Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word men Bengali definition [মেন্] (noun) দ্রষ্টব্য man 1 (১)
  • English Word menace Bengali definition [মেনাস্‌] (noun) [countable noun, uncountable noun] বিপদ; হুমকি; ভীতিপ্রদর্শন। □ (verb transitive) ভীতিপ্রদর্শন করা; হুমকি দেওয়া। menacingly (adverb) ভীতিকরভাবে; বিপজ্জনকভাবে।
  • English Word ménage Bengali definition [মেইনা:জ] (noun) (ফরাসি) সংসার; গৃহস্থালি
  • English Word menagerie Bengali definition [মিন্যাজারি] (noun) প্রদর্শনার্থ বন্দি বন্যপ্রাণীর সংগ্রহ
  • English Word mend Bengali definition [মেন্‌ড্] (verb transitive), (verb intransitive) (১) মেরামত করা; পুনর্নির্মাণ করা: to mend shoes. (২) ত্রুটিমুক্ত করা বা হওয়া; সংশোধিত হওয়া বা সংশোধন করা, উন্নতি লাভ করা(৩) আরোগ্য বা স্বাস্থ্যের উন্নতি হওয়া: The patient is mending rapidly. (৪) বাড়ানো; দ্রুততর করা: mend one’s pace. □ (noun) মেরামতকৃত অংশ: The mends were almost invisible. on the mend স্বাস্থ্য বা অবস্থার উন্নতির পথে: from the appearance she was clearly on the. mender (noun) (প্রধানত যৌগশব্দে) মেরামতকারী বা সংস্কারকারী। mending বস্ত্রাদির রিপুকাজ।
  • English Word mendacious Bengali definition [মেনডেইশাস্‌] (adjective) (আনুষ্ঠানিক) মিথ্যা; মিথ্যাবাদী: mendacious teports. mendaciously (adverb) mendacity [মেন্‌ড্যাসাটি] (noun) (আনুষ্ঠানিক) [uncountable noun] মিথ্যা; [countable noun] (plural mendacities) অসত্য বিবরণ।
  • English Word mendelevium Bengali definition [মেন্‌ডালীভিআম্‌] (noun) [uncountable noun] (রসায়ন) মৌলিক পদার্থ (প্রতীক Md) (আইনস্টাইনিয়াম থেকে কৃত্রিম উপায়ে প্রাপ্ত) মেন্ডেলেভিয়াম
  • English Word Mendelian Bengali definition [মেন্‌ডীলিআন্] (adjective) (চেকোশ্লোভাক জীববিজ্ঞানী মেন্ডেল (১৮২২-১৮৮৪)- এর প্রজননতত্ত্ব সম্পর্কিত; মেন্ডেলীয়
  • English Word mendicant Bengali definition [মেন্‌ডিকান্‌ট্] (noun) (adjective) ভিক্ষুক; ভিক্ষারত; ভিখারিসুলভmendicency, mendicity (noun(s)) ভিক্ষা; ভিক্ষাবৃত্তি; ভিক্ষুকাবস্থা।
  • English Word menfolk Bengali definition [মেন্‌ফোউক্] (noun) (plural) (কথ্য) পুরুষেরা: The menfolk are all in the field.
  • English Word menial Bengali definition [মীনিআল্‌] (adjective) চাকরবাকরের উপযোগী; চাকরবাকরের দ্বারা করানোর মতো: menial tasks as washing dishes. □ (noun) (সাধারণত তুচ্ছার্থে) চাকর; ভৃত্য। menially (adverb)
  • English Word meningitis Bengali definition [মেনিনজাইটিস্‌] (noun) [uncountable noun] মস্তিষ্কাবরক ঝিল্লিপ্রদাহ
  • English Word meniscus Bengali definition [মিনিস্‌কাস্‌] (noun) (plural menisci [মিনিসাই]; meniscuses [মিনিস্‌কাসাজ]) (বিজ্ঞান) ঢিউবের ভিতরের তরল পদার্থের বক্র পৃষ্ঠদেশ; মেনিসকাস
  • English Word menopause Bengali definition [মেনাপোজ্‌] (noun) রজোনিবৃত্তি
  • English Word menses Bengali definition [মেন্‌সীজ্‌] (noun), (plural) রজঃস্রাব; মাসিক
  • English Word menstruate Bengali definition [মেন্‌সটুএইট্] (verb intransitive) রজঃস্রাব হওয়াmenstruation (noun) [uncountable noun] রজঃস্রাব। menstrual [মেন্‌সটুআল] (adjective) রজঃস্রাবসংক্রান্ত।
  • English Word mensuration Bengali definition [মেন্‌সিউরেইশ্‌ন্] (noun) দৈর্ঘ্য ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করার গাণিতিক পদ্ধতি; পরিমাপনপ্রক্রিয়াmensurable [মেন্‌সিউরাব্‌ল্‌] (adjective) (বিরল) পরিমাপনীয়; পরিমাপসাধ্য।
  • English Word mental Bengali definition [মেনট্‌ল্‌] (adjective) মানসিক; মনসংক্রান্তmental age মানসিক বয়স। mental arithmetic মানসিক অঙ্ক। mental deficiency ত্রুটিপূর্ণ মানসিক বিকাশ। mental hospital মানসিক হাসপাতাল। mental reservation বিবৃতি, শপথ ইত্যাদি সম্পর্কিত কোনো আপত্তি যা মনে আছে, মুখে নয়। mentally (adverb) মানসিকভাবে। mentally deranged (কথ্য) পাগল।
  • English Word mentality Bengali definition [মেনট্যালাটি] (noun) (১) [uncountable noun] মানস; মানসিক শক্তি; মানসিক বৈশিষ্ট্য(২) [countable noun] (plural mentalities) মানসিকতা; মনোবৃত্তি
  • English Word menthol Bengali definition [মেন্‌থল্‌] (noun) [uncountable noun] পিপারমেন্‌টের তৈলজাত কপূর্রসদৃশ পদার্থবিশেষ; মেন্‌থল।
  • English Word mention Bengali definition [মেন্‌শ্‌ন্‌] (verb transitive) উল্লেখ করা; নামোল্লেখ করাnot to mention, without mentioning উল্লেখ নাই বা করা হলো। Don’t mention it ধন্যবাদ. ক্ষমাপ্রার্থনার প্রয়োজন নেই- এরূপ বোঝানোর জন্য ব্যবহৃত। □(noun) (১) [uncountable noun] উল্লেখ; নামোল্লোখ(২) [countable noun] মন্তব্যmentioned (adjective) উল্লিখিত; উল্লেখকৃত।
  • English Word mentor Bengali definition [মেনটো(র্‌)] (noun) বিজ্ঞ পরামর্শদাতা
  • English Word menu Bengali definition [মেনিঊ] (noun), (verb) রেস্তোরাঁয় তৈরি খাদ্যের তালিকা
  • English Word Mephistophelian Bengali definition [মেফিসটাফীলিআন] (adjective) জার্মানির ‘ফাউস্ট’ কাহিনিতে বর্ণিত শয়তানসম্পর্কিত বা ঐ শয়তানতুল্য; দুনিয়ার সবকিছুকে ঘৃণা বা বিদ্বেষ করে এমন
  • English Word mercantile Bengali definition [মাকান্‌টাইল্‌] (adjective) ব্যবসাবাণিজ্য বা বণিকসংক্রান্তmercantile marine রাষ্ট্রের বাণিজ্যজাহাজসমূহ এবং তাদের নাবিকবৃন্দ।
  • English Word Mercator’s projection Bengali definition [মাকেইটাজ প্রাজেক্‌শ্‌ন্‌] (noun) পৃথিবীর মানচিত্র তৈরির যে পদ্ধতিতে অক্ষরেখাসমূহ ও দ্রাঘিমারেখাসমূহ পরস্পরকে সমকোণে ছেদ করে (যার ফলে বিষুবরেখা হতে দূরবর্তী অঞ্চলসমূহ ক্রমান্বয়ে বর্ধিতাকারে প্রদর্শিত হয়)।
  • English Word mercenary Bengali definition [মাসিনারি America(n) মাসিনেরি] (adjective) কেবল অর্থ ও অন্যবিধ পুরস্কারের জন্য কাজ করে এমন। □ (noun) (plural mercenaries) ভাড়াটে কর্মী বা সৈনিক।
  • English Word mercer Bengali definition [মাসা(র্‌)] (noun) (British/Britain) রেশমাদি মূল্যবান বস্ত্রের ব্যবসায়ীmercery (noun) (মূল্যবান) বস্ত্রের কারবার।
  • English Word mercerize, mercerise Bengali definition [মাসারাইজ] (verb transitive) সুতি বস্ত্রাদিকে রাসায়নিক প্রক্রিয়ায় রেশমের ন্যায় উজ্জ্বল ও চকচকে করা: mercerized cotton.
  • English Word merchandise Bengali definition [মাচানডাইজ] (noun) [uncountable noun] পণ্যদ্রব্য। □(verb transitive) (merchandize, merchandise) পণ্যদ্রব্য বেচাকেনা করা; পণ্যদ্রব্য বিক্রয়ের উন্নতিসাধন।