M পৃষ্ঠা ৩০
- English Word moderate 2 Bengali definition [মডারেইট্] (verb transitive), (verb intransitive) (১) সংযত/দমিত করা বা হওয়া; মন্দীভূত করা না হওয়া: The bad weather had moderated. (২) (কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে) প্রধান পরীক্ষকের দায়িত্ব নির্বাহ করা; সমন্বিত করা।
- English Word moderation Bengali definition [মডারেইশ্ন্] (noun) (১) [uncountable noun] সংযম; মিতাচার; সংযতাচার; পরিমিতি বোধ: moderation in eating and drinking. in moderation পরিমিত/সংযত পরিমাণে; পরিমিত/সংযতভাবে। (২) (plural) (সংক্ষিপ্ত mods) অক্সফোর্ড ধ্রুপদী বিসয়ে (গ্রিক ও রোমান সাহিত্য ও শিল্পকলা) প্রথম প্রকাশ্য পরীক্ষা।
- English Word moderator Bengali definition [মডারেইটা(র্)] (noun) (১) (প্রেসবাইটেরিয়ান গির্জা সংগঠনে) ধর্মীয় আদালতে প্রধান বিচারকের ভূমিকা পালনকারী পুরোহিত। (২) (কোনো বিশ্ববিদ্যালয়ে) প্রধান পরীক্ষক; সমন্বয়জ্ঞ। (৩) পারমাণবিক চুল্লিতে যে বস্তুর মধ্যে ইলেকট্রনসমূহের গতি শ্লথিত হয়।
- English Word modern Bengali definition [মড্ন্] (adjective) (১) বর্তমান বা সাম্প্রতিক কাল সম্বন্ধী; আধুনিক; অধুনা; অধুনাতন: modern history, ১৪৭৫ খ্রি. থেকে ইউরোপীয় ইতিহাস; Modern English ১৫ শতক থেকে ইংরেজি ভাষা। secondary modern school (British/Britain ১৯৫০ ও ১৯৬০ এর দশক) আধাকারিগরি মাধ্যমিক বিদ্যালয়বিশেষ, যেখানে তত্ত্বীয়শিক্ষাকে কম প্রাধান্য দেওয়া হয়; মাধ্যমিক আধুনিক বিদ্যালয়। দ্রষ্টব্য secondary. (২) নতুন ও হালনাগাদ; আধুনিক; নব্য: modern methods. □ (noun) আধুনিক মানুষ।
- English Word modernism Bengali definition [মডানিজাম্] (noun) [uncountable noun] আধুনিক মতামত, দৃষ্টিভঙ্গি ও পদ্ধতি; আধুনিকতাবাদ; নব্যতন্ত্র। modernist [মডানিস্ট্] (noun) আধুনিকতাবাদী; আধুনিকপন্থি। modernistic [মডানিসটিক্] (adjective) আধুনিকতাবাদী; নব্যতান্ত্রিক।
- English Word modernity Bengali definition [মাডানাটি] (noun) [uncountable noun] আধুনিকতা।
- English Word modernize, modernise Bengali definition [মডানাইজ্] (verb transitive) আধুনিক করা; হালনাগাদ করা। modernization [মডানাইজেইশ্ন America(n) মডানিজেইশ্ন্] (noun) [uncountable noun] আধুনিকীকরণ।
- English Word modest Bengali definition [মডিস্ট্] (adjective) (১) বিনয়ী; অনুদ্ধত; নিরহংকার: be modest about one’s achievements. (২) পরিমিত; সংযত; ন্যায়সংগত; মাঝারি (ধরনের): be modest in one’s demands; a modest house. (২) মিতাচারী; সংযত; পরিমিত: modest modest in speech, dress and behaviours. modestly (adverb) সংযতভাবে ইত্যাদি। modesty [মডিস্টি] (noun) [uncountable noun] বিনয়; বিনয়শালী; নিরাভিমান; অভিমানশূন্যতা; নিরহংকারিতা; সংযম; পরিমিতিবোধ; মিতাচার; শালীনতাবোধ। in all modesty এতটুকু অহংকার না করে; সম্পূর্ণ অভিমানবর্জিত হয়ে; অত্যন্ত বিনয়ের সঙ্গে।
- English Word modicum Bengali definition [মডিকাম্] (noun) (কেবল singular) অল্প/পরিমিত/কিঞ্চিৎ পরিমাণ: a modicum of affort/truth.
- English Word modify Bengali definition [মডিফাই] (verb transitive) (past tense, past participle) (১) বদলে দেওয়া; পরিবর্তন সাধন করা। (২) সংযত/নরম করা; বদলানো: modify one’s tone. (৩) (ব্যাকরণ) (শব্দের) অর্থকে বিশেষিত করা; গুণ প্রকাশ করা: Adverbs modify verbs and objectives. modifier [মডিফাইআ(র্)] (noun) (ব্যাকরণ) যেসব শব্দ অন্য শব্দকে বিশেষিত করে যেমন বিশেষণ, ক্রিয়াবিশেষণ); বিশেষক। modification [মডিফিকেইশন] (noun) [uncountable noun, countable noun] পরিবর্তন; পরিবর্তনসাধন; পরিবর্ত; সংশোধন।
- English Word modish Bengali definition [মোউডিশ্] (adjective) ফ্যাশনসম্মত; কেতাদুরস্ত। modishly (adverb) ফ্যাশনসম্মতভাবে।
- English Word modiste Bengali definition [মডীস্ট্] (noun) = milliner; দরজি; পোশাকশিল্পী।
- English Word modulate Bengali definition [মডিঊলেইট্ America(n) মডিজুলেইট্] (verb transitive), (verb intransitive) (১) নিয়ন্ত্রিত/নিয়ত করা; সমন্বিত/উপযোজিত করা; (সংগীত) গ্রাম পরিবর্তন করা। (২) modulate from/to এক গ্রাম থেকে অন্য গ্রামে পরিবর্তন করা। (৩) (বেতার) তরঙ্গের পৌনঃপুন্য বিস্তার বা দশা (phase) পরিবর্তন করা। দ্রষ্টব্য modulation.
- English Word modulation Bengali definition [মডিউলেইশ্ন্ America(n) মডিজুলেইশ্ন্] (noun) (১) [uncountable noun, countable noun] নিয়ন্ত্রণ; উপযোজন; সমন্বয়; (সংগীত) ধ্বনির পরদা বা উচ্চতা পরিবর্তন। (২) (বেতার) বেতারের উপযোগী করার জন্য কোনো তরঙ্গের বিস্তার, পৌনঃপুন্য বা দশার তারতম্যকরণ (যেমন বেতার বা টেলিফোনের জন্য মনুষ্যকষ্ঠের তারতম্যকরণ)।
- English Word module Bengali definition [মডিঊল্ America(n) মডিজূল্] (noun) [countable noun] নির্মাণকার্যে ব্যবহৃত পরিমাপের একক। (২) কম্পিউটারের সংযোজনে ব্যবহৃত ইলেকট্রনিক গঠন-উপাদানসমূহের একক: a memory module; কোনো যান্ত্রিক সংস্রবের (system) গঠন-উপাদানসমূহের একক। (৩) নভোযানের স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ একক। command module নভশ্চারীদলের নেতা ও যে স্থানে অবস্থান করেন। lunar module চাঁদে অবতরণের জন্য বিয়োজনীয় অংশ। modular [মডিউলা(র্) America(n) মডিজুউলা(র্)] (adjective) একক বা কোঠাভিত্তিক; কৌষ্ঠিক: modular design/construction.
- English Word modus operandi Bengali definition [মোউডাস্ অপার্যানডী] (noun) (লাতিন) কার্যপ্রণালি; সাধনপদ্ধতি।
- English Word modus vivendi Bengali definition [মোউডাস ভিভেনডী] (noun) (লাতিন) জীবনযাপন-পদ্ধতি; (বিবাদ ইত্যাদির চূড়ান্ত নিষ্পত্তির পূর্বে) সাময়িকচুক্তি; ঐরকম চুক্তি সম্পাদন পদ্ধতি; সাময়িক রফা)।
- English Word mofussil Bengali definition [মোফোশ্শল্] (noun) (singular) নগরের প্রধান অংশ থেকে দূরবর্তী এলাকা; গ্রামাঞ্চল; উপশহর; মফস্বল।
- English Word moggy, mog Bengali definition [মগি, মগ্] (noun(s) (plural moggies [মগীজ] mogs [মগস্] (কথ্য) বিড়াল।
- English Word mogniloquent Bengali definition [ম্যাগনিলাকোআনট্] (adjective) (শব্দ, বক্তৃতার ক্ষেত্রে) বাগাড়ম্বরপূর্ণ; (ব্যক্তির ক্ষেত্রে) বড় বড় কথা বলে এমন। mogniloquently (adverb) magniloquence [ম্যাগনিলাকোআন্স্] (noun) বাগাড়ম্বর।
- English Word mogul Bengali definition [মোউগ্ল্] (noun) Mogul (ইতিহাস) মোগল; মুঘল; (কথ্য) অত্যন্ত ধনী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি। = Mughal
- English Word mohair Bengali definition [মোউহেআ(র্)] (noun) [uncountable noun] অ্যাংগোরার (দেশ) ছাগলের সূক্ষ্ম, রেশমি লোম; ঐ লোম থেকে তৈরি সুতা ও বস্ত্র।
- English Word Mohammedan Bengali definition [মাহ্যামিডান্] (noun) দ্রষ্টব্য Muhammad (Sm).
- English Word Moharram Bengali definition [মোহররম্] (অপিচ Muharram [মূহররম্]) (noun) [uncountable noun] হজরত মুহম্মদ (স.)- এর পৌত্র হাসান ও হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত মুসলমানদের ধর্মীয় উৎসব; মোহররম।
- English Word moiety Bengali definition [মইআটি] (noun) (plural moieties) (বিশেষত আইনের ভাষায়) দুই ভাগের এক ভাগ; এক অর্ধাংশ।
- English Word moist Bengali definition [ময়সট] (adjective) ঈর্ষৎ আর্দ্র; ভেজ-ভেজা: eyes moist with tears. moisten [ময়স্ন্] (verb transitive), (verb intransitive) আর্দ্র করা বা হওয়া; ভেজা বা ভেজানো: moisten the lips. moisture [ময়সচা(র্)] (noun) [uncountable noun] আর্দ্রতা; জলীয়তা; জলকণা।
- English Word moisturize, moisturise Bengali definition [ময়সচারাইজ] (verb transitive) প্রসাধনী ক্রিম দিয়ে ত্বক আর্দ্র করা। moisturizer (noun) (ত্বক) আর্দ্র করার জন্য ক্রিম।
- English Word moke Bengali definition [মোউক্] (noun) (British/Britain অপশব্দ) গাধা।
- English Word molar Bengali definition [মোউলা(র্)] (noun), (adjective) মাড়ির দাঁত; পেষক দন্ত।
- English Word molasses Bengali definition [মাল্যাসিজ] (noun) [uncountable noun] চিনি শোধনপ্রক্রিয়ায় নিঃসৃত ঘন কালো সিরাপবিশেষ।