Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word maraschino Bengali definition [ম্যারাস্‌কীনো] (noun) (plural maraschinos) এক প্রকার কালো চেরিফল থেকে তৈরি মদ
  • English Word Maratha Bengali definition [মা:রাথা] (noun) (ক) মহারাষ্ট্রের যুদ্ধপ্রিয় জাতি; মারাঠা। (খ) [countable noun] উক্ত সম্প্রদায়ের যেকোনো সদস্য; মারাঠা।
  • English Word Marathi Bengali definition [মা:রাথি] (noun) (১) [countable noun] মহারাষ্ট্রের অধিবাসী; মারাঠি(২) [uncountable noun] মহারাষ্ট্রের ভাষা; মারাঠি
  • English Word marathon Bengali definition [ম্যারাথান্‌ America(n) ম্যারাথন্‌] (noun) the Marathon (race) আধুনিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ২৬ মাইল বা ৪১.৮ কিমি দূরত্বের অবিরাম দৌড়; (লাক্ষণিক) সহ্যশক্তির পরীক্ষা
  • English Word maraud Bengali definition [মারোড্‌] (verb intransitive) লুণ্ঠন বা শিকারের উদ্দেশ্যে ঘুরে বেড়ানোmarauder (noun) ঐরূপ উদ্দেশ্যে নিরত ব্যক্তি বা প্রাণী।
  • English Word marble Bengali definition [মা:ব্‌ল্] (noun) (১) [uncountable noun] মর্মরপ্রস্তর; মার্বেল(২) (plural) মর্মরপ্রস্তরে তৈরি শিল্পকর্ম; মর্মর ভাস্কর্যসংগ্রহ(৩) ছেলেদের খেলার মার্বেল; গুলি(৪) (attributive(ly)) মসৃণ ও স্বচ্ছ; কঠিন বা হৃদয়হীন: a marble breast. lose one’s marbles বিচারশক্তি হারিয়ে ফেলা। marbled (adjective) মর্মরপ্রস্তরের ন্যায় রং করা বা ছাপানো।
  • English Word March Bengali definition [মা:চ্] (noun) ইংরেজি বছরের তৃতীয় মাসMarch hare, দ্রষ্টব্য hare.
  • English Word march 1 Bengali definition [মা:চ্] (verb intransitive), (verb transitive) সৈনিকদের মতো কুচকাওয়াজ করে চলা বা কুচকাওয়াজ করানো
  • English Word march 2 Bengali definition [মা:চ্] (noun) (১) [uncountable noun, countable noun] কুচকাওয়াজon the march কুচকাওয়াজরত। line of march সৈন্যদলের কুচকাওয়াজ করে এগিয়ে চলার পর। march past সম্মানিত দর্শককে অভিবাদন জানানোর জন্য তাঁর বা তাঁদের সামনে দিয়ে কুচকাওয়াজ করে গমন। forced march আপৎকালে স্বাভাবিক অপেক্ষা দ্রুততর গতিতে বা বৃহত্তর দূরত্বে অগ্রগমন। steal a marchon somebody (কারো উপর) গোপনে টেক্কা দিয়ে সুবিধালাভ করা। (২) the march of অগ্রযাত্রা; অগ্রগতিmarcher (noun)
  • English Word march 3 Bengali definition [মা:চ্] (noun) (সাধারণত plural) (ইতিহাস) সীমান্ত এলাকা; বিশেষত বিরোধপূর্ণ এলাকা। □ (verb intransitive) march upon/with (প্রাচীন প্রয়োগ) (দেশ, অঞ্চল ইত্যাদি) সাধারণ সীমানা দ্বারা চিহ্নিত হওয়া।
  • English Word marchioness Bengali definition [মা:শানেস্‌] (noun) মারকুইসপত্নী
  • English Word mare Bengali definition [মেআ(র্‌)] (noun) ঘোটকী; মাদি ঘোড়াa mare’s nest পরীর বাসা; প্রতারণা।
  • English Word margarine Bengali definition [মা:জারীন্‌ America(n) মা:র্‌জারিন্‌] (noun) [uncountable noun] প্রাণী বা উদ্ভিদের চর্বি থেকে তৈরি মাখনজাতীয় ভোজ্যপদার্থ (মারজারিন)।
  • English Word marge Bengali definition [মা:জ্‌] (noun) margarine -এর কথ্য সংক্ষিপ্ত রূপ
  • English Word margin Bengali definition [মা:জিন্‌] (noun) [countable noun] (১) কোনো পৃষ্ঠার মুদ্রিত বা লিখিত বিষয়বস্তুর চারপাশের খালি জায়গা; মার্জিন(২) কিনারা; প্রান্ত; উপাত্ত: margin of a pond/road etc . (৩) প্রাপ্য (প্রয়োজনীয় বিবেচিত) সময়, অর্থ ইত্যাদির অতিরিক্ত পরিমাণ(৪) প্রান্তীয় অবস্থা যার নিচে বা উপরে কিছু অসম্ভব: a safety margin. (৫) (বাণিজ্য) ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের মধ্যবর্তী ব্যবধানmarginal [মা:জিন্‌ল্] (adjective) (ক) মার্জিনসম্পর্কিত;(খ) প্রান্তিক অবস্থাসম্পর্কিত; প্রান্তিক; প্রান্তীয়। marginally [মা:জিনালি] (adverb)
  • English Word marguerite Bengali definition [মা:গারীট্] (noun) এক প্রকার ডেইজি ফুল
  • English Word marigold Bengali definition [ম্যারিগোউল্‌ড্‌] (noun) গাঁদাজাতীয় ফুল
  • English Word marijuana, marihuana Bengali definition [ম্যারিওয়া:না] (noun) (অপিচ hashish, cannabis, pot) গাঁজা
  • English Word marimba Bengali definition [মারিম্‌বা] (noun) জাইলোফোনের অনুরূপ বাদ্যযন্ত্রবিশেষ
  • English Word marina Bengali definition [মারীনা] (noun) প্রমোদতরির জন্য নির্দিষ্ট ঘাট
  • English Word marinade Bengali definition [ম্যারিনেইড্] (noun) [uncountable noun] মদ; সিরকা বা মশলামিশ্রিত সিরা; এই সিরায় ভেজানো মাছ বা মাংস। □ (verb intransitive) (also marinate) ঐরূপ সিরায় ভিজানো।
  • English Word marine Bengali definition [মারীন্‌] (adjective) (১) সামুদ্রিক; সমুদ্রজ; সমুদ্রে প্রাপ্ত বা উৎপন্ন(২) জাহাজ, সমুদ্রবাণিজ্য বা নৌবাহিনীসম্পর্কিত: marine insurance; marine stores. marine crops নৌসেনাবাহিনী। □ (noun) (ক) [uncountable noun] merchant/mercantile marine কোনো দেশের সব বাণিজ্যজাহাজ; (খ) [countable noun] যুদ্ধজাহাজে কর্মরত নৌসেনা। the Marines ঐরূপ নৌসেনার সাধারণ বাহিনী। Tell that to the marines কোনো অসম্ভব গল্পে অবিশ্বাস প্রকাশ করতে ব্যবহৃত।
  • English Word mariner Bengali definition [ম্যারিনা(র্‌)] (noun) নাবিক (বিশেষত সমুদ্রে জাহাজ চলাচলে সহায়তাকারী)। master mariner বাণিজ্যজাহাজের কাপ্তান
  • English Word marionette Bengali definition [ম্যারিআনেট্‌] (noun) পুতুলনাচের পুতুল (যা সুতায় বেঁধে নাচানো হয়)।
  • English Word marital Bengali definition [ম্যারিট্‌ল্‌] (adjective) স্বামীসংক্রান্ত; বিবাহসংক্রান্ত; বৈবাহিকmarital status বৈবাহিক অবস্থা।
  • English Word maritime Bengali definition [ম্যারিটাইম্] (adjective) (১) সমুদ্র বা সমুদ্রযাত্রাসম্পর্কিত(২) সমূদ্রোপকূলে অবস্থিত
  • English Word marjoram Bengali definition [মা:জারাম্] (noun) [uncountable noun] রঞ্জনকাজে ও ওষুধে ব্যবহৃত সুগন্ধি গুল্মবিশেষ
  • English Word mark 1 Bengali definition [মা:ক্] (noun) (১) দাগ(২) বৈশিষ্ট্যসূচক লক্ষযোগ্য চিহ্ন: a cut mark on the forehead. (৩) নিদর্শন: gift as a mark of affection. (৪) মার্কা; পণ্যাদির উপর বিশেষ চিহ্ন হিসেবে অঙ্কিত প্রতিকৃতি, নকশা, রেখা ইত্যাদি: trade marks. (৫) পরীক্ষার বা চারিত্রিক মূল্যায়ননির্দেশক সংখ্যা বা বর্ণপ্রতীক: He got very high marks in mathematics. (৬) লক্ষ্য; নিশানাbe/fall wide of the mark ভ্রমাত্মক বা অযথাযথ হওয়া। hit/miss the mark (লাক্ষণিক) কোনো প্রচেষ্টায় সফল/ব্যর্থ হওয়া। en easy mark (কথ্য) যে ব্যক্তিকে সহজেই ঠকানো যায়। beside the mark অপ্রাসঙ্গিক। (৭) বৈশিষ্ট্য; খ্যাতিmake one’s mark বিখ্যাত হওয়া। (৮) the mark (ক) মানbe upto/below the mark মানসম্মত হওয়া বা না-হওয়া। (খ) যা স্বাভাবিক। not be/feel (quite) upto the mark স্বাভাবিক সুস্থবোধ না-করা। (৯) কোনো অশিক্ষিত ব্যক্তি কর্তৃক দলিলে প্রদত্ত (স্বাক্ষরের পরিবর্তে) ক্রসচিহ্ন(১০) (মল্লক্রীড়া) দৌড় আরম্ভের সীমানির্দেশক রেখা: On your marks, get set, go! (১১) (সংখ্যাসহযোগে) মডেল বা টাইপ ( কোনো বিমানের টাইপ): Meteor Mark 3.
  • English Word mark 2 Bengali definition [মা:ক্] (verb transitive) (১) mark something on/with something, mark something down/up দাগ চিহ্ন বা ছাপ দেওয়া; চিহ্নিত করা; mark one’s clothes with one’s name. to mark up/down দাম বাড়ানো/কমানো: to mark up the goods in the shop. mark-up (noun) মূল্য বৃদ্ধির পরিমাণ: a 5% mark -up. marking-ink কাপড়াদিতে দেওয়ার জন্য অমোচনীয় কালি। (২) মূল্যায়নসূচক সংখ্যা বা প্রতীক দেওয়া: to mark examination papers. (৩) মনোযোগ দিয়ে লক্ষ করা: to mark how something is done. a marked man যার আচরণ সন্দেহ বা বিরূপদৃষ্টিতে দেখা হয়। (৪) কোনোকিছুর বৈশিষ্ট্যসূচক হওয়া: qualities that mark leader. (৫) ইঙ্গিত দেওয়া; নির্দেশক হওয়া: mark time কুচকাওয়াজের সময়ে সম্মুখে না-এগিয়ে একই অবস্থানে থেকে মাটিতে পদাঘাত করতে থাকা; (লাক্ষণিক) পরিস্থিতির পরিবর্তন না-হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকা। (৭) mark something off সীমানা চিহ্নিত করা বা পরিমাপ নির্দেশ করতে দাগ দেওয়াmark something out সীমানির্দেশক পরিলেখ অঙ্কন করা বা দাগ টেনে সীমানির্দেশ করা: mark out a tennis-court; পূর্বাহ্ণে নির্দিষ্ট করে দেওয়া: to mark out one’s destiny. marked [মা:কট্‌] (adverb) সুস্পষ্ট; সুচিহ্নিত; লক্ষণীয়; সুপ্রতিভাত: a marked improvement. markedly [মা:কিড্‌লি] (adverb) (১) সুস্পষ্টভাবে; লক্ষণীয়ভাবে marking (noun) দাগ বা চিহ্নাদি প্রদান। (২) পালক বা গাত্রত্বক ইত্যাদির বিভিন্ন বর্ণের প্যাটার্ন বা নকশা
  • English Word mark 3 Bengali definition [মা:ক্] (noun) জার্মান মুদ্রার একক; মার্ক