Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word merchant Bengali definition [মাচান্‌ট্‌] (noun) (১) বণিক (বিশেষত বৈদেশিক বাণিজ্যের)। (২) (প্রধানত attributive(ly)) বাণিজ্যিক জাহাজ চলাচলসংক্রান্ত: ships. the merchant navy/service/marine রাষ্ট্রের বাণিজ্য জাহাজসমূহ এবং তাদের নাবিকবৃন্দ। merchant seaman বাণিজ্যিক জাহাজের নাবিক। (৩) (যৌগশব্দের দ্বিতীয় অংশ হিসেবে) (noun) দেশের অভ্যন্তরে বিভিন্ন পণ্যের ব্যবসায়ী: a jute merchant. (৪) (British/Britain) (অপশব্দ) কোনো বিশেষ কিছুতে আসক্তি আছে এমন ব্যক্তি: a speed merchant, অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালানো যার নেশা এমন ব্যক্তি।
  • English Word merciful Bengali definition [মাসিফল্] (adjective), merciful to ক্ষমাপূর্ণ; দয়ালু; করুণাময়mercifully (adverb)
  • English Word merciless Bengali definition [মাসিলিস্] (adjective) merciless to ক্ষমাহীন; নির্দয়; নির্মমmercilessly (adverb) নির্দয়ভাবে; নির্মমভাবে।
  • English Word mercurial Bengali definition [মাকিউআরিআল্] (adjective) (১) পারদসম্পর্কিত; পারদতুল্য; পারদঘটিত; পারদবিশিষ্ট: mercurial poisoning. (২) (লাক্ষণিক) প্রাণবন্ত; চটপটে; উপস্থিত বুদ্ধিসম্পন্ন(৩) (ব্যক্তি) পরিবর্তনশীল
  • English Word mercury Bengali definition [মাকিউরি] (noun) [uncountable noun] (রসায়ন) পারদ
  • English Word Mercury Bengali definition [মাকিউরি] (noun) (জ্যোতির্বিদ্যা) বুধগ্রহ
  • English Word mercy Bengali definition [মাসি] (noun) (plural mercies) (১) [uncountable noun] ক্ষমা; করুণাat the mercy of কারো বা কিছুর সম্পূর্ণ নিয়ন্ত্রণে; প্রতিরোধহীন অবস্থায়। be left to the tender mercy of কারো নির্মম আচরণ সহ্য করা। (২) [countable noun] দৈবানুগ্রহ, মুক্তি, উপশম বা নিবৃত্তিmercy killing (noun) (কথ্য) (চিকিৎসাতীত রোগীর) বিনা যন্ত্রণায় মৃত্যু সংঘটন। (৩) Mercy! Mercy on us! বিস্ময় বা (প্রয়াই মিথ্যা) ভয়ের প্রকাশসূচক উক্তি
  • English Word mere 1 Bengali definition [মিআ(র্‌)] (adjective) ছাড়া আর কিছু নয়; নিছক: She's a mere child. Mere words কাজ ব্যতীত কেবল কথা। merely (adverb) শুধু; স্রেফ: That was merely a joke.
  • English Word mere 2 Bengali definition [মিআ(র্‌)] (noun) [countable noun] পুকু; ছোট হৃদ
  • English Word meretricious Bengali definition [মেরিট্রিশাস্‌] (adjective) দেখতে চটকদার কিন্তু মূল্যহীন; বাহ্যিক চাকচিক্যময়: a meretricious style. meretriciously (adverb) meretriciousness (noun)
  • English Word merge Bengali definition [মাজ্‌] (verb transitive), (verb intransitive) (১) merge (in/into/with) (বাণিজ্য) (ব্যবসায় কোম্পানি) (বৃহত্তর কোনোকিছুর) অঙ্গীভূত করা বা হওয়া; একাধিক কিছু এক সত্তায় পরিণত করা বা হওয়া; কিছুতে নিমজ্জিত করা বা হওয়া(২) merge into ধীরে ধীরে রূপান্তরিত হওয়া: The remaining ones slowly merged into the crowd. merger [মাজা(র্‌)] (noun) [uncountable noun] ব্যবসায় প্রতিষ্ঠানাদির একত্রীকরণ বা একত্রীভবন; অন্য কিছুর অঙ্গীভূতকরণ; অন্য কিছুতে অন্তর্ভুক্তি; নিমজ্জন।
  • English Word meridian Bengali definition [মারিডিআন্‌] (noun) (১) ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থানের উপর দিয়ে উত্তর ও দক্ষিণ মেরু সংযোজক যে বৃত্তরেখা কল্পনা করা হয়; মধ্যরেখা(২) মধ্যাহ্নে সূর্য যে সর্বোচ্চ স্থানে পৌঁছে; সর্বোচ্চ স্থান ও চূড়া(৩) (লাক্ষণিক) সাফল্য; খ্যাতির সর্বোচ্চ অবস্থা(৩) (লাক্ষণিক) সাফল্য; খাতির সর্বোচ্চ অবস্থা; সর্বোচ্চ খ্যাতি বা সাফল্যের কাল
  • English Word meridional Bengali definition [মারিডিআন্‌ল্‌] (adjective) (১) দক্ষিণসম্পর্কিত; দক্ষিণ ইউরোপ (বিশেষত দক্ষিণ ফ্রান্স) সম্পর্কিত(২) মধ্যাহ্নকালীন; মধ্যরেখা সংক্রান্ত
  • English Word meringue Bengali definition [মার‍্যাঙ্] (noun) [countable noun, uncountable noun] ডিমের শ্বেতাংশের সঙ্গে চিনি মিশিয়ে তৈরি মিষ্টান্নবিশেষ
  • English Word merino Bengali definition [মারীনোউ] (noun) (plural merinos) (১) (অপিচ merino-sheep) উৎকৃষ্ট লম্বা পশমযুক্ত ভেড়াবিশেষ(২) [uncountable noun] উক্ত পশম থেকে তৈরি বস্ত্র; নরম পশমি ও সুতি বস্ত্র
  • English Word merit Bengali definition [মেরিট্] (noun) (১) [uncountable noun] প্রশংসনীয় গুণ যা যোগ্যতা; উৎকর্ষ(২) পুরস্কৃত হওয়ার যোগ্য গুণ বা বিষয়make a merit of something কোনোকিছুকে পুরস্কার বা প্রশংসা পাবার যোগ্য হিসেবে তুলে ধরা।  (verb transitive) যোগ্য হওয়া: merit reward/punishment.
  • English Word meritocracy Bengali definition [মেরিট্‌ক্‌রাসি] (noun) (plural meritocracies) যে সরকার বা নিয়ন্ত্রণ ব্যবস্থা উচ্চ ব্যবহারিক যোগ্যতা ও ধীসম্পন্ন ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়(২) সম্পদ অথবা সম্মানের পরিবর্তে মেধা ও ব্যক্তিগত প্রচেষ্টার ভিত্তিতে ব্যক্তির সফলতা নির্ধারণের ধারণা: The dean believes the educational system should be a meritocracy.
  • English Word meritorious Bengali definition [মেরিটোরিআস্] (adjective) প্রশংসার যোগ্য; পুরস্কৃত হওয়ার যোগ্য: meritorious conduct. meritoriously (adverb)
  • English Word mermaid Bengali definition [মামেইড্‌] (noun) (ছোটদের গল্পে বা রূপকথায়) পায়ের বদলে মাছের লেজযুক্ত নারী; মৎস্যনারীmerman [মামান্‌] (noun) (plural mermen) মৎস্যনর।
  • English Word merry Bengali definition [মেরি] (adjective) (merrier, merriest) (১) উল্লসিত; উৎফুল্ল; হাসিখুশি; আনন্দময়: a merry christmas. make merry আনন্দ করা; স্ফূর্তি করা; উৎসব করা। merry-maker আনন্দোৎসবকারী। merry -making (noun) merry-go-round (ঘোড়াগাড়ি ইত্যাদির) যন্ত্রচালিত নাগরদোলা। (২) (প্রাচীন প্রয়োগ) মনোরম: the merry month of May. merrily (adverb) merriment (noun) [uncountable noun]
  • English Word mésalliance Bengali definition [মেইজালিআ:ন্‌স্‌] (noun) নিম্নতর সামাজিক মর্যাদাসম্পন্ন ব্যক্তির সঙ্গে বিবাহ
  • English Word mescal Bengali definition [মেস্‌ক্‌ল্‌] (noun) (১) মেক্সিকোর গোলাকৃতি ক্যাকটাস; মিসকাল(২) মেক্সিকোর এক প্রকার গাছের রস থেকে তৈরি মদবিশেষmescaline [মেসকা্লিন্‌] (noun) [uncountable noun] মেসকাল ক্যাকটাস থেকে তৈরি মায়ার ঘোর সৃষ্টিকারী মাদক।
  • English Word Mesdames Bengali definition [মেইডা:ম্] (noun), madame-এর plural
  • English Word Mesdemoiselles Bengali definition [মেইডামোআজেল্‌] (noun) mademiselle-এর plural
  • English Word mesh Bengali definition [মেশ্‌] (noun) (১) জালের বুনানির বা তারের জালির ঘর বা ফাঁক(২) (plural) জাল। (৩) (বলবিজ্ঞান) in mesh (দাঁতওয়ালা চাকা) পরস্পরসংবদ্ধ। (verb transitive), (verb intransitive) (১) জালের সাহায্যে (মাছ ইত্যাদি) ধরা(২) (দাঁতওয়ালা চাকা) পরস্পর সংবদ্ধ করা বা হওয়া; (লাক্ষণিক) সমন্বয়পূর্ণ হওয়া; খাপ খাওয়া
  • English Word mesmerism Bengali definition [মেজ্‌মারিজাম্‌] (noun) [uncountable noun] (Hypnotism-এর পুরনো নাম) সম্মোহনmesmeric [মেজমেরিক্] (adjective) সম্মোহনকর। mesmerist (noun) সম্মোহনকারী। mesmerize, mesmerise (verb transitive) সম্মোহিত করা।
  • English Word meson Bengali definition [মীসান্‌] (noun) (পদার্থবিদ্যা) ইলেকট্রন ও প্রোটন-নিউট্রনের মাঝামাঝি ভরবিশিষ্ট অস্থিতিশীল পারমাণবিক কণা; মেসন
  • English Word mess 1 Bengali definition [মেস্] (noun) (১) (indefinite article-সহ, ক্বচিৎ 'plural') বিশৃঙ্খলা; তালগোল পাকানো অবস্থা; বিভ্রান্তি। □ (verb transitive), (verb intransitive) (ক) mess something (up) বিশৃঙ্খল করে ফেলা; তালগোল পাকিয়ে ফেলা। mess-up (noun) (কথ্য) বিশৃঙ্খলা; বিভ্রান্তি। (২) mess something/somebody about (ক) সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ছাড়া কাজ করা; বোকার ন্যায়, আচরণ করা। (খ) কোনোকিছু তালগোল পাকিয়ে ফেলা; কারো সঙ্গে অমার্জিত বা অবিবেচকসুলভ আচরণ করা। messy (adjective), (messier, messiest) নোংরা; বিশৃঙ্খলা: a messy job.
  • English Word mess 2 Bengali definition [মেস্‌] (noun) [countable noun] একত্রে আহার গ্রহণকারী ব্যক্তিদের দল (বিশেষত সেনাবাহিনীতে); ঐ আহার; যে কক্ষ ইত্যাদিতে ঐ আহার গ্রহণ করা হয়, মেসmess-mate (noun) একই মেসের সদস্য। □ (verb intransitive) mess with, somebody, mess together একত্রে মেসে খাওয়া।
  • English Word message Bengali definition [মেসিজ্‌] (noun) (১) সংবাদ; খবর; বার্তা(২) সামাজিক, নৈতিক বা ধর্মীয় শিক্ষা: the message of Muhammad (sm).