটক ইত্যাদির মাধ্যমে প্রচুর অর্থ অর্জিত হয়; টাকার কল। (৩) (plural moneys বা monies [মানিজ]) (আইন সম্বন্ধীয় বা পুরাতনী) অর্থের অঙ্ক: moneys paid in/ out. moneyed [মানিড্] (adjective) ধনী; টাকাওয়ালা: the moneyed classes; the moneyed interest, পুঁজিপতিরা। moneyless (adjective) নির্ধন; ধনহীন; টাকা পয়সাশূন্য।
- English Word monger Bengali definition [মাঙগা(র্)] (noun) (প্রধানত যৌগশব্দে) ব্যবসায়ী; বিক্রেতা; কারবারি: iron monger; fish monger.
- English Word mongolism Bengali definition [মঙগালিজাম্] (noun) [uncountable noun] জন্মগত শারীরিক-মানসিক অবস্থাবিশেষ, এই অবস্থার শিশু মানসিক উনতা এবং চওড়া-চ্যাপটা করোটি ও ত্যারচা চোখ নিয়ে জন্মগ্রহণ করে। mongol [মঙগ্ল্] (noun) (attributively adjective) উক্ত অবস্থার শিকার: a mongol bady.
- English Word mongoose, Bengali definition [মঙগূস্] (noun) (plural mongooses [মঙসিজ]) বেজি; নেউল।
- English Word mongrel Bengali definition [মঙ্গ্রেল্] বর্ণসংকর প্রাণী (বিশেষত কুকুর); বর্ণসংকর ব্যক্তি বা বস্তু।
- English Word monies Bengali definition [মানিজ্] (noun) (plural) দ্রষ্টব্য money (৩).
- English Word monism Bengali definition [মনিজাম্] (noun) (দর্শন) জড়মনের দ্বৈতকে অস্বীকার করে এমন যেকোনো তত্ত্ব; অদ্বৈতবাদ। monist [মনিস্ট্] (noun) অদ্বৈতবাদী। monistic [মনিসটিক্] (adjective) অদ্বৈতবাদী।
- English Word monition Bengali definition [মানিশ্ন্] (noun) সতর্কীকরণ; হুঁশিয়ারি; সরকারি বা (বিশেষত গির্জার) আইনানুগ বিজ্ঞপ্তি (কোনো ব্যক্তিকে অন্যায় কার্য থেকে বিরত থাকতে উপদেশ দেওয়া হয়)।
- English Word monitor Bengali definition [মনিটা(র্)] (noun) (১) সহপাঠীদের উপর কর্তৃত্বপ্রাপ্ত ছাত্র। (২) বিদেশি সম্প্রচার শোনা এবং সে সম্পর্কে প্রতিবেদন তৈরি করার কাজে নিয়োজিত ব্যক্তি। (৩) বেতার বা টেলিভিশনের সম্প্রচার পরীক্ষণ, তেজস্ক্রিয়তা শনাক্তকরণ, ক্ষেপণাস্ত্রের উড্ডয়নের রূপরেখা অঙ্কন ইত্যাদির যন্ত্রবিশেষ। monitor (screen) সম্প্রচার যাচাই বা বাছাইয়ের জন্য স্টুডিয়োতে ব্যবহৃত টেলিভিশন পরদা; মনিটরপরদা। (verb transitive), (verb intransitive) বিদেশি সম্প্রচার শুনে প্রতিবেদন পেশ করা।
- English Word monk Bengali definition [মঙক্] (noun) মঠে বসবাসরত সন্ন্যাসব্রতধারী সম্প্রদায়ের সদস্য; আশ্রমিক; সন্ন্যাসী; ভিক্ষু। monkish [মঙকিশ্] (adjective) আশ্রমিকসদৃশ; আশ্রমী; সন্ন্যাসীসুলভ।
- English Word monkey Bengali definition [মাঙ্কি] (noun) (plural monkeys) (১) বানর; মর্কট। be/get up to monkey business/tricks দুষ্কর্ম করা; বাঁদরামি করা। have a monkey on ones back (অপশব্দ) (ক) মাদকাসক্ত হওয়া;(খ) আক্রোশ পোষণ করা। get one’s monkey up (অপশব্দ) রাগানো; চটকানো। put somebody’s monkey up (অপশব্দ) রাগানো; চটানো। monkey-jacket (noun) (কোনো কোনো নাবিকের পরিধেয়) খাটো; আঁটসাঁট জ্যাকেটবিশেষ। monkey-nut (noun) চীনাবাদাম। monkey-puzzle (noun) চিলির সরলবৃক্ষ (পাইন)। monkey-wrench (noun) সাঁড়াশিবিশেষ, যার মুখ বিভিন্ন দৈর্ঘ্য অনুযায়ী ছোটবড় করা যায়। (২) (ঠাট্টায়) দুষ্ট লোক, বিশেষ শিশু। (৩) (অপশব্দ) (৩০০) বা ৫০০ পাউন্ড। □ (verb intransitive) monkey about বাঁদরামি করে বেড়ানো।
- English Word monochord Bengali definition [মনাকোড্] (noun) সুরের অন্তর গাণিতিকভাবে নির্ণয় করার জন্য একতারা বাদ্যযন্ত্রবিশেষ; একতন্ত্রী।
- English Word monochrome Bengali definition [মনাক্রোউম্] (noun) (এক রঙের গাঢ়তার তারতম্যযোগে অঙ্কিত) এক রঙা ছবি। (adjective) এক রঙা।
- English Word monocle Bengali definition [মনাক্ল্] (noun) এক চোখের জন্য চশমাবিশেষ, যা চোখের চারদিকের মাংসপেশি যথাস্থানে ধরে রাখে; একচোখো চশমা।
- English Word monocotyledon Bengali definition [মনাকটালীডান] (noun) সপুষ্পক উদ্ভিদ, যার ভ্রূণাবস্থায় একটিমাত্র পাতা থাকে; একবীজপত্রী।
- English Word monogamy Bengali definition [মনাগামি] (noun) এক সময়ে এক ব্যক্তির সঙ্গে বিবাহিত জীবনযাপনের প্রথা; একবিবাহ; একগামিতা। দ্রষ্টব্য Polygamy. monogamist [মনাগামিস্ট্] (noun) একগামী বা একগামিনী। monogamous [মানগামাস] (adjective) একগামিতা।
- English Word monoglot Bengali definition [মনাগ্লট্] (noun) যে ব্যক্তি বেকল একটি ভাষা জানে; একভাষী।
- English Word monogram Bengali definition [মনাগ্র্যাম্] (noun) দুই বা ততোধিক বর্ণ (বিশেষত নামের আদ্যক্ষরে) জড়িয়ে তৈরি করা নকশা (যা রুমাল, নোটের কাগজ ইত্যাদিতে ব্যবহৃত হয়)।
- English Word monograph Bengali definition [মনাগ্রা:ফ্ America(n) মনাগ্র্যাফ্] (noun) একটি বিশেষ বিষয়ে আনুপুঙ্খিক পাণ্ডিত্যপূর্ণ বিবরণ; বিশেষত প্রকাশিত প্রতিবেদন।
- English Word monolith Bengali definition [মনালিথ্] (noun) একটি মাত্র পাথরে তৈরি স্তম্ভ; একশিলা স্তম্ভ। monolithic [মনালিথিক্] (adjective) একশিলা।
- English Word monologue Bengali definition [মনালগ্ America(n) মনালোগ্] (noun) নাটক ইত্যাদির দৃশ্য, যাতে একক ব্যক্তি কথা বলে; এক অভিনেতার জন্য রচিত নাটক; স্বগতোক্তি।
- English Word monomania Bengali definition [মনোউমেইনিআ] (noun) [uncountable noun, countable noun] একটিমাত্র বিষয় বা ভাবের উপর একাগ্র মনোনিবেশজনিত মানসিক অবস্থা, যা কখনো কখনো পাগলামিতে পর্যবসিত হয়; একবাতিক; একোন্মাদ। দ্রষ্টব্য paranoia. monomaniac [মনোউম্যানিঅ্যাক্] (noun) একবাতিকগ্রস্ত ব্যক্তি; একোন্মত্ত।
- English Word monomono-, Bengali definition দ্রষ্টব্য monoaural এবং পরি. ৩।
- English Word monoplane Bengali definition [মনাপ্লেইন] (noun) প্রতিপার্শ্বে একটি করে পাখাযুক্ত উড়োজাহাজ। দ্রষ্টব্য biplane.
- English Word monopolize, monopolise Bengali definition [মানপালাইজ] (verb transitive) একচেটে/একচ্ছত্র অধিকার বা সুবিধা ভোগ করা; একচেটে করে নেওয়া। monopolization, monopolisation [মানপালাইজেইশন্ America(n) মানপালিজেইশন্] (noun) একচ্ছত্র আধিপত্য বিস্তার; সর্বগ্রাহিতা।
- English Word monopoly Bengali definition [মানপালি] (noun) (plural monopolies) [countable noun] (১) সরবরাহের একচেটে অধিকার; একচেটে ব্যবসা বা সরবরাহ। (২) ব্যবসাবাণিজ্য, কথাবার্তা ইত্যাদিতে একচ্ছত্র আধিপত্য; একায়ত্ত; একাধিকার: government monopoly, সরকারের একায়ত্ত। (৩) কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচেটে অধিকারভুক্ত যেকোনো জিনিস, যার ভাগ অন্য কেউ পায় না বা পেতে পারে না; একচেটে/একচ্ছত্র অধিকার। monopolist [মানপালিস্ট্] (noun) একচেটে/একচ্ছত্র অধিকারী। monopolistic [মানপালিসটিক্] (adjective) একায়ত্ত; একচেটে।
- English Word monorail Bengali definition [মনোউরেইল্] (noun) যানবাহন চলাচলের জন্য একক রেল; রেলপথব্যবস্থা, যাতে এ ধরনের রেল বা এ ধরনের রেলে ঝুলন্ত যানবাহন ব্যবহৃত হয়; একবর্তনী।
- English Word monosyllable Bengali definition [মনাসিলাব্ল্] (noun) একাক্ষরিক শব্দ। monosyllabic [মনাসিল্যাবিক] (adjective) একাক্ষরিক: monosyllable words; monosyllabic answers (যেমন ‘Yes’ , ‘No’)।
- English Word monotheism Bengali definition [মনোউথীজাম্] (noun) একেশ্বরবাদ। monotheist [মনোউথীসট্] (noun) একেশ্বরবাদী। monotheistic [মনোউথীইসটিক] (noun), (adjective) একেশ্বরবাদী।
- English Word monotone Bengali definition [মনাটোউন্] (noun) একটানা/একঘেয়ে সুর; একসুর: speak in a monotone.