Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word medial Bengali definition [মীডিআল] (adjective) (১) মধ্যবর্তী(২) গড় আকারের বা আয়তনেরmedially [মীডিইআলি]
  • English Word median Bengali definition [মীডিআল্‌] (adjective) মধ্যবর্তী; মধ্য দিয়ে অতিক্রমকারী; (গণিত) লম্বালম্বিভাবে দ্বিভাজক সরলরেখা বা তলের উপরে অবস্থিত; মধ্যগ। □ (noun) মধ্যবর্তী বা মধ্যগ বিন্দু, রেখা, অংশ; (গণিত) ত্রিভুজের যেকোনো কোণের সঙ্গে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা; মধ্যমা।
  • English Word mediate Bengali definition [মীডিএইট্] (verb transitive), (verb intransitive) (১) মধ্যস্থতা করা(২) মধ্যস্থতা বা সালিশির মাধ্যমে ঘটানোmediation (noun) মধ্যস্থতা; সালিশি। mediator (noun) যে মধ্যস্থতা করে; সালিশ।
  • English Word medic Bengali definition [মেডিক্] (noun) (কথ্য) মেডিক্যাল ছাত্র
  • English Word medical Bengali definition [মেডিক্‌ল্‌] (adjective) (১) চিকিৎসাশাস্ত্রসংক্রান্ত; চিকিৎসা: medical care. (২) ভেষজসংক্রান্ত; ভেষজ (শল্যচিকিৎসার বিপরীত)। □ (noun) (কথ্য) স্বাস্থ্যপরীক্ষা। medically (adverb)
  • English Word medicament Bengali definition [মিডিকামান্‌ট্] (noun) ওষুধ; ভেষজপদার্থ। দ্রষ্টব্য medicine (২).
  • English Word Medicare Bengali definition [মেডিকেআ(র্‌)] (noun) [uncountable noun] (America(n)) বিশেষত বৃদ্ধদের স্বাস্থ্যসেবাসম্পর্কিত সরকারি ব্যবস্থা
  • English Word medicate Bengali definition [মেডিকেইট্] (verb transitive) ওষুধের সাহায্যে চিকিৎসা করা; ওষুধ মেশানো: medicated soap/cotton. medication [মেডিকেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] ওষুধ প্রয়োগ; [countable noun] ওষুধ।
  • English Word medicinal Bengali definition [মিডিসিন্‌ল্‌] (adjective) নিরাময় গুণসম্পন্ন; আরোগ্যকর ভেষজ
  • English Word medicine Bengali definition [মেডস্‌ন্‌ America(n) মেডিস্‌ন্‌] (noun) (১) [uncountable noun] চিকিৎসাবিদ্যা; ভেষজবিদ্যা; to study medicine২ ওষুধ to take medicines. medicine-chest (noun) ওষুধের বাক্স। (৩) (লাক্ষণিক) প্রাপ্য সাজা: take one’s medicine; (লাক্ষণিক) অপ্রীতিকর কিছুর কাছে নতিস্বীকার করা। get some/a little of one’s own medicine অন্যের প্রতি যেমন খারাপ আচরণ করেছে সেইরূপ আচরণ পাওয়া। (৪) [uncountable noun] (আদিবাসীদের সমাজে) জাদুমন্ত্র; তাবিজmedicine-man (noun)
  • English Word medieval Bengali definition (অপিচ mediaeval) [মেডিঈভল America(n) মীডিঈভল] (adjective) মধ্যযুগীয় (খ্রি: ১১০০-১৫০০ অব্দ; উপমহাদেশে ১২০০ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দে)।
  • English Word mediocre Bengali definition [মীডিওউকা(র্‌)] (adjective) খুব ভালো নয়, মাঝারি মানের; সাধারণmediocrity [মীডিঅক্রাটি] (noun) (plural mediocrities) [uncountable noun] মাঝামাঝি অবস্থা; সাধারণত, [countable noun] সাধারণ লোক (গুণ, সামর্থ্য ইত্যাদি বিষয়ে)।
  • English Word meditate Bengali definition [মেডিটেইট্] (verb transitive), ti ১ চিন্তা করা; ভাবা; বিবেচনা করা(২) meditate (up)/(upon) ধ্যান করা
  • English Word meditation Bengali definition [মেডিটেইশন্‌] (noun) (১) ধ্যান; গভীর চিন্তা, বিবেচনাmeditative [মেডিটাটিভ America(n) মেডিটেইটিভ] (adjective) ধ্যানশীল; চিন্তাপ্রবণ। meditatively (adverb)
  • English Word Mediterranean Bengali definition [মেডিটারেইনিআন] (adjective) ভূমধ্যসাগরীয়: Mediterranean climate.
  • English Word medium Bengali definition [মীডিআম] (noun) (plural 'mediums' বা 'media') (১) মাধ্যম; যোগাযোগ রক্ষার উপায় বা যোগাযোগমাধ্যম- সংবাদপত্র, রেডিও, টিভি ইত্যাদি(২) মধ্যপন্থা, মধ্যমান বা মধ্যমাত্রা the happy medium নিরাপদ মধ্যপন্থা। (৩) (অধ্যাত্মবাদে) যে ব্যক্তির উপর মৃত আত্মা ভর করানো হয়; যে ব্যক্তি মৃত আত্মা থেকে সংবাদ গ্রহণে সক্ষম বলে দাবি করে, মাধ্যম। □ (adjective) মাঝামাঝি; মাঝারি: medium size/height/income group. medium wave (বেতার) (১০০ থেকে ১০০০ মিটার তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট) মাঝারি তরঙ্গ
  • English Word medlar Bengali definition [মেড্‌লা(র্‌)] (noun) আপেলজাতীয় ক্ষুদ্র ফলগাছ বা উক্ত ফল
  • English Word medley Bengali definition [মেড্‌লি] (noun) (plural medleys) [countable noun] বিভিন্ন প্রকৃতির বস্তু বা ব্যক্তির মিশ্রণ: The city is a medley of varied architecture.
  • English Word meek Bengali definition [মীক্] (adjective) (meeker, meekest) নম্র ও ধৈর্যশীল; অপ্রতিবাদী: as meek as a lamb. meekly (adverb) meekness (noun)
  • English Word meerschaum Bengali definition [মিআশাম্‌] (noun) শ্বেতমৃত্তিকা বিশেষmeerschaum (pipe) উক্ত মৃত্তিকা নির্মিত (ধূমপানের) পাইপ।
  • English Word meet 1 Bengali definition [মীট্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle met [মেটা] (১) সম্মুখীন হওয়া; একত্র হওয়া; মিলিত হওয়া (কারো সঙ্গে) সাক্ষাৎ হওয়া: to meet somebody; The Executive Committee meets every two months.meet with (ক) (কোনোকিছুর) অভিজ্ঞতা লাভ করা; ভোগ করা; সহ্য করা; কিছুতে পতিত হওয়া: with an accident.(খ) হঠাৎ করে সম্মুখীন হওয়া: with resistance.(গ) (America(n)) কারো সাক্ষাৎ লাভ করা। (২) (কারো সঙ্গে) পরিচিত হওয়া; কারো সঙ্গে পরিচয় হওয়া: I’m glad to meet you. (৩) কোনো জায়গায় গিয়ে কারো আগমনের জন্য অপেক্ষা করা: to meet somebody at the airport. (৪) (দাবি, ইচ্ছা ইত্যাদি) পূরণ করা: to meet a demand; সন্তোষজনকভাবে মোকাবিলা করা: I’m ready to meet all criticisms. meet the case পর্যাপ্ত বা সন্তোষজনক হওয়া। meet somebody halfway (লাক্ষণিক) দাবির অংশবিশেষ আপসে ছেড়ে দেওয়া; (কারো সঙ্গে) আপন করা। meet all expenses/bills, etc সব ব্যয় মেটানো। (৫) সংস্পর্শে আসা; স্পর্শ করা: My hand met hers. make both ends meet নিজের আয়ের কোনোরকমে সংসার চালানো। (৬) meet the eye/ear দৃষ্টিগোচর/শ্রুতিগোচর হওয়া: There is more in something than meets the eye, আপাতদৃষ্টিতে যা দেখা যায় তার বাইরেও অনেক কিছু জানার আছে। meet somebody’s eye কারো চোখের দিকে তাকানো।
  • English Word meet 2 Bengali definition [মীট্] (noun) (১) (British/Britain) (শৃগাল শিকারে) শিকারি কুকুর ও অশ্বারোহী শিকারিদের কোনো নির্দিষ্ট স্থানে সমাবেশ(২) (America(n)) বিশেষ উদ্দেশ্যে একদল লোকের সমাবেশ বা সম্মিলন: an athletic meet.
  • English Word meet 3 Bengali definition [মীট্‌] (adjective) (পুরাতনী) উপযুক্ত; মানানসই
  • English Word meeting Bengali definition [মীটিঙ] (noun) (১) সভা; সমাবেশ: political meetings meeting-house (noun) সভাগৃহ। meeting-place (noun) সভাস্থল। (২) যে কোনো বিশেষ উদ্দেশ্যে সমাবেশ: a sports meeting; সাক্ষাৎকার: I expect our next meeting to be more fruitful.
  • English Word megacycle Bengali definition [মেগাসাইক্‌ল্‌] (noun) [countable noun] দশ লাখ আবর্ত; মেগাচক্র
  • English Word megadeath Bengali definition [মেগাডেথ] (noun) যুদ্ধে দশ লাখ লোকের মৃত্যু (মৃতের সংখ্যা বোঝানোর জন্য একক হিসেবে)।
  • English Word megalith Bengali definition [মেগালিথ] (noun) (প্রাগৈতিহাসিক যুগের স্মৃতিস্তম্ভাদিতে ব্যবহৃত) প্রকাণ্ড প্রস্তরখণ্ড
  • English Word megalomania Bengali definition [মেগালামেইনিআ] (noun) [uncountable noun] নিজেকে অতি বড় বা অতি ক্ষমতাশালী বলে ভাবার বাতিক; অতি আত্মম্মন্যতাmegalomaniac [মেগালামেইনিঅ্যাক] (noun) ঐরূপ বাতিকগ্রস্ত ব্যক্তি।
  • English Word megaphone Bengali definition [মেগাফোউন্‌] (noun) [countable noun] দূরের লোককে শোনাতে যে চোঙ মুখে লাগিয়ে কথা বলা হয়; মেগাফোন
  • English Word megapixel Bengali definition [মেগাপিকজল্‌] (noun) (plural megapixel s) মেগাপিক্সেল ডিজিটাল ছবির গুণাগুণ বর্ণনার একক। মেগা = ১০০০,০০০ আর পিক্সেল হলো রেজুলেশনের একক; It has has a high megapixel count. □ (adjective) মেগাপিক্সেলসংক্রান্ত।