M পৃষ্ঠা ১২
- English Word mathematics Bengali definition [ম্যাথাম্যাটিক্স্] (noun) গণিত। mathematical (adjective) গণিতবিষয়ক; গাণিতিক। mathematically [ম্যাথাম্যাটিকলি] (adverb) গাণিতিকভাবে। mathematician [ম্যাথামাটিশ্ন্] গণিতবিদ; গণিতজ্ঞ।
- English Word maths Bengali definition (America(n)= math) [ম্যাথস America(n) ম্যাথ] (noun) (কথ্য) mathematics- এর সংক্ষিপ্ত রূপ।
- English Word matinée Bengali definition [ম্যাটিনেই America(n) ম্যাটনএই] (noun) [countable noun] সিনেমা বা থিয়েটারের বৈকালিক প্রদর্শনী; ম্যাটিনি-শো। matinéeidol অত্যন্ত জনপ্রিয় অভিনেতা।
- English Word matins Bengali definition [ম্যাটিনজ্ America(n) ম্যাট্ন্জ্] (noun) (plural) ইংল্যান্ডের গির্জায় (Church of England) প্রভাত প্রার্থনাসংগীত; রোমান ক্যাথলিক গির্জার দৈনিক প্রভাতী উপাসনা।
- English Word matriarch Bengali definition [মেইট্রিআ:ক্] (noun) পরিবার বা গোত্রের মহিলা প্রধান। matriarchy [মেইট্রিআ:কি] (noun) মাতৃশাসিতসমাজ। matriarchal [মেইট্রিআ:ক্ল্] (adjective)
- English Word matric Bengali definition [মাট্রিক্] (noun) (কথ্য) matriculation-এর সংক্ষেপ।
- English Word matrices Bengali definition [মেইট্রিসীজ্] matrix- এর বহুবচন।
- English Word matricide Bengali definition [ম্যাট্রিসাইড্] (noun) মাতৃহত্যা, মাতৃহন্তা বা মাতৃহন্ত্রী। matricidal (adjective) মাতৃহত্যাসংক্রান্ত; মাতৃঘাতী।
- English Word matriculate Bengali definition [মাট্রিকিউলেইট্] (verb transitive), (verb intransitive) (কোনো বিশেষ পরীক্ষা পাস করার পর) ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশাধিকার দেওয়া বা পাওয়া; বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ভর্তি করা বা হওয়া। matriculation [মাট্রিকিউলেইশ্ন্] উক্ত অধিকারদান বা লাভ; উক্ত অধিকারপ্রাপ্ত অবস্থা; (উক্ত অধিকারদায়ক) প্রবেশিকা পরীক্ষা।
- English Word matrimony Bengali definition [ম্যাট্রিমানি America(n) ম্যাট্রিমৌনি] (noun) বিবাহ; বিয়ে; পরিণয়। matrimonial [ম্যাটরিমোনিআল্] (adjective) বিবাহসংক্রান্ত; বৈবাহিক।
- English Word matrix Bengali definition [মেইট্রিক্স্] (noun) (plural matrices) (১) ছাঁচ। (২) (ভূগর্ভে) যে পদার্থের মধ্যে খনিজ পদার্থাদি অবস্থান করে। (৩) যাতে/যা থেকে কিছু উৎপন্ন ও বর্ধিত হয়; গর্ভ; (ব্যবচ্ছেদবিদ্যা) জরায়ু; ধাত্র। (৪) (গণিত) আয়তক্ষেত্রাকারে উপরে নিচে এবং পাশাপাশি সাজানো সংখ্যাসমূহ (একটি সংখ্যা হিসেবে গণ্য)।
- English Word matron Bengali definition [মেইট্রান্] (noun) (১) হাসপাতাল, বিদ্যালয় প্রভৃতি প্রতিষ্ঠানে কাজকর্ম দেখাশোনা করেন এমন মহিলা; মাতৃকা। (২) বিবাহিতা মহিলা বা বিধবা (সাধারণত বয়স বা সামাজিক মর্যাদার কারণে সম্মানীয়)। matronly (adjective) মাতৃকাসুলভ; প্রবীণা রাশভারী ও সংযতচরিত্রা: matronly appearance/ manner.
- English Word matt Bengali definition [ম্যাট] (adjective)= mat 2
- English Word matted Bengali definition [ম্যাটিড্] (adjective) দ্রষ্টব্য mat 1.
- English Word matter 1 Bengali definition [ম্যাটা(র্)] (noun) (১) পদার্থ: organic/inorganic. matter২ বিষয়বস্তু: the matter of the essay. (৩) উল্লেখ্য বস্তু: printed matter, (ডাকযোগে কম খরচে প্রেরণার্থ ব্যবহৃত) মুদ্রিত কাগজপত্র। (৪) (গুরুত্বপ্রাপ্ত কোনো) বিষয়: money matter. a matter of course স্বাভাবিকভাবে প্রত্যাশিত কিছু; স্বাভাবিক ঘটনা। a matter of opinion এমন বিষয়, যাতে মতপার্থক্য আছে। as a matter of fact বস্তুত; বাস্তবিকপক্ষে। matter-of-fact (adjective) (কোনো ব্যক্তির আচরণ) কল্পনাশীল নয় এমন; মামুলি; কেবল প্রকৃত অবস্থা বিচার করে এমন। for that matter, for the matter of that ঐ ব্যাপার সম্পর্কে; সেদিক থেকে দেখতে গেলে। in the matter of প্রসঙ্গে; বিষয়ে। a hanging matter যে অপরাধে ফাঁসি হতে পারে। no laughing matter গুরুতর বিষয়; হাসিতামাসার ব্যাপার নয়। (৫) [uncountable noun] গুরুত্ব। make/be no matter কোনো গুরুত্বের নয় বা (এতে) কিছু এসে যায় না: It's no matter /it makes no matter whether this is done or not. no matter who/what/where, etc যে-ই/যা-ই/যেখানেই হোক না কেন। (৬) be the matter (with) (কারো বা কিছু সম্বন্ধে) কিছু ভুল বা অঘটন ঘটা: What’s the matter with you? (৭) a matter of মাত্র; প্রায়: a matter of 7 days/ 5km.
- English Word matter 2 Bengali definition [ম্যাটা(র্)] (verb intransitive) (প্রধানত প্রশ্নবোধক, নাসূচক বা শর্তমূলক বাক্যে) গুরুত্বপূর্ণ হওয়া: It doesn’t matter much, এতে কিছু যায় আসে না।
- English Word matting Bengali definition [ম্যাটিঙ্] (noun) [uncountable noun] মেঝে চাকা বা বস্তা তৈরির জন্য ব্যবহৃত মোটা অমসৃণ চটের ন্যায় বস্তু।
- English Word mattins Bengali definition [ম্যাটিন্জ্ America(n) ম্যাট্নজ] (noun) (plural)= matins.
- English Word mattock Bengali definition [ম্যাটক্] (noun) কোদালবিশেষ।
- English Word mattress Bengali definition [ম্যাট্রিস্] (noun) [countable noun] জাজিম; তোশক; Spring mattress, স্প্রিং-আঁটা জাজিম।
- English Word maturate Bengali definition [ম্যাটিউরেইট্] (verb intransitive) পরিপক্ব বা পূর্ণতাপ্রাপ্ত হওয়া। maturation [ম্যাটিউরেইশ্ন্] (noun) [uncountable noun] পরিপক্ব বা পূর্ণতা প্রাপ্ত হওয়ার প্রক্রিয়া; পূর্ণতা প্রাপ্তি।
- English Word mature Bengali definition [মাটিউআর America(n) মাটুআর/মাচিউআর] (verb transitive), (verb intransitive) (১) পরিপক্ব করা বা হওয়া; পাকানো বা পাকা; পূর্ণবিকশিত করা বা হওয়া। (২) পূর্ণকাল প্রাপ্ত হওয়া: The insurance policy has matured. □ (adjective) (ক) পূর্ণবর্ধিত বা পূর্ণবিকশিত; পরিপক্ব; পূর্ণকালপ্রাপ্ত: mature brain; a man of mature years.(খ) সতর্ক; পূর্ণাঙ্গ: mature plans. maturely (adverb) maturity (noun) [uncountable noun] পরিপক্বতা।
- English Word maudlin Bengali definition [মোড্লিন্] (adjective) বিরক্তিকর রকম ভাবপ্রবণ; অল্পে বিচলিত হয় বা কান্নাকাটি করতে শুরু করে এমন।
- English Word maul Bengali definition [মোল্] (verb transitive) অত্যাচারের মাধ্যমে আঘাত করা।
- English Word maulana Bengali definition [মাউলা:না] (noun) ইসলামি শাস্ত্রে ব্যুৎপন্ন মুসলমান পণ্ডিতের উপাধি বিশেষ; মৌলানা।
- English Word maulavi Bengali definition [মা:উলাবি] (অপিচ mullah [মূল্লা]) (noun) (ক) ইসলামি আইনে বিশেষজ্ঞ ব্যক্তি; মোল্লা; মৌলভি। (খ) জ্ঞানী শিক্ষিত মুসলমান। (গ) (মুসলমান সমাজে) ধর্মশিক্ষক।
- English Word maulstick Bengali definition [মোল্স্টিক্] (noun) চিত্রকররা যে ছড়ির উপর হাতের ভর রাখে।
- English Word maund Bengali definition [মাউন্দ্] (noun) (পুরাতনী) ব্রিটিশ ভারতে ও বাংলাদেশে এক সময়ে প্রচলিত ওজনের একক, মেট্রিক পদ্ধতি অনুসারে যা প্রায় ৩৮ কিলোগ্রামের সমান এবং এর ৪০ ভাগের এক ভাগকে বলা হতো; মন (মণ)।
- English Word maunder Bengali definition [মোন্ডা(র্)] (verb intransitive) বিড়বিড় করে অভিযোগ জানানো; উদাস আচরণ করা।
- English Word Maundy Thursday Bengali definition [মোন্ডিথাজ্ডি] (noun) ইস্টারের পূর্ববর্তী বৃহস্পতিবার।