M পৃষ্ঠা ১০
- English Word martial Bengali definition [মা:শ্ল্] (adjective) (১) যুদ্ধবিষয়ক; সামরিক। martial law সামরিক আইন। (২) সাহসী; যুদ্ধপ্রিয়। martially [মা:শালি] (adverb)
- English Word Martian Bengali definition [মা:শ্ন্] (noun), (adjective) মঙ্গল গ্রহসংক্রান্ত; মঙ্গল গ্রহের (কাল্পনিক) অধিবাসী।
- English Word martin Bengali definition [মা:টিন্ America(n) [মা:ট্ন্] (noun) (house-) martin সোয়ালোজাতীয় পাখি (এরা দেওয়ালে কাদামাটি দিয়ে বাসা তৈরি করে)।
- English Word martinet Bengali definition [মা:টিনেট্ America(n) মা:ট্ন্এট্] (noun) কঠোর নিয়মনিষ্ঠ ব্যক্তি।
- English Word martini Bengali definition [মা:টানি] (noun) বিশেষ কয়েকটি মদের তৈরি পানীয়।
- English Word martyr Bengali definition [মা:টা(র্)] (noun) শহীদ; ধর্মযুদ্ধ বা কোনো মহৎ কাজে আত্মোৎসর্গকারী। make a martyr of oneself শহীদ হওয়া; আত্মোৎসর্গ করা। be a martyr to something কোনোকিছুর জন্য মৃত্যুতুল্য যন্ত্রণা ভোগ করা। martyrdom [মা:টা(র্)ডাম্] (noun) শহীদত্ব; শাহাদাত; শহীদের অবস্থা বা মৃত্যু বা যন্ত্রণা। martyrize, martyrise (verb transitive) শহীদে পরিণত করা।
- English Word marvel Bengali definition [মা:ভল্] (noun) [countable noun] (১) বিস্ময়কর কিছু; বিস্ময়: the marvels of modern science. (২) marvel of something বিস্ময়কর দৃষ্টান্ত: He is a marvel of patience. □ (verb intransitive) (ক) marvel at something অত্যন্ত বিস্মিত হওয়া। (খ) marvel that/ why, etc অবাক হওয়া: I marvel that he should agree to accept such a proposal. marvellous (America(n)= marvelous) [মা:ভালাস্] (adjective) বিস্ময়কর; চমকপ্রদ। marvellously (America(n)= marvelously) (adverb)
- English Word Marxism Bengali definition [মা:ক্স্ইজাম] (noun) মার্কসবাদ; শ্রেণি সংগ্রাম বিষয়ে কার্ল মার্কসের রাজনৈতিক ও অর্থনৈতিক মতবাদ।
- English Word Marxist Bengali definition [মা:ক্সিস্ট] (noun) জার্মান অর্থনীতিবিদ ও সমাজতত্ত্ববিদ কার্ল মার্কসের (১৮১৮-৮৩) মতানুসারী; মার্কসবাদী: Marxist critcism, মার্কসবাদী সমালোচনা।
- English Word Mary Bengali definition [ম্যারি] (noun) যিশুজননীর নাম; যিশুমাতা। by Mary জননী মেরির দিব্যি; মাইরি। Little Mary (কথ্য) পাকস্থলী।
- English Word marzipan Bengali definition [মা:জিপ্যান্] (noun) [uncountable noun] বাদামের গুঁড়া, চিনি, ডিম ইত্যাদি মিশ্রিত ছোট কেক।
- English Word masala Bengali definition [মা:সালা] (noun) (১) [uncountable noun] খাবার তৈরিতে ব্যবহৃত এক ধরনের স্বাদবর্ধক বস্তু; মসলা। (২) [countable noun] কোনো গ্রন্থ বা চলচ্চিত্রে ব্যবহৃত আকর্ষণীয় ও উত্তেজক বিষয়: superhit masala of Bollywood, বোম্বে, ছবির সুপারহিট মসলা। (৩) [uncountable noun] যৌনাকাঙ্ক্ষা বর্ধনের ক্ষমতা।
- English Word mascara Bengali definition [ম্যাসকা:রা America(n) ম্যাসক্যারা] (noun) [uncountable noun] চক্ষুর লোম; কালো বা ঘন নীল রংঙে রঞ্জিত প্রসাধনী; মাসকারা।
- English Word mascot Bengali definition [ম্যাস্কাট্] (noun) সৌভাগ্য আনয়নকারী কল্পিত ব্যক্তি, প্রাণী বা বস্তু।
- English Word masculine Bengali definition [ম্যাস্কিউলিন্] (adjective) (১) পুরুষজাতীয়; পুরুষতুল্য। (২) (ব্যাকরণ) পুংলিঙ্গবাচক। masculinity [ম্যাসকিউলিনাটি] (noun) পুরুষালি ভাব; পৌরুষ।
- English Word maser Bengali definition [মেইজা(র্)] (noun) মাইক্রোতরঙ্গ উৎপাদন বা বিবর্ধন করার যন্ত্র।
- English Word mash Bengali definition [ম্যাশ্] (noun) [uncountable noun] (১) জলে সিদ্ধ যবাদির মিশ্র, যা গরু-মহিষ ও শূকরের খাবার হিসেবে ব্যবহৃত হয়। (২) কিছুর মণ্ড। (৩) যবাদি শস্যের মণ্ড বা সিরা এবং গরম জলের মিশ্র, যা মদ্যাদি চোলাইকার্যে ব্যবহৃত হয়। □ (verb transitive) মণ্ডে পরিণত করা; চটকানো। masher (noun) আলু ইত্যাদি চটকানোর যন্ত্র।
- English Word mask 1 Bengali definition [মা:স্ক্ America(n) ম্যাস্ক্] (noun) মুখোশ; নকল মুখ; ছদ্মবেশ। do something under a/the mask of friendship বন্ধুবেশে বা বন্ধুর বান করে কিছু করা। throw off one’s mask মুখোশ খুলে ফেলা; আসল চেহারা বা মতলব প্রকাশ করা। death mask মৃত ব্যক্তির মুখের ছাঁচ।
- English Word mask 2 Bengali definition [মা:স্ক্ America(n) ম্যাস্ক্] (noun) (১) মুখোশ দ্বারা ঢাকা: a masked woman. (২) গোপন করা; আড়াল করা।
- English Word masochism Bengali definition [ম্যাসাকিজাম] (noun) [uncountable noun] যৌন বিকৃতিবিশেষ; প্রণয়ী বা প্রণয়িণী কর্তৃক নিপীড়িত হয়ে যৌন আনন্দ লাভের অনুভূতি; মর্ষকাম। দ্রষ্টব্য sadism. masochist [ম্যাসাকিস্ট] (noun) মর্ষকামী। masochistic [ম্যাসাকিস্টিক্] (adjective)
- English Word mason Bengali definition [মেইস্ন্] (noun) (১) পাথর কর্তনকারী; যে মিস্ত্রি পাথরের নির্মাণ কাজ করে। (২) রাজমিস্ত্রি। masonic (adjective) রাজমিস্ত্রিসংক্রান্ত। masonry [মেইসন্রি] (noun) (ক) পাথরের কাজ; পাথর ও চুনসুরকিসংক্রান্ত নির্মাণ কাজ। (খ) রাজমিস্ত্রির কাজ।
- English Word masque Bengali definition [মা:স্ক্ America(n) ম্যাস্ক্] (noun) প্রায়ই নৃত্যগীত, সুন্দর পোশাক ও সাড়ম্বর দৃশ্যসংবলিত কাব্যনাট্য (ষোড়শ ও সপ্তদশ শতকের ইংল্যান্ডে অভিজাত পরিবারে অভিনীত)।
- English Word masquerade Bengali definition [মা:স্কারেইড America(n) ম্যাসকারেইড] (noun) (১) যে বল নাচে মুখোশ এবং অন্যান্য ছদ্মবেশ পরা হয়। (২) (লাক্ষণিক) মেকি অভিনয়দৃশ্য বা ভান। □ (verb intransitive) ছদ্মবেশ ধারণ করা: a foe masquerading as a friend.
- English Word mass Bengali definition [ম্যাস্] (noun) (১) [countable noun] বস্তুপিণ্ড; (পদার্থবিদ্যা) ভর; অনেকটা পরিমাণ; স্তূপ। (২) the masses জনসাধারণ; জনগণ। in the mass মোটামুটিভাবে; সাধারণত: the county’s poor mass regarded him as their champion. massmeeting জনসভা। mass communications; mass media গণমাধ্যম (খবরের কাগজ, রেডিও, টেলিভিশন ইত্যাদি)। mass observation সাধারণ লোকের সামাজিক রীতিনীতি আচরণের সমীক্ষা। mass production (noun) যন্ত্রাদির সাহায্যে কোনো দ্রব্যের বিপুল পরিমাণে উৎপাদন। mass produce বিপুল পরিমাণে উৎপাদন করা। □(verb transitive), (verb intransitive) পিণ্ডীভূত করা বা হওয়া; পুঞ্জীভূত করা বা হওয়া; দল বাঁধা বা বাঁধানো: The strikers were massing before the secretariat. massy (adjective) ঘন; বৃহদাকৃতি; গুরুভার।
- English Word Mass 2 Bengali definition [ম্যাস্] (noun) [countable noun, uncountable noun] খ্রিস্টের নৈশভোজের পর্ব উদযাপন।
- English Word massacre Bengali definition [ম্যাসাকা(র্)] (noun) নির্বিচারে; নৃশংস হত্যাকাণ্ড। □ (verb transitive) নির্বিচারে; নৃশংসভাবে হত্যা করা।
- English Word massage Bengali definition [ম্যাসা:জ্ America(n) মাসা:জ্] (noun) [countable noun, uncountable noun] অঙ্গসংবাহন; মালিশ। □ (verb transitive) অঙ্গসংবাহন করা; মালিশ করা। masseur [ম্যাসা(র্)], masseuse [ম্যাসাজ] (noun(s)) অঙ্গসংবাহনকারী ব্যক্তি (পুরুষ/স্ত্রী)। দ্রষ্টব্য physiotherapist (physiotherapy).
- English Word massif Bengali definition [ম্যাসীফ] (noun) সংহত পর্বতস্তূপ।
- English Word massive Bengali definition [ম্যাসিভ্] (adjective) (১) বিশাল, গুরুভার ও ঘন। (২) ভারীদর্শন। (৩) (লাক্ষণিক) সংহত। massively (adverb) massiveness (noun)
- English Word mast 1 Bengali definition [মা:স্ট্ America(n) ম্যাস্ট্] (noun) (১) (পোতাদির) মাস্তুল। sail before the mast সাধারণ নাবিকের ন্যায় কাজ করা। mast -head (noun) মাস্তুলশীর্ষ। (২) (পতাকা ইত্যাদির জন্য) লম্বা খুঁটি। (৩) রেডিও বা টেলিভিশনের প্রেরকযন্ত্রের আকাশ-তারের জন্য ব্যবহৃত ইস্পাতকাঠামো। mooring-mast যে উঁচু টাওয়ারের সঙ্গে বিমানপোত নোঙর করা যায়।