Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word megaton Bengali definition [মেগাটান্‌] (noun) (১) দশ লাখ টন(২) দশ লাখ টন টিএনটি-এর সমপরিমাণ বিস্ফোরক বল
  • English Word meh Bengali definition [মেহ] inter ঔদাসীন্য বা পরোয়া না করার মনোভাব বোঝাতে উচ্চারিত শব্দ: Meh, I’m not impressed.
  • English Word mehendi Bengali definition [মেহেন্‌দি] (অপিচ mehindi [মেহিনদি)= henna.
  • English Word meiosis Bengali definition [মাইওউসিস্‌] (noun) = litotes.
  • English Word mela Bengali definition [ম্যালা] (noun) ভারতীয় উপমহাদেশে প্রচলিত ধর্মীয় অথবা সামাজিক উৎসব উপলক্ষে আয়োজিত নানা ধরনের শৌখিন ও প্রয়োজনীয় দ্রব্যাদি কেনাবেচার অস্থায়ী ব্যবস্থা; মেলা
  • English Word melancholic Bengali definition [মেলাঙকলিক্] (adjective) বিষাদবায়ুগ্রস্ত; বিষাদপূর্ণ
  • English Word melancholy Bengali definition [মেলাঙকলি] (noun) [uncountable noun] বিষাদ; হতাশা; বিষাদপূর্ণ চিন্তারোগ। □ (adjective) বিষণ্ণ; বিষণ্ণ ও চিন্তা করায় এমন: a megalomania occasion. melancholia [মেলানকোউলিআ] (noun) [uncountable noun] সবিষাদ চিন্তার লক্ষণযুক্ত উন্মাদরোগবিশেষ; বিষাদবায়ু।
  • English Word mélange Bengali definition [মেইলা:নজ্‌ America(n) মেইলা:নজ্‌] (noun) (ফরাসি) মিশ্রণ; মিশ্র
  • English Word melanin Bengali definition [মালানিন্‌] (noun) (জীববিদ্যা) মানুষ ও প্রাণীর ত্বক ও চুলে প্রাপ্ত কালচে বাদামি রঞ্জক পদার্থ
  • English Word mêlée Bengali definition [মেলেই America(n) মেইলেই] (noun) (ফরাসি) এলোমেলো লড়াই; বিশৃঙ্খল মানুষের ভিড়
  • English Word mellifluous Bengali definition [মেলিফলুআস] (adjective) (ব্যক্তির স্বর, কথা, সংগীত ইত্যাদি) সুমধুর; সুললিত
  • English Word mellow Bengali definition [মেলোউ] (adjective) (mellower, mellowest) (১) নরম ও সুমিষ্ট; রসালো; স্বাদে বা গন্ধে খাঁটি ও সমৃদ্ধ: a mellow wine. (২) বয়স ও অভিজ্ঞতার কারণে বিচক্ষণ ও সমবেদনশীল: judgement পরিণত। (৩) (কথ্য) হাসিখুশি ও প্রফুল্ল; কিঞ্চিৎ মাতাল। □(verb transitive), (verb intransitive) নরম ও সুমিষ্ট করা ও হওয়া। mellowly (adverb) mellowness (noun)
  • English Word melodic Bengali definition [মিলডিক্‌] (adjective) সুরসংক্রান্ত; সুরেলা
  • English Word melodious Bengali definition [মিলোউডিআস] (adjective) সুরসংক্রান্ত; সুর সৃষ্টিকারী; সুশ্রাব্য; সুরেলাmelodiously (adverb) melodiousness (noun)
  • English Word melodrama Bengali definition [মেলাড্রা:মা] (noun) (১) [countable noun] উত্তেজনাকর ও আবেগপ্রধান মিলনান্তক নাটক; ঐরূপ নাটকের বৈশিষ্ট্যপূর্ণ ঘটনা বা ঘটনারাজি(২) [uncountable noun] ঐরূপ নাটকের বৈশিষ্ট্যপূর্ণ ভাষা, আচরণmelodramatic [মেলাড্রাম্যাটিক্] (adjective) ঐরূপ নাটকসংক্রান্ত বা তার উপযোগী। melodramatically [মেলাড্রা:মাটিক্‌লি] (adverb)
  • English Word melody Bengali definition [মেলাডি] (noun) (১) (plural melodies) [uncountable noun] সুমিষ্ট গীত; সুস্বর; সুতান(২) [countable noun] সংগীত; গান; সুর(৩) [countable noun] সুরেলা ধ্বনি
  • English Word melon Bengali definition [মেলান্‌] (noun) [countable noun] তরমুজ
  • English Word melt Bengali definition [মেল্‌ট্‌] (verb transitive), (verb intransitive) (past tense, past participle melted pp as adjective) (ধাতু সম্পর্কে 'molten') (১) গলা বা গলানোmelt away গলে যাবার ফলে কমে যাওয়া; নিশ্চিহ্ন হয়ে যাওয়া। melt something down (কোনো ধাতব দ্রব্য) গলিয়ে ফেলা। (২) (নরম খাবার সম্পর্কে) সহজে নরম হয়ে বা গলে যাওয়া(৩) দ্রবীভূত হওয়া (গলে যাওয়া): Sugar melts in hot tea; দ্রবীভূত করা: Hot tea melts sugar. (৪) আর্দ্র হওয়া বা করা: Her heart melted with pity. (৫) ক্ষীণ হওয়া; ধীরে ধীরে মিলিয়ে যাওয়াmelting (adjective) (লাক্ষণিক) নরম; আবেগপ্রবণ। melting-point যে তাপমাত্রায় কোনো ঘন পদার্থ তরল হয়ে যায়; গলনাঙ্ক। melting-pot (noun) (ক) যে পাত্রে ধাতু ইত্যাদি গলানো হয়। go into the melting pot (লাক্ষণিক) আমূল পরিবর্তিত হওয়া;(খ) যে দেশে বা জায়গায় বহু দেশের লোক আত্তীকৃত হয়।
  • English Word member Bengali definition [মেম্‌বা(র্‌)] (noun) (১) সমিতি, দল প্রভৃতির সভ্য; বা সদস্যmember of Parliament (abbreviation MP) আইনসভার সদস্য; সাংসদ। (২) মানুষের বা প্রাণীর দেহের অঙ্গ বা প্রত্যক্ষmembership [মেম্‌বা(র্‌)শিপ্] (noun) (১) [uncountable noun] সদস্যতা; সভ্যপদ; সদস্যপদ(২) (plural) সদস্যসংখ্যা: Our club has membership of about five hundred.
  • English Word membrane Bengali definition [মেমব্রেইন] (noun) (জীবদেহের বা উদ্ভিদদেহের) ঝিল্লিmembranous [মেমব্রানাস্‌] (adjective) ঝিল্লিসংক্রান্ত; ঝিল্লিতুল্য; ঝিল্লিময়।
  • English Word memento Bengali definition [মিমেন্‌টোউ] (noun) (plural 'mementos' বা 'mementoes') [মিমেন্‌টোউজ] স্মারকচিহ্ন; অভিজ্ঞান
  • English Word memo Bengali definition [মেমোউ] (noun) (plural memo s) [মেমোউজ] (noun) memo-randum এর সংক্ষিপ্ত রূপ (স্মারক)।
  • English Word memoir Bengali definition [মেম্‌ওয়া:(র্‌)] (noun) (১) স্বীয় অভিজ্ঞতালব্ধ ঘটনাবলির লিখিত বিবরণ; স্মৃতিকথা(২) (plural) আত্মজীবনী; কোনো বিষয়ে স্বীয় পর্যবেক্ষণের লিখিত বিবরণ
  • English Word memorable Bengali definition [মেমারাব্‌ল্‌] (adjective) স্মরণীয়; স্মরণযোগ্যmemorably [মেমারাআব্‌লি] (adverb)
  • English Word memoranda Bengali definition [মেমার‍্যানডা] (noun) memorandum-এর বহুবচন
  • English Word memorandum Bengali definition [মেমার‍্যানডাম্‌] (noun) (plural memoranda or memorandums) (সংক্ষেপ memo) (১) ভবিষ্যৎ ব্যবহারের জন্য নোট; স্মরণ রাখতে হবে এমন বিষয়; স্মারক(২) দাফতরিক যোগাযোগ সম্পর্কিত অনানুষ্ঠানিকভাবে সম্পন্ন বা স্বাক্ষরিত হয়নি
  • English Word memorial Bengali definition [মিমোরিআল] (noun) (১) কোনো ঘটনা বা ব্যক্তির স্মৃতিরক্ষার্থে নির্মিত বা কৃত কিছু; স্মৃতিসৌধ, স্মৃতিস্তম্ভ ইত্যাদি(২) (attributive(ly)) স্মারক; স্মৃতিরক্ষাকরMemorial day (America(n)) যুদ্ধে নিহত সৈনিকদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের নির্ধারিত দিন (অধিকাংশ রাজ্যে ৩০ মে)।
  • English Word memorize Bengali definition [মেমারাইজ্‌] (verb transitive) মুখস্থ করা
  • English Word memory Bengali definition [মেমারি] (noun) (plural memories) (১) [uncountable noun] স্মৃতি; স্মরণcommit (something) to memory মুখস্থ করা। speak from memory স্মৃতি থেকে বলা। to best of my memory আমি যতদূর স্মরণ করতে পারি। in memory of somebody/to the memory of somebody কারো স্মরণে। (২) স্মরণশক্তি: He has a good memory for dates. (৩) [uncountable noun] স্মরণকালwithin living memory বর্তমানে জীবিত ব্যক্তিরা স্মরণ করতে পারে এমন সময়ের মধ্যে। (৪) [countable noun] স্মরণকৃত কিছু; স্মৃতি: memories of student life. (৫) মরণোত্তর খ্যাতি: Our late grandfather of hallowed memory.
  • English Word memory card Bengali definition [মেমারি কা:ড্‌] (noun) মেমরি কার্ড; ডিজিটাল তথ্য সংরক্ষণের জন্য ইলেকট্রনিক ডিভাইস। সাধারণত ডিজিটাল ক্যামেরা, এমপিথ্রি প্লেয়ার, মোবাইল ফোন প্রভৃতিতে মেমরি কার্ড থাকে: Insert the memory card.