M পৃষ্ঠা ১৮
- English Word merchant Bengali definition [মাচান্ট্] (noun) (১) বণিক (বিশেষত বৈদেশিক বাণিজ্যের)। (২) (প্রধানত attributive(ly)) বাণিজ্যিক জাহাজ চলাচলসংক্রান্ত: ships. the merchant navy/service/marine রাষ্ট্রের বাণিজ্য জাহাজসমূহ এবং তাদের নাবিকবৃন্দ। merchant seaman বাণিজ্যিক জাহাজের নাবিক। (৩) (যৌগশব্দের দ্বিতীয় অংশ হিসেবে) (noun) দেশের অভ্যন্তরে বিভিন্ন পণ্যের ব্যবসায়ী: a jute merchant. (৪) (British/Britain) (অপশব্দ) কোনো বিশেষ কিছুতে আসক্তি আছে এমন ব্যক্তি: a speed merchant, অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালানো যার নেশা এমন ব্যক্তি।
- English Word merciful Bengali definition [মাসিফল্] (adjective), merciful to ক্ষমাপূর্ণ; দয়ালু; করুণাময়। mercifully (adverb)
- English Word merciless Bengali definition [মাসিলিস্] (adjective) merciless to ক্ষমাহীন; নির্দয়; নির্মম। mercilessly (adverb) নির্দয়ভাবে; নির্মমভাবে।
- English Word mercurial Bengali definition [মাকিউআরিআল্] (adjective) (১) পারদসম্পর্কিত; পারদতুল্য; পারদঘটিত; পারদবিশিষ্ট: mercurial poisoning. (২) (লাক্ষণিক) প্রাণবন্ত; চটপটে; উপস্থিত বুদ্ধিসম্পন্ন। (৩) (ব্যক্তি) পরিবর্তনশীল।
- English Word mercury Bengali definition [মাকিউরি] (noun) [uncountable noun] (রসায়ন) পারদ।
- English Word Mercury Bengali definition [মাকিউরি] (noun) (জ্যোতির্বিদ্যা) বুধগ্রহ।
- English Word mercy Bengali definition [মাসি] (noun) (plural mercies) (১) [uncountable noun] ক্ষমা; করুণা। at the mercy of কারো বা কিছুর সম্পূর্ণ নিয়ন্ত্রণে; প্রতিরোধহীন অবস্থায়। be left to the tender mercy of কারো নির্মম আচরণ সহ্য করা। (২) [countable noun] দৈবানুগ্রহ, মুক্তি, উপশম বা নিবৃত্তি। mercy killing (noun) (কথ্য) (চিকিৎসাতীত রোগীর) বিনা যন্ত্রণায় মৃত্যু সংঘটন। (৩) Mercy! Mercy on us! বিস্ময় বা (প্রয়াই মিথ্যা) ভয়ের প্রকাশসূচক উক্তি।
- English Word mere 1 Bengali definition [মিআ(র্)] (adjective) ছাড়া আর কিছু নয়; নিছক: She's a mere child. Mere words কাজ ব্যতীত কেবল কথা। merely (adverb) শুধু; স্রেফ: That was merely a joke.
- English Word mere 2 Bengali definition [মিআ(র্)] (noun) [countable noun] পুকু; ছোট হৃদ।
- English Word meretricious Bengali definition [মেরিট্রিশাস্] (adjective) দেখতে চটকদার কিন্তু মূল্যহীন; বাহ্যিক চাকচিক্যময়: a meretricious style. meretriciously (adverb) meretriciousness (noun)
- English Word merge Bengali definition [মাজ্] (verb transitive), (verb intransitive) (১) merge (in/into/with) (বাণিজ্য) (ব্যবসায় কোম্পানি) (বৃহত্তর কোনোকিছুর) অঙ্গীভূত করা বা হওয়া; একাধিক কিছু এক সত্তায় পরিণত করা বা হওয়া; কিছুতে নিমজ্জিত করা বা হওয়া। (২) merge into ধীরে ধীরে রূপান্তরিত হওয়া: The remaining ones slowly merged into the crowd. merger [মাজা(র্)] (noun) [uncountable noun] ব্যবসায় প্রতিষ্ঠানাদির একত্রীকরণ বা একত্রীভবন; অন্য কিছুর অঙ্গীভূতকরণ; অন্য কিছুতে অন্তর্ভুক্তি; নিমজ্জন।
- English Word meridian Bengali definition [মারিডিআন্] (noun) (১) ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থানের উপর দিয়ে উত্তর ও দক্ষিণ মেরু সংযোজক যে বৃত্তরেখা কল্পনা করা হয়; মধ্যরেখা। (২) মধ্যাহ্নে সূর্য যে সর্বোচ্চ স্থানে পৌঁছে; সর্বোচ্চ স্থান ও চূড়া। (৩) (লাক্ষণিক) সাফল্য; খ্যাতির সর্বোচ্চ অবস্থা। (৩) (লাক্ষণিক) সাফল্য; খাতির সর্বোচ্চ অবস্থা; সর্বোচ্চ খ্যাতি বা সাফল্যের কাল।
- English Word meridional Bengali definition [মারিডিআন্ল্] (adjective) (১) দক্ষিণসম্পর্কিত; দক্ষিণ ইউরোপ (বিশেষত দক্ষিণ ফ্রান্স) সম্পর্কিত। (২) মধ্যাহ্নকালীন; মধ্যরেখা সংক্রান্ত।
- English Word meringue Bengali definition [মার্যাঙ্] (noun) [countable noun, uncountable noun] ডিমের শ্বেতাংশের সঙ্গে চিনি মিশিয়ে তৈরি মিষ্টান্নবিশেষ।
- English Word merino Bengali definition [মারীনোউ] (noun) (plural merinos) (১) (অপিচ merino-sheep) উৎকৃষ্ট লম্বা পশমযুক্ত ভেড়াবিশেষ। (২) [uncountable noun] উক্ত পশম থেকে তৈরি বস্ত্র; নরম পশমি ও সুতি বস্ত্র।
- English Word merit Bengali definition [মেরিট্] (noun) (১) [uncountable noun] প্রশংসনীয় গুণ যা যোগ্যতা; উৎকর্ষ। (২) পুরস্কৃত হওয়ার যোগ্য গুণ বা বিষয়। make a merit of something কোনোকিছুকে পুরস্কার বা প্রশংসা পাবার যোগ্য হিসেবে তুলে ধরা। (verb transitive) যোগ্য হওয়া: merit reward/punishment.
- English Word meritocracy Bengali definition [মেরিট্ক্রাসি] (noun) (plural meritocracies) যে সরকার বা নিয়ন্ত্রণ ব্যবস্থা উচ্চ ব্যবহারিক যোগ্যতা ও ধীসম্পন্ন ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়। (২) সম্পদ অথবা সম্মানের পরিবর্তে মেধা ও ব্যক্তিগত প্রচেষ্টার ভিত্তিতে ব্যক্তির সফলতা নির্ধারণের ধারণা: The dean believes the educational system should be a meritocracy.
- English Word meritorious Bengali definition [মেরিটোরিআস্] (adjective) প্রশংসার যোগ্য; পুরস্কৃত হওয়ার যোগ্য: meritorious conduct. meritoriously (adverb)
- English Word mermaid Bengali definition [মামেইড্] (noun) (ছোটদের গল্পে বা রূপকথায়) পায়ের বদলে মাছের লেজযুক্ত নারী; মৎস্যনারী। merman [মামান্] (noun) (plural mermen) মৎস্যনর।
- English Word merry Bengali definition [মেরি] (adjective) (merrier, merriest) (১) উল্লসিত; উৎফুল্ল; হাসিখুশি; আনন্দময়: a merry christmas. make merry আনন্দ করা; স্ফূর্তি করা; উৎসব করা। merry-maker আনন্দোৎসবকারী। merry -making (noun) merry-go-round (ঘোড়াগাড়ি ইত্যাদির) যন্ত্রচালিত নাগরদোলা। (২) (প্রাচীন প্রয়োগ) মনোরম: the merry month of May. merrily (adverb) merriment (noun) [uncountable noun]
- English Word mésalliance Bengali definition [মেইজালিআ:ন্স্] (noun) নিম্নতর সামাজিক মর্যাদাসম্পন্ন ব্যক্তির সঙ্গে বিবাহ।
- English Word mescal Bengali definition [মেস্ক্ল্] (noun) (১) মেক্সিকোর গোলাকৃতি ক্যাকটাস; মিসকাল। (২) মেক্সিকোর এক প্রকার গাছের রস থেকে তৈরি মদবিশেষ। mescaline [মেসকা্লিন্] (noun) [uncountable noun] মেসকাল ক্যাকটাস থেকে তৈরি মায়ার ঘোর সৃষ্টিকারী মাদক।
- English Word Mesdames Bengali definition [মেইডা:ম্] (noun), madame-এর plural
- English Word Mesdemoiselles Bengali definition [মেইডামোআজেল্] (noun) mademiselle-এর plural
- English Word mesh Bengali definition [মেশ্] (noun) (১) জালের বুনানির বা তারের জালির ঘর বা ফাঁক। (২) (plural) জাল। (৩) (বলবিজ্ঞান) in mesh (দাঁতওয়ালা চাকা) পরস্পরসংবদ্ধ। (verb transitive), (verb intransitive) (১) জালের সাহায্যে (মাছ ইত্যাদি) ধরা। (২) (দাঁতওয়ালা চাকা) পরস্পর সংবদ্ধ করা বা হওয়া; (লাক্ষণিক) সমন্বয়পূর্ণ হওয়া; খাপ খাওয়া।
- English Word mesmerism Bengali definition [মেজ্মারিজাম্] (noun) [uncountable noun] (Hypnotism-এর পুরনো নাম) সম্মোহন। mesmeric [মেজমেরিক্] (adjective) সম্মোহনকর। mesmerist (noun) সম্মোহনকারী। mesmerize, mesmerise (verb transitive) সম্মোহিত করা।
- English Word meson Bengali definition [মীসান্] (noun) (পদার্থবিদ্যা) ইলেকট্রন ও প্রোটন-নিউট্রনের মাঝামাঝি ভরবিশিষ্ট অস্থিতিশীল পারমাণবিক কণা; মেসন।
- English Word mess 1 Bengali definition [মেস্] (noun) (১) (indefinite article-সহ, ক্বচিৎ 'plural') বিশৃঙ্খলা; তালগোল পাকানো অবস্থা; বিভ্রান্তি। □ (verb transitive), (verb intransitive) (ক) mess something (up) বিশৃঙ্খল করে ফেলা; তালগোল পাকিয়ে ফেলা। mess-up (noun) (কথ্য) বিশৃঙ্খলা; বিভ্রান্তি। (২) mess something/somebody about (ক) সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ছাড়া কাজ করা; বোকার ন্যায়, আচরণ করা। (খ) কোনোকিছু তালগোল পাকিয়ে ফেলা; কারো সঙ্গে অমার্জিত বা অবিবেচকসুলভ আচরণ করা। messy (adjective), (messier, messiest) নোংরা; বিশৃঙ্খলা: a messy job.
- English Word mess 2 Bengali definition [মেস্] (noun) [countable noun] একত্রে আহার গ্রহণকারী ব্যক্তিদের দল (বিশেষত সেনাবাহিনীতে); ঐ আহার; যে কক্ষ ইত্যাদিতে ঐ আহার গ্রহণ করা হয়, মেস। mess-mate (noun) একই মেসের সদস্য। □ (verb intransitive) mess with, somebody, mess together একত্রে মেসে খাওয়া।
- English Word message Bengali definition [মেসিজ্] (noun) (১) সংবাদ; খবর; বার্তা। (২) সামাজিক, নৈতিক বা ধর্মীয় শিক্ষা: the message of Muhammad (sm).