Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word messenger 1 Bengali definition [মেসিনজা(র)] (noun) [countable noun] দূত; বার্তাবাহক; নবী
  • English Word messenger 2 Bengali definition [মেসিনজা(র)] (noun) (১) ইন্টারনেটের সহায়তায় কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে পাঠানো যায়, এমন সেবা; অনলাইন চ্যাট; মেসেঞ্জার: He sent a message with a warning: prepare for the upcoming tsunami. (২) (রসায়ন) (কেমিক্যাল মেসেঞ্জার যা কোষসম্পর্কিত সংকেত দেয়) হরমোন বা নিউরোট্রান্সমিটার(৩) (জীববিজ্ঞানে) কোষে শ্বেতসার সংশ্লেষণ প্রক্রিয়ায় ডিএনএ থেকে রাইবোজমে তথ্য বহন করা(৪) (প্রাণরসায়নে) যা তথ্য বহন করে বা দেহে উত্তেজনা সৃষ্টি করে: Nitric oxide is an intercellular message.
  • English Word Messiah Bengali definition [মিসাইআ] (noun) মানবজাতির ত্রাণের উদ্দেশ্যে যাঁর আবির্ভাব ঘটবে বলে ইহুদিরা আশা করে; (খ্রিষ্টানদের মতে) যিশুখ্রিষ্ট।
  • English Word Messieurs Bengali definition [মেইসিউআ(র্‌)] (noun) monsieur-এর plural
  • English Word Messrs Bengali definition [মেসাজ্‌] (noun) (Messieurs-এর সংক্ষিপ্ত রূপ) Mr- এর বহুবচন হিসেবে একাধিক ভদ্রলোকের নামের তালিকার আগে ব্যবহৃত; সর্বজনাব; ব্যবসায় প্রতিষ্ঠানের নামের আগে ব্যবহৃত
  • English Word met Bengali definition [মেট্] meet-এর past tense, past participle
  • English Word Met 2 Bengali definition [মেট্] (adjective) Meteorological-এর সংক্ষিপ্ত রূপ; আবহাওয়া: Met report, আবহাওয়া প্রতিবেদন; Met office, আবহাওয়া অফিস।
  • English Word metabolism Bengali definition [মিট্যাবালিজাম্] (noun) [uncountable noun] জীবন্ত পদার্থে যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয় এবং খাদ্য সরলতর পদার্থে রূপান্তরিত হয়; জীবদেহের রাসায়নিক রূপান্তর; বিপাকmetebolic [মেটাবলিক্‌] (adjective) বিপাকীয়।
  • English Word metabolize, metabolise Bengali definition [মিট্যাবালাইজ্‌] (verb transitive) (জীববিদ্যা) বিপাকক্রিয়ায় খাদ্য শোষণের মাধ্যমে ব্যবহার করা
  • English Word metacarpal Bengali definition [মেটাকা:প্‌ল্‌] (adjective), (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) হাতের হাড়সম্পর্কিতmetacarpus (noun)
  • English Word metal Bengali definition [মেট্‌ল্‌] (noun) (১) ধাতুmetal-work (noun) ধাতুর শিল্পকর্ম। metal-worker (noun) ধাতুকর্মকার। (২) (road-) metal (British/Britain) সড়ক ও রেলপথ পাকা করতে ব্যবহৃত নুড়ি বা পাথরকুচি(৩) (plural) রেলপথ: The train left the metals. ⧠ (verb transitive) (metalled, metalling, metals America(n) metaled, metaling, metals ) পাথরকুচি দিয়ে (সড়ক) বাঁধানো বা পাকা করা। metal led road পাথরকুচি দ্বারা বাঁধানো সড়ক; পাকা সড়ক।
  • English Word metallic Bengali definition [মিট্যালিক্] (adjective) ধাতব metallic coins, ধাতব মুদ্রা; ধাতুতুল্য।
  • English Word metallurgy Bengali definition [মিট্যালাজি America(n) মেটালার্‌জি] (noun) [uncountable noun] ধাতুবিদ্যাmetallurgical (adjective) ধাতুবিদ্যাগত। metallurgist [মিট্যালাজিস্‌ট্‌] (noun) ধাতুবিদ; ধাতুবিজ্ঞানী।
  • English Word metamorphose Bengali definition [মেটামোফোউজ্‌] (verb transitive), (verb intransitive) metamorphose (somebody/something) (into) রূপান্তরিত করা; রূপান্তরিত হওয়া
  • English Word metamorphosis Bengali definition [মেটামোফাসিস্‌] (noun) (plural metamorphoses) রূপান্তর; আকারের বা চরিত্রের পরিবর্তন
  • English Word metaphor Bengali definition [মেটাফা(র্‌)] (noun) [countable noun, uncountable noun] অভেদ কল্পনার মাধ্যমে বিশেষ ভাব প্রকাশের জন্য যে শব্দ প্রয়াগ করা হয়, রূপকালংকার; রূপক: a heart of stone, পাষাণহৃদয় (পাষাণের মতো কঠিন হৃদয়)। metaphorical (adjective) metaphorically (adverb)
  • English Word metaphysics Bengali definition [মেটাফিজিক্‌স্‌] (noun) (singular verb) (১) সত্তার প্রকৃতি ও জ্ঞানসংক্রান্ত দর্শনশাস্ত্র; অধিবিদ্যা(২) (স্থুল প্রয়াগ) দূরকল্পী দর্শন; বিমূর্ত আলোচনাmetaphysical (adjective) অধিবিদ্যামূলক।
  • English Word metatarsal Bengali definition [মেটাটা:সল্] (adjective) (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) পায়ের হাড়; পায়ের হাড়সংক্রান্ত
  • English Word metatarsus Bengali definition [মেটাটা:সাস্‌] (noun) গোড়ালি থেকে পায়ের আঙুল পর্যন্ত পায়ের অংশ বা ঐ অংশের হাড়সমূহ
  • English Word mete Bengali definition [মীট্] (verb transitive) mete out পরিমাপ করা; অংশ ভাগ করে দেওয়া; mete out rewards.
  • English Word meteor Bengali definition [মীটিআ(র্‌)] (noun) [countable noun] উল্কা
  • English Word meteoric Bengali definition [মীটিআরিক্ America(n) ক-‘ও’(র্‌)] (adjective) (১) বায়ুমণ্ডলসংক্রান্ত বায়ুমণ্ডলীয় অবস্থা সংক্রান্ত; উল্কা সম্বন্ধীয়; উল্কাবৎ(২) (লাক্ষণিক) অত্যুজ্জ্বল কিন্তু ক্ষণকালের জন্য ঝলকে ওঠে এমন; a meteoric career.
  • English Word meteorite Bengali definition [মীটিআরাইট] (noun) [countable noun] পতিত উল্কা; মহাশূন্য থেকে ভূপৃষ্ঠে পতিত শিলা বা ধাতব খণ্ড; উল্কাপিণ্ড
  • English Word meteorology Bengali definition [মীটিআরলাজি] (noun) [uncountable noun] আবহাওয়াবিজ্ঞান; আবহবিদ্যাmeteorologist [মাটিআরলাজিস্‌ট্‌] (noun) আবহাওয়াবিজ্ঞানী; আবহাওয়াবিদ। meteorological [মীটিআরাল্‌জিক্‌ল্‌ America(n) মীটিওরাল্‌জিক্‌ল্‌] (adjective) আবহাওয়াসংক্রান্ত।
  • English Word meter 1 Bengali definition [মীটা(র্‌)] (noun) [countable noun] পরিমাপযন্ত্র: water meter; light meter; exposure meter.
  • English Word meter 2 Bengali definition [মীটা(র্‌)] (noun) (America(n)= metre.
  • English Word methane Bengali definition [মীথেইন্] (noun) [uncountable noun] বর্ণহীন; গন্ধহীন দাহ্য গ্যাসবিশেষ (CH 4) যা কয়লাখনিতে এবং জলা অঞ্চলে দেখা যায়; মিথেন গ্যাস
  • English Word methinks Bengali definition [মিথিঙ্‌ক্‌স্‌] (verb intransitive) (past tense methought) (প্রাচীন প্রয়োগ) আমার মনে হয়
  • English Word method Bengali definition [মেথাড্‌] (noun) (১) [uncountable noun] নিয়ম; শৃঙ্খলা: a man of method; There’s method in his madness, তার আচরণ যেমন মনে হয় ততটা অযৌক্তিক নয়। (২) [countable noun] পদ্ধতি; প্রণালি; ধরন: methods of teaching; method of payment. methodical (adjective) (ক) পদ্ধতিগত; সুসংবদ্ধ; সুশৃঙ্খল;(খ) নিয়মানুগ; নিয়মনিষ্ঠা। methodically (adverb) methodology [মেথাডলাজি] (noun) [uncountable noun] নিয়মবিষয়ক বিজ্ঞান বা বিদ্যা; [countable noun] কোনো কাজে ব্যবহৃত নিয়ম বা পদ্ধতিসমূহ।
  • English Word Methodism Bengali definition [মেথাডিজাম্] (noun) ইংল্যান্ডের জন ওয়েজলি (John Wesley ১৭০৩-১৭৯১) কর্তৃক প্রবর্তিত কঠোর নিয়মনিষ্ঠ খ্রিষ্টীয় সম্প্রদায়বিশেষের মতবাদ, শিক্ষা ও প্রার্থনাপদ্ধতিMethodist (noun), (adjective) উক্ত সম্প্রদায়ভুক্ত ব্যক্তি বা সম্পর্কিত। দ্রষ্টব্য Wesleyan.