M পৃষ্ঠা ৯
- English Word marker Bengali definition [মা:কা(র্)] (noun) (১) চিহ্নিতকারী ব্যক্তি বা বস্তু; বিশেষত বিলিয়ার্ড প্রভৃতি খেলায় যে ব্যক্তি পয়েন্ট নির্দেশ করে। (২) নির্দেশক কিছু; (যেমন খেলার মাঠে) দূরত্বনির্দেশক পতাকা বা খুঁটি।
- English Word market 1 Bengali definition [মা:কিট্] (noun) (১) বাজার; হাট। bring one’s eggs/hogg to a bad market /to the wrong market অযথার্থ বা ভুল লোকের সাহায্য নেওয়ার ফলে স্বীয় পরিকল্পনায় ব্যর্থ হওয়া। go to a bad/good market ব্যর্থ/সফল হওয়া। market-day (noun) হাটবার। market-garden (noun) বাজারে বিক্রয়ার্থে সবজি উৎপাদনের বাগান। market-gardening (noun) [uncountable noun] ঐরূপ বাগান করার কাজ। market hall (noun) বাজারঘর; বাজার হিসেবে ব্যবহৃত বৃহদাকার ছাদযুক্ত স্থান। market-place/square শহরের যে খোলা চত্বরে বাজার বা হাট অনুষ্ঠিত হয়। market-town (noun) বাজারশহর; যে শহরে বাজার (বিশেষত গবাদি পশুর বাজার) বসে। (২) কোনো বিশেষ শ্রেণির পণ্যের ব্যবসা বা বাজার: jute market, market-price বাজারদর; market share; বাজারশেয়ার। down-/up-market (adjective) (ব্যবসায় ব্যবহৃত) নিচু/উঁচু শ্রেণি। (৩) চাহিদা। (৪) the market বিপণন; কেনাবেচা। be on/come on (to) the market বিক্রির জন্য প্রস্তাবিত হওয়া। be in the market for something কিছু কিনতে তৈরি থাকা বা (লাক্ষণিক) কিছু বিবেচনা করা। play the market শেয়ার, পণ্য ইত্যাদি কেনাবেচার মাধ্যমে অনুমান করা। put something on the market কোনোকিছু বিক্রির জন্য প্রস্তাব করা। market-research বাজার গবেষণা। Common Market ইউরোপীয় সাধারণ বাজার।
- English Word market 2 Bengali definition [মা:কিট্] (verb intransitive), (verb transitive) (১) বাজারে কেনাবেচা করা; কেনাকাটা করা; go market. (২) বাজারে নেওয়া বা পাঠানো; বাজারজাত করা; বিপণন করা। marketable (adjective) বিপণনযোগ্য। marketing (noun) বিপণন। market economy (noun) বিপণন অর্থনীতি।
- English Word marksman Bengali definition [মা:ক্স্মান] (noun) (plural marksmen) কুশলী লক্ষ্যভেদক; গুলি, তীর প্রভৃতি ছোড়ায় দক্ষ ব্যক্তি। marksmanship (noun) গুলি ছোড়ায় দক্ষতা।
- English Word marl Bengali definition [মা:ল্] (noun) [uncountable noun] সারমাটিবিশেষ।
- English Word marlinespike Bengali definition [মা:লিন্স্পাইক্] (noun) দড়ির ফেঁসো পৃথক করতে লোহার কাঁটাবিশেষ।
- English Word marmalade Bengali definition [মা:মালেইড] (noun) [uncountable noun] লেবু জাতীয় ফল; (সাধারণত) কমলালেবু থেকে তৈরি আচার বা মোরব্বা; মারমালেড।
- English Word marmoreal Bengali definition [মা:মোরিআল্] (adjective) (কাব্যে) মর্মরে গঠিত; মর্মরতুল্য।
- English Word marmoset Bengali definition [মা:মাজেট্] (noun) মধ্যআমেরিকার ঝুপো লেজওয়ালা এবং নরম ও ঘন চুলের ক্ষুদ্রাকৃতি বানরবিশেষ।
- English Word marmot Bengali definition [মা:মাট্] (noun) আমেরিকার কাঠবিড়ালিজাতীয় প্রাণিবিশেষ।
- English Word marocain Bengali definition [ম্যারাকেইন্] (noun) [uncountable noun] ম্যারোকেইন; পাতলা সূক্ষ্ম পোশাক তৈরির জন্য রেশমি বা পশমি কাপড়বিশেষ।
- English Word maroon 1 Bengali definition [মারূন] (adjective), (noun) খয়েরি-লাল বর্ণ; মেরুন বর্ণ।
- English Word maroon 2 Bengali definition [মারূন্] (noun) আতসবাজিবিশেষ (বিশেষত সতর্কতা সংকেত হিসেবে ব্যবহৃত)।
- English Word maroon 3 Bengali definition [মারূন্] (verb transitive) (কাউকে) নির্জন কোনো দ্বীপে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে আসা।
- English Word marquee Bengali definition [মা:কী] (noun) বৃহৎ তাঁবু।
- English Word marquetry Bengali definition [মা:কিট্রি] (noun) আসবাবপত্রে রঙিন কাঠের টুকরা; হাতির দাঁত প্রভৃতির দ্বারা খচিত শিল্পকর্ম।
- English Word marquis, marquess Bengali definition [মা:ক্যুইস্] (noun) (British/Britain) ডিউকের অব্যবহিত নিচের সম্ভ্রান্ততার খেতাব; (অন্যান্য দেশে কাউন্টের অব্যবহিত উপরের পদমর্যাদার অভিজাত ব্যক্তি)।
- English Word marriage Bengali definition [ম্যারিজ্] (noun) (১) [countable noun, uncountable noun] বিবাহ; বিয়ে; বিবাহিত অবস্থা। give somebody (one’s daughter) in marriage (to somebody) বিয়ে দেওয়া। take somebody in marriage বিয়ে করা; (স্বামী বা স্ত্রী হিসেবে) গ্রহণ করা। (২) বিবাহ অনুষ্ঠান। marriageable (adjective) বিবাহযোগ্য। marriageability (noun)
- English Word married Bengali definition [ম্যারিড্] (adjective) বিবাহিত। married status [ম্যারিড স্টেইটাস্] (noun) বৈবাহিক পরিস্থিতি- বিবাহিত বা অবিবাহিত বা মৃতদার বা বিধবা বা বিবাহ বিচ্ছেদ প্রাপ্ত বোঝাতে।
- English Word marrow Bengali definition [ম্যারোউ] (noun) (১) [uncountable noun] মজ্জা। chilled to the marrow মজ্জা অবধি শীতে কম্পমান। (২) [uncountable noun] (লাক্ষণিক) সারাংশ; নির্যাস। (৩) [countable noun] সবজির শাঁস; শস্যজাতীয় তরকারি।
- English Word marry Bengali definition [ম্যারি] (verb transitive), (verb intransitive) (১) বিয়ে করা; বিবাহিত হওয়া: He wants to marry her very soon. (২) marry (oft) বিয়ে দেওয়া: Her guardian married her off to a rich merchant. (৩) বিয়ের মাধ্যমে লাভ করা: marry wealth. (৪) বিবাহে পৌরোহিত্য করা: Luckily we had Maulana Bequi to the couple.
- English Word Mars Bengali definition [মা:জ] (noun) (১) (জ্যোতির্বিদ্যা) মঙ্গলগ্রহ। (২) রোমানদের রণদেবতা।
- English Word marsala Bengali definition [মা:সা:লা] (noun) [uncountable noun] সুমিষ্ট সাদা মদ (সিসিলির মারসালা থেকে আমদানি করা হতো বলে এই নাম)।
- English Word Marseillaise Bengali definition [মা:সালেইজ] (noun) ফরাসি জাতীয় সংগীত।
- English Word marsh Bengali definition [মা:শ্] (noun) [countable noun, uncountable noun] জলাভূমি; জলা; বিল অঞ্চল। marshgas গ্যাসবিশেষ; মিথেন গ্যাস। marsh-mallow (noun) (ক) লবণাক্ত জলাভূমির ধারে জাত গুল্মবিশেষ;(খ) একপ্রকার নরম তুলতুলে মিঠাই। marshy (adjective)
- English Word marshal 1 Bengali definition [মা:শ্ল্] (noun) (১) সেনাবাহিনীর সর্বোচ্চ পদমর্যাদাসম্পন্ন অফিসার; (স্থলবাহিনীতে Field Marshal, বিমানবাহিনীতে Air marshal) (২) গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানাদি তদারকির দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা; রাজকর্মচারীবিশেষ। (৩) (America(n)) পুলিশ বিভাগ বা অগ্নিনির্বাপণ (দমকল) বিভাগের প্রধান।
- English Word marshal 2 Bengali definition [মা:শ্ল্] (verb transitive) (১) সুবিন্যস্ত করা: marshal facts. marshalling-yard (noun) রেলের যে স্থানে মালগাড়ির বগিগুলোকে একত্র করা হয়। (২) অনুষ্ঠানসহকারে কাউকে দরবার বা অনুরূপ কোথাও নিয়ে যাওয়া: persons into the presence of the Queen.
- English Word marsupial Bengali definition [মা:সূপিআল্] (adjective), (noun) থলিতুল্য বা থলিসংক্রান্ত; যে প্রাণী অপূর্ণাঙ্গভাবে জন্মগ্রহণ করার পর জননী কর্তৃক থলিমধ্যে বাহিত হয়, যেমন ক্যাঙ্গারু।
- English Word mart Bengali definition [মা:ট্] (noun) (১) বাজার; বাণিজ্যকেন্দ্র। (২) নিলামকক্ষ।
- English Word marten Bengali definition [মা:টিন্ America(n) মা:ট্ন্] (noun) [countable noun] নেউলজাতীয় প্রাণিবিশেষ; [uncountable noun] ঐ প্রাণীর নরম লোমওয়ালা চামড়া।