M পৃষ্ঠা ১৪
- English Word mealie Bengali definition [মীলি] (noun) (দক্ষিণ আফ্রিকা) (plural) [countable noun] ভুট্টার শিষ।
- English Word mealy Bengali definition [মীলি] (adjective) (mealier mealiest) আটাতুল্য, আটাযুক্ত, আটা বা আটার ন্যায় কোনো বস্তু দ্বারা আবৃত; সাদা দাগওয়ালা। mealy-bug (noun) আঙুরলতায় যে পোকা লাগে। mealy-mouthed (adjective) মধুরভাষী; মেপে কথা বলতে অভ্যস্ত; স্পষ্টবাদী নয় এমন।
- English Word mean 1 Bengali definition [মীন্] (adjective) (meaner, meanest) (১) বিশ্রী; আলুথালু: a mean house. (২)(আচরণ) ঘৃণ্য; জঘন্য; নিন্দনীয়: that was a mean trick; It was mean of her not to offer tea to the guests. (৩) (ব্যক্তি বা তার চরিত্র) নীচ; ইতর: She could be mean to her maids; Don’t be mean, give him the joy; I hate mean-minded people. (৪) হীনজাত; হীন মর্যাদাসম্পন্ন। (৫) (বুদ্ধি বা ক্ষমতা) নিম্নমানের: not a mean poet, কবি হিসেবে আদৌ তুচ্ছ নয়। (৬) অনুসার; স্বার্থপর; সংকীর্ণমনা: A rich industrialist lent a mean paymaster. (৭) (কথ্য) গোপনে লজ্জিত: I feel mean seeking his attention when I know he’s so busy. (৮) (America(n)) কদর্য; ন্যক্কারজনক; অসৎ। meanly (adverb) meanness, meanie, meany (noun(s)) (কথ্য) হীনমনা ব্যক্তি।
- English Word mean 2 Bengali definition [মীন্] (adjective) মধ্যবর্তী; মধ্য; গড়: mean price ফটকা বাজার, ফটকা ব্যবসায়ীর ক্রয় ও বিক্রয়মূল্যের গড়; কোনো বিনিয়োগের বাজারদর।
- English Word mean 3 Bengali definition [মীন্] (noun) (১) [countable noun] মধ্যপথ; মধ্যপন্থা: the happy/golden mean, শ্রেষ্ঠ বা নিরাপদ পন্থা। (২) কোনো সিরিজের প্রথম ও শেষ পদের মধ্যবর্তী পদ; মধ্যক।
- English Word mean 4 Bengali definition [মীন্] (verb transitive) (plural, past participle meant মেন্ট্) (১) (শব্দ, বাক্য ইত্যাদি প্রসঙ্গে) অর্থ নির্দেশ করা। (২) কোনোকিছুর লক্ষণে হওয়া; পরিণতিস্বরূপ হওয়া: This change means extra work. (৩) mean (by) অভিপ্রায় ব্যক্ত করা; বোঝাতে চাওয়া: What do you mean by this? m৪ mean (for) ইচ্ছা করা; সংকল্পবদ্ধ হওয়া: He means no harm. He seems to be meant for the army. (৫) mean something to somebody গুরুত্ব বহন করা: The amount means a lot to me. (৬) mean well সদিচ্ছা রাখা: Know that that he means well by you. meaning (noun) [countable noun, uncountable noun] অর্থ; উদ্দেশ্য: What is the meaning of all this? □ (adjective) অর্থপূর্ণ: a meaning look meanful (adjective) অর্থপূর্ণ; অর্থবহ। meanfully (adverb) অর্থপূর্ণভাবে। meanless (adjective) অর্থহীন; উদ্দেশ্যহীন। meanly (adverb) অর্থসহ।
- English Word meander Bengali definition [মিঅ্যানডা(র্)] (verb intransitive) এদিক-ওদিক ঘুরে বেড়ানো; (লাক্ষণিক) উদ্দেশ্যহীনভাবে কথা বলা; (ছোট নদী) এঁকেবেঁকে ধীরে বয়ে চলা। meanderings [মিঅ্যান্ড্রিঙ্কজ] (noun) (plural) সর্পিল পথ। meanderingly (adverb)
- English Word means Bengali definition [মীন্জ্] (noun) (plural) (প্রায়ই এক বছর হিসেবে ব্যবহৃত) পদ্ধতি বা প্রক্রিয়া যার সাহায্যে কোনো ফল পাওয়া যেতে পারে; উপায়। by all possible means সম্ভাব্য সব উপায়ে। by means of মাধ্যমে, means (কিছুর) সাহায্যে। by all means অবশ্যই। by no আদৌ নয়; কোনোত্রুমেই নয়। by no manner of means কোনোভাবেই নয়। by some means or other যেভাবেই হোক; কোনো-না-কোনোভাবে। by fair means or foul ন্যায় বা অন্যায় যে পদ্ধতিতেই হোক না কেন। ways and means পদ্ধতি (বিশেষত সরকারি চাহিদা পূরণে করারোপের মাধ্যমে অর্থ সংগ্রহের)।
- English Word meant Bengali definition [মেন্ট্] mean 4 এর past tense, past participle
- English Word meantime Bengali definition [মীনটাইম্] (noun) অন্তর্বর্তীকাল; মধ্যকার। in the meantime (adverb) অন্তর্বর্তীকালে; ইতিমধ্যে।
- English Word meanwhile Bengali definition [মীন্ওয়াইল্ America(n) মীন্হোআইল] (adverb) ইতিমধ্যে।
- English Word measles Bengali definition [মীজ্লজ্] (noun) হাম। measled (adjective) হামরোগাক্রান্ত।
- English Word measly Bengali definition [মীজ্লি] (adjective) নগণ্য; নিম্নমানের; ছোট আকারের বা অল্প পরিমাণের: What a measly birthday party!
- English Word measure 1 Bengali definition [মেজা্(র্)] (noun) (১) [uncountable noun] মাপ; পরিমাপ; (যথাযথ) পরিমাণ। give full & short measure পূর্ণ/অল্প পরিমাণে দেওয়া। made to measure (পোশাকাদি) মাপমতো তৈরি। get/take the measure of (somebody) (লাক্ষণিক) (কারো) চরিত্র, কার্যক্ষমতা ইত্যাদি পরিমাপ বা মূল্যায়ন করা। (২) [countable noun] আকার, পরিমাণ, মাত্রা ইত্যাদি প্রকাশে ব্যবহৃত একক বা আদর্শ পরিমাপ: Centimetre is a measure of length. (৩) মাপকাঠি; মানদণ্ড; পরিমাপের মাত্রা: a yardstick as a measure, the measure of one’s feelings. greatest common measure (সংক্ষেপ GCM) (গণিত) গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক; গ.সা.গু। (৪) পরিমাণ বা মাত্রা। beyond measure অপরিসীম। in a/in some measure কিছু পরিমাণে বা মাত্রায়; কিছুটা। in great/large measure প্রচুর পরিমাণে; বহুল পরিমাণে; অতি মাত্রায়। (৫) (প্রস্তাবিত) আইন বা বিধান। (৬) [countable noun] পদক্ষেপ; ব্যবস্থা: No measures were taken against him. measure for measure সমুচিত ব্যবস্থা; যেমন কুকুর তেমন মুগুর। (৭) কবিতার ছন্দ; সংগীতের তাল।
- English Word measure 2 Bengali definition [মেজা(র্)] (verb transitive), (verb intransitive) (১) পরিমাপ করা, মাপা; পরিমাণ, মাত্রা ও আকৃতি ইত্যাদি নির্ণয় করা: to measure the area of the floor; মাপ নেওয়া: The tailor measured me for a suit. (২) নির্দিষ্ট মাপের হওয়া: The road measures 60 feet wide. (৩) measure out/off মাপমতো দেওয়া: measure off 3 meters of a cloth piece; measure out a dose of medicine. (৪) measure one’s length ব্যর্থ হয়ে পড়ে যাওয়া (কারো সঙ্গে শক্তিপরীক্ষা করা)। measurable (adjective) পরিমাপনীয়; পরিমেয়: measurable distance. measurably (adverb)measured (adjective) (ক) পরিমিত; সুবিবেচিত;(খ) ধীরস্থির ও ছন্দপূর্ণ: a measured tread. measureless (adjective) অপরিমেয়; সীমাহীন। measurement (noun) পরিমাপন; পরিমাপ; মাপ।
- English Word meat Bengali definition [মীট্] (১) [uncountable noun] খাদ্য হিসেবে ব্যবহৃত প্রাণীর মাংস (পাখির মাংস বা মাছ নয়)। meatball (noun) মাংসের কিমা দিয়ে তৈরি বড়ি বা গুলি। meatless (adjective) মাংসহীন: meatless day, যেদিনে মাংস পাওয়া যায় না। meat pie (noun) মাংসের কিমার পুর দেওয়া পিঠাবিশেষ। meat-safe (noun) মাংস ও অন্যান্য খাদ্য রাখার আলমারি। (২) (লাক্ষণিক) কোনোকিছুর সারপদার্থ; সারবস্তু; ভাবের খোরাক: There was not much meat in his speech. (৩) (প্রাচীন প্রয়োগ) খাদ্য: meat and drink. one man’s meat is another man’s poison (প্রবচন) একজনের কাছে যা অতি পছন্দের, অন্যের কাছে তা বর্জনীয়। meaty (adjective) (meatier meatiest) (লাক্ষণিক) শাঁসালো; সারপদার্থপূর্ণ।
- English Word Mecca Bengali definition [মেকা] (noun) (হজরত মোহাম্মদের (স.) (জন্মস্থান) মক্কানগরী যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলমানগণ হজ্জ পালনের উদ্দেশ্যে আসে।
- English Word meccano Bengali definition [মেকানোউ] (noun) [countable noun] নির্মাণ কাজের মডেল তৈরির ছোট ছোট অংশ।
- English Word mechanic Bengali definition [মিক্যানিক্] (noun) [countable noun] মিস্ত্রি; যন্ত্রী।
- English Word mechanical Bengali definition [মিক্যানিক্ল্] (adjective) (১) যন্ত্রসংক্রান্ত; যান্ত্রিক: mechanical power. (২) (ব্যক্তির আচরণ) যন্ত্রবৎ, মালিক; নিছক অভ্যাসবলে কৃত; স্বাধীন ইচ্ছাশূন্য। mechanically [মিক্যানিক্লি] (adverb) যান্ত্রিকভাবে; যন্ত্রের ন্যায়; যন্ত্রের সাহায্যে। দ্রষ্টব্য manually.
- English Word mechanics Bengali definition [মিক্যানিক্স] (noun) [uncountable noun] (১) বলবিদ্যা; বেগ ও গতিসংক্রান্ত বিদ্যা। (২) নির্মাণপদ্ধতি।
- English Word mechanism Bengali definition [মেকানীজাম্] (noun) [countable noun] (১) যন্ত্রের কার্যকর অংশসমূহ (সম্মিলিতভাবে), (যন্ত্রের) গঠন। (২) কার্যসাধনপদ্ধতি; নির্মাণকৌশল।
- English Word mechanistic Bengali definition [মেকানিস্টিক্] (adjective) the mechanistic theory বিশ্বের এবং সব জীবের সব পরিবর্তন ভৌত ও রাসায়নিক বল দ্বারা সংগঠিত হয় এই মতবাদ, অধিযন্ত্রবাদ।
- English Word mechanize, mechanise Bengali definition [মেকানাইজ] (verb transitive) যান্ত্রিক করা; যন্ত্রচালিত করা: mechanized cultivation, যান্ত্রিক চাষ। mechanization, mechanisation [মেকানাইজেইশ্ন্] America(n) মেকানিজেইশ্ন্] (noun) যান্ত্রিকীকরণ।
- English Word medallion Bengali definition [মিড্যালিআন] (noun) বৃহদাকার পদক, গালিচা প্রভৃতিতে বড় গোলাকার নকশাবিশেষ।
- English Word medcio Bengali definition [মেডিকোউ] (noun) (plural medcios) (কথ্য) ডাক্তার বা মেডিক্যাল ছাত্র।
- English Word medden Bengali definition [মিড্ন্] (noun) গোবরের স্তূপ; আবর্জনার স্তূপ।
- English Word meddle Bengali definition [মেড্ল্] (verb intransitive) meddle (in something) যা করতে বলা হয়নি তেমনি কিছু নিয়ে ব্যস্ত হওয়া। meddle (with something) হস্তক্ষেপ করা; অনধিকারচর্চা করা। meddler (noun) অবাঞ্ছিত বা অকারণ হস্তক্ষেপকারী। meddlesome (adjective) অবাঞ্ছিত হস্তক্ষেপকর।
- English Word media Bengali definition [মীডিআ] (noun) the media (singular verb-সহ ব্যবহার) যোগাযোগমাধ্যম; গণমাধ্যম (টিভি, রেডিও, খবরের কাগজ ইত্যাদি)। দ্রষ্টব্য mass, medium.
- English Word mediaeval Bengali definition [মেডিঈভ্ল America(n) মীডিঈভ্ল] = medieval.