M পৃষ্ঠা ১১
- English Word mast 2 Bengali definition [মা:স্ট্ America(n) ম্যাস্ট্] (noun) [uncountable noun] ওক বা অনুরূপ গাছের ফল (শূকরের খাদ্য হিসেবে ব্যবহৃত)।
- English Word mastectomy Bengali definition [ম্যাস্টেক্টামি্] (noun) (plural mastectomies) (চিকিৎসাশাস্ত্র) (অস্ত্রোপচারের সাহায্যে) স্তনব্যবচ্ছেদ বা স্তনকর্তন।
- English Word master 1 Bengali definition [মা:স্টা(র্) America(n) ম্যা:স্টা(র্)] (noun) (১) নিয়ন্ত্রণকারী; হুকুমকারী; মালিক; প্রভু; (attributive(ly)) দক্ষ; মাস্টার; a master tailor. be one’s own master মুক্ত ও স্বাধীনভাবে থাকা। (২) সংসারের কর্তা; গৃহকর্তা: the master of the house. be master in one’s own house অন্যের হস্তক্ষেপ ছাড়া নিজ বিষয় পরিচালনা করা। (৩) বাণিজ্যজাহাজের কাপ্তান। a masters certificate যে প্রত্যয়নপত্র জাহাজের কাপ্তান হওয়ার অধিকার দেয়। (৪) কুকুর, ঘোড়া ইত্যাদির পুরুষ মালিক। (৫) শিক্ষক: Head master. (৬) master of কোনো বিষয় নিয়ন্ত্রণে বা অধিকারে আছে এমন ব্যক্তি: master of a situation. (৭) the Master (প্রভু) যিশুখ্রিষ্ট। Master of Arts/Science, etc বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রিধারী ব্যক্তি। দ্রষ্টব্য bachelor. (৮) অল্পবয়স্ক ছেলে বা তরুণের নামের সঙ্গে Mr. পরিবর্তে ব্যবহৃত। (৯) কোনো কোনো কলেজপ্রধানের পদবি। (১০) বড় শিল্পী (বিশেষত old masters) ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী সমময়ে মহান চিত্রশিল্পীগণ; এইসব চিত্রশিল্পীর কারো শিল্পকর্ম। (১১) (attributive(ly)) নিয়ন্ত্রণকারী; প্রকৃষ্ট। mastermind (noun) উৎকৃষ্ট চিন্তাভাবনার অধিকারী ব্যক্তি। এর থেকে master -mind (verb transitive) কোনো কর্মসূচি পরিকল্পনা ও পরিচালনা করা:: The whole affair was master - minded by him. (১২) তদারককারী কর্মচারী: master of ceremonies abr MC. (১৩) (যৌগশব্দে) master-at-arms (noun) নৌবাহিনী এবং বাণিজ্যিক যাত্রীবাহী জাহাজের পুলিশ অফিসার। master hand (noun) দক্ষ কারিগর বা শিল্পী। master-key (noun) যে চাবির সাহায্যে বহু বিভিন্ন তালা খোলা যায়। master-piece (noun) মহৎ রচনা বা শিল্পকর্ম; শ্রেষ্ঠ অবদান, সেরা গ্রন্থ। master-stroke (noun) পরম দক্ষতাপূর্ণ আঘাত বা অনুষ্ঠান। masterwheel (noun) যন্ত্রের যে চাকা দ্বারা অন্যান্য অংশ চালিত হয়।
- English Word master 2 Bengali definition [মা:স্টা(র্) America(n) ম্যা:স্টা(র্)] (verb transitive) আয়ত্ত করা: to master a language. কোনোকিছুর প্রভু বা মালিক হওয়া; কর্তৃত্ব করা; নিয়ন্ত্রণে আনা: to master one’ s temper. masterless (adjective) মালিকহীন; প্রভুবিহীন।
- English Word masterful Bengali definition [মা:সটাফল America(n) ম্যা:সটাফল] (adjective) নিয়ন্ত্রণপ্রিয়; কর্তৃত্বব্যঞ্জক। masterfully [ম্যা:সটাফালি] (adverb)
- English Word masterly Bengali definition [মা:সটালি America(n) ম্যা:সটালি] (adjective) দক্ষতাপূর্ণ; পাণ্ডিত্যপূর্ণ; মনিবের ন্যায় কর্তৃত্বপূর্ণ; ওস্তাদসুলভ।
- English Word mastership Bengali definition [মা:সটাশিপ America(n) ম্যা:সটাশিপ] (noun) [countable noun] (প্রধানত) স্কুলমাস্টারের চাকরি বা কাজ; শিক্ষকতার কাজ।
- English Word mastery Bengali definition [মা:স্টারি America(n) ম্যা:স্টারি] (noun) [uncountable noun] mastery (of) সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা জ্ঞান; ওস্তাদি: His mastery of English brought him success. (২) mastery (over) প্রাধান্য: He gradually gained mastery over the machine.
- English Word masticate Bengali definition [ম্যাসটিকেইট](noun) চর্বণ করা; চিবানো; দাঁত দিয়ে খাদ্যাদি চূর্ণ বা নরম করা। mastication [ম্যাস্টিকেইশন্] [noun]
- English Word mastiff Bengali definition [ম্যাস্টিফ্] (noun) প্রহরায় দক্ষ বৃহদাকার শক্তিশালী কুকুরবিশেষ।
- English Word mastitis Bengali definition [ম্যাস্টাইটিস্] (noun) [uncountable noun] (চিকিৎসাশাস্ত্র/জীববিদ্যা) স্তনপ্রদাহ।
- English Word mastoid Bengali definition [ম্যাসটয়ড্] (noun) কানের পশ্চাদ্দিকের হাড়; পশ্চাৎকর্ণাস্থি। mastoiditis [ম্যাসটয়ডাইটিস] (noun) পশ্চাৎকর্ণাস্থি প্রদাহ।
- English Word masturbate Bengali definition [ম্যাসটাবেইট] (verb intransitive), (verb transitive) স্বমেহন করা; হস্তমৈথুন করা। masturbation (noun) স্বমেহন; হস্তমৈথুন।
- English Word mat 1 Bengali definition [ম্যাট্] (noun) (১) মাদুর। (২) ফুলদানি, অলংকার ইত্যাদির নিচে অথবা খাবার টেবিলে গরম পাত্রাদির নিচে বিছানোর তলাচি। (৩) ঘনভাবে পাকানো কিছু; জট। □(verb transitive), (verb intransitive) (matted, matting, mats) মাদুর দিয়ে ঢেকে দেওয়া; মাদুর বিছানো; জট পাকানো; জট পাকিয়ে যাওয়া।
- English Word mat 2, matt Bengali definition (America(n) অপিচ matte) [ম্যাট্] (adjective) (কাগজাদির পৃষ্ঠদেশ) অনুজ্জ্বল; চকচকে নয় এমন।
- English Word matador Bengali definition [ম্যাটাডো(র্)] (noun) ষাঁড়ের লড়াই ক্রীড়ায় যে ব্যক্তির কর্তব্য ষাঁড়কে হত্যা করা।
- English Word match 1 Bengali definition [ম্যাচ্] (noun) দিয়াশলাই; কামান দাগার জন্য অগ্নিসংযোগের সলিতা। match-box (noun) দিয়াশলাইয়ের বাক্স। matchwood (noun) (ক) দিয়াশলাই তৈরির কাঠ;(খ) কাঠের পাতলা টুকরা।
- English Word match 2 Bengali definition [ম্যাচ্] (noun) প্রতিযোগিতা; ক্রীড়া: football match. match-point টেনিসে জেতার জন্য প্রয়োজনীয় চূড়ান্ত পয়েন্ট। (২) সমকক্ষ হওয়া। (৩) বিয়ে। matchmaker (noun) ঘটক। (৪) বিয়ের পাত্র/পাত্রী: He is a good match. (৫) অবিকল অনুরূপ ব্যক্তি বা বস্তু। matchless (adjective) প্রতিদ্বন্দ্বীহীন; অনুপম; শ্রেষ্ঠ।
- English Word match 3 Bengali definition [ম্যাচ্] (verb transitive), (verb intransitive) (১) match something/somebody against/with প্রতিদ্বন্দ্বিতা করা; প্রতিযোগিতায় নামা বা নামানো। (২) সমকক্ষ হওয়া; জুড়ি পাওয়া। (৩) অনুরূপ হওয়া; (কিছুর সঙ্গে) মানানসই হওয়া; মিলে যাওয়া।
- English Word matchet Bengali definition [ম্যাচিট্] (noun) = machete.
- English Word mate 1 Bengali definition [মেইট্] (noun) (১) (কথ্য) বন্ধু; সঙ্গী; সহকর্মী (প্রায়ই সম্বোধনে): class mate; play mate. (২) জাহাজের অফিসার (ইনজিনিয়ার নয়), যার পদমর্যাদা ক্যাপটেনের নিচে: the first/second/third mate. (৩) সহায়তাকারী: the cook’s mate.৪ পাখি প্রাণীর জোড়ের একটি: the mate of the lioness. (৫) (কথ্য) স্বামী বা স্ত্রী।
- English Word mate 2 Bengali definition [মেইট্] (verb transitive), (verb intransitive) mate (with) (পশু বা পাখি) বাচ্চা উৎপাদনে যৌনক্রিয়ায় মিলিত হওয়া বা যৌনমিলন ঘটানো।
- English Word mate 3 Bengali definition [মেইট্] (noun), verb (দাবায়) checkmate.
- English Word materia medica Bengali definition [ম্যাটিআরিআমেডিকা] (noun) ওষুধের গুণাগুণ ও প্রয়োগসংক্রান্ত বিজ্ঞান; ভেষজবিদ্যা।
- English Word material 1 Bengali definition [মটিআরিআল্] (adjective) (১) বস্তুগত; পদার্থগত: the material world; বস্তুবাচক: material noun. (২) দৈহিক: material needs; পার্থিব; স্থুল। (৩) (আইন সম্বন্ধীয়) বাস্তব; গুরুত্বপূর্ণ; প্রাসঙ্গিক: material facts. materially [মটিআরালি] (adverb) প্রাসঙ্গিকভাবে।
- English Word material 2 Bengali definition [মাটিআরিআল্] (noun) [countable noun, uncountable noun] বস্তু; জড় উপাদান। raw materials কাঁচামাল। writing materials কাগজ, কলম, কালি ইত্যাদি। (২) [uncountable noun] (লাক্ষণিক) বিষয়বস্তু; ঘটনাদি; উপাদানসমূহ।
- English Word materialism Bengali definition [মাটিআরিআলিজাম্] (noun) [uncountable noun] বস্তুবাদ; জড়বাদ। materialistic [মাটিআরিআলিসটিক্] (noun) [uncountable noun] (adjective) বস্তুবাদী সম্পর্কিত; বস্তুবাদী। materialistically [মাটিআরিআলিসটিক্লি] (adverb)
- English Word materialize, -ise Bengali definition [মাটিআরিআলাইজ্] (verb transitive), (verb intransitive) বাস্তবে পরিণত করা বা হওয়া; বাস্তবায়িত করা বা হওয়া: to materialize a plan; মূর্ত করা বা হওয়া। materializatcion, materialisation [মাটিআরিআলাইজেইশন America(n) মাটিআরিআলিজেইশন] (noun) বাস্তবায়ন।
- English Word maternal Bengali definition [মাটান্ল্] (adjective) মাতাসম্পর্কিত বা মাতৃতুল্য: maternal care; মায়ের দিক থেকে সম্পর্কযুক্ত: maternal grand father; maternal uncle. maternally [মাটানালি] (adverb)
- English Word maternity Bengali definition [মাটানাটি] (noun) [uncountable noun] মাতৃত্ব: (attributive(ly)) maternity hospital, প্রসূতি হাসপাতাল।