M পৃষ্ঠা ১৩
- English Word mausoleum Bengali definition [মোসালিআম্] (noun) জাঁকজমকপূর্ণ সমাধি।
- English Word mauve Bengali definition [মোউভ্] (adjective), (noun) উজ্জ্বল বেগুনি বর্ণ; ঐ বর্ণবিশিষ্ট।
- English Word maverick Bengali definition [ম্যাভারিক্] (noun) (America(n)) (১) মালিকের ছাপবিহীন অবস্থায় পথে পথে ঘুরে বেড়ায় এমন গোবৎস; (লাক্ষণিক) পথে পথে ঘুরে বেড়ায় এমন লোক। (২) গোঁড়া নয় এমন লোক: He is a maverick person.
- English Word maw Bengali definition [মো] (noun) (পশুপাখি প্রভৃতির) পাকস্থলী; (লাক্ষণিক) অপূরণীয় গর্ত।
- English Word mawkish Bengali definition [মোকিশ] (adjective) বিরক্তিকর রকম ভাবপ্রবণ। mawkishly (adverb) mawkishness (noun)
- English Word maxi Bengali definition [ম্যাক্সি] (noun), (adjective) স্ত্রীলোকের গোড়ালি অবধি ঝুলওয়ালা গাউন বা আংরাখা; বৃহৎ বা লম্বা আকারের।
- English Word maxim Bengali definition [ম্যাক্সিম্] (noun) সাধারণ নীতি; নিয়ম; বাণী; প্রবচন।
- English Word maximize, -ise Bengali definition [ম্যাক্সিমাইজ] (verb transitive) সর্বোচ্চ পরিমাণে বাড়ানো; চরমে তোলা। maximization, maximisation [ম্যাক্সিমাইজেইশ্ন্] (noun)
- English Word maximum Bengali definition [ম্যাকসিমাম্] (noun) (adjective) (plural maximums, or maxima) সর্বোচ্চ সম্ভব মাত্রা, পরিমাণ ইত্যাদি: maximum temperature of a day, দিনের সর্বোচ্চ তাপমাত্রা।
- English Word may Bengali definition [মেই] (anomalous finite) (plural might [মাইট্]) (১) (সম্ভাব্যতা নির্দেশক might have past participle ব্যবহৃত হয় অতীত কালের জন্য): It may rain, বৃষ্টি হতে পারে; You might ,have reached the goal, it you had taken my advice, আমার উপদেশ গ্রহণ করলে তুমি লক্ষ্যে পৌঁছতে পারতে। (২) (অনুমতি চাওয়া বা দেওয়ার ক্ষেত্রে) May I come in? (দ্বিধা বা সংশয়ের ক্ষেত্রে might) Might I make a suggestion? You may take it if you like. (৩) অনিশ্চয়তা ও বিস্ময় প্রকাশক প্রশ্নে: How old may/ might she be? (৪) (well সহযোগে) যথার্থই অর্থে: You may well say so, তুমি যথার্থই একথা বলতে পার। (৫) শুভকামনা প্রকাশ করতে: May you be happy! সুখী হও। (৬) বিনম্র অনুরোধ প্রকাশ করতে: You might do something for me. (৭) নির্ভরশীল বাক্যে wish, fear, be afraid ইত্যাদির পরে এবং উদ্দেশ্য প্রকাশের জন্য: I’m afraid you may not find him. Take the car so that you may reach there timely.
- English Word May 2 Bengali definition [মেই] (noun) (১) ইংরেজি সনের পঞ্চম মাস (বৈশাখের মাঝামাঝি থেকে জ্যৈষ্ঠের মাঝামাঝি পর্যন্ত)। May Day মে-দিবস; পহেলা মে- যে দিনটি ইউরোপের বসন্ত-উৎসব এবং পৃথিবীর সর্বত্র শ্রমিকসংহতি দিবস হিসেবে উদযাপিত হয়। May Queen মে-দিবসে যে তরুণীকে ফুলের মুকুট পরিয়ে উৎসবের রানি সাজানো হয়। May-beetle, May-bug (noun(s)) শস্যধ্বংসী পতঙ্গবিশেষ। Mayfly (noun) মে মাসে দৃষ্ট অল্পজীবী পতঙ্গবিশেষ। Maypole (noun) ফুলে সজ্জিত খুঁটি, যার চারপাশে মে-দিবসে নাচ হয়। (২) May (noun) কাঁটাগাছবিশেষ এবং এর ফুল।
- English Word maya Bengali definition [মায়া] (noun) [uncountable noun] (ক) বস্তু সম্পর্কে মিথ্যা ধারণা; অধ্যাস; মারা; illusion(খ) (হিন্দুধর্মে) বস্তুজগৎ, যার অস্তিত্ব সম্পর্কে মানুষের মিথ্যা বিশ্বাস।
- English Word maybe Bengali definition [মেইবী] (adverb) (১) সম্ভব/সত্য হতে পারে (অনিশ্চয়তা বোঝাতে) : Maybe you are right, we met in London. (২) কোনো ইচ্ছা বা বাসনা প্রকাশে; Maybe I ought to turn a vegetarian. He thought maybe he’d cutshort the visit. (৩) অনিশ্চিত মনোভাবে কোনোকিছুর ব্যাখ্যায়: Maybe we thought highly of her singing because mostly they are so bad. (৪) আনুমানিক অর্থে: The vendor earns 100 taka a day. maybe hundred and fifty. (৫) কোনো বিষয়ে ভিন্নমতের সম্ভাবনা বোঝাতে: Maybe he was, but he had his talents, too. (৬) হাঁ বা না কিছুই নয় (অস্পষ্টতা বোঝাতে): Are you coming with us tomorrow? maybe.
- English Word mayday 1 Bengali definition [মেইডেই] (noun) বিপদ থেকে উদ্ধারের জন্য বিমানপোত ও জাহাজাদি থেকে প্রেরিত আন্তর্জাতিক সংকেত (ফরাসি m’aider আমাকে সাহায্য করো): a mayday call from an air liner.
- English Word mayhem Bengali definition [মেইহেম] (noun) (১) (প্রাচীন প্রয়োগ এবং 'America(n)) (ক্ষতিপূরণের দাবির উদ্দেশ্যে) জখম বা অঙ্গচ্ছেদ করার অপরাধ। (২) গুরুতর বিশৃঙ্খলা বা দাঙ্গাহাঙ্গামার অবস্থা।
- English Word mayn’t Bengali definition [মেইআন্ট্]= may not দ্রষ্টব্য may.
- English Word mayonnaise Bengali definition [মেইআনেইজ্ America(n) মেইআনেইজ্] (noun) [uncountable noun] ঠাণ্ডা খাবার বিশেষত সালাদের উপর ডিম, মাখন, তেল, সিরকার আস্তর; ঐরূপ আস্তর দেওয়া খাবার: salmon mayonnaise.
- English Word mayor Bengali definition [মেআ(র্) America(n) মেইআর] (noun) নগরের পৌরসংস্থার প্রধান; মেয়র। mayoress [মেআরেস America(n) মেইআরেস্] (noun) মেয়রপত্নী; মহিলা মেয়র। mayoral (adjective) মেয়রসংক্রান্ত; মেয়রসুলভ। mayoralty [মেআরল্টি America(n) মেইআ] (noun) মেয়রের দায়িত্ব পালনের কাল।
- English Word mazar Bengali definition [মাজার্] (noun) মুসলিম পির, দরবেশ, সম্মানিত ব্যক্তির সমাধি; মাজার।
- English Word maze Bengali definition [মেইজ্] (noun) (১) জটিল রেখা বা পথের জাল; গোলকধাঁধা। (২) বিহ্বলতা; হতবুদ্ধি অবস্থা। be in a maze হতবুদ্ধি বা বিহ্বল হওয়া। mazed (adjective) হতবুদ্ধি; বিহ্বল।
- English Word mazurka Bengali definition [মাজাকা] (noun) পোল্যান্ডের উচ্ছল নৃত্য বা ঐ নৃত্যের সংগীত (চার বা আট জোড়ার জন্য)।
- English Word McCarthyism Bengali definition [মাকা:থিইজাম্] (noun) (যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ J. R. McCarthy (১৯০৯-৫৭)- এর নামানুসারে যুক্তরাষ্ট্রে ১৯৫০- এর দশকে) সন্দেহভাজন কম্যুনিস্টদের খুঁজে বের করে সরকারি চাকরি থেকে অপসারণ।
- English Word me Bengali definition [মী] (pronoun) আমাকে। It’s me বর্তমানে। It’s I এর পরিবর্তে ব্যবহৃত হয়।
- English Word me time Bengali definition [মী টাইম্] (noun) (অপিচ me-time) [uncountable noun] (অনানুষ্ঠানিক) একান্ত নিজস্ব সময়; ব্যক্তিগত বিশ্রামকাল; যে সময় কোনো ব্যক্তি নিজের একান্ত বিনোদন নিয়ে ব্যস্ত থাকেন: The spa is popular with women who want a little me time.
- English Word mead 1 Bengali definition [মীড্] (noun) মধু ও জলের গাঁজন থেকে তৈরি সুরাবিশেষ।
- English Word mead 2 Bengali definition [মীড্] (noun) [countable noun] (কাব্য)= meadow.
- English Word meadow Bengali definition [মেডোউ] (noun) [countable noun, uncountable noun] তৃণভূমি; পশুচারণভূমি।
- English Word meagre Bengali definition (America(n)= Meager) [মীগা(র্)] (adjective) (১) কৃশ (রোগা)। (২) অপ্রচুর; অসমৃদ্ধ, দুর্বল: a meagre meal; a meagre attendance. meagrely (adverb) meagreness (noun)
- English Word meal 1 Bengali definition [মীল্] (noun) [countable noun] (১) ভোজন; ভোজ; খাওয়া: three meals a day. mealtime (noun) ভোজন বা খাওয়ার নির্দিষ্ট সময়। (২) খাদ্য; খাবার: to have a meal.
- English Word meal 2 Bengali definition [মীল্] (noun) [uncountable noun] শস্যচূর্ণ; আটা (তুলনীয় মিহিচূর্ণ flour ময়দা)।